বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

সারদা কাণ্ডের গুরুত্বপূর্ণ
মামলায় জামিন দেবযানীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সারদা মামলার অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়কে শনিবার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি অরিজিৎ মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। ২০১৩ সালের ২২ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করা হয়। আর এই মামলা সূত্রে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল ২০১৪ সালের ১৪ জুন থেকে। এদিন এই মামলা সূত্রে তাঁকে ২ লক্ষ টাকার জামিনে ছাড়তে বলা হয়েছে। সঙ্গে কিছু শর্তও আরোপ করা হয়েছে। যদিও অন্যান্য মামলা সূত্রে তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলেও জানা গিয়েছে। বেঞ্চ বলেছে, তদন্ত ও জেরা করার স্বার্থে সিবিআই তাঁকে সমন পাঠাতে পারবে। তাঁকে পাসপোর্টও জমা রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, সম্পর্কিত মূল মামলাটি বিচারাধীন রয়েছে কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ঘরে। আট বছরের বেশি তিনি জেলে রয়েছেন। এই দাবি করে তাঁর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় আদালতকে জানান, সিবিআই যেভাবে চেয়েছে, সেভাবেই তদন্ত চালিয়ে গিয়েছে। তারপরেও তাঁকে জেলে আটকে রাখার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআই এই চিটফান্ড সংক্রান্ত মামলাগুলিকে তিনভাগে ভাগ করেছিল। সেগুলি যথাক্রমে আরসি ৪, আরসি ৫ ও আরসি ৬। আরসি ৬ মামলায় দেবযানী ছাড়া আরও যেসব প্রভাবশালীদের নাম ছিল, তাঁদের অনেকেই জামিনে রয়েছেন। কিন্তু, দেবযানী ছাড়া কেবল সুদীপ্ত সেন আটক রয়েছেন। জয়ন্তনারায়ণ বলেন, মামলার চার্জশিট দাখিল হয় ২০১৪ সালের ২২ অক্টোবর। এই পরিপ্রেক্ষিতে ২০২০ সালে এই আবেদনটি হাইকোর্টে পেশ হয়। তখন থেকে সিবিআই অন্তত ২৪ বার শুনানি স্থগিত রাখার আবেদন করে গিয়েছে। এমনকী একটি পেনড্রাইভে থাকা গলার স্বর অভিযুক্তদের সঙ্গে মেলানোর জন্য গত ডিসেম্বরেও সময় নিয়েছিল সিবিআই। এই অবস্থায় তাঁকে এখনও আটকে রাখার কোনও যুক্তি নেই। তদন্তের জন্য আটবছর সময় কি যথেষ্ঠ নয়? এই প্রশ্নও তিনি তোলেন। এই প্রেক্ষাপটে ১৬ জুন আবেদনটির শুনানি শেষ হয়। এদিন তার রায় ঘোষিত হল। প্রসঙ্গত, শনিবার হাইকোর্টে কোনও মামলার শুনানি হয় না। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রশাসন শনিবারেও আদালত চালাতে চাইলেও বাধা এসেছে। কিন্তু, ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে যেহেতু এখন শুনানি চলছে, সেই ব্যবস্থা সূত্রেই প্রায় ১০০ মামলার শুনানি হয়। তার মধ্যে এই মামলাটিরও রায় ঘোষিত হয়েছে।

20th     June,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ