বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সস্তা জনপ্রিয়তা পেতেই মামলা,
ইভিএম নিয়ে আবেদন খারিজ

নয়াদিল্লি: আসন্ন নির্বাচনে ইভিএমের বদলে ব্যালট পেপার ব্যবহারের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্টে। সেই সঙ্গে, আবেদনকারীকে চার সপ্তাহের মধ্যে ১০ হাজার টাকা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। দিল্লির স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছে সেই টাকা জমা করতে হবে।   প্রধান বিচারপতি ডি এন প্যাটেল ও বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চ জানিয়েছে, সস্তা জনপ্রিয়তা পেতে জনশ্রুতি এবং ভুল তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করেছেন জয়া সুকিন নামে ওই আইনজীবী। ইভিএমের কার্যকারিতা নিয়ে নিজের বক্তব্যের সপক্ষে প্রমাণ হাজির করতে পারেননি তিনি। এই বিষয়ে তাঁর নিজের কোনও জ্ঞান নেই। সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট ও সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত মামলার কাগজপত্র দেখিয়ে তিনি রিট পিটিশন দাখিল করেছিলেন। তাই তাঁর আবেদন গ্রহণ করার কোনও মানেই হয় না। আদালত তাঁর পিটিশন খারিজ করছে। 
তবে সুকিনের ফের আবেদনের রাস্তা খোলা রেখেছে দিল্লি হাইকোর্ট। বিচারপতিরা জানিয়েছেন, ইভিএম নিয়ে আরও পড়াশুনো  এবং তথ্য-প্রমাণ এককাট্টা করে পরবর্তী সময়ে আবার পিটিশন দাখিল করতে পারবেন মামলাকারী। 

4th     August,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ