বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

জোট নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন: ইয়েচুরি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটে বিপর্যয়ের পর এখন জোট করার যৌক্তিকতা নিয়ে কেন দলের নেতাদের কেউ কেউ নানাভাবে প্রশ্ন তুলছেন তা নিয়ে পাল্টা খোঁচা দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। শনিবার থেকে শুরু হওয়া দলের রাজ্য কমিটির বৈঠকের সূচনালগ্নে ইয়েচুরি কিছুটা ঝাঁঝালো সুরেই এই প্রসঙ্গে তাঁর বক্তব্য রাখেন। তিনি বলেন, কংগ্রেস বা আইএসএফ-এর সঙ্গে জোট করার ব্যাপারে ভোটের আগেই দলে চর্চা হয়েছে। পলিটব্যুরোও এব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছিল। দলকে অন্ধকারে রেখে তো জোট প্রক্রিয়া চালানো হয়নি। তাহলে এখন কেন অনেকে প্রকাশ্যে বা সোশ্যাল মিডিয়ায় এনিয়ে প্রশ্ন তুলছেন বোঝা যাচ্ছে না। তার আগে কেন বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে যৌথ প্রচারের বিষয়গুলি মানুষকে নিচুতলার নেতা-কর্মীরা বোঝাতে পারলেন না, তা নিয়ে আত্মসমীক্ষা করুন সকলে। সেই কারণগুলি আমরা শুনতে চাই। আজ রবিবারও চলবে এই বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত বৈঠকে ইয়েচুরি, মানিক সরকার, প্রকাশ কারাতদের মতো পলিটব্যুরো সদস্যরা হাজির ছিলেন। এদিনের বৈঠকে কয়েকজন নেতা যথারীতি জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের মত, জোট করে কোনও বাড়তি লাভ যখন হচ্ছে না, তখন বামেরা ফের এককভাবে চলুক। আগামী পুর ও পঞ্চায়েত ভোটে সেই পরীক্ষা করে দেখা যেতে পারে। এই পদক্ষেপে পেট না ভরলেও অন্তত জাত বজায় থাকবে। তবে অধিকাংশ নেতা এদিনও আগ বাড়িয়ে জোট ভাঙার পক্ষে মত দেননি। তাঁদের যুক্তি, বিজেপি এখন ভাঙতে শুরু করেছে। এদিনের বৈঠকের শুরুতে খসড়া রিপোর্ট পেশ করেন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। 

20th     June,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ