বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

করোনায় আক্রান্তের সংখ্যা সামান্য
বাড়ল, বৃদ্ধি পেল টিকাদানের হার
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ২৪ ঘণ্টায় বেশ কিছুটা বাড়ল রাজ্যে। পাশাপাশি অবশ্য টিকাকরণের সংখ্যাও বেড়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২০৯ জন। শুক্রবার তা বেড়ে হয়েছে ২৫৫ জন। বৃহস্পতিবার মারা গিয়েছিলেন একজন।
শুক্রবার তা বেড়ে হয়েছে ২। পাশাপাশি আশার খবরও রয়েছে। জেলাগুলির মধ্যে কালিম্পং-এ সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ১। সক্রিয় আক্রান্তের সংখ্যা দশের নীচে রয়েছে যথাক্রমে দক্ষিণ দিনাজপুর (৫), ঝাড়গ্রাম (৬) এবং আলিপুরদুয়ারে (৭)।
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, এদিন কোউইন বিভ্রাট কিছুটা কমায় টিকাদানের হার বেড়েছে। যদিও বহু চিকিৎসক জানান, দ্বিতীয়বার টিকা পাওয়ার পরও তাঁদের মোবাইলে ভুলভাল এসএমএস পাঠিয়ে যাচ্ছে কোউইন। এদিন সকাল থেকে রাত পর্যন্ত ৯০ হাজার ২৭৬ জন টিকা পেয়েছেন। ১ মার্চ পর্যন্ত রাজ্যে সবশুদ্ধ টিকা পেয়েছেন ১৪ লক্ষ ৬৫ হাজার মানুষ। কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর মেলেনি।  

6th     March,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ