বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

ব্যবসায়ীদের করোনা পরীক্ষায় অনীহা,
১০ বাজারে বসেছে স্যানিটাইজার স্ট্যান্ড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজারের ব্যবসায়ীদের মধ্যে এখনও করোনা পরীক্ষা নিয়ে অনীহা দেখা যাচ্ছে। যার ফলে বহুবার অনুরোধ-উপরোধেও বাজারে গতি পায়নি করোনা-টেস্টিং। জোর করে তা করা সম্ভব নয়, তাই নিরুপায় কলকাতা পুরসভা। তার বদলে সংক্রমণ রুখতে শহরের ১০টি বড় পুর বাজারে স্যানিটাইজার স্ট্যান্ড বসিয়েছে পুর কর্তৃপক্ষ। চলছে মাইকিং। পুরসভার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই কাজে কোথাও পুলিসি সহযোগিতা মিলছে, কোথাও আবার তা মিলছে না। 
সম্প্রতি, অনেক বলে কয়ে শহরের দু’টি বড় মার্কেটে করোনা পরীক্ষার ব্যবস্থা করেছিল পুরসভা। কলেজ স্ট্রিট এবং বাঁশদ্রোণী কালীতলা মার্কেট। পরীক্ষার রিপোর্ট অবশ্য সন্তোষজনক কলেজ স্ট্রিট মার্কেটে। সেখানে ৭২ জনের মধ্যে দু’জন পজিটিভ। অন্যদিকে কালিতলা বাজারে ৮১ জনের টেস্ট করা হয়েছে। কিন্তু এখনও রিপোর্ট হাতে আসেনি। এক পুরো কর্তা বলেন, আমরা তো আর জোর করতে পারি না। অনেকবার বলা হয়েছে। কিন্তু তারপরেও ব্যবসায়ী সমিতিগুলির করোনা মোকাবিলায় গা ছাড়া মনোভাব। তাই আমাদের তরফ থেকে যতটা সম্ভব চেষ্টা করছি।
পুরসভা জানিয়েছে, আপাতত ১০টি বড় পুর বাজারে, যেখানে মাত্রাতিরিক্ত ভিড়, সেখানে স্যানিটাইজার স্ট্যান্ড বসানো হয়েছে। এগুলি হল, হগ মার্কেট, গড়িয়াহাট, এন্টালি, কলেজ স্ট্রিট, পার্ক সার্কাস, নিউ আলিপুর, বেহালার ১১৯ নম্বর ওয়ার্ডের এসএনরায় রোড মার্কেট, বেহালার ১১৮ নম্বর ওয়ার্ডের ভোলানাথ মুখোপাধ্যায় মার্কেট, সখেরবাজার মার্কেট, মানিকতলা-কাঁকুড়গাছি মার্কেট।
তবে, পুলিসের সহযোগিতা নিয়ে মিশ্র অভিমত পুরসভার। এক আধিকারিকের দাবি, সম্প্রতি নিউমার্কেট বাজারে একটি সমস্যা তৈরি হওয়ায় পুরসভার তরফ থেকে নিউমার্কেট থানাকে বারবার ফোন করলেও সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, পুরসভার অনুরোধের আগেই গড়িয়াহাট থানা গড়িয়াহাট মার্কেটে মাইকিং করে সচেতনতা প্রচার করেছে। 

10th     May,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ