বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

আমতার প্রাচীন মন্দির থেকে কষ্টি
পাথরের কোটি টাকার বিগ্রহ চুরি

সংবাদদাতা, উলুবেড়িয়া: গ্রামের ৮০০ বছরের প্রাচীন গোপাল জিউয়ের মন্দির থেকে কষ্টি পাথরের মদনগোপাল চুরি হয়ে গেল। আমতার পশ্চিম গাজিপুরের ভট্টাচার্যপাড়ায়। মন্দির কমিটি সূত্রে খবর, সোমবার রাতে দুষ্কৃতীরা এক ফুটের ওই মদনগোপালের মূর্তি ছাড়াও পিতলের রাধিকা, কষ্টি পাথরেরই কয়েকটি নারায়ণ শিলা এবং একাধিক মূর্তি চুরি করেছে। কমিটির দাবি, চুরি যাওয়া বিগ্রহগুলির মূল্য প্রায় এক কোটি টাকা। তারা আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। আমতার পশ্চিম গাজিপুরের ভট্টাচার্যপাড়ায় প্রায় ৮০০ বছরের প্রাচীন গোপাল জিউয়ের মন্দির আছে। মন্দিরে কষ্টি পাথরের মদনগোপাল ছাড়াও কষ্টি পাথরের মেলাইচণ্ডী, পিতলের রাধিকা, পিতলের মঙ্গলচণ্ডী, পাথরের শীতলা, পাথরের মনসা দেবীর বিগ্রহ ছিল। এছাড়াও দামোদর, রঘুনাথ ও শ্রীধর নামে কষ্টি পাথরেরই নারায়ণ শিলা ছিল। মন্দিরে নিত্যপুজো ছাড়াও দোল, জন্মাষ্টমী, রাস সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান হয়। স্থানীয় বাসিন্দারা জানান, শুধু পশ্চিম গাজিপুর নয়, আশেপাশের মানুষের কাছেও এই গোপাল জিউ মন্দিরের মাহাত্ম অপরিসীম। মন্দিরের পুরোহিত কানাই ভট্টাচার্য জানান, সোমবার সন্ধ্যা ৭টা নাগাদ মন্দিরে সন্ধ্যা আরতি করার পর তালা দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। মঙ্গলবার সকালে মন্দিরে এসে দেখি, দরজায় তালা নেই। তা দেখেই আমার মন অজানা আশঙ্কায় কেঁপে উঠেছিল। পরে মন্দিরে ঢুকে দেখি, ভিতরে থাকা কষ্টি পাথরের মদনগোপালের বিগ্রহ সহ সমস্ত বিগ্রহ ও নারায়ণ শিলাগুলি উধাও। দুষ্কৃতীরা বিগ্রহের সঙ্গে থাকা সোনার চোখ ও রুপোর অলঙ্কার চুরি করলেও মন্দিরের ভিতরে থাকা কোনও বাসনপত্র চুরি করেনি। মন্দিরে চুরির প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শুভ্র ভট্টাচার্য জানান, গ্রামের প্রাচীন এই মন্দির বহু ইতিহাসের সাক্ষী। আমাদের এখনও বিশ্বাস হচ্ছে না যে, মন্দিরে এই ধরনের চুরি হতে পারে। আমরা অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া মূর্তিগুলি উদ্ধারের আবেদন জানিয়েছি।

22nd     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ