বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ফ্রিজের টিকা লোডশেডিংয়ে নষ্ট হওয়ার আশঙ্কা,
নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে রোগীদের ভোগান্তি

সংবাদদাতা, বারুইপুর:  ঝড় নেই, তাও একমাস ধরে চলছে প্রতিদিন ৭-৮ ঘণ্টার লোডশেডিং। এর জেরেই মন্দিরবাজারের নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে ডিপ ফ্রিজে রাখা করোনার ভ্যাকসিন নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি পোহাতে হচ্ছে চিকিৎসকদের। অভিযোগ, জেনারেটর চালিয়ে কোনওভাবে কাজ চালানো হচ্ছে। এমনকী, আইসোলেশন ও পুরুষ, মহিলা বিভাগ প্রায়ই অন্ধকারে থাকছে। আক্রান্ত করোনা রোগী ও ভর্তি থাকা রোগীদের গরমের কারণে প্রতিদিন নাজেহাল হতে হচ্ছে। যদিও এই বিষয়ে মন্দিরবাজারের বিজয়গঞ্জের বিদ্যুৎ অফিসের এক আধিকারিক বলেন, দু’টি ফিডার চালু ছিল। এর মধ্যে নাইয়ারাট ফিডার আলাদা রাখার কথা ছিল। কিন্তু কিছু জটিলতায় সেই কাজ আটকে যায়।    
মন্দিরবাজার ব্লকের এই নাইয়ারাট গ্রামীণ হাসপাতালের উপর নির্ভর ১০টি পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। হাসপাতালে রোগীদের চাপ থাকে অত্যধিক। হাসপাতালের এক চিকিৎসক বলেন, একমাস ধরে প্রতিদিন ৭-৮ ঘণ্টা লোডশেডিং চলছে। খুব সমস্যার মধ্যে পরিষেবা চালাতে হচ্ছে। হাসপাতালে প্রতিদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছে। এই অবস্থায় ডিপ ফ্রিজে ভ্যাকসিন রাখাটাই ঝুঁকি হয়ে যাচ্ছে। একটা জেনারেটর দিয়ে পুরো হাসপাতাল চলছে। যে কোনওদিন বড় বিপদ ঘটতে পারে। বারবার বিদ্যুৎ বিভাগে জানানো হলেও হুঁশ ফেরেনি।

10th     May,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ