বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

আমানতকারীদের টাকা হাতিয়ে
চম্পট ব্যাঙ্ককর্মীর, বিক্ষোভ 

সংবাদদাতা, বসিরহাট: ব্যাঙ্ককর্মীর বিরুদ্ধেই তছরুপের অভিযোগ। সাধারণ গ্রাহকদের কয়েক লক্ষ টাকা তছরুপ করে সেই কর্মী এলাকা ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে স্বরূপনগর ব্লকের এলাহাবাদ ব্যাঙ্কের দত্তপাড়া শাখায়। সংযুক্তিকরণের পর এলাহাবাদ ব্যাঙ্ক এখন ইন্ডিয়ান ব্যাঙ্ক নামে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ব্যাঙ্কের তত্ত্বাবধানে স্বরূপনগরে ছ’টি সিএসপি চলে। যার একটি রয়েছে স্বরূপদাহা গ্রামে। সেখানে গত ছ’মাস ধরে গ্রাহকরা যে টাকা জমা দিয়েছেন, সেই টাকা ব্যাঙ্কের শাখায় জমা দেয়নি ওই কর্মী। তার বিরুদ্ধে ওই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নিয়ে আন্দোলনে শামিল হয়েছে। শুক্রবার সকালে ব্যাঙ্কের শাখায় গিয়ে বিক্ষোভ দেখান আমানতকারীরা। তাঁরা টাকা ফেরতের দাব জানান। ব্যাঙ্ক ম্যানেজার প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত চাপের মুখে বিবেচনার আশ্বাস দেন। এই প্রতিশ্রুতির পর বিক্ষোভ প্রত্যাহার করে নেন গ্রাহকরা। 

6th     March,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ