বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

বারুইপুরে রুট মার্চ
মহিলা কেন্দ্রীয় বাহিনীর

সংবাদদাতা, বারুইপুর: ভোট প্রায় দোরগোড়ায়। গণ্ডগোল এড়িয়ে শান্তিপূর্ণ ভোটের জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে বারুইপুর পুলিস জেলা। ইতিমধ্যেই বারুইপুরে এসেছে এক কোম্পানি মহিলা কেন্দ্রীয় বাহিনী। তা দিয়েই বারুইপুর পশ্চিম ও পূর্ব বিধানসভার অতি উত্তেজনাপ্রবণ ও স্পর্শকাতর এলাকায় শুরু হয়েছে কড়া নজরদারি। বারুইপুর পুলিস জেলার এক কর্তা বলেন, এলাকায় সকাল-বিকেল টহল দিচ্ছেন তাঁরা। নির্বিঘ্নে ভোট দেন, ভোটারদের আশ্বাস দিচ্ছেন তাঁরা। কেউ বা কারা ভীতির সঞ্চার করলে বা হুমকি দিলে সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করতে বলা হচ্ছে।
জানা গিয়েছে, বারুইপুর পশ্চিম ও পূর্ব বিধানসভা কেন্দ্র মিলিয়ে এবার বুথের সংখ্যা ৫৫৩। এর মধ্যে বারুইপুর পশ্চিমে রয়েছে ৩৩৫টি ও পূর্বে রয়েছে ২১৮টি বুথ। বারুইপুর পশ্চিমে অতি উত্তেজনাপ্রবণ বুথ হল ১২টি এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ১০৬টি। অন্যদিকে, বারুইপুর পূর্বে অতি উত্তেজনাপ্রবণ বুথ রয়েছে ৯টি এবং স্পর্শকাতর বুথ ৬৯টি। প্রসঙ্গত, অতীতের নির্বাচনে দেখা গিয়েছিল, বারুইপুর পূর্বের ধোসা, বেলেগাছি, বৃন্দাখালি, হাড়দহ, নবগ্রাম, গোচরণ, বেগমপুর, উত্তরভাগ, রামনগর, পিয়ালি, হাড়াল, সীতাকুণ্ডু এলাকায় অশান্তির অভিযোগ উঠেছিল। তাই কমিশনের নির্দেশে এই সব এলাকায় আগেভাগেই পুলিসের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। একইভাবে বারুইপুর পশ্চিমের শঙ্করপুর, শিখরবালি, ধপধপি, সূর্যপুর, নিশ্চিন্তিপুর, কল্যাণপুর, মল্লিকপুরের পাশাপাশি বারুইপুর পুরসভার ১৭টির মধ্যে অধিকাংশ ওয়ার্ডেই চলছে এই নজরদারি। পুলিসের এক কর্তা বলেন, পুর এলাকা ও পঞ্চায়েত এলাকার যে সব বুথে গণ্ডগোলের আশঙ্কা করা হচ্ছে, সেই সব জায়গায় এই ব্যবস্থা জোরদার করা হয়েছে। সব মিলিয়ে ভোটের অনেক আগে থেকেই আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করেছে বারুইপুর পুলিস জেলা। মহিলা জওয়ানরা বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ির মহিলাদের ভোটদানের ব্যাপারে সাহস জোগাচ্ছেন। যাতে ভোটদানে তাঁদের উৎসাহ বাড়ে।

9th     March,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ