বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নিমতায় বৃহন্নলাকে খুনের
ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মাত্র দু’দিনের মধ্যেই নিমতায় বৃহন্নলা খুনের কিনারা করল পুলিস। ঘটনার দিন রাতেই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার টিটাগড় থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম শেখ ছোটুয়া। সেও বৃহন্নলা। সে নিজেই গুলি চালিয়েছিল। খুনের কথা কবুলও করেছে এই অভিযুক্ত। জেরায় সে পুলিসকে জানিয়েছে, এলাকা দখল নিয়ে পুরনো শত্রুতার জেরেই এই খুন। যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছিল, সেটিও পুলিস উদ্ধার করেছে। 
রবিবার রাতে নিমতার থানার অধীনে উত্তর দমদমের ৩ নম্বর ওয়ার্ডের ছোট ফিঙা সাবিত্রীপল্লিতে গুলিতে খুন বৃহন্নলা সুমনা ধর (৩২)। সাবিত্রীপল্লিতেই তিনি তাঁর গোষ্ঠীর সদস্যদের নিয়ে থাকতেন। সুমনাই ছিলেন গোষ্ঠীর প্রধান। এই ঘটনায় সুমনার শিষ্যরা টিটাগড়ের একটি গোষ্ঠীর ছ’জন বৃহন্নলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে ওই রাতেই পুলিস শেখ লাটলি নামে এক বৃহন্নলাকে গ্রেপ্তার করেছিল। তাকে জেরা করেই পুলিস এদিন মূল অভিযুক্ত শেখ ছোটুয়াকে গ্রেপ্তার করে। ছোটুয়া ও লাটলি দু’জনেই টিটাগড়ের গোষ্ঠীর সদস্য। জেরায় পুলিস জানতে পেরেছে, বাইকে করে নয়। ছোটুয়া ও লাটলি দু’জনে টিটাগড় থেকে একটি অটো ভাড়া নিয়ে সাবিত্রীপল্লিতে গিয়েছিল। অটোচালক তাদের কাছ থেকে তিন হাজার টাকা ভাড়া নিয়েছিল। সুমনা বাইরে থেকে ফিরবে, এই খবর তাদের কাছে ছিল। তার জন্য তারা দু’জন আগে থেকেই সুমনার বাড়ির সামনে অটো নিয়ে অপেক্ষা করছিল। অটোর ভিতরে বসে থাকায় তাদের কেউ দেখতে পাননি। যে এলাকায় তারা দাঁড়িয়েছিল, সেই এলাকাটিও অস্পষ্ট ছিল। সুমনা বাড়ির সামনে আসতেই ছোটুয়া পিস্তল বের করে পর পর তিনটি গুলি করে। তারপর অটো নিয়ে চম্পট দেয়। পুলিস জানিয়েছে, ওই অটোচালকের খোঁজে তল্লাশি চলছে।

4th     August,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ