বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

রোস্টার করে সরকারি কর্মীদের অফিসে
যাওয়ার জন্য পরিবহণের ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী পয়লা জুলাই পর্যন্ত রাজ্য সরকারি অফিসে ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো হবে। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফিস কর্তৃপক্ষ কর্মীদের রোস্টার তৈরি করে তাঁদের আসার জন্য পরিবহণের ব্যবস্থা করবে। এই পরিস্থিতিতে কর্মীমহল থেকে দাবি উঠছে, কিছুটা দূর থেকে যে কর্মীরা শহরতলির লোকাল ট্রেনে অফিসে যাতায়াত করেন, তাঁদের জন্য বিশেষ স্টাফ ট্রেনে ওঠার পাশ দেওয়া হোক। কারণ গত বছর লকডাউনের সময় দেখা গিয়েছিল, বিভিন্ন অফিসে একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে বসবাস করা কর্মীদের পরিবহণের ব্যবস্থা করে নিয়ে আসা হয়েছিল। বেশি দূর থেকে আসা কর্মীরা অফিস করতেই পারেননি যতদিন না নিয়মিত শহরতলির লোকাল ট্রেন চালু হয়। দূরে থাকা অনেক আধিকারিকের ক্ষেত্রেও এটা হয়েছিল। কোঅর্ডিনেশন কমিটি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রভৃতি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের নেতারা কর্মীদের জন্য পরিবহণের পর্যাপ্ত ব্যবস্থার দাবি তুলেছেন।
এখন শুধু সরকারি স্বাস্থ্য কর্মীদের স্টাফ ট্রেনে ওঠার বিশেষ পাশ দেওয়া হচ্ছে। পরে ব্যাঙ্ক কর্মীদের এই সুযোগ দেওয়া হয়েছে। যদিও গত ১৬ মে থেকে বিশেষ বিধিনিষেধ জারি হওয়ার পর স্বাস্থ্য ছাড়াও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বেশ কিছু অফিসে কর্মীদের নিয়মিত আসতে হচ্ছে। বাকি সব অফিসেও কিছু কর্মীকে মাঝে মাঝে নিয়ে আসার বিশেষ ব্যবস্থা করে জরুরি কাজ চালানো হয়েছে। এবার সব অফিসে ২৫ শতাংশ কর্মীকে নিয়ে এসে কাজ করাতে হবে। গত বছর জুন মাসে লকডাউন কিছুটা শিথিল করার পর থেকে সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা চালু হয়। তারপর পুজোর পর করোনা কিছুটা নিয়ন্ত্রিত হলে বেশ কিছু দপ্তর সবার উপস্থিতি চালু করার নির্দেশ জারি করেছিল। যা কয়েক মাস কার্যকর ছিল।  কর্মী মহল মনে করছে, নতুন  ব্যবস্থায় একজন কর্মীকে সপ্তাহে এক থেকে দু’দিন কাজে আসতে হবে। তবে কোনও অফিসে বেশি সংখ্যাক কর্মী দূর থেকে ট্রেনে যাতায়াত করলে বাকিদের বেশি দিন আসতে হতে পারে। মনে করা হচ্ছে, কর্মীদের বাড়ি কোথায় অবস্থিত তা দেখে  ও কাজের প্রয়োজনের ভিত্তিতে রোস্টার তৈরি করে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে ২৫ শতাংশের উপস্থিতি অনেক ক্ষেত্রে কাগজে কলমে কার্যকর নাও হতে পারে। গত বছর লকডাউনের সময় কর্মীদের উপস্থিতি অধিকাংশ অফিসে আলাদা করে নেওয়া হতো। 

15th     June,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ