বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

বারুইপুর ও সোনারপুরে গভীর রাতে দাহ করা হবে 
বন্ধ ক্যানিং শ্মশান, বারুইপুর কোভিড
হাসপাতালে জমে থাকছে বহু মৃতদেহ

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর মহকুমার কোভিড হাসপাতালে সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক করোনা আক্রান্তের মৃতদেহ জমছে বলে অভিযোগ উঠেছে। কারণ, ক্যানিং কোভিড শ্মশান মেরামতের জন্য এখন বন্ধ। অন্যদিকে, বারুইপুর কীর্তনখোলা শ্মশান ও সোনারপুর-রাজপুর শ্মশানে রাত ১২টা থেকে করোনায় মৃতদের দাহ করা যাবে বলে ঠিক হয়েছে। এই নিয়মের ফলে সমস্যায় পড়েছেন করোনায় মৃতদের পরিবারের সদস্যরা। বারুইপুর কোভিড হাসপাতালে প্রতিদিনই বাড়ছে সংক্রামিতদের ভর্তির চাপ। সুস্থ হয়ে যেমন অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন, আবার মৃত্যুও হচ্ছে অনেকের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ক্যানিং কোভিড শ্মশানের চুল্লি মেরামতের জন্য রবিবার থেকে বন্ধ। ফলে সমস্যায় পড়ছেন এই রোগে মৃতদের পরিবারের লোকজন। সোম ও মঙ্গলবার মিলিয়ে করোনা ওয়ার্ড ও সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে মোট ১২টি দেহ জমেছে। হাসপাতালের এক আধিকারিক বলেন, বারুইপুর কীর্তনখোলা শ্মশান ও সোনারপুর-রাজপুর শ্মশানে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করা যাবে। তবে ক্যানিং শ্মশান বন্ধ থাকায় মৃতদেহ জমে যাচ্ছে হাসপাতালে। এদিকে, গভীর রাতে দাহ করার নিয়ম নিয়ে সমস্যায় পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক বারুইপুরের এক বাসিন্দা জানালেন, আমার মা করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে হাসপাতালেই মারা যান। তারপর মায়ের দেহ প্লাস্টিকে মোড়া অবস্থায় বেডেই ছিল সন্ধ্যা পর্যন্ত। কিন্তু এর জেরে অন্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হাসপাতালের লোকজনকে বিষয়টি জানালে তাঁরা ট্রলি করে দেহটি সরিয়ে রাখে। এদিকে, রাত ১২টার আগে দেহ শ্মশানে নিয়ে যাওয়া যাবে না। এতক্ষণ ধরে হাসপাতালে দেহ পড়ে থাকায় পচন ধরার আশঙ্কা থেকে যাচ্ছে। 

13th     May,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ