বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভোটকর্মীদের টিকাকরণ শুরু দক্ষিণ ২৪ পরগনায়

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটকর্মীদের ভ্যাকসিন দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে সরকার। সেই মতো মঙ্গলবার থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় এই প্রক্রিয়া শুরু হল। কুলপি, বারুইপুর, সাগর সহ একাধিক ব্লকে ভোটকর্মীদের এই টিকা দেওয়া হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলেছে টিকাকরণ পর্ব। এদিন সাগরে ৪৬৭ জন ভোটকর্মী ভ্যাকসিন নিয়েছেন। সবমিলে প্রথম দিন জেলায় ১ হাজার ৫৮৭ ভোটকর্মীকে টিকা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই জেলায় ৫৪ হাজারের বেশি ভোট কর্মী রয়েছেন। প্রশাসনিক কর্তাদের মতে, ভোটের আগে তাঁদের সবাইকে ভ্যাকসিন দেওয়াটাই বড় চ্যালেঞ্জ। টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকে স্বাস্থ্যকর্মী অনীহা প্রকাশ করেছিলেন। ভোটকর্মীদের ক্ষেত্রে তেমনটা যাতে না হয়, তার জন্য লাগাতার প্রচার এবং সচেতনতামূলক কর্মসূচি নিচ্ছে প্রশাসন। বহু ব্লকে ট্রেনিংয়ের সময় ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে ভোটকর্মীদের সচেতন করা হয়েছে। 
চলছে টিকাকরণ। -নিজস্ব চিত্র 

24th     February,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ