বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

টেলি অভিনেত্রীর ছবি বিকৃত
করে পোস্ট করার অভিযোগ
ধৃত যুবক, পুলিস হেফাজতে পাঠাল আদালত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক উঠতি টেলি অভিনেত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই অভিযোগে কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিস বুধবার বেলঘরিয়া থেকে এক যুবককে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আশিক মজুমদার। বৃহস্পতিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। বিচারক তার জামিনের আর্জি নাকচ করে দিয়েছেন। তাকে আগামী ৩০ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন তিনি। আজ, শুক্রবার ব্যাঙ্কশাল আদালতের এক বিচারকের কাছে ওই অভিনেত্রীর গোপন জবানবন্দি পেশ করার কথা। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ধর্ষণের হুমকি, ভয় দেখানো ছাড়াও তথ্যপ্রযুক্তির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, ওই অভিনেত্রীর একাধিক ছবি বিকৃত করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য ভুয়ো প্রোফাইল খুলেছিল অভিযুক্ত যুবক। সেই সব ছবির পাশে অভিনেত্রীকে ধর্ষণের হুমকি সহ নানা অশ্লীল কথাবার্তা লেখা হয়। আরও একটি ভুয়ো প্রোফাইল খুলে সেখানেও অভিনেত্রীর নানা ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়া হয়। শেষপর্যন্ত উত্তর কলকাতার বাসিন্দা ওই অভিনেত্রী লালবাজারে সাইবার ক্রাইম থানায় পুরো বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নামে। অভিযুক্তের ফোনের নানা তথ্য জোগাড় করে পুলিস। ওই যুবক বেলঘরিয়ায় কোথায় থাকে, তা জানার পরই আইনি নোটিস দিয়ে লালবাজারে তাকে ডেকে পাঠানো হয়। কিন্তু সে গরহাজির থাকে। এরপর বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের মোবাইল ফোন, সিম কার্ড সহ বিভিন্ন জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে পুলিস। মামলার সরকারি আইনজীবী জানান, বাজেয়াপ্ত জিনিসপত্র পরীক্ষাগারে পাঠানো হবে। এদিন ধৃতের আইনজীবী প্রবীর মুখোপাধ্যায় আদালতে বলেন, কেন ওই অভিনেত্রী এত দেরিতে অভিযোগ দায়ের করেছেন, তা আমাদের কাছে বোধগম্য হল না। যে কোনও শর্তে আমাদের মক্কেলকে জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী এদিন ধৃতের জামিনের তীব্র আপত্তি জানান। তিনি বলেন, ধৃতের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। তাই তাকে জামিন দিলে মামলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। দু’তরফের সওয়াল শুনে বিচারক ধৃতের জামিনের আর্জি খারিজ করে দেন। এদিন বিকেলে ওই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ওই যুবকের দৃষ্টান্তমূলক সাজা চাইছি। এমন শাস্তি হোক যাতে আর কোনও মেয়েকে যেন এরকম ঘটনার শিকার না হতে হয়। আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। যেভাবে আমার ছবি বিকৃত করে জনমানসে হেয় করা হয়েছে, তাতে মানসিকভাবে আমি বিধ্বস্ত।

23rd     July,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ