বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ধৃত চীনা গুপ্তচরকে জেরা করতে প্রয়োজন
দোভাষীর, তদন্তভার হাতে নিল এসটিএফ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদহ থেকে ধৃত চীনা নাগরিক হান জুনওয়েকে জেরা করতে গিয়ে নাজেহাল গোয়েন্দারা। নিরুপায় হয়ে এখন গুগল ট্রান্সলেটর উপর ভরসা রেখে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। ফলে জেরায় প্রচুর ফাঁকফোকর থেকে যাচ্ছে। নথি পেতেও অসুবিধা হচ্ছে। যে কারণে দোভাষীর প্রয়োজন দেখা দিয়েছে। এই মামলার তদন্তভার মঙ্গলবার হাতে নিয়েছে রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স।
জুনওয়েকে জেরা করতে গিয়ে প্রতি পদক্ষেপেই বাধার মুখে পড়তে হচ্ছে তদন্তকারীদের। এই চীনা নাগরিক ইংরেজি ভালোভাবে বুঝতে পারে না। এমনকী বলতেও পারে না। তার ল্যাপটপের পাসওয়ার্ড বের করতে কালঘাম ছুটেছে গোয়েন্দাদের। গুগল ট্রান্সলেটর ব্যবহার করে তার কাছে জানতে চাওয়া হয় ল্যাপটপের পাসওয়ার্ড কী? চীনা ভাষায় সে বলে, এসব কিছু সে জানে না। তার কথায়, ল্যাপটপ অন করার পর সেদেশে ফোন করে সে পাসওয়ার্ড জানত। তার দাবি, প্রতিদিন পাল্টানো হতো পাসওয়ার্ড। যে কারণে নির্দিষ্ট কোনও পাসওয়ার্ড তার পক্ষে বলা সম্ভব নয়। শুধু তাই নয়, ল্যাপটপের প্রতিটি ফাইলের জন্য আলাদা পাসওয়ার্ড ছিল। যা চীনের গোয়েন্দা সংস্থা গুয়ান বু’র কর্তারা জানতেন। ল্যাপটপের উপর পুরো নিয়ন্ত্রণ ছিল চীনা গুপ্তচর সংস্থার। তারাই এই ল্যাপটপ তাকে দিয়েছিল। তাই তার পক্ষে ল্যাপটপের প্রযুক্তিগত স্পেসিফিকেশন বলা সম্ভব নয়। আর ল্যাপটপ খোলা না গেলে কী কী তথ্য পাচার করা হয়েছে, তাও জানা সম্ভব নয়। তাই দোভাষীর মাধ্যমে তাকে জেরা করে চীনের গুপ্তচর সংস্থার কাজকর্ম সম্পর্কে জানার চেষ্টা চলছে। তাই ভিন রাজ্যে ধরা পড়া চীনা নাগরিকদের জেরা করতে চান গোয়েন্দারা। জুনওয়ের সঙ্গে সেদেশের গুপ্তচর সংস্থার যোগাযোগ কোন পর্যায়ে ছিল এবং ভারতে তারা কাকে রিপোর্ট করত, তা জানার চেষ্টা চলছে।

16th     June,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ