বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাওড়া স্টেশন থেকে
উদ্ধার লক্ষাধিক টাকা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। সেই টাকা নিয়ে যাওয়ার সময় রেল পুলিসের হাতে আটক হয়েছেন একজন। ধৃতের নাম ভাগীরথী সিনহা। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, টহলদারির সময় পুরনো প্লাটফর্মের ৪ ও ৫ নম্বর গেটের কাছে ওই ব্যক্তিকে দেখেন হাওড়া জিআরপি’র জওয়ানরা। স্টেশনে ঢোকার আগে তার ব্যাগ মেশিনে স্ক্যান করার সময়ই কর্তব্যরত পুলিস আধিকারিকদের সন্দেহ হয়। ব্যাগ খুলে দেখা যায়, তার মধ্যে রাখা প্রায় ৪৫ লক্ষ টাকা নগদ। ব্যাগে থাকা এই বিপুল পরিমাণ টাকার পর্দাফাস হয়ে যাওয়ার পরই ওই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ধাওয়া করে জিআরপির কর্মীরা তাকে ধরে ফেলে। তার কাছে থাকা ব্যাগ থেকে সব মিলিয়ে মোট ৯ হাজারটি ৫০০ টাকার নোট উদ্ধার হয়। এই বিপুল পরিমাণ টাকা সে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, সেই বিষয়ে কোনও সদুত্তর মেলেনি। পরে টাকা সমেত তাকে জিজ্ঞাসাবাদ করেন আয়কর বিভাগের আধিকারিকরা। তাতেও কোনও ফল না হওয়ায় তাকে ওই ৪৫ লক্ষ টাকা সহ তুলে দেওয়া হয় হাওড়া জিআরপির হাতে। 

15th     September,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ