বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নিকাশি নালার মধ্যে দীর্ঘক্ষণ
আটকে বৃদ্ধা, উদ্ধার করল দমকল 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিজাত এলাকা হলেও বৃষ্টিতে জল থইথই অবস্থা নিউটাউনে। আর সেই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে বিপাকে পড়লেন বছর সত্তরের এক বৃদ্ধা। নাম জয়শ্রী রায়চৌধুরী। মঙ্গলবার দুপুরে ডিএলএফ নিউটাউনে, এক অভিজাত আবাসনের সামনের ফুটপাতের পাশে একটি নিকাশি নালার দু’টি স্ল্যাবের ফাঁকে পা আটকে যায় তাঁর। ওই অবস্থাতেই দীর্ঘক্ষণ আটকে থাকেন তিনি। তাতেই হুলস্থূল পড়ে যায় গোটা নিউটাউনে। ঘটনাস্থলে আসে পুলিস-প্রশাসন, দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। প্রায় ঘণ্টা দু’য়েকের চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয় বলে পুলিস সূত্রে খবর।
পুলিস জানিয়েছে, বৃদ্ধা ডিএলএফ হাইটসের বাসিন্দা। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ তিনি বাইরে বেরিয়েছিলেন। জল ঠেলেই হাঁটছিলেন বাড়ির সামনের রাস্তা দিয়ে। পাশেই ছিল নিকাশি নালা। রাস্তা জলমগ্ন হওয়ায় নর্দমার দু’টি স্ল্যাবের মাঝখানের গর্তটি দেখতে পাননি তিনি। অসাবধানতাবশত সেখানে আটকে যায় তাঁর বাঁ পা। পড়ে যান তিনি। জলের মধ্যেই ওই অবস্থায় চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তবে তাঁরা নানাভাবে চেষ্টা করলেও জয়শ্রীদেবীকে উদ্ধার করতে পারেননি। ততক্ষণে এই বিপত্তির কথা রটে যায় সর্বত্র। ঘটনাস্থলে চলে আসেন এনকেডিএ’র চেয়ারম্যান দেবাশিস সেন ও নিউটাউনের ডেপুটি কমিশনার বিশপ সরকার। খবর যায় দমকলে। দমকল বাহিনীর কথায়, রাস্তায় জল দাঁড়িয়ে থাকায় মহিলাকে উদ্ধার করতে বেশ বেগ পেতে হয়েছে। ধীরে ধীরে আশপাশের স্ল্যাব সরিয়ে তাঁর পা বের করতে হয়েছে। পুলিস সূত্রে খবর, এরপর ওই বৃদ্ধাকে বিধাননগর মহকুমা হাসপাতালে সুশ্রুষার জন্য নিয়ে যাওয়া হয়। তিনি সুস্থ রয়েছেন বলেই হাসপাতাল সূত্রে খবর।  তখনও আটকে বৃদ্ধা।

15th     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ