বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা
 

ভস্মীভূত তিন গাড়ি...। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে চাঁদনি চক এলাকার ম্যাডন স্ট্রিটে। প্রথমে একটি গাড়ির বনেট থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। নিমেষে সেটি দাউদাউ করে জ্বলতে থাকে। সেটি থেকে বাকি দু’টি গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভায়। যান্ত্রিক গোলযোগ ও তীব্র গরমের জন্যই এই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। -নিজস্ব চিত্র

ড্যান্ডির নেশায় ডুবছে পথশিশুরা,
মূল স্রোতে ফেরাতে পাশে নেই কেউ

সংবাদদাতা, আরামবাগ: আরামবাগ শহরের বাসস্ট্যান্ড, রেল স্টেশন, ওটালিপাড়া এলাকায় পথশিশুদের মনে ড্যান্ডি নেশার প্রবণতা বেড়ে চলেছে। অভিযোগ, এলাকার বহু শিশু রোজ নেশাভান করলেও তাদের সেই জীবন থেকে সরিয়ে নিয়ে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়নি কেউই। ফলে শৈশবেই নেশার কবলে পড়ে সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়ছে ওই এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা। নেশার কবলে পড়ে তারা এখন চুরির ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ছে বলে স্থানীয়দের অভিযোগ। বাসস্ট্যান্ডের পাশেই রয়েছে আন্দি মহল্লা। সেখানে বেশ কিছুদিন আগে চুরি হয়েছিল। সেই চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দারা পথশিশু ও যাযাবরদের দিকে সন্দেহের আঙ্গুল তুলেছেন। স্থানীয়দের অভিযোগ, শিশুদের ড্যান্ডি সেবন করার বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে একদিকে যেমন পথ শিশুদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তেমনই শিশুরা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। তবে এই প্রসঙ্গে আরামবাগ পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান স্বপন নন্দী বলেন, এরকম বিষয় আমাদের জানা ছিল না। আমরা খোঁজখবর নিয়ে ওই পথশিশুদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করব। তাদের শিক্ষার বিষয়টি নিয়েও ব্যবস্থা নেব। স্থানীয় ও স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ডেনড্রাইট আঠার নেশা আরামবাগের পথশিশুদের কাছে ড্যান্ডি নামে পরিচিত। পথশিশুদের আরামবাগ বাসস্ট্যান্ড, রেল স্টেশন, টালিপাড়ায় বেশি দেখতে পাওয়া যায়। 

28th     January,   2021
 
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ