বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

নাবালিকাকে অপহরণ করে যৌন
হেনস্তা, ২০ বছরের জেল তরুণের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ করে যৌন হেনস্তার দায়ে দোষী সাব্যস্ত মনীশ গুপ্তাকে (২১) মঙ্গলবার কুড়ি বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চিন্ময় চট্টোপাধ্যায়। ওই তরুণ উল্টোডাঙ্গার ডালপট্টির বাসিন্দা। বিচারক এদিন ওই সাজার সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাস হাজতবাসের নির্দেশ দেন। পাশাপাশি অপহরণের অপরাধে সাত বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চারমাস জেল হাজতের নির্দেশ দেওয়া হয়। উভয় সাজাই একসঙ্গে চলবে। পাশাপাশি বিচারকের নির্দেশ, জরিমানার টাকা তুলে দিতে হবে নির্যাতিতার হাতে। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার জেলা আইনি সহায়তা কেন্দ্রকে ক্ষতিপূরণ হিসেবে ওই  কিশোরীকে তিন লক্ষ টাকা দেওয়ারও নির্দেশ দেন বিচারক। এদিকে, সাক্ষ্য প্রমাণের অভাবে এই মামলা থেকে আদালত তিন অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে। ওই তিনজনের খালাস পাওয়া নিয়ে এই মামলার বিশেষ সরকারি আইনজীবী উত্তম ঘোষ বলেন, আদালত যা ভালো মনে করেছে, সেটাই করেছে। এ বিষয়ে কোনও মন্তব্য করব না।
গত বছরের জুন মাসের প্রথম সপ্তাহে উল্টোডাঙ্গার আরিফ রোডের বাসিন্দা ওই কিশোরীর বাবা উল্টোডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিস অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করে। মামলা ওঠে পকসো আইনে। তদন্তে নেমে পুলিস প্রথমদিকে ওই কিশোরীর সন্ধান পায়নি। পরবর্তীকালে মোবাইল ফোনের সূত্র ধরে পুলিস বাগুইআটির একটি বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় মনীশ নামের ওই যুবককে। পরে গ্রেপ্তার হয় বাকি তিন অভিযুক্ত। কিশোরীর অভিযোগ, মনীশ তার উপর যৌন নির্যাতন চালিয়েছে। পুলিস তার বয়ান রেকর্ড করে। পাশাপাশি শিয়ালদহের একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে ওই কিশোরী গোপন জবানবন্দি পেশ করে। সেখানেও সে অপহরণের পাশাপাশি যৌন নির্যাতনের অভিযোগ আনে। এই মামলায় সাক্ষ্য দেন মোট ১২ জন। সাজাপ্রাপ্ত মনীশের আইনজীবী রবিউল হক বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল মামলায় যাব। 

14th     April,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ