বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বারুইপুরে করোনা মোকাবিলায় দ্রুত
পদক্ষেপের নির্দেশ দিলেন অধ্যক্ষ

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে করোনা মোকাবিলায় খামতি মেটাতে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিমান বন্দোপাধ্যায়। বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের সংবেদনশীল হয়ে পরিষেবা দেওয়ার বার্তাও দেন তিনি।  বুধবার বারুইপুরের জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে করোনা পরিস্থিতি নিয়ে অধ্যক্ষের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন, রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী, বারুইপুর পূর্বের বিধায়ক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বারুইপুর পুলিস জেলা সুপার সহ অন্যরা। এদিনের বৈঠকে অধ্যক্ষ হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য ২০ বেডের এইচডিইউ ইউনিট ও অক্সিজেনের পাইপ লাইন ১৫ দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন। বাঙুর হাসপাতালেও এইচডিইউ ইউনিটে কয়েকটি বেড রিজার্ভ করার জন্যও বলা হয়। বারুইপুর হাসপাতালের কোভিড ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও নার্স দেওয়ার জন্য বলা হয়। সেফ হোমের সঙ্গে হাসপাতালের যোগাযোগ বাড়াতে বলা হয়। কোনও করোনা আক্রান্ত রোগীকে প্রথমেই রেফার না করে জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা যাতে হয়, তা দেখতে বলেন অধ্যক্ষ ও স্বাস্থ্য অধিকর্তা। অন্যদিকে, করোনার ভ্যাকসিন নিয়ে অভিযোগ আসতেই  সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র বুধবার সোনারপুরের সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করেন।

13th     May,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ