বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

জল যন্ত্রণা অব্যাহত, নামখানায়
দেওয়াল চাপা পড়ে মৃত মহিলা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নিম্নচাপের জেরে ভারী বর্ষণে জল যন্ত্রণা অব্যাহত জেলার বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবারের পর শুক্রবারও দিনভর জলবন্দি হয়ে রইল সোনারপুর, মহেশতলা, বারুইপুর, ক্যানিং, রায়দিঘি সহ একাধিক এলাকা। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল নামতে দেরি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীদের। এই জল যন্ত্রণার মধ্যেই সব থেকে মর্মান্তিক ঘটনাটি ঘটল  নামখানার দ্বারিকপুরে।  নিজের বাড়ির সামনেই পাঁচিল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতের নাম কবিতা মণ্ডল (৬৪)। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাতের প্রবল বৃষ্টিতে পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। বারান্দায় বসে থাকার সময় আচমকাই পাশের একটি বাড়ির মাটির দেওয়াল হুড়মুড়িয়ে তাঁর উপর ভেঙে পড়ে। সেখানেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর। এদিন সকালে প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে দুই লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
মঙ্গলবার রাত ও পরের দিন সকালে মুষলধারে বৃষ্টিতে জেলার পুর এলাকাগুলিতে জল থই থই অবস্থা হয়। দিনে বৃষ্টি কিছুটা কমলেও, বৃহস্পতিবার রাত থেকে আবারও শুরু হয় তুমুল বর্ষণ। আর তার জেরেই যেটুকু জল নেমেছিল আবার ভরে যায় রাস্তাঘাট থেকে নদী-নালা সব। সবচেয়ে করুণ অবস্থা মহেশতলা এলাকায়। এখানকার আবাসন, বাড়ি অন্যান্য অঞ্চলে কোথাও এক হাঁটু সমান, কোথাও আবার এক বুক জল আটকে রয়েছে এখনও। জল না নামায় শম্পা-মিজরানগর সহ একাধিক আবাসনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এদিন দেখা গেল ঘরের মধ্যেই মাছ খেলা করছে আবার কোথাও জলের স্রোতে ঢুকে পড়েছে সাপ। রাজপুর-সোনারপুর পুরসভার বেশকিছু ওয়ার্ডের হালও খারাপ।এদিন সকালে নিজের বিধানসভা কেন্দ্রের পরিস্থিতি পরিদর্শন করেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। জল জমার সমস্যা যে রয়েছে সে কথা অবশ্য স্বীকার করেছেন তিনি। এই জল যন্ত্রণা থেকে বাসিন্দাদের কী করে দ্রুত মুক্তি দেওয়া যায়, সে ব্যাপারে সংশ্লিষ্ট মহলে আলোচনা করবেন এই তারকা বিধায়ক। এই পুর এলাকার মিশন পল্লি, গ্রিন পার্কে আবাসনগুলির ভিতর জল ঢুকে গিয়ে বিপত্তি ঘটেছে। প্রায় এক হাঁটু সমান জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। তাঁদের অভিযোগ বিগত কয়েক বছর ধরেই এই জমা জলের সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে। পুরসভার পক্ষ থেকে নিয়মিত ড্রেন সাফাই না হওয়ার কারণেই জল নামতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

19th     June,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
কিংবদন্তী গৌতম
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ
 
হরিপদ
 
31st     May,   2021
30th     May,   2021