বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বিধিনিষেধ আরোপের
পক্ষে হাওড়া প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, হাওড়া:  এবার করোনার প্রকোপ গত বছরের তুলনায় অনেকটাই বেশি। তা সত্ত্বেও এখনই কন্টেইনমেন্ট জোন ঘোষণা বা আংশিক লকডাউনের মতো পদক্ষেপ করেনি প্রশাসন। কিন্তু সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে প্রশাসনের দুশ্চিন্তাও ক্রমশ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে হাওড়া জেলা প্রশাসন কোনও এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা না করেও একই ধরনের বিধিনিষেধ আরোপ ও ব্যবস্থা গ্রহণের কথা ভাবছে। মূলত বিভিন্ন বাজার এলাকা, যেখানে মানুষের জমায়েত বেশি হয় এবং যে এলাকায় একসঙ্গে অনেকে সংক্রামিত হচ্ছেন, সেই সব অঞ্চল স্যানিটাইজ বা জীবাণুমুক্তকরণ, দোকানপাট বন্ধ রাখার আবেদন, বাইরের লোকের যাতায়াত নিয়ন্ত্রণ করা ইত্যাদি পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এই বিষয়ে বুধবার জেলাশাসক এবং জেলার স্বাস্থ্যকর্তারা বৈঠক করেন। কীভাবে বিধিনিষেধগুলি কার্যকর করা যায় এবং কী কী ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়ে চূড়ান্ত রূপরেখা এখনও ঠিক হয়নি। তা শীঘ্রই তা চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। কিন্তু এমন পদক্ষেপ না করলে বেশ কিছু ক্ষেত্রে সংক্রমণে রাশ টানা যাচ্ছে না বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। বুধবার জেলার এক পদস্থ স্বাস্থ্যকর্তা এই কথা জানিয়েছেন।
গত বছর করোনায় কারও মৃত্যু হলে বা কোনও এলাকায় করোনা সংক্রমণের বাড়াবাড়ি নজরে এলে সেই এলাকাকে চিহ্নিত করে ঘিরে দেওয়া হতো। সাধারণ মানুষও বুঝে যেতেন, এই এলাকায় সংক্রমণ বেশি। তারপর ওই এলাকার বাড়িঘর, দোকানপাট জীবাণুমুক্ত করার কাজ করত হাওড়া পুরসভা ও দমকল বিভাগ। ওই এলাকায় সংক্রমণ না কমা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হতো। পুরসভার তরফে ওষুধ ও মুদিদ্রব্যের হোম ডেলিভারি চালু করা হতো সেখানে। চিহ্নিত এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণ করতে পুলিসি প্রহরাও বসানো হতো। এবার পরিস্থিতি আরও ঘোরালো হওয়া সত্ত্বেও এসব কিছুই করা যায়নি। প্রশাসনের একটি অংশ ও স্বাস্থ্যকর্মীদের একাংশের দাবি, কন্টেইনমেন্ট জোন এবং লকডাউনের বিশেষ বিধি এখন না থাকায় আইনি বাধ্যবাধকতায় কিছু কাজ করা যাচ্ছে না। এই সমস্যা কাটাতেই জেলা প্রশাসন এখন নতুন করে এমন চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, বালিটিকুরিতে ১০০ শয্যার সেফ হোমের পাশাপাশি ডুমুরজলা স্টেডিয়ামেও গতবারের মতো সেফ হোম চালু করার ব্যবস্থা হচ্ছে। তবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। ফলে তা কবে চালু করা যাবে, এখনই বলতে পারছেন না কেউ।

13th     May,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ