বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

তারকেশ্বরে বিজেপির সঙ্গে
সংঘর্ষে নিহত তৃণমূলকর্মী

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ভোটে পুরোপুরি ধরাশায়ী বিজেপি। হারের জ্বালা কিছুতেই মিটছে না। তারই বহিঃপ্রকাশ ঘটছে হুগলির একাধিক এলাকায়। সেই জ্বালা মেটাতেই কোথাও কোথাও প্রকাশ্যে অস্ত্র হাতে পথে নেমেছে গেরুয়া বাহিনী। মঙ্গলবার সকালে তারকেশ্বরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করেছে ওই বাহিনীর সদস্যরা। দলের একটি অস্থায়ী আস্তানা ভেঙে দেওয়ার অভিযোগ তুলে চৌতারা এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই কর্মী গোপাল পাত্র ও সুখচাঁদ বেসরাকে লাঠি দিয়ে বেদম প্রহার করেছে তারা। দুপুরের দিকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে মারা যান গোপাল পাত্র (৪৫)। সুখচাঁদবাবু এখনও চিকিৎসাধীন। অন্যদিকে, সোমবার রাতে বলাগড়ে তৃণমূলের তিন কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনার জেরে বাপ্পা ঘোষ নামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী গুরুতর জখম হয়েছেন। তিনি পিজি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আরও দুই কর্মীর একজনের কান ও একজনের হাত হামলাকারীরা কেটে নিয়েছে। তাঁরা দু’জনেই ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। গেরুয়া বাহিনীর সন্ত্রাসের জেরে হুগলিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
গেরুয়া সন্ত্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন, আমরা দলীয় কর্মীদের শান্ত থাকতে বলেছি। হিংসার পরিবেশ এড়িয়ে যেতে বলেছি। এনিয়ে সকালেই দলের শীর্ষ নেতৃত্ব বিশেষ নির্দেশ পাঠিয়েছে। কিন্তু বিজেপি নিজেদের নিয়ন্ত্রণ করছে না। হারের যন্ত্রণা মেটাতে বিজেপি বিরোধীদের রক্ত ঝরাচ্ছে তারা। আমাদের কর্মীদের কোথাও নৃশংসভাবে পিটিয়ে মারা হচ্ছে, কোথাও কোপানো হচ্ছে। এসব চলতে পারে না। বিজেপি’র প্রাক্তন রাজ্যনেতা স্বপন পাল বলেন, তৃণমূলীরা আমাদের কর্মীদের উপর হামলা করতে এলে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে। কোথাও গোষ্ঠীকোন্দলের জেরে খুনোখুনির দায় আমাদের উপরে চাপানো হচ্ছে। বলাগড়ের তৃণমূল কংগ্রেস নেতা তরুণ সেন বলেন, আমাদের কর্মীরা পিকনিক করছিল। সেখানে পরিকল্পিতভাবে হামলা চালায় বিজেপি। তাদের দুই স্থানীয় নেতার উপস্থিতিতেই সেই হামলা হয়েছে। জেলা পুলিস জানিয়েছে, সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বলাগড়ের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে তারকেশ্বরের চৌতারা এলাকায় বিজেপি’র একটি অস্থায়ী অফিস ভাঙচুর করা হয়। মঙ্গলবার সকালে তা দেখার পর বিজেপি কর্মীরা তাণ্ডব শুরু করে। চৌতারার তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল পাত্র ও সুখচাঁদ বেসরাকে হাতের কাছে পেয়ে গেরুয়া বাহিনী মারমুখী হয়ে ওঠে। তাঁদের লাঠি দিয়ে বেদম মারা হয়। খবর পেয়ে স্থানীয় তৃণমূল কর্মীরা চলে এলে গেরুয়া বাহিনী পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় দু’জনকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে সেখানেই মারা যান গোপালবাবু। তৃণমূলের জেলা সভাপতি এদিন হাসপাতালে গিয়ে দলীয় কর্মীদের দেখে আসেন।
চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি বলাগড়ের বাবন ঘোষ সহ তৃণমূলের দুই কর্মী। সোমবার রাতে বিজেপি’র ভয়াবহ হামলায় গুরুতর জখম হয়েছেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়ের আনন্দে বলাগড়ের বারুজীবী কলোনিতে পিকনিকের আয়োজন করেছিলেন স্থানীয় তৃণমূল নেতা বাপ্পা ঘোষ। তাঁর বাড়ির কাছে ওই পিকনিক চলাকালীন বিজেপি’র বাহিনী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। বাপ্পা ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর ভাই সহ আরও একজন তৃণমূল কর্মী জখম হন। জেলাজুড়ে গেরুয়া সন্ত্রাসকে ঘিরে বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

5th     May,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ