বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বারাসতে সরকারি পুকুরে আবর্জনা জমে
হয়েছে মশার আঁতুড়ঘর, ক্ষুব্ধ বাসিন্দারা

 

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসতের ব্যস্ত বিধান মার্কেটের আবর্জনাময় পুকুর নাভিশ্বাস  তুলছে এলাকাবাসীর। চরম দুর্গন্ধের পাশাপাশি ওই পুকুর মশা ও মাছির আঁতুড়ঘরে পরিণত হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। প্রশাসনের সর্বস্তরে এলাকাবাসী বহুবার আবেদন করলেও পুকুরটি পূর্ণ সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। চলতি সপ্তাহে পুরসভার তরফে ওই পুকুর থেকে সামান্য আবর্জনা তোলা হয়। যদিও স্থানীয়দের দাবি, এইভাবে সংস্কার করলে বাস্তবে কোনও লাভ হবে না। পুরসভার তরফে দ্রুত পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। 
বারাসত শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বিধান পার্ক অন্যতম ব্যস্ত এলাকা। এই এলাকায় ছোট বড় মিলিয়ে দেড়শোর বেশি দোকান রয়েছে। এই ওয়ার্ড ছাড়াও পাশের ১৫, ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ডের মানুষ এই বাজারে আসেন।  বাজার লাগোয়া এলাকায় প্রচুর ফ্ল্যাট ও বসতবাড়ি রয়েছে। জনবহুল এই বাজার লাগোয়া পুকুরটি দীর্ঘদিন ধরে আস্তাকুঁড়ে পরিণত হয়েছে। আশপাশের বাসিন্দারা রাতের অন্ধকারে ওই পুকুরে নোংরা, মৃত জন্তু ফেলেন বলে অভিযোগ। স্থানীয় দোকানের আবর্জনাও ওই পুকুরে পড়ে। বর্তমানে পুকুরের উপর প্রচুর কচুরিপানা তৈরি হয়েছে। এলাকার নোংরা আবর্জনা সঠিকভাবে পরিষ্কার না হওয়ায় এই পুকুরকে কার্যত ভ্যাট হিসেবে ব্যবহার করতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। ফলে দুর্গন্ধের পাশাপাশি প্রচুর মশা জন্ম নিচ্ছে। এলাকার বাসিন্দা তথা পরিবেশপ্রেমী সুশান্ত কুণ্ডু বলেন, প্রায় ১২ কাঠা সরকারি পুকুরটিতে দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে দূষণের কেন্দ্র হয়ে রয়েছে। জেলাশাসক, পরিবেশ দপ্তর, স্থানীয় পুরসভা, মৎস্য দপ্তরের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হয়েছে। সম্প্রতি পুরসভা পুকুর থেকে কিছু আবর্জনা তুলেছে। কিন্তু তাতে বড় কোনও লাভ হচ্ছে না। ডেঙ্গুপ্রবণ বারাসতে মশা ও মাছির দাপটে এলাকায় টেকা দায় হয়ে উঠেছে। বারাসত পুরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন, আমরা জানতে পেরে পুকুর সংস্কারের কাজ শুরু করেছি। ১০০-রও বেশি কর্মী লাগিয়ে কিছু আবর্জনা তোলা হয়েছে।

20th     June,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ