বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

হাওড়া গ্রামীণে কেন্দ্রীয় বাহিনীর
বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ

সংবাদদাতা, উলুবেড়িয়া: পাঁচলা মিল বাজারে বুথের সামনে লোকজন জটলা পাকাচ্ছে, বাউড়িয়া জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের সামনে বুথের ১০০ মিটারের মধ্যে দোকান খোলা। শনিবার সকাল থেকেই এমন একাধিক ফোন আসে জেলার নির্বাচন কমিশনের অফিসে। ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে কমিশন। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিসের কর্মীরা গিয়ে নরমে-গরমে বুঝিয়ে এলাকা ফাঁকা করেছে। এদিন হাওড়ার গ্রামীণ অংশে উলুবেড়িয়া পূর্ব ও পাঁচলা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। তৃণমূলের অভিযোগ, পাঁচলায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তায় অধিকাংশ ভোটারই আতঙ্কিত হয়ে পড়েন। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি বাহিনীর ভূমিকার প্রশংসা করেছে। মঙ্গলবার তৃতীয় দফার নির্বাচনে হাওড়া গ্রামীণ জেলায় একাধিক প্রার্থী হেনস্তা হয়েছিলেন। সেকারণে এদিন সকাল থেকেই বাড়তি সতর্ক ছিল বাহিনী। উলুবেড়িয়ার গোরুহাটা মোড় থেকে বাউড়িয়া, রঘুদেবপুর থেকে গঙ্গরামপুর, হাটকালীগঞ্জ থেকে যদুবেড়িয়া— সর্বত্রই কড়া নজরদারি ছিল কেন্দ্রীয় বাহিনীর। ফলে নির্বিঘ্নেই ভোটগ্রহণ হয়েছে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বেশকিছু বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অতিসক্রিয়তা দেখানোয় বহু মহিলা ভোটার ভয় পান। যদিও তারা এনিয়ে কমিশনে অভিযোগ জানায়নি। 
তবে পাঁচলা বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। সেখানেও অতিসক্রিয়তার অভিযোগ। তৃণমূলের বক্তব্য, এদিন সকাল থেকে পাঁচলার প্রায় ৫০টি বুথে জওয়ানরা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। এদিন দুপুরে জয়রামপুর কুশডাঙা প্রাথমিক বিদ্যালয়ের ১৮৫ নং বুথের বাইরে তৃণমূলের ক্যাম্প অফিসে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। এমনকী তারা ঘরে ঢুকে নিরীহ ভোটারদের মারধর করেছে। এই ঘটনায় আক্রম লস্কর নামে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন।

11th     April,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ