বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

চ্যাটার্জিহাটে ফের তৃণমূল
ও বিজেপির মধ্যে সংঘর্ষ
হাওড়ায় রাজনৈতিক হিংসা থামছেই না

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ভোটের দিন হাওড়া শহরের বেশিরভাগ অংশ মোটের উপর শান্তিপূর্ণ থাকলেও ভোট শেষ হওয়ার পর থেকে প্রতিদিন  ঘটে চলেছে রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূল এবং বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ যে হারে বাড়ছে, তাতে ফলাফল প্রকাশের পর কী অবস্থা হবে, তা ভেবে সাধারণ মানুষ এখন থেকেই আতঙ্কিত। রবিবার রাত থেকে বাঁকড়ার রাজীবপল্লিতে দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার রাতে শিবপুরের চ্যাটার্জিহাট এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে গোলমাল ও সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে শিবপুরের অনন্তদেব মুখার্জি লেনে রাতেই র‌্যাফ নামাতে হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের সমর্থকদের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর চালিয়েছে বলে অভিযোগ করে তৃণমূল। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে তৃণমূল চ্যাটার্জিহাট থানা ঘেরাও করে কিছু সময়ের জন্য। তাতেও নতুন করে উত্তেজনা ছড়ায়।  বিজেপির জেলা নেতৃত্বও ওই ঘটনায় থানায়  অভিযোগ  করেছে। তাদের অভিযোগ, ভোট শেষ হতেই চ্যাটার্জিহাট থানা এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে মারধর করছে তৃণমূল।তৃণমূলের অভিযোগ, রবিবার সন্ধ্যার পর বিজেপির প্রায় ৫০ জনের  মহিলা বাহিনী বেছে বেছে তৃণমূলের মহিলাকর্মীদের উপর হামলা চালিয়েছে। লাঠি, রড, টিউবলাইট নিয়ে তারা রাস্তায় ধরে ধরে প্রহার করে। এতে তৃণমূলের দুই মহিলা কর্মী গুরুতর জখম হন। তৃণমূল কর্মী মুনমুন চক্রবর্তী হামলার শিকার হন। তিনি বলেন, রাতে অফিস থেকে ফিরছিলাম। তখন পিছন থেকে কয়েকজন আচমকা মারধর শুরু করে। আমার মাথায় ইট দিয়ে আঘাত করে।  তারপর রাস্তায় ফেলে পিঠে লাঠি, টিউবলাইট প্রভৃতি উঁচিয়ে বেধড়ক পিটিয়েছে। তাঁর আরও দাবি, আক্রমণকারীরা বহিরাগত। স্থানীয় বাসিন্দারাই আমাকে রক্ষা করেছেন। মুনমুন দেবী এখন হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। 
বিজেপির পাল্টা অভিযোগ, ভোটের পর থেকেই চ্যাটার্জিহাট থানা এলাকায় তাদের কর্মীদের মারধর করা হচ্ছে। সোমবার রাতেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের কয়েকজন মহিলা কর্মীর উপর হামলা চালায়। অনন্তদেব মুখোপাধ্যায় লেনে বিজেপি কর্মীদের মারধর করা হয়। এতে বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন। এই প্রসঙ্গে দক্ষিণ হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত বলেন, ভোট মিটতেই সব জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে। সোমবার রাতে চ্যাটার্জিহাটেও একই ঘটনা ঘটেছে। হাওড়া জেলা হাসপাতালে অনেক বিজেপি কর্মী ভর্তি আছেন। 
এ প্রসঙ্গে হাওড়া সদর জেলা তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় বলেন, বিজেপি আশ্রিত মহিলা দুষ্কৃতীরা লাঠি, টিউবলাইট নিয়ে চ্যাটার্জিহাটের অনন্তদেব মুখার্জি লেনে বাড়ি বাড়ি ঢুকে বৃদ্ধ–বৃদ্ধাদের পর্যন্ত মারধর করেছে। স্থানীয় এক বিজেপি নেতার মদের দোকান রয়েছে। তিনি প্রচুর কালো টাকা ছড়িয়ে বাইরে থেকে দুষ্কৃতী জুটিয়ে এনে এই কাণ্ডটি ঘটাচ্ছেন। এলাকায় পুলিস মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রাত পর্যন্ত পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি। অবশ্য টাকা ছড়িয়ে দুষ্কৃতী নিয়োগের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

14th     April,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ