বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দুই লরির মুখোমুখি সংঘর্ষে
সাঁতরাগাছিতে মৃত ১, জখম ৫

নিজস্ব প্রতিনিধি, হাওড়া:  দুর্যোগের রাতে ভয়াবহ দুর্ঘটনা সাঁতরাগাছিতে। দু’টি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। আহত পাঁচজন। সোমবার রাত প্রায় আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে সাঁতরাগাছি ফ্লাইওভারের কাছে। মধ্যরাতের এই দুর্ঘটনার জেরে প্রবল যানজট সৃষ্টি হয় সাঁতরাগাছি ব্রিজে। যা মঙ্গলবার ভোর পর্যন্ত চলে। সকালে পুলিসি তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় আড়াইটে নাগাদ দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে। যার একটি কলকাতা থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। অন্যটি মেদিনীপুর থেকে কলকাতার দিকে আসছিল। প্রাথমিক তদন্তে অনুমান, প্রবল বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দু’টি একে অপরকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একটি লরির চালকের। অন্য লরির চালক পলাতক। অন্যদিকে, বাকি আহতরা ট্রাকের ভিতরই আটকে ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসে জগাছা থানার পুলিস। তাদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় আহতদের। এরপর তাদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের চিকিৎসকরা এক চালককে মৃত বলে ঘোষণা করেন। বাকি পাঁচ আহতের তড়িঘড়ি চিকিৎসা শুরু হয়। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, ঘটনার সময় মুষলধারায় বৃষ্টি পড়ছিল। সে কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়। গাড়ি থেকে আহতদের বের করতেও কিছুটা সময় লাগে।দুর্ঘটনাগ্রস্ত এক ট্রাকের খালাসির কথায়, রাত ২টো নাগাদ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাই আমাদের গাড়িও খুবই ধীরগতিতেই চলছিল। হঠাৎ সামনের দিক থেকে আসা একটি লরি সজোরে ধাক্কা মারে আমাদের লরিটিকে। আমরা ছিটকে পড়ি। এদিকে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে আটক করেছে পুলিস। পলাতক এক ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে জাগাছা থানা।                            -নিজস্ব চিত্র

22nd     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ