বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

কুলতলিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি তুলে পড়ল ব্যানার

সংবাদদাতা, বারুইপুর: বিধানসভা ভোট দোরগোড়ায়। তার আগেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, সোনারপুর, ক্যানিংয়ের পর কুলতলিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। কুলতলির জামতলা সহ গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যানার ঝুলিয়ে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি তোলা হয়েছে। এর জেরে নিজেদের ঘর গোছানোর আগে কার্যত অস্বস্তিতে পড়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীদের একাংশের দাবি, কুলতলিতে পুরনো বিজেপি কর্মী উত্তম হালদার অথবা জয়নগর লোকসভার প্রাক্তন বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারিকে যেন প্রার্থী করা হয়। দলবদলুদের প্রার্থী করা হলে অনেকেই বঞ্চিত হবেন। যদিও নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেই জেলা বিজেপির সভাপতি সুনিপ দাস বলেন, দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ভুল প্রচার করে কর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে। এই প্রসঙ্গে কুলতলি যুব তৃণমূলের সভাপতি গণেশ মণ্ডল বলেন, বোঝা যাচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল।  সেই কারণে প্রার্থীপদ নিয়ে নির্বাচনের আগে কোন্দল শুরু হয়েছে। মঙ্গলবার কুলতলির জালাবেড়িয়ায় শুভেন্দু অধিকারীর জনসভা বাইরে থেকে লোক এনে ভরাটের চেষ্টা হয়েছে বলে দাবি তৃণমূলের। বুধবার ওই এলাকাতেই মহামিছিলের ডাক দিয়েছে তৃণমূল।  কুলতলিতে ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে ব্যানার। -নিজস্ব চিত্র

24th     February,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ