বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভ্যাকসিন অন হুইলসের মাধ্যমে এই
প্রথম আদিবাসী গ্রামের ১০০ জনকে টিকা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা এবং সংবাদদাতা, বারুইপুর: ভ্যাকসিন নিয়ে নানা বিভ্রান্তি ও শঙ্কা ছিল ওঁদের মধ্যে। ফলে টিকাকরণ চালু হলেও কেউ তা নিতে যাননি। অবশেষে তাঁদের যাবতীয় ভুল ধারণা দূর করল প্রশাসন। ভ্যাকসিন অন হুইলসের মাধ্যমে এই প্রথম সোনারপুর ব্লকের খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক আদিবাসী গ্রামের বাসিন্দাদের টিকা দেওয়া হল। শনিবার অন্তত ১০০ জন বাসিন্দা টিকা নিয়েছেন। আগামী দু’- একদিনে বাকিদেরও টিকাকরণের ব্যবস্থা করা হবে। এদিনের অনুষ্ঠানে সোনারপুর উত্তর কেন্দ্রের বিধায়ক ফেরদৌসী বেগম, বিডিও সৌরভ ধল্ল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিডিও বলেন, পাইলেন, বাইনালা এবং সিনেমোমপাড়া গ্রামে এদিন টিকাকরণের কর্মসূচি নেওয়া হয়েছিল। এখানকার আদিবাসী সম্প্রদায়ের মানুষের ভ্যাকসিন নিয়ে যাবতীয় ভুল ধারণা দূর করে টিকা নেওয়ার জন্য রাজি করানো হয়েছে। এদিকে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া ভ্যাকসিন অন হুইলস পরিষেবায় ভালোই সাড়া মিলেছে। ওইদিনই  বারুইপুর, সোনারপুর, ডায়মণ্ডহারবার মিলিয়ে মোট ২৩৬ জন টিকা নিয়েছেন। তবে সংক্রমণের নিরিখে জেলার মধ্যে বরাবরই শীর্ষে থাকে সোনারপুর। তাই এই ব্লকের উপর বাড়তি গুরুত্ব দিয়ে এখানকার দু’টি বিধানসভা এলাকার জন্য দু’টি পৃথক টিকার গাড়ি দেওয়া হয়েছে। অন্যদিকে, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে পুর ও গ্রামীণ এলাকার ১০টি বৃদ্ধাশ্রমে ২০০ জন আবাসিককে ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

20th     June,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ