বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাওড়া ও হুগলিতে জল বের
না হওয়ায় সমস্যায় বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও চুঁচুড়া: বৃষ্টি থামলেও হাওড়ার একাধিক এলাকায় শুক্রবারও জমা জলের সমস্যা থেকে বাসিন্দাদের মুক্তি মিলল না। একইভাবে হুগলির চুঁচুড়া শহরের একাধিক জায়গায় শুক্রবারও জমা জল নিয়ে বাসিন্দাদের সমস্যার মুখে পড়তে হয়েছে। চুঁচুড়ায় অবশ্য সকালের দিকে সামান্য বৃষ্টি হয়েছে। কিন্তু নিকাশি ব্যবস্থা ঠিক থাকলে তাতে জল জমার কথা নয়, বলে স্থানীয়রা দাবি করেছেন।
হাওড়ার কৃত্তিবাস ধাড়া লেন, হৃদয়কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় লেন, অমূল্যচরণ রায় লেন সহ একাধিক জায়গায় এদিন তীব্র সমস্যা দেখা গিয়েছে। একাধিক জায়গায় বাড়ির মধ্যে জল ঢুকে যাওয়া এবং সেই জল না বের হওয়ায় বাসিন্দাদের ভোগান্তি বেড়েছে। সাঁতরাগাছি আন্ডারপাস সহ বাসস্ট্যান্ড, জগাছা, রামরাজাতলা সহ বিভিন্ন জায়গায় জমা জল বের করা যায়নি। গরফা খাল উপচে জল চলে এসেছিল জগাছা স্টেশন রোড সহ বিভিন্ন জায়গায়। একইভাবে চুঁচুড়া পুরসভার একাধিক এলাকায় জমা জলের কারণে সাধারণ জনজীবন বিপর্যস্ত হয়েছে। কয়েকটি জায়গায় দুপুরে অতিরিক্ত পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা হয়েছে। তবে সার্বিকভাবে জলযন্ত্রণা মেটানো যায়নি। স্থানীয় বিধায়ক অসিত মজুমদার এদিন বাসিন্দাদের ক্ষোভ সামাল দিতে একাধিক এলাকায় ঘোরেন। জমা জলের জন্য সমস্যার কথা তিনিও স্বীকার করেছেন। 

19th     June,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ