বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

উত্তাল সমুদ্রে উল্টে গেল ট্রলার,
প্রাণরক্ষা ১২ জন মৎস্যজীবীর

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বরাত জোরে প্রাণে বাঁচলেন ১২ জন মৎস্যজীবী। উত্তাল সমুদ্র থেকে ফেরার পথে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় একটি ট্রলার। আর তাতেই সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কা ছিল। যদিও আশপাশে থাকা বাকি ট্রলার ও নৌকার  সাহায্যে তাঁদের উদ্ধার করে ফিরিয়ে আনা হয়। শনিবার সকালে বকখালির কাছাকাছি কলসদ্বীপের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। তবে এই ট্রলার সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে গিয়েছিল, নাকি আগে গিয়ে পরে ফিরছিল, সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাথরপ্রতিমা ব্লকের ব্রজবল্লভপুর থেকে পাঁচটি ট্রলার সমুদ্রে গিয়েছিল। একটা সূত্র বলছে, খারাপ আবহাওয়ার কারণে সিংহভাগ মৎস্যজীবী ফিরে এলেও, এই ক’টা ট্রলার ফিরতে পারেনি। শনিবার ভোরে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাকৃতিক দুর্যোগের জন্য সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ ধরতে গিয়ে এই বিপত্তি ঘটেছে। দুর্ঘটনার সময় সমুদ্রের পাড়ের কাছাকাছি ছিল ওই ট্রলারটি। ফলে বেশ কয়েকটি নৌকা আশপাশে থাকায় উদ্ধারকাজে সুবিধা হয়েছে।

20th     June,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ