বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

দক্ষিণ ২৪ পরগনায় করোনা রোগীদের জন্য আপাতত বেডের সমস্যা নেই

সংবাদদাতা, বারুইপুর: করোনা আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এলেও দক্ষিণ ২৪ পরগনায় আপাতত বেডের কোনও সমস্যা নেই বলেই জানা গিয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর,  সব মিলিয়ে ১৬০০ বেড আছে। তার মধ্যে ১০০-র বেশি বেড এখনও ফাঁকা আছে। এদিকে, বারুইপুর মহকুমা হাসপাতালে করোনা ওয়ার্ডের উদ্বোধনের পর থেকে আক্রান্তদের ভর্তির সংখ্যা বেড়েছে।
গত ২৬ এপ্রিল বারুইপুর হাসপাতালের একতলা ও দোতলা মিলিয়ে পুরুষ ও মহিলা বিভাগে করোনা ওয়ার্ড চালু করা হয়। পাশাপাশি, মহিলা ও পুরুষ বিভাগকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, ১০০টি বেড প্রতিদিনই ভর্তি থাকছে। ২৬ এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত ১৬৪ জন ভর্তি হয়েছিলেন। এর মধ্যে ৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ১০ জনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাশাপাশি আক্রান্তের মৃত্যুও উদ্বেগ বাড়িয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উদ্বোধনের দিন থেকে মঙ্গলবার পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে, এই হাসপাতালে করোনা ওয়ার্ড চালু হওয়ার পর থেকেই বেড়েছে রোগীদের চাপ। পরিষেবা দিতেই হিমশিম খাচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে নার্সরা। শুধু বারুইপুর নয়, কুলতলি, জয়নগর, সোনারপুর, এমনকী বিষ্ণুপুর, মগরাহাট থেকেও করোনা আক্রান্তরা ভর্তি হচ্ছেন। হাসপাতালের এক আধিকারিক বলেন, বেড খালি পাওয়া নিয়ে কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। কারণ, বেড কোনও সময় ৩০টির মতো খালি পড়ে থাকলে আবার রাতেই তা ভর্তি হয়ে যাচ্ছে। রোগীর অবস্থা মোটামুটি থাকলে তাঁকে চিকিৎসকরা তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি পাঠানোর চেষ্টা করছেন। অন্যদিকে, পরিষেবা নিয়ে রোগীদের পরিবারের অভিযোগ, কোনও আইসিইউ বা ভেন্টিলেশনের ব্যবস্থা হাসপাতালে না থাকায় রোগীর একটু বাড়াবাড়ি হলেই কলকাতার বাঙুর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনকী, অক্সিজেনের সিলিন্ডারেরও মাঝে মধ্যে ঘাটতি দেখা যাচ্ছে। 

5th     May,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ