দিল্লির মুখার্জিনগর এলাকায় একটি মেয়েদের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। খবর পেয়ে অকুস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। অনেকেই হোস্টেলের ভিতর আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
2023-09-27 21:02:00দিল্লির মুখার্জিনগর এলাকায় একটি মেয়েদের হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। খবর পেয়ে অকুস্থলে পৌঁছেছে দমকলের ১২টি ইঞ্জিন। অনেকেই হোস্টেলের ভিতর আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।
2023-09-27 21:02:00প্রয়াত বিশিষ্ট সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়। বয়স হয়েছিল ৯০। দীর্ঘদিন অস্টিওআর্থারাইটিসে ভুগছিলেন তিনি। আজ, বুধবার দুপুর ১২.৩০ নাগাদ কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের বাসভবনে বার্ধক্যজনিত কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই চিত্রগ্রাহক। তাঁর মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া।
2023-09-27 17:41:00পার্থ চট্টোপাধ্যায়ের উপর ক্ষুব্ধ আলিপুর আদালতের বিচারক। প্রতিদিন একই আবেদন জানানোয় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ১ হাজার টাকা জরিমানা করলেন বিচারক। চার্জশিটের কপি চেয়ে এর আগে একবার আবেদন করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যেহেতু আদালত সেই চার্জশিট গ্রহণ করেনি তাই আবেদন আগেই খারিজ করে দিয়েছিলেন বিচারক। আজ, বুধবার আবার একই বিষয়ে আবেদন করাতে ক্ষুব্ধ আদালত।
আদালতে আইন মন্ত্রী মলয় ঘটককে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, বুধবার বিকেল পাঁচটার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে মন্ত্রীকে। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি কলকাতা পুলিসকেও তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে রাজ্যের আইন সচিবকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নিম্ন আদালতের বিচারপতি অর্পণ চট্টোপাধ্যায়ের বদলি সংক্রান্ত ফাইল কেন আটকে রয়েছে? আইন সচিবকে প্রশ্ন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই বিষয়ে সচিব জানান আইন মন্ত্রীর কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় ওই বদলির ফাইল আটকে রয়েছে। এর প্রেক্ষিতে মলয় ঘটককে ডেকে পাঠিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরই সঙ্গে ওই বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে আগামী ৪ অক্টোবরের মধ্যে বদলির নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দিয়েছেন, আগামী ৪ অক্টোবর পর্যন্ত প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলাই বিচারক অর্পণ চট্টোপাধ্যায় শুনতে পারবেন না। আজ, বুধবার সিবিআই এবং ইডিকে রক্ষাকবচও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদের বিরুদ্ধে কলকাতা পুলিস এবং রাজ্য পুলিসের কোনও আধিকারিক কোনওরকম পদক্ষেপ করতে পারবে না বলে স্পষ্ট নির্দেশে জানিয়েছে আদালত।
2023-09-27 16:51:00ফের কর ফাঁকির অভিযোগ উঠল পপ তারকা শাকিরার বিরুদ্ধে। স্পেন সরকারের তরফে এই অভিযোগ আনা হয়েছে। অভিযোগ, শাকিরা ২০১৮ সালে ৬.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৯ কোটি টাকা। এল ডোরাডো ওয়ার্ল্ড ট্যুরের জন্য তিনি কয়েক লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন। সেই তথ্য গোপন করেছেন বলেই অভিযোগ শাকিরার বিরুদ্ধে।
যুবভারতীতে আজ, বুধবার আইএসএলের ম্যাচ রয়েছে। যেখানে মুখোমুখি হবে মোহন বাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচের শেষে সমর্থকদের বাড়ি ফেরার জন্য অতিরিক্ত মেট্রো ও বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। তবে এদিন একটিই মেট্রো চলবে সল্টলেক স্টেডিয়াম(যুবভারতী) থেকে শিয়ালদহ পর্যন্ত। রাত ১০ টা ৪০ মিনিটে ছাড়া হবে মেট্রোটি যেটি মাত্র সাত মিনিটে পৌঁছে যাবে শিয়ালদহতে। এছাড়াও যুবভারতী স্টেডিয়াম থেকে হাওড়া স্টেশন, দক্ষিণেশ্বর, যাদবপুর, উল্টোডাঙা, গড়িয়া, জোকা, ধর্মতলা ও বারাকপুর পর্যন্ত রাতে বাস থাকবে বলে জানিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ।
মাইকেল জ্যাকসনের আইকনিক টুপি বিক্রি হল রেকর্ড মূল্যে। বিশ্ববিখ্যাত মুনওয়াক নাচের আগে যে টুপিটি পরেছিলেন জ্যাকসন তারই নিলাম ছিল। যার দাম ধার্য করা হয়েছিল ৬০ হাজার ইউরো থেকে ১ লক্ষ ইউরো পর্যন্ত। নিলামে টুপিটি বিক্রি হয়েছে ৭৭ হাজার ৬৪০ ইউরোতে। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াচ্ছে ৬৮ লক্ষ ২৩ হাজার ৬২৪ টাকা।
গড়িয়াহাটে বাইকের সঙ্গে ধাক্কা ট্যাক্সির। গুরুতর জখম বাইক চালক। আজ, বুধবার দুপুরে গড়িয়াহাট মোড় ও গোলপার্ক ক্রসিংয়ের মাঝে ঘটেছে দুর্ঘটনাটি। জখম বাইক চালককে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
2023-09-27 14:43:16অস্কারের জন্য ভারতীয় ছবি হিসাবে মনোনীত হল '২০১৮, এভরিওয়ান ইন আ হিরো'। মালয়ালম ভাষার এই ছবিকেই ২০২৪ সালের অস্কারের জন্য ভারতের তরফে পাঠানো হয়েছে। আজ, বুধবার সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছে ১৬ সদস্যের নির্বাচন কমিটি। ছবিটির পরিচালনা করেছেন জুড অ্যান্থনি জোসেফ। চলতি বছরের মে মাসে বড়পর্দায় মুক্তি পায় ছবিটি। মূলত ২০১৮ সালে কেরলের ভয়াবহ বন্যার পরিস্থিতি গল্পে তুলে ধরেছেন পরিচালক। বক্স অফিসে ব্যাপক আয় করেছে ছবিটি। সমালোচকদের কলমেও প্রশংসা পেয়েছে '২০১৮'। অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগীতায় নামবে সেটি। ভারতীয় ছবি হিসাবে অস্কারের দৌড়ে ছিল 'দ্য কেরালা স্টোরি', 'রকি অউর রানি কি প্রেম কাহানি', মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে' সহ আরও ২২ টি ছবি। যার মধ্যে নির্বাচকরা ২০১৮-কেই বেছে নিয়েছেন।
2023-09-27 13:53:00লক্ষ্মী সুস্থ। আদর-যত্নে কোনও খামতি নেই। তাকে অন্যত্র সরানোর প্রয়োজনই নেই। এক অবমাননার মামলায় এমনই রায় দিল দিল্লি হাইকোর্ট। এই লক্ষ্মী আদতে একটি হাতি। ২০১৯ সালের এপ্রিলে হাইকোর্টে এক হলফনামায় বনদপ্তর জানিয়েছিল, মাহুত লক্ষ্মীর ঠিকমতো যত্ন নিতে পারছেন না। এরপর হাইকোর্ট হাতিটিকে হরিয়ানা সরকারের পুনর্বাসন কেন্দ্রে পাঠাতে বলে। এদিকে হাতির মাহুত ইউসুফ আলি আদালত অবমাননার অভিযোগ তুলে পিটিশন দাখিল করেন। তাঁর হেফাজতেই হাতিটি রাখার আর্জি জানান তিনি। এই আর্জির শুনানিতে বন বিভাগের স্ট্যাটাস রিপোর্ট দেখে এদিন হাইকোর্ট জানিয়েছে, লক্ষ্মী সুস্থই রয়েছে। তাকে অন্যত্র পাঠানোর প্রয়োজনই নেই।
2023-09-27 13:30:40অর্ধনগ্ন ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় ঘুরছে এক ১২ বছরের নাবালিকা। লোকের বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের ভিক্ষা চাইছে। কিন্তু সকলে তাকে দেখেও সাহায্য করতে চাইছে না। এমনই চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই নাবালিকাকে দেখে এক ব্যক্তি আবার জুতোও দেখাচ্ছেন। গোটা বিষয়টি রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে ১৫ কিমি দূরে বাদনগর রোডে। ওই নাবালিকা অসহায় অবস্থায় এক আশ্রমে গিয়ে পৌঁছলে তাকে সাহায্য করেন এক পুরোহিত। তিনি বুঝতে পারেন নাবালিকা ধর্ষিতা হয়েছে। তাই তার গায়ে তোয়ালে চাপা দিয়ে হাসপাতালে নিয়ে যান ওই পুরোহিত। পরীক্ষার পর জানা যায় পুরোহিতের আশঙ্কাই সত্যি। ওই নাবালিকাটিকে কেউ ধর্ষণ করেছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইন্দোরে একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। তদন্ত শুরু হয়েছে।
2023-09-27 13:04:00১১০২ কেজির লাড্ডু! সিদ্ধিদাতাকে সন্তুষ্ট করতে এমনই বিশাল আকারের লাড্ডু নিবেদন করলেন ভক্তরা। ঘটনাটি নাগপুরের বিখ্যাত টাকডি গণেশ মন্দিরে। কর্তৃপক্ষ জানিয়েছে, ৪০০ কেজি বেসন, ২০০ কেজি ঘি, ৫০০ কেজি চিনি এবং ৬০ কেজি ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা হয় লাড্ডুটি। ২৪ ক্যারেট সোনার তবক দিয়ে মুড়ে সিদ্ধিদাতাকে নিবেদন করেন ভক্তরা। ২২ জন কর্মীর দু’দিন সময় লেগেছে লাড্ডুটি তৈরি করতে।
2023-09-27 12:53:04'জব তক টাইগার মারা নেহি, তব তক টাইগার হারা নেহি,' চোখা চোখা সংলাপে ফের স্বমহিমায় ফিরছেন সলমন খান। আজ, বুধবার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে সলমনের আগামী ছবি 'টাইগার থ্রি'-এর একটি ঝলক। যাতে টাইগার ওরফে সলমনকে দেখা গিয়েছে দেশবাসীকে একটি বার্তা দিতে। ১ মিনিট ৪৩ সেকেন্ডের সেই ঝলকে যে অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে, তা থেকে স্পষ্ট যে 'টাইগার থ্রি,' যশ রাজের স্পাই ইউনিভার্সের অন্যতম সেরা ছবি হতে চলেছে। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। সলমন ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমি ও ক্যাটরিনা কাইফকে।
খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় তলানিতে ভারতের সঙ্গে কানাডার সর্ম্পক। নিজ্জরের হত্যার পিছনে থাকতে পারে ভারতের হাত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এই মন্তব্যের পরই দুই দেশের কূটনৈতিক সর্ম্পকের উপর বিরূপ প্রভাব পড়েছে। এর মাঝেই মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যের জবাব দিলেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন রাষ্ট্রদূত বলেছিলেন, নিজ্জরের হত্যার পিছনে ভারতের যোগ থাকার সম্ভাবনা নিয়ে ফাইভ আই পার্টনারদের মধ্যে গোপন তথ্য ভাগ করে নেওয়া হয়েছিল। এই বিষয়ে জয়শঙ্করকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি তো ফাইভ আইয়ের সদস্য নই। এমনকী এফবিআই-এরও সদস্য নই। আমার মনে হয় ভুল লোককে প্রশ্ন করেছেন। নিজ্জরের হত্যার বিষয়ে কানাডার কাছে যদিও কোনও তথ্য থাকে, সেটি ভারতকে জানালে নিশ্চই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।'
গাড়ির ভিতরে বিস্ফোরণ। যার জেরে জখম হলেন চারজন। আজ, বুধবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের লারকিপোরাতে। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই ঘটনার সঙ্গে জঙ্গি কার্যকলাপের কোনও যোগ নেই বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিস।
রাতারাতি বিখ্যাত হওয়ার চেষ্টা। বন্ধুকে দিয়ে পিঠে নিষিদ্ধ সংগঠন ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ (পিএফআই)-এর নাম লিখে গল্প সাজিয়েছিলেন সেনা জওয়ান। যদিও শেষ রক্ষা হল না। ভুয়ো অভিযোগ দায়েরের জন্য শিনে কুমার নামে ওই জওয়ান ও তাঁর বন্ধুকে হেফাজতে নিল কেরল পুলিস। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোল্লাম জেলার বাসিন্দা শিনে কুমার অভিযোগ করেছিলেন, ছ’জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর একটি রাবার বাগানে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয়। কিন্তু
তদন্তে নেমে পুলিস জানতে পারে পুরোটাই সাজানো।
এশিয়ান গেমসে ফের সোনা এল ভারতের ঝুলিতে। ৫০ মিটার রাইফেল শ্যুটিংয়ে সোনা পেয়েছেন সিফ্ট সামরা। ওই একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন আশি চোকসি। হাংঝউতে পদক জেতায় রেকর্ড গড়ছে ভারত। আজ, বুধবার সকাল থেকেই একাধিক বিভাগে পদক জিতেছে ভারতের প্রতিযোগীরা। এই মুহূর্তে ভারতের পদকের সংখ্যা ১৬।
রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসে সোজা ধাক্কা মারল একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হল চার যাত্রীর। আজ, বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জাতীয় সড়কের উপর। পুলিসের অনুমান, দ্রুত গতি থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা ঘটায়। ওই গাড়িটিতেই ছিলেন চারজন যাত্রী।
আজ, বুধবার ব্যস্ত দিনে সকাল থেকে শহরের কোনও রাস্তাতেই যানজটের খবর নেই। তবে এদিন শহরে দুটি মিছিল রয়েছে যার ফলে যানজটের আশঙ্কা রয়েছে। যার মধ্যে একটি মিছিল ক্যামাক স্ট্রিট থেকে দুপুর ১২ টার সময় শুরু হবে। ওই মিছিলটি যাবে হাজরা ক্রসিং পর্যন্ত। ১৫০-২০০ লোকের জমায়েত হওয়ার কথা। ওই একই সময়ে অপর একটি মিছিল রয়েছে। সেই মিছিলটি শুরু হবে রানি রাসমণি অ্যাভেনিউ থেকে যাবে ওয়াই চ্যানেল পর্যন্ত। এই মিছিলে মোট ৪০০-৫০০ লোকের জমায়েত হওয়ার কথা। দুটি মিছিলের ফলে হাজরা থেকে ধর্মতলা পর্যন্ত যানজটের আশঙ্কা রয়েছে। তবে সবক্ষেত্রেই শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
নিম্নচাপ সরে গিয়েছে। তাই আপাতত রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে তাপমাত্রা। আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।
উত্তরাখণ্ডের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান যোশিমঠ আজ ধ্বংসের মুখে। ওই অঞ্চলে ফাটলের জেরে বিপর্যস্ত জনজীবন। এর মাঝেই খারাপ খবর শোনাল ন্যাশনাল জিওফিজিকাল রিসার্চ ইনস্টিটিউট ও রিসার্চ ল্যাবরেটরি অব কাউন্সিল সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। যোশিমঠের পরিস্থিতি নিয়ে এই সংস্থা দুটি গবেষণা করেছিল। যার ভিত্তিতে একটি ৪৩ পাতার রিপোর্টে সংস্থা দুটির তরফে জানানো হয়েছে, যোশিমঠ উল্লম্বভাবে ৩ ফুট ডুবে গিয়েছে ও আগের তুলনায় ১.৪ ফুট সরে গিয়েছে। যা বিপজ্জনক বলেই দাবি করা হচ্ছে।
স্বল্প ওভারের ক্রিকেটে রেকর্ড নেপালের। হাংঝউতে চলতি এশিয়ান গেমসে ক্রিকেটের টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে নেপাল। আজ, বুধবার মঙ্গোলিয়ার বিরুদ্ধে তিন উইকেট হারিয়ে নেপালের স্কোর ৩১৪। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ ফরম্যাটে সবচেয়ে বেশি রান ছিল আফগানিস্তানের। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তারা তিন উইকেট হারিয়ে করেছিল ২৭৮ রান। সেই রেকর্ড এদিন ভেঙে দিয়েছে ভারতের প্রতিবেশী দেশ। এরই সঙ্গে ইনিংসে ২৬ টি ছয় মেরে আরও একটি রেকর্ড করেছে নেপাল। পাশাপাশি টি-২০ তে যুবরাজ সিংয়ের দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছেন নেপালের দীপেন্দ্র সিং আইরে। মাত্র ৯ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এরই সঙ্গে টি-২০ ফরম্যাটে দ্রুততম সেঞ্চুরিরও রেকর্ড করেছেন নেপালের ব্যাটার কুশল মাল্লা। তিনি ৩৪ বলে সেঞ্চুরি করেছেন বলে জানা গিয়েছে।
2023-09-27 09:54:00বিয়েবাড়ির অনুষ্ঠানে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ১০০ জনের। গুরুতর জখম ১৫০। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর ইরাকের হামদানিয়া শহরে। সূত্রের খবর, একটি ম্যারেজ হলে অনুষ্ঠানটি চলছিল। আর সেই জায়গাতেই প্রচুর বাজি ফাটানো হয়। সেই বাজি থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক অনুমান। তদন্ত শুরু করেছে পুলিস।
দেখতে দেখতে ২৫ বছর বয়স হয়ে গেল গুগলের। আজ, বুধবার ২৭ সেপ্টেম্বর এই সার্চ ইঞ্জিনের জন্ম। সেই কারণে অভিনব ডুডল এনেছে গুগল। 'G25gle' এই নামেই একটি ডুডল চলছে। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর গুগলের জন্ম। একটি ভাড়া নেওয়া গ্যারেজ ছিল এই সংস্থার প্রথম কার্যালয়। ক্রমে ২৫ বছরে একাধিক মহাদেশের মোট ২০০ টি শহরে কার্যালয় গড়ে তুলতে সক্ষম হয়েছে এই প্রতিষ্ঠান।
এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে ফের সোনা। মহিলাদের ২৫ মিটার পিস্তল শ্যুটিংয়ে দলগত ভাবে সোনা জিতলেন মানু ভাকের, এষা সিং ও ঋধম সাংওয়ান। এই নিয়ে ভারতের মোট পদকের সংখ্যা দাঁড়াল ১৬ টি।
2023-09-27 09:01:06এশিয়ান গেমসে ফের ভারতের জয়জয়কার। ঝুলিতে এল আরও একটি পদক। এবার মহিলাদের ৫০ মিটার রাইফেল শ্যুটিংয়ে রুপো পেল আশি চোকসি, মানিনি কৌশিক ও সিফ্ট কৌউর সামরা জুটি।
2023-09-27 08:47:00নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে সোজা প্ল্যাটফর্মে উঠে গেল একটি যাত্রীবাহী মেমু ট্রেন। গতকাল, মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরা স্টেশনে। জানা গিয়েছে, ট্রেনটি শাকুর বস্তি থেকে রওনা দিয়েছিল। যদিও হতাহতের কোনও খবর নেই। যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু করেছে রেল।
বিশ্ব পর্যটন দিবস
১৭৬০ - মীর কাশিম মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন
১৮৩৩ - বিশ্বপথিক রাজা রামমোহন রায়ের মৃত্যু
১৯৪৯ - বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়
১৯৫৮ - ভারতীয় হিসাবে প্রথম মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন
১৯০৭ - বিপ্লবী শহিদ ভগৎ সিংয়ের জন্ম
১৯৩২ - ভারতীয় চিত্রপরিচালক যশ চোপড়ার জন্ম
১৯৮০ - বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে
১৯৯৮ - জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (google)এর যাত্রা শুরু
২০০৮ - বিশিষ্ট ভারতীয় সঙ্গীতশিল্পী মহেন্দ্র কাপুরের মৃত্যু
মেষ: উপস্থিত বুদ্ধি ও দক্ষতায় কর্মে উদ্দেশ্য সিদ্ধি ও সুনাম।
বৃষ: কর্ম নিয়ে বর্হিগমন হতে পারে।
মিথুন: শ্বশুর বাড়ির সম্পত্তি/ অর্থপ্রাপ্তির যোগ প্রবল।
কর্কট: উচ্চতর শিক্ষা ও কাজকর্মে উন্নতি।
সিংহ: অভিনয় শিল্পী ও রাজনীতিকরা বড় কোনও সুযোগ পেতে পারেন।
কন্যা: কর্মে বাধা।
তুলা: অর্থ ও কর্মভাগ্য অপেক্ষাকৃত শুভ।
বৃশ্চিক: স্বাস্থ্যহানি ও চিকিৎসা বিভ্রাটের যোগ আছে।
ধনু: আর্থিক উন্নতির যোগ আছে।
মকর: ব্যবসায় বড় কোনও সাফল্য ও উদ্দেশ্য পূরণ হতে পারে।
কুম্ভ: বিদ্যা ও আর্থিক দিক অনুকূল।
মীন: কর্মোন্নতি ও নতুন কর্মপ্রাপ্তির যোগ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
মণিপুরে ফের বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। মাত্র দুদিন আগেই ইন্টারনেট পরিষেবা ফিরেছিল সেই রাজ্যে। আজ, মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে সরকারের তরফে জানানো হয়েছে আগামী ১ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সম্প্রতি মণিপুরে নিখোঁজ দুই পড়ুয়ার খুনের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই কারণেই এই পদক্ষেপ বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এরই সঙ্গে আগামী ২৭ ও ২৯ সেপ্টেম্বর মণিপুরে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
2023-09-26 21:43:52কর্ণাটককে ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে কাবেরী নদীর ৩ হাজার কিউসেক জল ছাড়ার পরামর্শ দিল কাবেরি ওয়াটার রেগুলেটরি কমিটি। আজ নয়াদিল্লিতে কর্ণাটক ও তামিলনাড়ু, দুই পক্ষই নিজের দাবিদাওয়া পেশ করে। সব দিক খেয়াল রেখে কমিটি ৩ হাজার কিউসেক জল ছাড়ার পরামর্শ দিয়েছে। যদিও আগে ৫ হাজারের কথা বলা হয়েছিল। অর্থাৎ তামিলনাড়ুর এখন ৫ হাজারের বদলে ৩ হাজার কিউসেক জল পাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুকে জল ছাড়া নিয়ে কর্ণাটকের মানুষদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। আজ এই ইস্যুতে বেঙ্গালুরুতে বন্ধ ও পালিত হয়।
2023-09-26 16:44:00ধূপগুড়ি নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়কে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অধ্যক্ষকে এড়িয়ে ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠের দায়িত্ব দেওয়ায় এই নিয়ে আরও চাপানউতোরের সম্ভাবনা তৈরি হয়েছে। যাকে রাজভবনের সঙ্গে সরকারের বেনজির সংঘাতের আরও এক ধাপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
2023-09-26 16:34:00বাংলাকে তার প্রাপ্য টাকা থেকে বঞ্চিত রাখার বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি, একশো দিনের কাজ ও আবাস যোজনা বাবদ বাংলার প্রাপ্য ১৫ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। আর এর ফলে ভুগতে হচ্ছে এই সব প্রকল্পের উপর নির্ভরশীল বাংলার জনগণকে। সেই সব বঞ্চিত মানুষরা একত্রে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এক্সে লেখেন, ‘কেন্দ্র সরকারের অন্যায়ের বিরুদ্ধে পুরো পশ্চিমবঙ্গ রুখে দাঁড়িয়েছে। আমাদের অধিকার ছিনিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। গণতন্ত্রে মানুষের ক্ষমতাই শেষ কথা।’
2023-09-26 16:10:13ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থীর নির্মলচন্দ্র রায়ের বিধায়ক পদে শপথ গ্রহণ নিয়ে জটিলতা অব্যাহত। যার রেশ আরও বাড়ল মঙ্গলবার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিধানসভায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিমানবাবু বললেন, বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে এর আগে রাজ্যপালের এমন আচরণ দেখা যায়নি। শোভনদেববাবুর কথায়, রাজ্যপাল যা করেছেন তা একেবারেই প্রত্যাশিত নয়।
2023-09-26 15:50:38প্রার্থীতালিকা প্রকাশের আগেই জানিয়েছিলেন এবারে নির্বাচন লড়তে তিনি আগ্রহী নন। কিন্তু তবু পার্টি নেতৃত্ব তাঁর উপরই ভরসা রাখল। বিজেপি প্রকাশিত প্রার্থীতালিকা অনুযায়ী আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ইন্দোর-১ আসন থেকে লড়বেন দলের জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। টিকিট পেয়ে আশ্চর্য হলেও তিনি সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন এই নেতা। এখনও পর্যন্ত দুটি প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি।
2023-09-26 14:35:08বাবা আগেই গ্রেপ্তার হয়েছেন। এবার আদালতে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশের বিরুদ্ধেও আদালতে নথি জমা দিল সিআইডি। আজ বিজয়ওয়াড়ার দুর্নীতি বিরোধী আদালতে নারা লোকেশ ও অমরাবতী ইনার রিং রোড দুর্নীতি সংক্রান্ত তথ্য পেশ করা হয়।
2023-09-26 14:29:46এশিয়ান গেমসে সেইলিংয়ে দ্বিতীয় পদক পেল ভারত। পুরুষদের উইন্ড সারফার বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের এয়াবাদ আলি। এই নিয়ে এবারের এশিয়াডে এখনও অবধি মোট ১৩টি পদক জিতল ভারত।
জমিতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে দলের অপর গোষ্ঠীর সঙ্গে বিবাদে জড়িয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। ঘটনাটি ঘটেছে, বসিরহাট পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম, সিরাজুল মোল্লা(৩১)। মৃতের পরিবারের দাবি, তৃণমূলের অন্য গোষ্ঠীর লোকজন ১৯ সেপ্টেম্বর জমিতে পতাকা টাঙানো নিয়ে বচসার জেরে সিরাজুলকে মারধর করে। চিকিৎসা চলাকালীন আজ, মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিস।
2023-09-26 13:28:15আজ ডেঙ্গু ইস্যুতে স্বাস্থ্যভবন অভিযান চালায় বিজেপি। নেতৃত্বে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। যদিও তাঁদের ভিতরে প্রবেশে বাধা দেওয়া হয়। স্বাস্থ্যভবনের মুখ্য দ্বারও বন্ধ করে দেওয়া হয়। আজ রাজ্যজুড়ে সকল পুরসভার বাইরে ডেঙ্গু ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি। খড়্গপুর পুরসভার বাইরেও বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
2023-09-26 12:50:19নিয়োগ দুর্নীতি মামলায় হাওড়ার দাশনগরে তল্লাশি অভিযানে সিবিআই। আজ কৌশিক মাজি নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের গোয়েন্দারা।
2023-09-26 12:39:40রাজস্থানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রাজেন্দ্র যাদব ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মিড ডে মিল প্রতারণা মামলার তদন্তেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর। ইডি এই তল্লাশি সম্পর্কে আধিকারিকভাবে এখনও কিছু জানায়নি। তবে এটি এক বছরের ব্যবধানে রাজেন্দ্র যাদবের বিরুদ্ধে দ্বিতীয় বড় তল্লাশি অভিযান। গত বছরের সেপ্টেম্বরেও একই ভাবে রাজেন্দ্র যাদব সম্পর্কিত ৫৩টি জায়গায় অভিযান চালিয়েছিল ইডি।
এবার কানাডার বিরুদ্ধে সোচ্চার হলেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি। এদিন কানাডা সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে দেশটি।’ পাশাপাশি ভারতের সমর্থনে তিনি বলেন, ‘কোনও জোরালো প্রমাণ ছাড়াই অপমানজনক অভিযোগ করেছেন জাস্টিন ট্রুডো। একই জিনিস ওনারা শ্রীলঙ্কার ক্ষেত্রেও করেছিলেন। বলা হয়েছিল শ্রীলঙ্কায় গণহত্যা হয়েছে। যদিও শ্রীলঙ্কায় কোনওরকম গণহত্যার ঘটনা ঘটেনি।’
প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের ছোট বোন সাঈদা খান। দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত ২৪ সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিলীপ কুমারের বোন ছাড়াও তাঁর আরও এক পরিচয় রয়েছে। তিনি আরএক অভিনেতা মেহবুব খানের পুত্রবধূ। মেহবুব পুত্র ইকবাল খানের স্ত্রী ছিলেন সাঈদা। ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন দিলীপ কুমার। তাঁর মৃত্যুর দুবছর পর না ফেরার দেশে চলে গেলেন ছোট বোনও।
2023-09-26 11:48:27হাবড়া স্টেশনের কাছে ২৮ নম্বর রেলগেট ভাঙার জেরে অফিস টাইমে ফের ব্যাহত রেল পরিষেবা। জানা গিয়েছে, সকাল থেকেই শিয়ালদহ-বনগাঁ শাখার বহু ট্রেন দেরিতে চলছে। যার জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। রেলগেট দ্রুত সারিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ।
হাত-পা বাঁধা অবস্থায় এক কিশোরীর দগ্ধ ও গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুণরাজপুর গ্রামে। এলাকার একটি মাঠের মধ্যে দেহটি উদ্ধার হয়েছে বলে খবর। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতীরা মেয়েটির মুখে আগুন ধরিয়ে দেয় বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে স্বরূপনগর থানার পুলিস আধিকারিক সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা।
2023-09-26 10:39:57কানাডার পার্লমান্টে হিটলারের নাৎসি বাহিনীর এক প্রাক্তন সদস্যকে সম্মানিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন জাস্টিন ট্রুডো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির কানাডা সফরের সময় ৯৮ বছর বয়সী য়ারোস্লাভ হাঙ্কাকে সম্মান জানানো হয় কানাডার পার্লামেন্টে। এরপর তাঁর নাৎসি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনার মুখে পড়েন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ও তাঁর সরকার। অবশেষে, সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন ট্রুডো। এই ঘটনাকে কানাডা ও কানাডাবাসীর জন্য লজ্জারও বলে জানিয়েছেন তিনি।
2023-09-26 10:33:00মণিপুরে ইন্টারনেট চালু হয়েছে সদ্য। তবুও হিংসার আবহ পুরোপুরি কাটেনি উত্তর-পূর্বের এই রাজ্যটিতে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে ফের চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। এই বছর ৬ জুলাই থেকে নিখোঁজ দুই পড়ুয়ার মৃতদেহের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে জনমানসে নতুন করে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, মৃত দুই পড়ুয়ার একজনের বয়স ২০ ও অপরজনের ১৭। দুমাস ধরে নিখোঁজ থাকার পর তাদের মৃতদেহের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেণ সিং দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।
মন্দিরের নতুন ঢালাই করা ছাদ ভেঙে জখম হলেন ১০ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে, হাওড়ার সাঁকরাইলের মানিকপুরের পুরাতন বাজার এলাকার একটি মন্দিরে। জানা গিয়েছে, গতকাল, সোমবার মন্দিরের একটি অংশে ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয় মধ্যরাতে। কিন্তু কাজ শেষ হওয়ার পর নবনির্মিত ছাদটি হুড়মুড়িয়ে শ্রমিকদের উপর ভেঙে পড়ে। জখম অবস্থায় ১০জন শ্রমিককে স্থানীয় টিএস মল্লিক হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাওড়া হাসপাতালে স্থানান্তরীত করা হয়েছে। ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
2023-09-26 10:17:02আজ মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ তাপমাত্রা ২৭ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জম্মু ও কাশ্মীরের বদগাঁওয়ে ৪ সন্দেহভাজন ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেপ্তার করল সেনা ও পুলিসের যৌথবাহিনী। গতকাল, রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় বদগাঁওয়ে বিরওয়াহ এলাকায়। সেখানেই এই চারজনকে হাতেনাতে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
2023-09-26 10:04:00আজ দেশের ৪৬টি জায়গায় কেন্দ্রের রোজগার মেলা অনুষ্ঠিত হওয়ার কথা। সেগুলিতে কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে ৫১ হাজার নিয়োগপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গোপালনগর থেকে দীঘা— নয়া রুটে বাস চলাচলের সূচনা হল সোমবার। এদিন এসবিএসটিসি’র এই বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। জানা গিয়েছে, গোপালনগর থেকে ছেড়ে এই বাস হাবড়া, বারাসত, ডানলপ হয়ে পৌঁছবে দীঘায়। গোপালনগর থেকে দীঘা পর্যন্ত বাস ভাড়া ২০০ টাকা। বিধায়ক বিশ্বজিৎ দাস বলেন, ভ্রমণ পিপাসু মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে গোপালনগর থেকে এই বাস পরিষেবা চালু হল। গোপালনগর থেকে প্রতিদিন ভোর সাড়ে ৫টায় ছাড়বে বাসটি। আবার দীঘা থেকে দুপুরে ছেড়ে বিকেল ৬টা নাগাদ গোপালনগরে ফিরবে।
2023-09-26 09:45:25ওডিআই বিশ্বকাপে ১৪ অক্টোবর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের দুই আম্পায়ারের নাম ঘোষিত হল সোমবার। রিচার্ড ইলিংওয়ার্থ ও মারাইস ইরাসমাস পরিচালনা করবেন হাইভোল্টেজ সেই ম্যাচ। টিভি আম্পায়ার রিচার্ড কেটেলবরো।
2023-09-26 09:25:25চলতি কূটনৈতিক সংঘাতের আবহে তাৎপর্যপূর্ণ নির্দেশিকা জারি করল কানাডা। সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে ভারতে সফরের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক থাকতে ও সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে, এই মুহূর্তে কানাডা বিরোধী আবেগ রয়েছে ভারতে। সামাজিক মাধ্যমেও বেশ কিছু প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আভাস পাওয়া গিয়েছে। তাই ভারতে সফরের ক্ষেত্রে নাগরিকরা সতর্ক থাকুন।
2023-09-26 09:19:00অযোধ্যার রামমন্দিরের কাছে পদ্মফুলের আদলে ফোয়ারা বানাতে চলেছে যোগী সরকার। গুপ্তার ঘাটের কাছে ১০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই বিশাল ‘পদ্ম ফোয়ারা’। এমনভাবে এই ফোয়ারা তৈরি হবে, যাতে একসঙ্গে ২৫ হাজার মানুষ তা দেখতে পারেন। জলের উচ্চতা হবে ৫০ মিটার। তবে রামমন্দির উদ্বোধনের আগে এই ফোয়ারা তৈরির সম্ভাবনা নেই।
2023-09-26 08:48:05ল্যাপটপ, ট্যাবলেট সহ অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণবিধি শিথিল করার কথা ভাবছে মোদি সরকার। ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে অ্যাপল, এইচপি, ডেল-এর মতো সংস্থাগুলি। মূলত, দেশের মাটিতে ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনে জোর দিতে গত আগস্টে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছিল, এই ধরনের সামগ্রী আমদানির জন্য আলাদা লাইসেন্স বাধ্যতামূলক। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। ওয়াকিবহাল সূত্র থেকে জানা গিয়েছে, লাইসেন্স নয় কেন্দ্রীয় সরকারের বিশেষ ‘ইম্পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’-এ নথিভুক্ত করালেই আমদানির ছাড়পত্র পাবে সংস্থাগুলি। ১ নভেম্বর ওই সিস্টেম চালু হয়ে যাবে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক।
2023-09-26 08:45:52১৮২০: মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম
১৮৮৭: এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র (গ্রামোফোন) পেটেন্ট করেন
১৮৯৫: যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয়ের জীবনাবসান
১৯০৩: ভারতীয় ও বাংলা চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতের প্রবর্তক তথা চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীতকার,গল্পকার,ঔপন্যাসিক ও অভিনেতা হীরেন বসুর জন্ম
১৯২৩: অভিনেতা দেব আনন্দের জন্ম
১৯৩২: ভারতের চতুর্দশ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্ম
১৯৪২: ভারতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ(সিএসআইআর) প্রতিষ্ঠিত হয়
১৯৪৩: প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও অধিনায়ক ইয়ান চ্যাপেলের জন্ম
১৯৭৭: নৃত্যশিল্পী উদয়শংকরের মৃত্যু
১৯৮১: মার্কিন টেনিস খেলোয়াড় সেরিনা উইলিয়ামসের জন্ম
১৯৮৯: সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের মৃত্যু
মেষ: আয় বাড়বে।
বৃষ: উপার্জন বৃদ্ধি।
মিথুন: বাণিজ্যশাস্ত্রে উন্নতি।
কর্কট: ব্যবসায় অগ্রগতি হবে।
সিংহ: পারিবারিক ক্ষেত্র শুভ।
কন্যা: আইটি কর্মীদের সাফল্য ও সুনাম।
তুলা: পেশাদারি কর্মে অপেক্ষাকৃত শুভ।
বৃশ্চিক: পেশায় উন্নতি।
ধনু: ব্যবসায় কেনাবেচা ও লাভ বাড়বে।
মকর: বিপুল অর্থকড়ি উপার্জন হতে পারে।
কুম্ভ: অর্থকড়ি আয় বাড়বে।
মীন: পুজোপাঠে মন যাবে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25