বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

ফের বন্ধ হাওড়া জুট মিল,
কর্মহীন প্রায় ২৫০০

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রায় ন’মাস বন্ধ থাকার পর গত বছরের সেপ্টেম্বরে খুলেছিল হাওড়া জুট মিল। কিন্তু ফের তা বন্ধ হয়ে গেল। মঙ্গলবার সকালে মিলের শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন, সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছে গেটে। এর ফলে হাওড়ার শিবপুর এলাকার অন্যতম বৃহৎ এই চটকলের প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন এই করোনাকালে। মিল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, কাঁচামালের যথেষ্ট জোগান না থাকাতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু শ্রমিকরা মালিকপক্ষের এই কথা মানতে রাজি নন। এখানকার এক শ্রমিক জানান, গত প্রায় এক বছর ধরে মিলের অচলাবস্থা কাটাতে নানা স্তরে আলোচনা চলছিল। বিষয়টি লেবার কমিশনের নজরেও রয়েছে। বহু শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা পড়েনি বলেও একাধিক শ্রমিক ইউনিয়নের নেতা অভিযোগ করেন। শ্রমিকদের দৈনিক পারিশ্রমিকও ঠিকমতো না মেটানোর অভিযোগ রয়েছে। এসব সমস্যার সমাধান করতে না পেরে কাঁচামালের অভাবের অজুহাতে মিল বন্ধ করে দিতে চাইছে মালিকপক্ষ।

13th     May,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ