বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কাঁটাবেড়িয়ার রাস্তা
নেমে গেল খালে
ধসের জেরে যোগাযোগ বিচ্ছিন্ন ১০ গ্রামের বাসিন্দা

সংবাদদাতা, উলুবেড়িয়া: কানপুরের পর এবার উলুবেড়িয়া ২ ব্লকের তেহট্ট কাঁটাবেড়িয়া ২ গ্রাম পঞ্চায়েত। এখানকার জগদীশপুর মল্লিকপাড়ায় পুরনো খালের পাড় ধসে প্রায় ৩০০ ফুট রাস্তা বসে গেল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় তৈরি এই রাস্তা বসে যাওয়ার ফলে এলাকার ১০টি গ্রামের কয়েক হাজার মানুষের সঙ্গে শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় ১০ কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে বাসিন্দাদের।
জানা গিয়েছে, বছর দেড়েক আগে তেহট্ট কাঁটাবেড়িয়ায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় স্থানীয় পুরনো খালের পাড়ে রাস্তাটি তৈরি হয়। উলুবেড়িয়া আমতা রোড থেকে তেহট্ট ২নং গ্রাম পঞ্চায়েত এলাকায় যেতে হলে অটো এবং টোটোই মানুষের একমাত্র ভরসা। স্থানীয় সূত্রের খবর, মাসখানেক আগে এই এলাকার রাস্তায় একটু ফাটল দেখা দিয়েছিল। সেই সময় সেচদপ্তরের পক্ষ থেকে বাঁশ ও বালির বস্তা দিয়ে তা মেরামত করা হয়। যদিও গত দুই দিনের একটানা বৃষ্টিতে সেইসব ধসে গিয়ে পুরো রাস্তাটাই খালে নেমে গিয়েছে। ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সেখ নওসদ আলি অভিযোগ করেন, প্রথম অবস্থায় ব্লক প্রশাসন ও সেচদপ্তর ঠিকঠাক কাজ করলে এই অবস্থা হতো না। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তা ধসে যাওয়ায় চারচাকা গাড়ি যাতায়াত করতে পারছে না। অসুস্থ রোগীরা অসুবিধায় পড়েছেন। অবিলম্বে ধসে যাওয়া রাস্তা মেরামতের দাবি জানান তাঁরা। এই ব্যাপারে উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস জানান, অতি বৃষ্টির ফলেই রাস্তায় ধস নেমেছে। আমরা সেচদপ্তরকে বিষয়টি জানিয়েছি। দ্রুত মেরামতের কাজ শুরু হবে। রাস্তায় ধস নামা প্রসঙ্গে নিম্ন দামোদর এলাকার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার তাপস রক্ষিত জানান, অতি বর্ষণে ডিভিসির ছাড়া জলে আমতা ও উদয়নারায়ণপুরে বন্যা হয়েছিল। সেই জলের অনেকটাই এই খাল দিয়ে বের করা হয়। ফলে খালে জলের চাপ সৃষ্টি হওয়ায় ফাটল দেখা দিয়েছিল। সেটি আমরা মেরামত করে দিয়েছিলাম। কিন্তু এখন যেভাবে ধস নেমেছে, তাতে এটা এখনই মেরামত করা সম্ভব নয়। এখন বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় জল জমে থাকায় মাটিও পাওয়া যাচ্ছে না। ধসে যাওয়া অংশ ভালোভাবে মেরামত করার জন্য আমরা টেন্ডার করেছি। খালের জল  কমলেই সেই কাজ শুরু হবে। তবে আপাতত মানুষের যাতায়াতের ও ছোট গাড়ি চলাচলের জন্য রাস্তা মেরামত করার চেষ্টা করা হবে। 

22nd     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ