শরীর ও স্বাস্থ্য

৪৫ মিনিট হার্ট বন্ধ থাকার 
পরও মিরাকেল!

২০২০ সালের নভেম্বর। কোভিড আক্রান্ত হলেন ব্রিটেন নিবাসী ৩৯ বর্ষীয় সরবজিৎ সিং। স্ত্রী রাজ কউর তখন তৃতীয়বারের জন্য সন্তানসম্ভবা! এমন জটিল পরিস্থিতিতে বারবার কার্ডিয়াক অ্যারেস্ট হতে থাকে সরবজিতের। রোগীকে নিয়ে যাওয়া হয় বার্মিংহাম সিটি হাসপাতালে। হাসপাতালে সরবজিৎকে সিপিআর দেওয়া হয়।  আরও নানাভাবে হৃদস্পন্দন চালু করার চেষ্টা করা হয়। কেটে যায় ৪৫ মিনিট। দীর্ঘসময় কোনও ব্যক্তির শ্বাস বন্ধ থাকলে, হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গিয়ে থাকলে ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গে রক্ত না পৌঁছলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। সরবজিতকে মৃত ঘোষণাই করা হতো। তবে সেখানে উপস্থিত ছিলেন বাঙালি হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ অরিজিৎ ঘোষ। তিনি ভাবলেন, শেষ অস্ত্র হিসেবে সরবজিতের উপর ‘ডাবল সিকোয়েনশিয়াল এক্সটার্নাল ডিফিব্রিলেশন’ পদ্ধতি প্রয়োগ করলে হয় না! ডাবল সিকোয়েনশিয়াল এক্সটার্নাল ডিফিব্রিলেশন পদ্ধতিতে পিঠ ও বগলের সঙ্গে বুকের মাঝে ও পিঠের দিক থেকেও দেওয়া হয় শক। ডাঃ ঘোষের পরিকল্পনা মতো চলে ঘটে মিরাকেল। হৃদস্পন্দন মেলে সরবজিতের। তবে ৪৫ মিনিট হৃৎপিণ্ড স্তব্ধ ছিল। তাই দেখা যায় মাল্টি অর্গ্যান ফেলিওরের মতো উপসর্গ। সরবজিতকে আইটিইউতে রাখতে হয়। ২ মাস পর তিনি সুস্থ হন। 
যাঁর চেষ্টায় জীবন ফিরে পেলেন সরবজিৎ, কী বলছেন সেই অরিজিৎ ঘোষ? যাদবপুরের বাসিন্দা, বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তনী অরিজিৎবাবু জানান, ‘সরবজিতের রিফ্র্যাকটরি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। প্রচলিত পদ্ধতিতে তিন বার শক দেওয়ার পরে রোগী সাড়া না দিলে তাকে রিফ্র্যাকটরি কার্ডিয়াক অ্যারেস্ট বলে। ওঁর ক্ষেত্রে ১০ বার শক দেওয়ার পরেও নাড়ি সচল হয়নি।’ তিনি আরও বলেন ‘সরবজিতের প্রাণ বাঁচানোর তাগিদে প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে ডাবল সিকোয়েনশিয়াল এক্সটার্নাল ডিফিব্রিলেশন প্রয়োগ করি। রোগীর নাড়ি সচল হয়, রক্তচাপ ফিরে আসে। এরপর রোগীর অ্যাঞ্জিওগ্রাম করে দেখা যায় তাঁর ডানদিকের করোনারি আর্টারিতে ব্লক আছে। ব্লক খুলে দেওয়া হয়, স্টেন্ট বসানো হয়।’ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এর মতো বিখ্যাত পত্রিকায় লেখা হয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট-এর চিকিৎসায় একটির তুলনায় দু’টি ডিফিব্রিলেটর ব্যবহার অনেক বেশি কার্যকরী। এবং এতখানিই বেশি কার্যকরী যে কার্ডিয়াক অ্যারেস্টের রোগীর চিকিৎসার ক্ষেত্রে গাইডলাইন পরিবর্তন করার কথাও ভাবছে রিসাসিটেশন কাউন্সিল ইউ কে।
লিখেছেন রূপাঞ্জনা দত্ত
16Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা