বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

বারাসতে ডায়ারিয়ার প্রকোপ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত শহরে ডায়ারিয়ার প্রকোপকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা প্রশাসক কমিটির সদস্য অশনি মুখোপাধ্যায় নিজেই ডায়ারিয়ার উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুরসভার তরফে জলের পাইপ লাইন পরিষ্কার করার পাশাপাশি ক্লোরিন দেওয়ার কাজ শুরু করা হয়েছে। পুরসভা জানিয়েছে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। নতুন করে ডায়ারিয়ায় আক্রান্তের কোনও খবর নেই। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ২৫ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকার বাসিন্দারা কয়েক দিন ধরে ডায়ারিয়ায় আক্রান্ত হচ্ছেন। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বারাসত জেলা হাসপাতাল থেকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন। এলাকার আরও প্রায় ৩০ জনের বমি ও পেটের সমস্যা দেখা দেয়। এরপর পুরসভা ও জেলা স্বাস্থ্যদপ্তরের টিম বিভিন্ন এলাকা পরিদর্শন করে। বড়বাজার সহ শহরের বিভিন্ন জায়গার পানীয় জল সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়। বড়বাজার এলাকার জলে ডায়ারিয়ার জীবাণু পাওয়া গিয়েছে। এরপর ২৫ নম্বর ওয়ার্ড জুড়ে পাইপ লাইন কেটে ক্লোরিন দিয়ে জল শোধনের কাজ শুরু করা হয়েছে। এই পরিস্থিতিতে ডায়ারিয়ার উপসর্গ দেখা দেয় অশনিবাবুর। এরপর তাঁকে বারাসতের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। ২৫ নম্বর ওয়ার্ড ছাড়াও শহরের ২৪ নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি জায়গায় বাসিন্দাদের মধ্যে ডায়ারিয়ার উপসর্গ দেখা দিয়েছে। যদিও স্বাস্থ্যকর্তাদের দাবি, পেটের সমস্যা জল থেকে সব জায়গায় হচ্ছে না। কিছু জায়গায় আবহাওয়া পরিবর্তন ও খাদ্যে বিষক্রিয়ার কারণেও সমস্যা দেখা দিয়েছে। পুরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন, ২৫ নম্বর ওয়ার্ডে জলের পাইপ লাইনে ক্লোরিন দেওয়া হয়েছে। পাইপ লাইনে কোথাও লিকেজ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে আক্রান্তের খবর নেই। শহরের অন্যান্য জায়গায় ডায়ারিয়ার সমস্যা তেমন পাওয়া যায়নি। খাদ্যে বিষক্রিয়ার কারণে সম্ভবত অশনিবাবু অসুস্থ হয়েছেন। আমরা সর্বত্র সতর্ক দৃষ্টি রেখেছি।  বারাসতে চলছে পাম্প সারাইয়েক কাজ। -নিজস্ব চিত্র

28th     January,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ