গল্পের পাতা

তবু যেতে হয়

—কাজটা তালে ছেড়েই দিলি সুবি!
সুবি উত্তর দেয় না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। লাঙলপোতা গ্রামের ছোট্ট বাড়ির মাটির বারান্দার এক কোণে দাঁড়িয়ে পায়ের উপর পা ঘষে সুবিনয়। এ তার দীর্ঘ দিনের অভ্যেস। ঘরের ভিতরে তার শয্যাশায়ী মা অলকা। শুয়ে শুয়েই সান্ত্বনা দেন।
—ও বিপিন, যা হোক বাবা রাগ কোরো না। আমি পরে বুজিয়ে বলব না হয়।
—অত সময় কি আচে মাসি! নেহাত আমার পরিচিত তাই। নইলে লোকের অভাব নেই। হাজার হাজার লোক হন্যে হয়ে আচে কাজের জন্যে।
একটা গ্লাসে জল এনে বিপিনকে দেয় মুকুন্দ। সুবিনয়ের বাবা। বলেন, ‘জলটুকু খেয়ে নাও বিপিন।’
এক নিঃশ্বাসে গ্লাসের অনেকটা জল খেয়ে নেয় বিপিন। বাকিটায় চোখে মুখে ঝাপটা দেয়। পরে পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুখ মোছে। বিপিনকে ভালো করে খেয়াল করে সুবিনয়। মুখ মুছে আবার প্রসঙ্গটা শুরু করে বিপিন।
—তা কী ঠিক করলি? আজ রাতের গাড়ি ধরছিস তো?
—বাপ মা রে ছেড়ে থাকতে ভালো লাগে না গো বিপিনদা।
খানিকটা সঙ্কোচেই কথাটা বলে সুবিনয়।
—হ্যাঁ!
বিব্রত হয় যেন বিপিন। পরে হাসে। বিশ্রী ভাবে হাসে সে। যেন কি ভয়ানক একটা হাসির কথা শুনেছে। পরে সে কাছে আসে সুবিনয়ের। ভালো করে দেখে তাকে। বলে, ‘বয়েস কত? খোকাটি হয়ে আচিস তো রে!’ এই কথা বলে আবার হাসে বিপিন। বারবার হাসে। বলে, ‘বাপ-মা-র জন্যি খুব দরদ যে! ক’দিন পর বে করলে বাপ-মারে ভাত দিবি তো রে!’ বলে আবার হাসে। ফের শুরু করে, ‘মুকুন্দকা, ছেলে তোমার জোর সেয়ানা হয়েচে। খাটতে পারবে না বলে, বাপ-মায়ের দোহাই দে দিলে। কেন? আর যারা কাজ করচে তাদের বাপ-মা নেই নাকি রে সুবি!’ বলে হাসতে হাসতে বসে পড়ে বিপিন। যেন অনেক কষ্টে হাসিটা চাপার চেষ্টা করে সে। দেখে  সুবিনয়কে। পরে আস্তে আস্তে উঠে পড়ে সে। মুকুন্দর কাছে আসে। বলে, ‘এ বয়েসে ছেলে কোথায় দেখবে, না দামড়া ছেলেকে বয়ে নে চল। কপাল তোমার মন্দ গো কাকা।’ 
কথাগুলো বলে উঠোনে নেমে পড়ে বিপিন। আবার হাসে। বলে, ‘হাসি যেন চাপতেই পারছি না গো! দামড়া ছেলে বলে কী! না, বাপ-মাকে ছেড়ে থাকতে পারি না! ফাঁকিবাজ কহিকা!’
বিপিন চলে যায়। কিন্তু পরিবেশটা কী রকম যেন ভারী করে দিয়ে গেল। তার হাতে অনেক কাজ। বিপিনের হাত ধরেই লাঙলপোতার সুবল, কার্তিক, তারক, অসীমরা এ বছর গেল সুরাত। সুবিনয়ও গেয়েছিল আমেদাবাদ। সেখানে রাজমিস্ত্রির কাজে লেবারের কাজ করেছে সে বারো দিন। এর অতিরিক্ত আর থাকতে পারেনি। বিপিন চলে যাওয়ার পরে সে কথাই ভাবছিল সুবিনয়। ভিতর থেকে মা ডাকেন। সুবি!
মায়ের পাশে গিয়ে বসে সুবিনয়।
—খুব খাটুনির কাজ না রে সুবি! যাকগে! করতে হবে না বাবা।
—খাটতে তো আমার ভয় নেই মা, এ বয়েসে খাটব না তো, খাটব কবে!
—তো!
—তোমাদের ছেড়ে থাকতে পারি না যে!
মা দীর্ঘশ্বাস ফেলেন।
—ঠিক আচে। কাজ নেই আর গিয়ে। একানেই যা হোক জুটে যাবে তোর।
দুপুরের ওষুধ নিয়ে ঢোকে মুকুন্দ। অলকাকে সোজা করে বসিয়ে দেয় সুবিনয়। ওষুধ খেতে খেতে হাসে অলকা। বলে আমাকে নিয়েই সমস্যা না গো!
মুকুন্দ খানিকটা যন্ত্রের মতন করে কিছু কাজ করে যায়। বলে, ‘আহ! তা কেন!’
—কেন আবার! আমি মরলে পরে তোমাদের মুক্তি!
সুবিনয় মাকে জড়িয়ে ধরে। মায়ের মৃত্যু কল্পনা করেই একটা গভীর শূন্যতা বুকের উপর চেপে বসতে চায় যেন।
মুকুন্দ কিন্তু দিব্যিই নিরুত্তর। বাবাকে দেখে খানিকটা অবাক লাগে সুবিনয়ের। অলকা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। চোখ দুটো ছল ছল করে তার। বলে, ‘আমি আর ভালো হব না, তাই না?’
—নিমাই বলচিল একবার কলকাতা নে যেতি পারলে..
—সে তো অনেক টাকা!
দীর্ঘশ্বাস ফেলে অলকা।
মাকে ছেড়ে সোজা হয়ে বসে পড়ে সুবিনয়। বলে, ‘হোক অনেক টাকা। তবু কলকেতা কি যাওয়া যায় না বাবা!’
—কলকেতা সোজা জাগা নয় সুবি। সেকানের হাসপাতালে মাসের পর মাস পড়ে থাকলি পর তবে গে একটা ব্যবস্তা হয়। অত দিনের খরচ-খরচাও কি কম!
মুকুন্দের কথার বাস্তবতা সুবিনয়ও বোঝে। চুপ করে বসে থাকে সে মায়ের পাশে। বোঝে, শুধু ভালোবাসাই নয়, সঙ্গতিও কী দারুণ জিনিস!
দুই
সে কথাই হচ্ছিল দু’জনার। সকালে পুকুর পাড়ে বসে রাতের বাসন মাজে মুকুন্দ। ইদানীং এই কাজগুলো দু’জনকেই করতে হয়। নিজেদের মধ্যে এলোমেলোভাবে একটা ভাগাভাগি করেও নিয়েছে দু’জন। সুবিনয় রান্নার জোগাড় করে। মুকুন্দই শুরু করে প্রসঙ্গটা। বলে, ‘তোর খোঁজ করচিল আজ বিপিন। বলচিল সুরাতে লোক নিচ্চে। গেলে ভালো ট্যাকা আচে। গণেশ গেল আজ!’
বিপিনের প্রসঙ্গে বিরক্ত হয় সুবিনয়।
—যাক! আমি যাব না। তাছাড়া চন্দনদের বাদায় কাল দে কাজ শুরু হবে। আড়াইশ ট্যাকা রোজ।
—মাত্র আড়াইশ! চন্দন তো গত বছরও তিনশো ট্যাকার বেশিতে কাজ করাল। 
—আসলে আমি না করলি পর, অন্য কেউ করবে। কাজের জন্যি লোকের আর অভাব কি! একবেলা খাতি দিলেও লোক পাবে চন্দন।
কী ভাবে যেন মুকুন্দ। দীর্ঘশ্বাস ফেলে।
—সেকানে আমার জন্যি একটা কাজ হয় না রে সুবি? 
মুকুন্দর দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে সুবিনয়। পরে মাথা নাড়ে। অর্থাৎ হয় না। বাষট্টি বছর বয়েস হয়েছে মুকুন্দের। তার শরীরেও নানা রোগের বাসা। রোগা শরীর তার কালো চামড়ায় ঢাকা। তার নীচে তার জীবনীশক্তি প্রতি মুহূর্তে বাইরের জগতের চরম হুমকির মুখে টিকে আছে। সেই মুকুন্দ কাজ করবে!
—তোমারে আর কাজ করতি হবে না। আমি দেকচি। বেশি ট্যাকার একটা কিচু পেয়ে যাব ঠিক।
—ভাবচিলাম ছাগল কটারে বেচে দি। খানিকটা ট্যাকা আসে তাতে।
—বেচি দেবে! আর দুধ!
—হ্যাঁ। তাইতেই তো আটকে যাই। তর মারে ভালো খাওয়া দেতি লাগে। ওই দুধটুকু বাদ দেলি আর কি দেতি পারি!
—সেই কতাই তো! ছাগল বেচার মতলব তুমি ছাড়।
হাতের কাজ ফেলে চুপ করে বসে থাকে মুকুন্দ। নানা ভাবনা মাথায় আসে তার। তারপর দীর্ঘশ্বাস ফেলে।
—বিঘেটাক জমি থাকলি পর!
—থাকলি কি হতো! যা ছেল তা তো ঘোষালের কাচেই জমা হয়ি আচে।
— সেই! সে তো আর পাব বলি মনেও হয় না! ঘোষাল বলছেল সেদিন, অনেক কটা দিন হয়ি গেচে। এবার কটা ট্যাকার বিনিময়ে জমিটা লেখি দেতি।
—কী বললে তুমি!
—বলিনি কিচু। পরে ভাবচিলাম শুধুমাত্র কটা ট্যাকার জন্যি দে দেব! 
মুকুন্দের কাছে আসে সুবিনয়।
— দিও না। ভিটে বাদে ও জমিটাই আচে।
—আর আচে! এও কি থাকা! ও জমিতে চাষ করচে ঘোষাল। দেখে কষ্ট হয়।
কথা কটা এক নাগাড়ে বলে দীর্ঘশ্বাস ফেলে মুকুন্দ। চোখের জল মোছে। বলে, ‘জানি না অদ্দিষ্টে কী আচে! বেঁচে থাকাই কঠিন হয়ে উটচে, তা তোর মারে বাঁচানো!’
বলতে বলতে নিজেকে যেন আর ধরে রাখতে পারে না মুকুন্দ। সে কাঁদে। শিশুর মতন কাঁদে মুকুন্দ। পাশে ঠায় দাঁড়িয়ে থাকে সুবিনয়।
তিন
শেষ রাতে পেটের ব্যথাটা বাড়ে অলকার। কাটা ছাগলের মতো ছটফট করে সে। পেটে গরম সেঁক দেয় মুকুন্দ। তবু আরাম হয় না। মাথায় হাত বুলিয়ে দেয় তার। বারবার সান্ত্বনা দেয় তাকে। কে জানে সে সব হয়তো শুনতেও পায় না অলকা। প্রচণ্ড ব্যথায় কাতরায় সে। গোঁ গোঁ করে গোঙায়। চোখ দিয়ে জল পড়ে। অলকার পাশে বসে জানলা দিয়ে সুবিনয়ের ফেরার পথ দেখে মুকুন্দ। দিবাকর ডাক্তারের কাছে গেছে সে। দিবাকরের বেড়ার চেম্বার রাতেও খোলা থাকে। কারণ সেখানেই তার ঘর। সেখানেই দুবেলা রান্না করে রাতে বিছানা পেতে শুয়ে পড়ে দিবাকর। চাঁচ বেড়ার ছিদ্র দিয়ে শীতে ঠান্ডা বাতাস ঢোকে ঘরে। স্যাঁতসেঁতে ঘরটায় কারেন্টের ব্যবস্থাও নেই। গরমে কষ্টও হয় খুব। চরম অনাড়ম্বরে লালিত দিবাকরের চেম্বার একমাত্র সেজে ওঠে হালখাতায়। রোগীরা এসে দিবাকরের সারা বছরের বকেয়া ফি যার যেমন বাকি তা মিটিয়ে যায়। আবার নতুন খাতা করে দিবাকর। এই সব গুণের কারণেই হয়তো দিবাকরের চেম্বার, দিবাকর ডাক্তারের দোকান হয়েই বেশি জনপ্রিয়তা পেয়ে চলেছে বছরের পর বছর। সে পাশ করা ডাক্তার নয়। জ্বর, সর্দি, কাশি, পেটব্যথা, অম্ল, অনিদ্রা এই ধরনের সাধারণ ওষুধের জ্ঞান নিয়েই শুরু করেছিল দিবাকর। সেইথেকে প্রতিদিন নিজেকে সমৃদ্ধ করে চলেছে সে। আজও নতুন ওষুধের নাম শুনলেই সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখে। এখন দিবাকরের বয়েসও হয়েছে। তবুও গ্রামের মানুষের সেইই খড়কুটো। 
সুবিনয়ের পথ চেয়ে চেয়ে আতঙ্ক আর বিরক্তি যেন ক্রমশ বেড়ে চলে মুকুন্দের। সে মাথায় হাত বুলিয়ে দেয় অলকার। অলকা বিশ্রী ভাবে চোখ বড় করে যন্ত্রণা হজম করার চেষ্টা করে। বহু বছর এভাবেই বহু ব্যথাকে হজম করে এসেছে সে। কিন্তু এখন যেন আর পেরে ওঠে না। মুকুন্দও বোঝে সে কথা। অলকার যন্ত্রণা তাকে অস্থির করে। বাইরে বারান্দায় এসে দাঁড়িয়ে থাকে মুকুন্দ। অলকাকে সে বড় ভালোবাসে। মনে পড়ে এ বাড়িতে অলকার প্রথম দিন। মনে পড়ে তাদের ঘর-সংসার। সুবির জন্ম। তারপরই পারম্পর্য মেনে মনে পড়ে অভাব, দুঃখ দুর্দশার নিদারুণ করুণ ছবি। সেই কবে থেকে বিছানায় পড়ে আছে অলকা। পেটের ব্যথাটাও ইদানীং বাড়ছে। প্রায়ই তা নিয়ে ভোগে অলকা। বাঁচার খুব চেষ্টা ছিল আগে তার। ইদানীং সে আশাও যেন প্রায় ছেড়েই দিয়েছে সে। সেও ত বোঝে, বাঁচতে গেলে সঙ্গতি চাই! মুকুন্দ কাঁদে। কাঁদে আর কান পেতে শোনে সে। একা অলকা  ছটপট করছে অন্ধকার ঘরে। অনবরত একটানা গোঙাচ্ছে সে। মুক্তি চাইছে। মনে মনে অলকার মৃত্যু কামনা করেও বুকটা আঁতকে ওঠে মুকুন্দের।
মাটির দেওয়ালে হেলান দিয়ে কাঁদে মুকুন্দ। 
কিছুক্ষণ পরেই সুবিনয় ঢোকে। উঠোনের অন্ধকার সাঁতরে সরীসৃপের মতন এসে ওঠে সুবিনয়। ধুপ ধুপ শব্দ হচ্ছে কোথায়! ভালো করে দেখার চেষ্টা করে সুবিনয়। দেখে বুকটা ধক করে ওঠে তার। মাটির দেওয়ালে নির্মম ভাবে মাথা ঠুকছে মুকুন্দ। ধুপ ধুপ ধুপ। অলকার যন্ত্রণাকে একা বইতে দিতে চায়না হয়তো মুকুন্দ। জীবনের সমস্ত যন্ত্রণাই তো এতদিন এক সঙ্গেই বয়ে এসেছে তারা। শেষ বেলায় অলকাকে একা ছাড়তে চায়না হয়তো তাই। সুবিনয় ছুটে গিয়ে জড়িয়ে ধরে মুকুন্দকে। মুকুন্দের সারা শরীর ঘেমে গিয়েছে। চোখ দিয়ে জল পড়ছে তার। রাতের অন্ধকারে কি বীভৎস দেখাচ্ছে মুকুন্দকে!! তাকে জড়িয়ে কাঁদে সুবিনয়। শিশুর মতন কাঁদে। কাঁদতে কাঁদতেই ঘরের ভিতরের অপার্থিব এক শূন্যতাকে যেন উপলব্ধি করে সুবিনয়। বিষয়টা হয়তো মুকুন্দও খেয়াল করে। হুড়মুড় করে উঠে পড়ে দু’জন। ঢুকে পড়ে ঘরে। অলকা ঘুমাচ্ছে। ব্যথা তার কমে গিয়েছে কখন! মাটির মেঝেতে চাপ চাপ রক্ত! রক্ত বমি করে ঘুমাচ্ছে অলকা। ক্লান্ত শরীর তার শান্ত হয়ে ঘুমিয়ে আছে।
চোখের জল মুছে অলকার পাশে বসে মুকুন্দ। বলে,
—কী বলে দিবাকর!
দীর্ঘশ্বাস ফেলে সুবিনয়। বলে,
—তার কিচু আর করার নেই। কলকেতা যেতে বলে।
কথাটা শুনেই হাউমাউ করে কাঁদে মুকুন্দ। তার কান্নায় জেগে ওঠে অলকা। বিছানার পাশে স্তব্ধ দুটো কালো মূর্তি দেখে প্রথমে যেন মানুষ দুটোকে ঠহর করতে পারে না সে। পরে ভালো করে দেখে। বলে, রাত শেষে ভোর হয়ি এল। ঘুমাওনি তোমরা! আমি ভালো আছি। ঘুমাও এবার। 
অলকার কথায় মুকুন্দর দু'চোখ সজল হয়ে আসে। সুবিনয় তার পিঠে হাত রেখে বলে, শোয়ার আর সময় নেই। এবার বেরতে হবে।
অলকা বিষ্মিত হয়। বলে, 
—এত ভোরে কোতায় বেরবি!
কথাটা শুনে দু’জনে একসঙ্গে বলে উঠল
—কলকেতা, সুরাত।
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা