বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
এই মুহূর্তে
 

ময়নাগুড়িতে টোটো দৌরাত্ম্য রুকতে পদক্ষেপ পুলিসের

ময়নাগুড়ি শহরের টোটো দৌরাত্ম্য রুখতে ট্রাফিক পুলিসের কড়া পদক্ষেপ। ট্রাফিক আইন অমান্য করায় এদিন প্রায় ২৫ টি টোটো আটক করেছে পুলিস। সকাল থেকেই শুরু হয়েছে এই অভিযান। সারাদিন ধরে এই অভিযান চালানো হবে বলে ট্রাফিক পুলিস জানিয়েছে।

2022-08-13 14:39:00

কালনায় মহিষমর্দিনী ভাণ্ডারায় প্রসাদ বিতরণ

SafeValue must use [property]=binding: কালনায় মহিষমর্দিনী ভাণ্ডারায় প্রসাদ বিতরণ (see http://g.co/ng/security#xss)

2022-08-13 14:36:00

ফের করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী

SafeValue must use [property]=binding: ফের করোনা আক্রান্ত সোনিয়া গান্ধী (see http://g.co/ng/security#xss)

আরও একবার করোনা আক্রান্ত হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আজ, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ টুইট করে এই খবর জানান। আপাতত নিভৃতবাসেই থাকবেন সোনিয়া। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থীতিশীল। উল্লেখ্য ২ মাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস সভানেত্রী। এরপর সুস্থ্য হয়ে ওঠেন।

2022-08-13 13:59:01

কয়েক ঘণ্টায় ছিনতাইয়ের ঘটনার সমাধান করল পুলিস

SafeValue must use [property]=binding: কয়েক ঘণ্টায় ছিনতাইয়ের ঘটনার সমাধান করল পুলিস (see http://g.co/ng/security#xss)

গতকাল, সন্ধ্যায় জয়পুর থানায় একটি ছিনতাইয়ের ঘটনার অভিযোগ করেন কলকাতার জনৈক সুরজ গুপ্তা। অভিযোগে তিনি জানান যে,  গত ১১ আগস্ট রাত্রি ১২টা নাগাদ যখন তিনি পুরুলিয়া থেকে কোতুলপুরের রামডিহাতে ফিরছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী জয়পুর থানার নাচুর মোরের কাছে তার গাড়িটিকে আটকায় এবং ভোজালি দেখিয়ে তাঁর কাছ তেকে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নেয়।জয়পুর থানা অনতিবিলম্বে তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া কিছু টাকা উদ্ধার করে। দু’জন দুষ্কৃতিকে আজ বিষ্ণুপুর আদালতে তোলা হবে। ঘটনায় জড়িত বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। বাকি ছিনতাই হওয়া টাকা উদ্ধার করার  জন্যও অভিযান চলছে।

2022-08-13 13:21:07

অণ্ডালে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে ডাকাতি

এক অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর বাড়িতে ডাকাতি করে পালাল সশস্ত্র ডাকাতদল।  ঘটনটি ঘটেছে, শুক্রবার রাতে অণ্ডাল থানা এলাকার মুকুন্দপুর কোলিয়ারি এলাকায়। ঘটনার বিষয়ে অণ্ডাল থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। ঘটনার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

2022-08-13 13:02:41

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৮১৫

SafeValue must use [property]=binding: দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৮১৫ (see http://g.co/ng/security#xss)

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৮১৫ জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬৮ জন। তবে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ১৯ হাজার ২৬৪-এ পৌঁছেছে। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৪ কোটি ৩৫ লক্ষ ৮৮ হাজার ৯০৯ জন। এপর্যন্ত মোট দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৯৯৬ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ২০৭ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২০,০১৮।

2022-08-13 12:14:40

উত্তরপ্রদেশের বন্দায় নৌকাডুবির ঘটনায় আরও ৬জনের দেহ উদ্ধার

উত্তরপ্রদেশের বন্দায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৬জনের দেহ উদ্ধার করা হল। গত ১১ আগস্ট উত্তরপ্রদেশের বন্দা জেলার কিষাণপুর ঘাটে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটে। সেই সময় ৩জন যাত্রীর দেহ উদ্ধার হলেও আরও ১২জন যাত্রীর হদিশ পাওয়া যায়নি। আজ, তাঁদের মধ্যেই ৬ জনের দেহ উদ্ধার হল। এখনও নিখোঁজ ৩জন। তাঁদেরও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে এই দুর্ঘটনায় মোট ৯জনের দেহ উদ্ধার করা হল।

2022-08-13 11:48:12

ভেন্টিলেটরে রুশদি, হারাতে পারেন একটি চোখও

বক্তৃতা দিতে গিয়ে ছুরিকাহত সলমন রুশদির শারীরিক অবস্থা খুবই গুরুতর। সূত্রের খবর, বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন বুকার জয়ী লেখক। আততায়ীর ছুরির আঘাতে তাঁর ঘাড় ও গলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। মঞ্চের ওপর প্রায় ১৫ বার আঘাত করা হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। এই আঘাতের কারণে লেখক তাঁর একটি চোখও হারাতে পারেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। গতকাল, পশ্চিম নিউইয়র্কের একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে আক্রান্ত হন দি সাটানিক ভার্সের স্রষ্টা সলমন রুশদি।

2022-08-13 11:34:47

অনুব্রতর গ্রেপ্তারির প্রতিবাদে বন্ধ সোনাঝুরির হাট

পর্যটকদের কাছে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি খোয়াইয়ের হাট আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাট কমিটি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই কারণকে সামনে রেখেই তাঁদের এই প্রতীকি প্রতিবাদ বলে জানা গিয়েছে। বেলার দিকে একটি প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছে হাট কর্তৃপক্ষ। যদিও তাঁদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পর্যটকরা। আচমকা হাট বন্ধ করে দেওয়ায় করা যায়নি কোনও বিকিকিনি। তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ভ্রমণার্থীরা।

2022-08-13 11:17:00

বালিয়ায় পথ দুর্ঘটনায় যুব তৃণমূল নেতার মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের অঞ্চল যুব সভাপতির। জানা গিয়েছে, মৃতের নাম রেজাউল শেখ। তার বাড়ি খড়গ্রাম থানার ফকিরপাড়া গ্রামে। তিনি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বালিয়া অঞ্চল তৃণমূলের যুব সভাপতি ছিলেন। গতকাল, শুক্রবার রাতে কান্দি থেকে বাড়ি ফেরার পথে পুরন্দরপুর গ্রামের কাছে একটি পিকআপ ভ্যান এর সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তিনি মারা যান। ঘটনাযর জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

2022-08-13 10:53:30

চলছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি। রেড রোডে তোলা ছবি।

SafeValue must use [property]=binding: চলছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি। রেড রোডে তোলা ছবি। (see http://g.co/ng/security#xss)

2022-08-13 10:40:00

এসএসসি কাণ্ডে সৌমিত্র সরকারকে তলব করল সিবিআই

2022-08-13 10:38:29

উত্তরপ্রদেশের বন্দায় নৌকাডুবির ঘটনায় আরও ৬জনের দেহ উদ্ধার

উত্তরপ্রদেশের বন্দায় যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৬জনের দেহ উদ্ধার করা হল। গত ১১ আগস্ট উত্তরপ্রদেশের বন্দা জেলার কিষাণপুর ঘাটে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটে। সেই সময় ৩জন যাত্রীর দেহ উদ্ধার হলেও আরও ১২জন যাত্রীর হদিশ পাওয়া যায়নি। আজ, তাঁদের মধ্যেই ৬ জনের দেহ উদ্ধার হল। এখনও নিখোঁজ ৩জন। তাঁদেরও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে এই দুর্ঘটনায় মোট ৯জনের দেহ উদ্ধার করা হল।

2022-08-13 11:48:12

ভেন্টিলেটরে রুশদি, হারাতে পারেন একটি চোখও

বক্তৃতা দিতে গিয়ে ছুরিকাহত সলমন রুশদির শারীরিক অবস্থা খুবই গুরুতর। সূত্রের খবর, বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন বুকার জয়ী লেখক। আততায়ীর ছুরির আঘাতে তাঁর ঘাড় ও গলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। মঞ্চের ওপর প্রায় ১৫ বার আঘাত করা হয়েছিল বলে হাসপাতাল সূত্রে খবর। এই আঘাতের কারণে লেখক তাঁর একটি চোখও হারাতে পারেন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। গতকাল, পশ্চিম নিউইয়র্কের একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে আক্রান্ত হন দি সাটানিক ভার্সের স্রষ্টা সলমন রুশদি।

2022-08-13 11:34:47

অনুব্রতর গ্রেপ্তারির প্রতিবাদে বন্ধ সোনাঝুরির হাট

পর্যটকদের কাছে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি খোয়াইয়ের হাট আজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাট কমিটি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই কারণকে সামনে রেখেই তাঁদের এই প্রতীকি প্রতিবাদ বলে জানা গিয়েছে। বেলার দিকে একটি প্রতিবাদ মিছিলেরও ডাক দিয়েছে হাট কর্তৃপক্ষ। যদিও তাঁদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পর্যটকরা। আচমকা হাট বন্ধ করে দেওয়ায় করা যায়নি কোনও বিকিকিনি। তাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন ভ্রমণার্থীরা।

2022-08-13 11:17:00

বালিয়ায় পথ দুর্ঘটনায় যুব তৃণমূল নেতার মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূলের অঞ্চল যুব সভাপতির। জানা গিয়েছে, মৃতের নাম রেজাউল শেখ। তার বাড়ি খড়গ্রাম থানার ফকিরপাড়া গ্রামে। তিনি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার বালিয়া অঞ্চল তৃণমূলের যুব সভাপতি ছিলেন। গতকাল, শুক্রবার রাতে কান্দি থেকে বাড়ি ফেরার পথে পুরন্দরপুর গ্রামের কাছে একটি পিকআপ ভ্যান এর সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তিনি মারা যান। ঘটনাযর জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

2022-08-13 10:53:30

চলছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি। রেড রোডে তোলা ছবি।

SafeValue must use [property]=binding: চলছে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের প্রস্তুতি। রেড রোডে তোলা ছবি। (see http://g.co/ng/security#xss)

2022-08-13 10:40:00

এসএসসি কাণ্ডে সৌমিত্র সরকারকে তলব করল সিবিআই

2022-08-13 10:38:29

সঙ্ঘের প্রোফাইল ছবিতেও তেরঙ্গা

কংগ্রেস সহ বিরোধীরা কয়েকদিন আগেই প্রশ্ন তুলেছিল। সেই জল্পনা উড়িয়ে শুক্রবার সংগঠনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপিতে জাতীয় পতাকার ছবি লাগাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সঙ্ঘ প্রধান মোহন ভাগবত এবং সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালের মতো নেতারাও তাঁদের প্রোফাইল ছবি পাল্টে তেরঙ্গা করেছেন। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশবাসীকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি জাতীয় পতাকা করার আহ্বান জানিয়েছেন মোদি।

2022-08-13 10:28:35

সাময়িক বন্ধ ডাক বিভাগের পোর্টাল

রুটিন রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাময়িক বন্ধ থাকবে ভারতীয় ডাক বিভাগের পোর্টাল। আগামী ১৪ আগস্ট, রবিবার ভোর তিনটে থেকে সকাল ন’টা পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। আবার ১৫ আগস্ট বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত বন্ধ থাকবে পোর্টাল। এর ফলে ওই নির্দিষ্ট সময়ে গ্রাহকরা অনলাইনে যেমন অভিযোগ জানাতে পারবেন না, তেমনই পার্সেল বা অন্য কোনও ডাক পরিষেবায় অনলাইন ট্রাকিং পরিষেবাও বন্ধ থাকবে। এছাড়া অন্যান্য পরিষেবাগুলি চালু থাকবে বলে জানিয়েছেন ডাক বিভাগের কর্তারা।  

2022-08-13 10:24:19

রণবীর সিংকে তলব মুম্বই পুলিসের

নগ্ন ফটোশ্যুট ঘিরে বিপাকে বলিউড অভিনেতা রণবীর সিং। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করল মুম্বই পুলিস। আগামী ২২ আগস্ট তাঁকে চেম্বুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য অনাবৃত হয়ে ক্যামেরায় পোজ দিয়েছিলেন বলিউড তারকা। সেই ফটোশ্যুটের ছবি প্রথমে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিল ওই ম্যাগাজিন। পরে রণবীরও সেগুলি শেয়ার করেন। এরপরই মহিলাদের ভাবাবেগ আহত হওয়ার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে মুম্বইয়ে একাধিক মামলা দায়ের হয়। এই অভিযোগের প্রেক্ষিতেই ২২ আগস্ট তাঁকে থানায় তলব করা হয়েছে। 

2022-08-13 10:12:34

নিউ ইয়র্কে ভারতের স্বাধীনতা দিবস পালন

‘আজাদি কা অমৃত মহোৎসবে’ মেতে উঠেছে গোটা দেশ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উৎসবে শামিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রাও। জানা গিয়েছে, হাডসন নদীর ধারে ২২০ ফুট দীর্ঘ একটি খাদির জাতীয় পতাকা নিয়ে হাঁটবেন ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনসের সদস্যরা। পাশাপাশি, নিউ ইয়র্কজুড়ে স্বাধীনতা দিবসের উদযাপনের মুহূর্তগুলি দেখানো হবে টাইম স্কোয়ারের জায়ান্ট স্ক্রিনে। টাইমস স্কোয়ারে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে নিউ ইয়র্কের গভর্নর, মেয়রের পাশাপাশি উপস্থিত থাকবেন শিল্পী শঙ্কর মহাদেবন ও কৈলাস খের।
 

2022-08-13 09:35:05

গল্ফগ্রিন: ফরেন্সিকে ভিসেরা রিপোর্ট

গল্ফগ্রিনে মৃত দীপঙ্কর সাহার ভিসেরা রিপোর্ট পরীক্ষার জন্য পাঠানো হবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে। তা থেকে তথ্য প্রমাণাদির বিষয়ে স্পষ্ট ধারণা পেতে চাইছেন লালবাজারের তদন্তকারীরা। গল্ফগ্রিনে যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্যকর অভিযোগ জানায় মৃতের পরিবার। তাদের অভিযোগ, পুলিসের মারে মৃত্যু হয়েছে যুবকের। এরপরেই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। ইতিমধ্যে এই ঘটনায় থানার সার্জেন্ট অমিতাভ তামাংকে সাসপেন্ড করেছে পুলিস। লালবাজার সূত্রের দাবি, ঘটনার তদন্তে এখনও কিছু ক্ষেত্রে ধোঁয়াশা রয়েছে। সেসব ক্ষেত্রে স্পষ্ট হতে চাইছেন তদন্তকারীরা। 

2022-08-13 09:17:46

ভিক্টোরিয়ায় ড্রোন: বাংলাদেশিদের জেরা

ভিক্টোরিয়ার বারান্দা থেকে ড্রোন ওড়ানোর অভিযোগে কলকাতা পুলিস গ্রেপ্তার করেছিল দুই বাংলাদেশি যুবককে। জেরায় তাঁরা জানান, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার জন্য এই কাজ। সংরক্ষিত এলাকায় ড্রোন ওড়ানোর অনুমতি ছিল না। এই কারণে গ্রেপ্তার করা হয় তাদের। হেস্টিংস থানার হেফাজতে রয়েছে দুই বাংলাদেশি যুবক। পুলিস সূত্রে খবর, দু’জনে দ্বাদশ শ্রেণির পড়ুয়া। বাংলাদেশের রাজশাহী থেকে এর আগেও একাধিকবার কলকাতায় এসেছিল তারা।

2022-08-13 09:15:00

ছুরিকাহত  রুশদি

SafeValue must use [property]=binding: ছুরিকাহত  রুশদি (see http://g.co/ng/security#xss)

মার্কিন মুলুকে বক্তৃতা দিতে গিয়ে আক্রান্ত বুকারজয়ী সাহিত্যিক সলমন রুশদি। শুক্রবার ঘটনাটি ঘটে পশ্চিম নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তৃতা শুরুর আগে আচমকা মঞ্চে উঠে পড়ে এক ব্যক্তি। রুশদির ঘাড়ের কাছে গিয়ে ১০-১৫ বার ছুরি দিয়ে আঘাত করে। আততায়ীকে গ্রেপ্তার করেছে পুলিস। রুশদিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। প্রসঙ্গত, আটের দশকে ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি প্রকাশের পর থেকে একাধিকবার খুনের হুমকি পেয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত লেখক।

2022-08-13 08:57:22

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব বাঁ-হাতি দিবস
১৮৪৮: সাহিত্যিক তথা ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তর জন্ম
১৮৬৭: শব্দকোষপ্রণেতা উইলিয়াম আলেকজান্ডার ক্রেইগির জন্ম
১৮৮৮: টেলিভিশনের আবিস্কারক জন বেয়ার্ডের জন্ম
১৮৮৯: উইলিয়াম গ্রে কয়েন টেলিফোন প্যাটেন্ট করেন
১৮৯৯: ইংরেজ চিত্র পরিচালক স্যার আলফ্রেড হিচককের জন্ম
১৯১০: আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মৃত্যু
১৯১১: সমাজসেবিকা ও রাজনীতিবিদ ড.ফুলরেণু গুহর জন্ম
১৯২৬: কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর জন্ম
১৯৩২: পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ কৃষ্ণকমল ভট্টাচার্যর মৃত্যু
১৯৩৬: অভিনেত্রী বৈজয়ন্তীমালার জন্ম
১৯৩৬: স্বাধীনতা সংগ্রামী ভারতের বিপ্লববাদের জননী হিসাবে পরিচিতা মাদাম কামার মৃত্যু
১৯৪৬: ইংরেজ সাহিত্যিক এইচ জি ওয়েলেসের মৃত্যু
১৯৬২: অভিনেত্রী অনিতা রাজের জন্ম
১৯৬৩: অভিনেত্রী শ্রীদেবীর জন্ম
১৯৬৪: ব্রিটেনে সর্বশেষ ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করা হয়
১৯৭৫: পাক ক্রিকেটার শোয়েব আখতারের জন্ম
১৯৭৭: নাট্যসম্রাজ্ঞী মলিনা দেবীর মৃত্যু
১৯৮৭: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্ম
২০০০: পাকিস্তানি গায়ক ও গীতিকার তথা ‘ডিস্কোনাজিয়া হাসানের মৃত্যু
২০১৮: রাজনীতিবিদ তথা প্রাক্তন লোকসভার অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু

2022-08-13 08:37:53

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: ব্যবসায় শুভ।
বৃষ: আয় বৃদ্ধি পাবে।
মিথুন: বিদ্যাচর্চায় অগ্রগতি।
কর্কট: উপার্জন বাড়বে।
সিংহ: ভালো প্রতিষ্ঠানে শিক্ষা লাভের সুখবর।
কন্যা: সুনাম বৃদ্ধি।
তুলা: ব্যবসার প্রসার।
বৃশ্চিক: কর্মে সাফল্য।
ধনু: ডাক্তার ও শিক্ষাব্রতীদের সুনাম ও কর্মোন্নতি।
মকর: ব্যবসায়ীদের অর্থকড়ি উপার্জন ।
কুম্ভ: বিদ্যার্থীদের সাফল্য ও অগ্রগতি।
মীন: অর্থকড়ি উপার্জন ভালো হবে
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4

2022-08-13 08:28:21

হাসপাতাল থেকে বেরিয়ে নিজাম প্যালেসে পৌঁছলেন অনুব্রত

2022-08-12 17:21:24

হাসপাতালে নিয়ে আসা হল অনুব্রতকে

2022-08-12 15:25:00

ডিএ মামলা: রিভিউ পিটিশন ফাইল করল রাজ্য সরকার

ডিএ মামলায় রিভিউ পিটিশন ফাইল করল রাজ্য সরকার। এর আগে কলকাতা হাইকোর্ট তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ বহাল রাখে। আগামী ১৯ আগস্ট সেই সময়সীমা শেষ হচ্ছে। তার আগেই ফের হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। নির্দেশ পুর্নবিবেচনার আর্জি জানিয়ে আবেদন জানানো হয়েছে।

2022-08-12 15:22:45

কল্যাণী জেএনএম-এ প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ

2022-08-12 15:18:00

আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনুব্রতকে

2022-08-12 14:09:28

মালদহে সীমান্তবর্তী এলাকায় একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার, চাঞ্চল্য

SafeValue must use [property]=binding: মালদহে সীমান্তবর্তী এলাকায় একটি পরিত্যক্ত গাড়ি উদ্ধার, চাঞ্চল্য (see http://g.co/ng/security#xss)

মালদহের হবিবপুর এলাকার বারুইপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ঝাড়খণ্ডের একটি প্রাইভেট  গাড়ি উদ্ধার। এই ঘটয়ায় রীতিমতো শোরগোল পড়েছে। মনে করা হচ্ছে গতকাল রাতে কে বা কারা ওই গাড়িটি ফেলে পালিয়ে যায়। ওই গাড়িটি থেকে একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে পুলিস। হবিবপুর থানার পুলিসকর্তারা জানিয়েছেন, ওই গাড়িটি কীভাবে সেখানে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

2022-08-12 14:08:38

দিল্লিতে ২০০০ কার্তুজ সহ গ্রেপ্তার ৬ জন

SafeValue must use [property]=binding: দিল্লিতে ২০০০ কার্তুজ সহ গ্রেপ্তার ৬ জন (see http://g.co/ng/security#xss)

2022-08-12 13:24:41

১৬২ পয়েন্ট উঠল সেনসেক্স

2022-08-12 13:08:51

অনুব্রতর বাড়ির ছাদ থেকে খুলে ফেলা হল বাঁশ, ত্রিপল

SafeValue must use [property]=binding: অনুব্রতর বাড়ির ছাদ থেকে খুলে ফেলা হল বাঁশ, ত্রিপল (see http://g.co/ng/security#xss)

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি গ্রেপ্তার হতেই বীরভূমে তাঁর বাড়ির ছাদের প্যান্ডেলের ত্রিপল, বাঁশ খোলার কাজ শুরু হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় তাঁর বাড়ির ছাদেই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। কিন্তু আপাতত তিনি সিবিআইয়ের হেফাজতে। তাই সেই মহাযজ্ঞ বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মন খারাপ তৃণমূল কর্মী-সমর্থকদের। অন্যদিকে, প্রায় প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত অনুব্রতর বাড়ির সামনে ভিড় দেখা যেত। কিন্তু গতকাল অনুব্রতর গ্রেপ্তারের পর থেকে সেই চেনা ছবিও উধাও। যানবাহন ছাড়া কার্যত শুনশান অনুব্রত মণ্ডলের বাড়ি লাগোয়া গোটা চত্বর।

2022-08-12 11:45:00

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬,৫৬১

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬,৫৬১ জন। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। তবে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৩ হাজার ৫৩৫-এ পৌঁছেছে। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৪ কোটি ৩৫ লক্ষ ৭৩ হাজার ৯৪ জন। এপর্যন্ত মোট দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৯২৮ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ২০৭ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৮,০৫৩ জন। 

2022-08-12 11:19:17

গুজরাতে গাড়ি দুর্ঘটনা, মৃত ৬

SafeValue must use [property]=binding: গুজরাতে গাড়ি দুর্ঘটনা, মৃত ৬ (see http://g.co/ng/security#xss)

2022-08-12 10:50:21

৩১ পয়েন্ট উঠল সেনসেক্স

2022-08-12 10:40:20

জিম্বাবোয়ে সফরে নেতৃত্বে রাহুল

ফিটনেস টেস্টে পাশ করলেন লোকেশ রাহুল। সেই সুবাদে জিম্বাবোয়ে সফরের অধিনায়কও নির্বাচিত হলেন ডানহাতি এই ওপেনার। তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য আগে নেতা হিসেবে ঘোষিত হয়েছিল শিখর ধাওয়ানের নাম। রাহুল ফেরায় তাঁকে সহ-অধিনায়ক ঘোষণা করা হল। এদিকে, হঠাৎই এশিয়া কাপের দলে মহম্মদ সামির ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। কয়েকদিন আগেই জাতীয় নির্বাচকরা তাঁকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন, টি-২০ দলে তাঁকে আর ভাবা হচ্ছে না। সেই মতো এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পাননি মহম্মদ সামি। কিন্তু যশপ্রীত বুমরাহ ও হার্শল প্যাটেলের চোটের ফলে পাল্টাচ্ছে পরিস্থিতি। ভুবনেশ্বর কুমারের উপর পড়ছে বাড়তি চাপ। কারণ, আভেশ খান কিংবা অর্শদীপ সিংরা এখনও অনভিজ্ঞ। তাই সামির মতো সিনিয়র পেসারকে দলে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা শুরু হয়েছে। জাতীয় নির্বাচকদের কাছে কোচ রাহুল দ্রাবিড় নাকি এমনই প্রস্তাব দিয়েছেন বলে শোনা যাচ্ছে।

2022-08-12 09:54:49

সেপ্টেম্বরে দুটি ফিফা ফ্রেন্ডলি খেলবেন সুনীল-গুরপ্রীতরা

আগামী বছর এএফসি এশিয়ান কাপের মূলপর্বে অংশ নেবে ভারত। তারই প্রস্তুতিতে আগামী সেপ্টেম্বর মাসে দু’টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছেন সুনীল ছেত্রীরা। ২৪ ও ২৭ তারিখ ভিয়েতনামে হবে এই দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর। আর দ্বিতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে আয়োজক দেশ ভিয়েতনামের। উল্লেখ্য, বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১০৪ নম্বরে রয়েছে ভারত। তাদের থেকে অনেকটাই পিছিয়ে সিঙ্গাপুর (১৫৯)। তবে ভিয়েতনাম ভারতের চেয়ে সাত ধাপ এগিয়ে। জাতীয় কোচ ইগর স্টিমাচ দু’টি প্রতিপক্ষকেই সমান গুরুত্ব দিচ্ছেন। তিনি জানান, ‘গত কয়েকটি ম্যাচে দল ধারাবাহিক পারফর্ম করেছে। আসন্ন দু’টি ম্যাচেও সেই ধারা বজায় রাখতে হবে।’ উল্লেখ্য, ভিয়েতনাম উড়ে যাওয়ার আগে কেরলে আবাসিক শিবির করবেন গুরপ্রীত সিং সান্ধুরা। এই পর্বে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে স্টিমাচের।

2022-08-12 09:46:10

দপ্তরের কাজ পরিদর্শনে আলিপুরদুয়ারে যাবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী

মন্ত্রী হওয়ার পর আগামী ২৩ আগস্ট প্রথমবার আলিপুরদুয়ার জেলা সফরে আসছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ওই দিন জেলায় থাকা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গেও আলাদা করে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। জানা গিয়েছে, বৈঠকের আগে জেলায় শুরু হওয়া দপ্তরের কয়েকটি প্রকল্পের কাজও ঘুরে দেখবেন তিনি। প্রসঙ্গত, আলিপুরদুয়ার জেলায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বহু প্রকল্পের কাজ যেমন চলছে, আবার অর্থের অভাবেও অনেক প্রকল্পের কাজ আটকে রয়েছে। সেসব বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে জেলা প্রশাসন ও জেলার বাসিন্দারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মন্ত্রী উদয়নবাবু বলেন, আগামী ২৩ তারিখ আলিপুরদুয়ারে যাচ্ছি। দপ্তরের কয়েকটি প্রকল্পের কাজ ঘুরে দেখব। বর্তমানে আলিপুরদুয়ার জেলায় দপ্তরের কোন কোন প্রকল্পের কাজ চলছে এবং কিছু প্রকল্পের কাজ কেন আটকে আছে, তাও খতিয়ে দেখব।

2022-08-12 09:28:42

১০০ ফুট উচ্চতার জাতীয় পতাকা উড়বে বারাকপুরে

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বারাকপুর স্টেশনের কাছে এক বিশাল জাতীয় পতাকা লাগানো হচ্ছে। পতাকাটির দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ৩৫ ও ২০ ফুট। এর উচ্চতা হবে ১০০ ফুটেরও বেশি। রাজ চক্রবর্তীর বিধায়ক ফান্ড থেকে ১৫ লক্ষ টাকা খরচ করে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিধায়ক এই পতাকার নামকরণ করেছেন, ‘আরও ঊর্ধ্বে উ়ড়ুক মুক্তি নিশান’। ১৫ আগস্ট সকালে এই পতাকা তোলা হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বারাকপুর স্টেশনের পশ্চিমদিকে এই জাতীয় পতাকা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু বারাকপুর নয়,  খড়দহ, টিটাগড়, ইছাপুর, শ্যামনগর সহ আশপাশের এলাকা থেকে সেটি দেখা যাবে। বিধায়ক বলেন, এই পতাকা লাগানো হলে বারাকপুর স্টেশন এক আলাদা মাত্রা পাবে। 
 

2022-08-12 08:59:19

ছুটির আবেদন সেই চিকিৎসকের

বৃহস্পতিবার বোলপুর মহকুমা হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য ছুটি চাইতে গেলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। কিন্তু প্রশাসনিক দপ্তর বন্ধ থাকায় তিনি সেই আবেদনপত্র দিতে পারেননি। চন্দ্রনাথবাবু মানসিকভাবে ভেঙে পড়েছেন। সেইসঙ্গে পরিবারের নিরাপত্তার বিষয় নিয়েও যথেষ্ট চিন্তিত। সেই কারণেই তিনি ছুটির ব্যাপারে তোড়জোড় শুরু করেছেন বলে জানিয়েছেন। মঙ্গলবার অনুব্রত মণ্ডলের বাড়িতে শারীরিক পরীক্ষা করতে যান বোলপুর মহকুমা হাসপাতালের শল্যচিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন এক স্বাস্থ্যকর্মী। ওইদিনই চন্দ্রনাথবাবু বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর দাবি, বোলপুর মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর নির্দেশেই তিনি অনুব্রত মণ্ডলের বাড়ি গিয়েছিলেন। 

2022-08-12 08:41:17

স্পেনের জ্রিবাল্টার প্রনালী পার করলেন উলুবেড়িয়ার তাহরিনা

SafeValue must use [property]=binding: স্পেনের জ্রিবাল্টার প্রনালী পার করলেন উলুবেড়িয়ার তাহরিনা (see http://g.co/ng/security#xss)

বৃহস্পতিবার স্পেনের জ্রিবাল্টার প্রনালী পার করলেন ইংলিশ চ্যানেল জয়ী উলুবেড়িয়ার তাহরিনা নাসরিন। ১৫.১ কিলোমিটার এই প্রনালী পার করতে তাহরিনার সময় লেগেছে ৪ ঘন্টা ২৩ মিনিট। খুশির হাওয়া উলুবেড়িয়ার নিমদিঘির বাড়িতে। প্রসঙ্গত, জিব্রাল্টার প্রণালী পার করার জন্য তিনবার তাহরিনার ভিসার আবেদন বাতিল হয়েছিল।

2022-08-12 08:40:00

ইতিহাসে আজকের দিনে

জাতীয় গ্রন্থাগার দিবস
বিশ্ব হাতি দিবস

১৭৬৫: ইস্ট ইন্ডিয়ার পক্ষ থেকে রবার্ট ক্লাইভ দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও ওড়িশায় দেওয়ানি স্বত্ত্ব লাভ করেন
১৮৪৮:  স্টিম ইঞ্জিনের রূপকার জর্জ স্টিফেনসনের মৃত্যু
১৮৭৭: টমাস এডিসন গ্রামোফোন তৈরি করেন
১৮৭৭: বহুভাষাবিদ তথা কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির (জাতীয় গ্রন্থাগারের) প্রথম গ্রন্থাগারিক হরিনাথ দের জন্ম
১৮৯২: বিশিষ্ট গণিতজ্ঞ ও গ্রন্থাগারিক।এস আর রঙ্গনাথনের জন্ম 
১৮৯৫: অভিনেতা অহীন্দ্র চৌধুরীর জন্ম
১৮৯৮: যুক্তরাষ্ট্রের সাথে হাওয়াই দ্বীপপুঞ্জের আনুষ্ঠানিক সংযুক্তি
১৯০১: বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন
১৯০৮: বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি কার্যকর
১৯১৯: পদার্থবিজ্ঞানী তথা ইসরোর প্রাণপুরুষ বিক্রম আম্বালাল সারাভাইয়ের জন্ম
১৯২২: কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধুমকেতু’ প্রকাশিত
১৯৬০: প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপিত
১৯৬০:  সঙ্গীতশিল্পী, লেখক, অনুবাদক ও ঠাকুরবাডীর প্রগতিশীল বিদুষী মহিলা ইন্দিরা দেবী চৌধুরাণীর মৃত্যু

2022-08-12 08:28:37

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: অর্থ সঞ্চয়ের ক্ষেত্র বিচারে সতর্ক হন।
বৃষ: উপার্জন হবে।
মিথুন: প্রেম-প্রণয় যোগ আছে।
কর্কট: সামাজিক দানকর্মে সুনাম।
সিংহ: মানসিক চাপ কমবে।
কন্যা: প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ।
তুলা: পুরনো সঞ্চয় পুনঃবিনিয়োগে সঞ্চয় বাড়বে।
বৃশ্চিক: পেশাদারি কর্মে সাফল্য।
ধনু: বিদ্যায় শুভ।
মকর: প্রেম প্রণয় হতে পারে।
কুম্ভ: সম্পদ ক্রয়ের যোগ।
মীন: নতুন কর্মপ্রাপ্তি হতে পারে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4

2022-08-12 08:10:05

মানুষকে ঠকালে সমর্থন নয়: তৃণমূল

কোনও দুর্নীতিকেই প্রশয় দেয় না দল। মানুষকে ঠকালে কোনওভাবেই সমর্থন নয়। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিল তৃণমূল নেতৃত্ব। আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এর পাশাপাশি এজেন্সিগুলো যে নিরাপেক্ষতা হারাচ্ছে সে কথাও বলেন তিনি। চন্দ্রিমা জানান, বিজেপি বিরোধীতা করলেই এজেন্সিগুলো সক্রিয় হয়ে যাচ্ছে। বিজেপি শাসিত রাজ্য হলে কোনও তদন্তই হচ্ছেনা। এজেন্সিগুলো কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তবে সর্বস্তরের বিচারের উপর আস্থা রয়েছে দলের। এই বৈঠক থেকে তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার এই দু’দিন এজেন্সিগুলোর নিরপেক্ষতার বিরুদ্ধে রাজ্য জুড়ে দলীয় ছাত্র-যুব সংগঠন সোচ্চার হবে। রাজ্যজুড়ে মিছিল করে প্রতিবাদ জানাবে তারা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নিল, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, তবে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলেই জানিয়েছেন মন্ত্রী।  

2022-08-11 17:55:44

আগামী ২৪ আগষ্ট বিহার বিধানসভায় আস্থা ভোট

2022-08-11 16:10:26

কংগ্রেসে বিধায়কদের গ্রেপ্তার মামলায় নয়া মোড়

ঝাড়খণ্ডের কংগ্রেসে বিধায়কদের গ্রেপ্তার মামলায় নয়া মোড়! ঝাড়খণ্ডের গ্রেপ্তার হওয়া বিধায়কদের আজ, বৃহস্পতিবারই হাওড়ার সাংসদ-বিধায়কদের জন্য নির্ধারিত আদালতে পেশ করতে হবে। তিন বিধায়কের জামিন সংক্রান্ত মামলায় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের।
আদালত জানিয়েছে, তাঁরা যেহেতু জনপ্রতিনিধি তাই তাঁদের হাওড়া সিজেএম আদালতে পেশ করে হেফাজতে নেওয়া যায় না। তাঁদের সাংসদ-বিধায়কদের জন্য নির্ধারিত আদালতে পেশ করে তারপরেই হেফাজতের দাবি করতে পারে সিআইডি। সেজন্য আজই ওই তিন বিধায়ককে হাওড়ায় সাংসদ-বিধায়কদের জন্য নির্ধারিত আদালতে পেশ করতে হবে। এছাড়াও তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করতে হবে। আগামী কাল ফের মামলার শুনানি।
 

2022-08-11 16:08:38

শীতলপুর গেস্ট হাউসে আনা হয়েছে অনুব্রত মণ্ডলকে

SafeValue must use [property]=binding: শীতলপুর গেস্ট হাউসে আনা হয়েছে অনুব্রত মণ্ডলকে (see http://g.co/ng/security#xss)

2022-08-11 15:11:00

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ১৭ আগষ্ট পর্যন্ত সিবিআই হেফাজতে দুই প্রাক্তন কর্তা

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রায়ে আপাতত হেফাজতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। গতকাল, বুধবার টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ দুই এসএসসি কর্তা। আজ, সিবিআইয়ের তরফে আদালতে পেশ করা হয় ওই দুই কর্তাকে। প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও ভারপ্রাপ্ত প্রাক্তন সচিব আশোক সাহাকে ১৭ আগষ্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।
 

2022-08-11 14:07:32

রাখী বন্ধন উৎসবে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
 

2022-08-11 14:02:15

পার্ক স্ট্রিট থানার উদ্যোগে রাখী বন্ধন অনুষ্ঠানে হাজির নগরপাল বিনীত গোয়েল

SafeValue must use [property]=binding: পার্ক স্ট্রিট থানার উদ্যোগে রাখী বন্ধন অনুষ্ঠানে হাজির নগরপাল বিনীত গোয়েল (see http://g.co/ng/security#xss)

2022-08-11 14:02:00

প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিকদের কন্যারা রাখী পরালেন নরেন্দ্র মোদিকে

SafeValue must use [property]=binding: প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিকদের কন্যারা রাখী পরালেন নরেন্দ্র মোদিকে (see http://g.co/ng/security#xss)

2022-08-11 13:55:19

কমনওয়েলথ গেমসের পর বার্মিংহাম থেকে নিখোঁজ দুই পাকিস্তানি বক্সার
 

2022-08-11 13:54:00

শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে শ্রদ্ধা কৃষি মন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায়ের

SafeValue must use [property]=binding: শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে শ্রদ্ধা কৃষি মন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায়ের (see http://g.co/ng/security#xss)

2022-08-11 13:51:00

হলদিয়া পুরসভার ওয়ার্ড সংরক্ষণের নয়া তালিকা

হলদিয়া পুরসভার ওয়ার্ড সংরক্ষণের নয়া তালিকা প্রকাশিত হল। আজ, বৃহস্পতিবারই এই তালিকা প্রকাশিত হয়েছে। ২৯টি ওয়ার্ডের হলদিয়া পুরসভার ১, ৩, ৫, ৮, ২৯ এই পাঁচটি ওয়ার্ড সিডিউল কাস্ট বা এসসি সংরক্ষিত। মহিলা সংরক্ষিত ওয়ার্ড মোট ১০টি। এর মধ্যে এসসি মহিলা সংরক্ষিত ১ ও ৫ এই দুটি ওয়ার্ড। মহিলা জেনারল ৬, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮ এই ৮টি ওয়ার্ড। পুরসভার বর্তমান চেয়ারম্যান সুধাংশু মণ্ডলের ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়ে গিয়েছে নয়া তালিকা অনুসারে।
 

2022-08-11 13:46:12

কাঁথির প্রভাতকুমার কলেজে বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ মামলায় পুলিসি তদন্ত

পূর্ব মেদিনীপুরের কাঁথির প্রভাতকুমার কলেজে বেআইনিভাবে বিল্ডিং নির্মাণ। সেই মামলায় পুলিসকে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেইমত কলেজ থেকে যাতে কোনও নথি লোপাট না হয় সেই কারণে পুলিস মোতায়েন করা হয়েছে। আজ, বৃহস্পতিবার থেকেই তদন্ত শুরু বলে জানিয়েছেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। পুলিসি তদন্ত নিয়ে এতদিন স্থগিতাদেশ ছিল। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। এরপরই পুলিসি তৎপরতা তুঙ্গে দেখা গিয়েছে।
 

2022-08-11 13:42:29

কয়লা পাচার কাণ্ডে রাজ্যের ১১ জন আইপিএস ও ৬ জন আমলাকে তলব ইডির  
 

2022-08-11 13:39:08

কালনা-১ নং ব্লকে রাখী বন্ধন ও সংস্কৃতি দিবস পালনে মন্ত্রী স্বপন দেবনাথ
 

SafeValue must use [property]=binding: কালনা-১ নং ব্লকে রাখী বন্ধন ও সংস্কৃতি দিবস পালনে মন্ত্রী স্বপন দেবনাথ<br />
&nbsp; (see http://g.co/ng/security#xss)

2022-08-11 13:09:00

দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন জগদীপ ধনকার

গত ৬ আগষ্ট বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে বিপুল ভোটে হারান ধনকার। আজ, বৃহস্পতিবার ১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।
 

2022-08-11 13:07:57

বিষ্ণুপুরের মহকুমা শাসককে বিশালাকার রাখী উপহার দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা

SafeValue must use [property]=binding: বিষ্ণুপুরের মহকুমা শাসককে বিশালাকার রাখী উপহার দিলেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা (see http://g.co/ng/security#xss)

2022-08-11 13:07:00

দুর্গাপুরে কর্তব্যরত পুলিস কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের রাখী পরালেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়

SafeValue must use [property]=binding: দুর্গাপুরে কর্তব্যরত পুলিস কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের রাখী পরালেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় (see http://g.co/ng/security#xss)

2022-08-11 13:05:00

অনুব্রত মণ্ডলকে নিয়ে সিবিআইয়ের পর এবার আসরে ইডি

2022-08-11 12:40:54

নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারের রাখী বন্ধন উৎসব পালন

SafeValue must use [property]=binding: নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারের রাখী বন্ধন উৎসব পালন (see http://g.co/ng/security#xss)

2022-08-11 12:32:00

গুরুতর অসুস্থ উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন

2022-08-11 12:19:02

মাস্ক না পরলেই ৫০০ টাকা জরিমানা, ঘোষণা দিল্লি সরকারের

দিল্লিতে বিগত কিছুদিন ধরে করোনার প্রকোপ বাড়ছে। সেই কারণে কড়া সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। মাস্ক না পরলেই ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। গত বুধবার ২১৪৬ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপরেই এই সিদ্ধান্ত নিয়েছে আপ সরকার। রাস্তায় বেরোলে বা ভিড়ে মাস্ক পরার নির্দেশ জারি করেছে দিল্লি সরকার।
 

2022-08-11 12:01:01

বিষ্ণুপুরে প্রকাশ ঘাটে দ্বারকেশ্বরে অস্থায়ী কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

SafeValue must use [property]=binding: বিষ্ণুপুরে প্রকাশ ঘাটে দ্বারকেশ্বরে অস্থায়ী কাঠের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন (see http://g.co/ng/security#xss)

2022-08-11 11:44:00

গোরু পাচার মামলায় অভিযুক্ত হিসেবে নোটিস অনুব্রতকে

গোরু পাচার মামলায় এতদিন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সাক্ষী হিসেবে নোটিশ পেতেন। কিন্তু তদন্তে অসহযোগিতার জন্য আজ, বৃহস্পতিবার সিবিআইয়ের তরফে সিআরপিসি ৪১ এ ধারায় নোটিস দেয়। অর্থাৎ অভিযুক্ত হিসেবে নোটিস পেয়েছেন অনুব্রত। যদিও এখনও পর্যন্ত অ্যারেস্ট মেমো এখনও ইস্যু করা হয়নি সিবিআইয়ের তরফে। আপাতত গ্রেপ্তারির পর এদিন দুর্গাপুরের সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে।
 

2022-08-11 11:36:58

অনুব্রত গ্রেপ্তার হতে বালি পাথর মাফিয়াদের বাড়িতে খোঁজ শুরু সিবিআইয়ের

2022-08-11 11:25:55

অনুব্রতের বেআইনি ক্রাশারে হাজির সিবিআই, তালিকায় রয়েছে আরও ২২ টি কোম্পানি

 

2022-08-11 11:18:25

গোরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল
 

গোরু পাচার মামলায় অসহযোগিতা করার জন্য সিবিআইয়ের হাতে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে তাঁকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।  
 

2022-08-11 11:09:00

গোরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে আটক অনুব্রত মণ্ডল
 

গোরু পাচার মামলায় সিবিআইয়ের আধিকারিকদের হাতে আটক অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, আধিকারিকদের তদন্তে অসহযোগিতা করার অভিযোগে অনুব্রত মণ্ডলকে আটক করেছে সিবিআই। সূত্র্রের খবর, তৃণমূল নেতাকে দুর্গাপুরের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হতে পারে। এই মুহূর্তে অনুব্রতের বাড়িতে খানাতল্লাশি চালাচ্ছে সিবিআই। একটা ঘরে বাড়ির সব লোকজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সবার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, সিআরপিএফের চার মহিলা জওয়ান রয়েছে বাড়ির দোতলায়।
 

2022-08-11 10:47:00

রাখী বন্ধন উৎসবে সাংসদ অপরুপা পোদ্দার আরামবাগের গৌরহাটী মোড়ে রাখী পড়ালেন এক সিভিক ভলান্টিয়ারকে

SafeValue must use [property]=binding: রাখী বন্ধন উৎসবে সাংসদ অপরুপা পোদ্দার আরামবাগের গৌরহাটী মোড়ে রাখী পড়ালেন এক সিভিক ভলান্টিয়ারকে (see http://g.co/ng/security#xss)

2022-08-11 10:30:00

চুক্তি থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেলেন ট্রেন্ট বোল্ট

ঠাসা ক্রীড়াসূচিতে বিরক্ত ক্রিকেটাররা। শুধু দেশের হয়ে নয়, সারাবছর খেলতে হচ্ছে বিভিন্ন বেসরকারি লিগেও। ফলে ক্রিকেটাররা ক্লান্ত, মানসিকভাবে বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে পরিবারকে সময় দিতে ক্রিকেট নিউজিল্যান্ডের চুক্তি থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেলেন বাঁহাতি তারকা পেসার ট্রেন্ট বোল্ট। তিনি বলেছেন, ‘দেশ-বিদেশ ঘুরে ক্রিকেট খেলতে হচ্ছে। ফলে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারছি না। তাই বোর্ডের চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’ অর্থাৎ দেশের হয়ে ভবিষ্যতে আর খেলতে বাধ্য থাকবেন না তিনি।

2022-08-11 10:13:58

তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়ির ভিতরে সিবিআই আধিকারিকরা
 

SafeValue must use [property]=binding: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়ির ভিতরে সিবিআই আধিকারিকরা<br />
&nbsp; (see http://g.co/ng/security#xss)

2022-08-11 10:13:10

গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা সিবিআইয়ের রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী
 

SafeValue must use [property]=binding: গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বাড়িতে হানা সিবিআইয়ের রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী<br />
&nbsp; (see http://g.co/ng/security#xss)

গোরু পাচার মামলায় তৎপর সিবিআই। বারবার সিবিআইয়ের সমন প্রত্যাখান করায়, আজ, বৃহস্পতিবার সকালে অনুব্রতের বাড়িতে হাজির হয় সিবিআই। এসপি র‌্যাঙ্কের অফিসার রাজীব মিশ্রের নেতৃত্বে বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এদিন বোলপুরে অনুব্রতের বাড়িতে হাজির হয়। যদিও তদন্তের জন্য গতকাল রাতেই বোলপুরে পৌঁছেছিল সিবিআইয়ের বিশাল টিম। এই মুহূর্তে বিশাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে অনুব্রতের গোটা বাড়িটি। সূত্রের খবর, তৃণমূল নেতার বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের আটজন আধিকারিক।
 

2022-08-11 09:57:00

নয়া প্রধান বিচারপতি

দেশের ৪৯তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি উদয় উমেশ ললিত। বর্তমান প্রধান বিচারপতি এনভি রামনার মেয়াদ শেষ হওয়ার পর আগামী ২৭ আগস্ট নতুন কার্যভার গ্রহণ করবেন বিচারপতি ললিত। বুধবার বিচারপতি ললিতের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পরই তাঁকে শুভেচ্ছো জানিয়েছেন বিচারপতি রামনা। যদিও মাত্র ৩ মাসের জন্য এই দায়িত্ব নিচ্ছেন তিনি। কারণ, আগামী নভেম্বরেই ৬৫ বছরে পা দিচ্ছেন তিনি।

2022-08-11 09:49:23

রকেটের টুকরোয় বিপদ!

কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় কক্ষপথেই রয়ে যায় রকেটের বিভিন্ন অংশ। পরে সেগুলি আছড়ে পড়ে ভূখণ্ডে। তার জেরেই বাড়ছে প্রাণহানির ঝুঁকি। আগামী দশকেই রকেটের টুকরোর আঘাতে মানুষ আহত, এমনকী যেতে পারে প্রাণও। এমন আশঙ্কা ছয় থেকে দশ শতাংশ। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার একটি গবেষণায় এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গবেষকদের দাবি, এই বিপদ এড়াতে ব্যবহারের পর রকেটের অংশগুলিকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এতে উৎক্ষেপণের খরচ বাড়লেও জীবন রক্ষা পাবে।

2022-08-11 09:47:11

দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬,২৯৯

SafeValue must use [property]=binding: দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬,২৯৯ (see http://g.co/ng/security#xss)

দেশে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা । ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬,২৯৯ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৩ জন। তবে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ২৫ হাজার ০৭৬-এ পৌঁছেছে। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৪ কোটি ৪২ লক্ষ ০৬ হাজার ৯৯৬ জন। এপর্যন্ত মোট দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৮৭৯ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ২০৬ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯,৪৩১ জন। 

 

2022-08-11 09:42:11

ট্রেন বাতিল

 আদ্রা ডিভিশনে রেলের বিশেষ কিছু সংস্কার কাজের জন্য ১৪ আগস্ট একাধিক ট্রেন বাতিল থাকবে এবং রুট বদল হবে। স্বাধীনতা দিবসের আগের দিন বাতিল ঘোষিত ট্রেনগুলি হল—আসানসোল-পুরুলিয়া, আদ্রা-বরাভূম, আসানসোল-আদ্রা। এছাড়া কয়েকটি ট্রেন পুরো রুটে চলবে না। সংক্ষিপ্ত রুটে চলবে সাঁতরাগাছি-পুরুলিয়া, আসানসোল-টাটানগর, এবং টাটানগর-আসানসোল মেমু। ট্রেনগুলির মধ্যে প্রথম দু’টি আদ্রা পর্যন্ত যাবে এবং তৃতীয়টি চলবে আনাড়া পর্যন্ত। একইভাবে পুরুলিয়া-হাওড়া এবং আসানসোল-বরাভূম ট্রেন দু’টি ১৪ আগস্ট পুরুলিয়া ও আসানসোলের পরিবর্তে আদ্রা থেকে যাত্রা শুরু করবে।  

2022-08-11 09:34:09

পুলিস মেডেলে মনোনীত ১২ আইপিএস

প্রতি বছরের মত এবারও মুখ্যমন্ত্রী পুলিস মেডেল পাচ্ছেন রাজ্যের একগুচ্ছ আইপিএস। স্বাধীনতা দিবসে ১২ জন পুলিসের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। আউটস্ট্যান্ডিং এবং কমেন্ডেবল—এই দুই বিভাগে পুরস্কার দেওয়া হবে। আউটস্ট্যান্ডিংয়ের তালিকায় প্রবীণ ত্রিপাঠি, মনোজ মালব্য সহ মোট পাঁচ আইপিএস রয়েছেন। এদিকে, কমেন্ডেবল বিভাগে রয়েছেন সাত আইপিএস। একগুচ্ছ ডিআইজি, ডিসি ও এসপি পদাধিকারী রয়েছেন তালিকায়।

2022-08-11 09:26:16

বুস্টার ডোজ হিসেবে অনুমোদন করবিভ্যাক্সকে

করোনা টিকা কোভি‌শিল্ড বা কোভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকলেও এবার থেকে বুস্টার বা প্রিকশনারি ডোজ হিসেবে নেওয়া যাবে করবিভ্যাক্স। বুধবার হায়দরাবাদের বায়োলজিক্যাল ই-এর এই ভ্যাকসিনকে প্রিকশন ডোজের জন্য ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এর আগে পর্যন্ত দেশে প্রথম দু’টি টিকা যে সংস্থার নেওয়া হয়েছে সেই সংস্থারই টিকা বুস্টার ডোজ হিসেবে নেওয়া বাধ্যতামূলক ছিল। বুধবারের পর থেকে সেই শর্ত উঠে গেল। করোনা প্রতিষেধক হিসেবে ১০ এপ্রিল থেকে দেশে সাধারণ প্রাপ্তবয়স্কদের জন্য বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। তার আগে জানুয়ারি মাস থেকে প্রথমসারির করোনা যোদ্ধাদের বুস্টার বা প্রিকশনারি ডোজ দেওয়া শুরু হয়। দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যদিও তা উদ্বেগজনক কিছু নয় বলেই মনে করছে কেন্দ্র। 

2022-08-11 09:24:45

দুর্গাপুরে এক তরুণীকে গণধর্ষণ, আটক ২

তরুণীকে গণধর্ষণ। গতকাল, বুধবার রাতে দুর্গাপুরে তরুণীর গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিস ইতিমধ্যেই আটক করেছে ১ এবিভিপি নেতা সহ দুজনকে।
 

2022-08-11 09:21:00

বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত ১৭

পূর্ব বর্ধমানে ভয়াবহ বাস দূর্ঘটনা সাত সকালেই। ঘটনায় ১৭ জন পুণ্যার্থী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে কাটোয়ার গাঙ্গুলিডাঙ্গায়। আহতদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু'জনকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, আজ, বৃহস্পতিবার ভোরে বর্ধমানের আলমগঞ্জ থেকে ৪১ জনের একটি পুণ্যার্থীর দল কাটোয়া শহরে ভাগীরথীতে জল আনতে গিয়েছিলেন। গাঙ্গুলিডাঙ্গার কাছে একটি মোটর বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রন হারায় বাসটি। তখনই রাস্তার পাশে জমিতে বাসটি নেমে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। কাটোয়া থানার পুলিস অকুস্থলে যায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর এখনও নেই।
 

2022-08-11 09:17:02

বোলপুরে সিবিআই, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী

SafeValue must use [property]=binding: বোলপুরে সিবিআই, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী (see http://g.co/ng/security#xss)

গোরু পাচার মামলায় তৎপর সিবিআই। গতকাল, বুধবার গভীর রাতে বিশ্বভারতীর রতনকুঠি এলাকায় পৌঁছায় সিবিআইয়ের আধিকারিকরা। তাঁদের সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। হাজিরা বিতর্কে এই মুহূর্তে চাপে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এর মাঝেই বোলপুরে হানা সিবিআইয়ের।
 

2022-08-11 09:12:37

ফেন্সিংয়ে সোনা জয় ভবানী দেবীর

কমনওয়েলথ গেমসে চুপিসারে সোনা জয়। সদ্য সমাপ্ত বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ফেন্সিংয়ে সোনা জয় করেছেন ভবানী দেবী। গত মঙ্গলবার, অস্ট্রেলিয়ার ফেন্সার ভেরনিকা ভাসিলেভাকে হারিয়ে সোনা নিজের ঝুলিতে তুলেছেন ভবনী দেবী। খেলার ফল ভবানীর পক্ষে ১৫-১০। সিনিয়র মহিলা সাব্রে ক্যাটাগরিতে এই সোনা পেয়েছেন তিনি।
 

2022-08-11 09:04:58

শহরে মধ্যরাতে ব্যবসায়ীর মৃত্যু

কলকাতায় মধ্যরাতে মৃতদেহ উদ্ধার। কুমোরটুলিতে এক পানশালায় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মৃত ব্যক্তির নাম প্রদীপ সাউ (৫০)। হেয়ার স্ট্রিট থানা এলাকার পানশালায় গতকাল রাতেই যান তিনি। সঙ্গে দুই বন্ধু ছিল বলে জানা গিয়েছে। সেখানেই অসুস্থ হন প্রদীপ বাবু। তারপর হাসপাতালে মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবি গায়ে একাধিক আঘাতের চিহ্ন আছে। খুন করা হয়েছে প্রদীপ বাবুকে, দাবি পরিবারের। আজ, বৃহস্পতিবার ময়না তদন্ত হবে বলে জানা গিয়েছে। কুমোরটুলি এলাকায় বাড়ি বলে জানা গিয়েছে।
 

2022-08-11 08:52:51

উপত্যকায় শহিদ তিন জওয়ান

উপত্যকায় ফের বড়সড় নাশকতার ছক। সেনাদের ক্যাম্পে হামলা চালানোর চেষ্টা জঙ্গিদের। তিন জওয়ান শহিদ ও দুজন আহত বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীরের রাজৌরির পারগলে সেনা ছাউনিতে সীমান্তের তার কেটে প্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। তখনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গলাগুলির লড়াই শুরু হয়েছে। যাতে শহিদ হয়েছেন তিন ভারতীয় জওয়ান। জানিয়েছেন জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং।
 

2022-08-11 08:40:00

দার্জিলিং মেল যাবে হলদিবাড়ি পর্যন্ত

উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবর। যাত্রীদের দাবি মেনে দার্জিলিং মেলের যাত্রাপথ হলদিবাড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হল। বর্তমানে দার্জিলিং মেল ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলে। পূর্ব রেলের তরফে জানান হয়েছে, আগামী ১৪ আগস্ট থেকে জনপ্রিয় এই ট্রেনটি হলদিবাড়ি পর্যন্ত ছুটবে। ১৪ আগস্ট থেকে প্রতিদিন দার্জিলিং মেল শিয়ালদহ থেকে রাত ১০টা ৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি পরদিন সকাল ১০টায় হলদিবাড়ি পৌঁছবে। ফিরতি রুটে আগামী ১৫ আগস্ট থেকে দৈনিক দার্জিলিং মেল সন্ধ্যা ৬টায় হলদিবাড়ি থেকে ছাড়বে। ট্রেনটি পরদিন সকাল ৬টায় পৌঁছবে শিয়ালদহে।

2022-08-11 08:33:03

বিমান ভাড়ায় লাগাম তুলে নিল কেন্দ্র

বিমান ভাড়ায় লাগাম তুলে নিল কেন্দ্র। করোনাকালে যাত্রীদের উপর যাতে বাড়তি বোঝা না চাপে, সেজন্য কেন্দ্রের তরফে বিমান ভাড়ার হার বেঁধে দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৩১ আগস্ট। ওই দিনের পর থেকে ভাড়া নির্ধারণে বিমান সংস্থাগুলির পূর্ণ স্বাধীনতা থাকবে। এনিয়ে কেন্দ্র হাত তুলে নেওয়ায় প্রশ্ন উঠেছে, তা হলে কি এবার বিমানযাত্রীদের উপর বাড়তি ভাড়ার বোঝা চাপতে চলেছে। নাকি প্রতিযোগিতায় টিকে থাকতে বিমান সংস্থাগুলি ভাড়া কমিয়ে যাত্রীদের সুরাহা দেবে। অবশ্য কিছু বিমান সংস্থা বলতে শুরু করেছে, করোনাকালে পরিষেবা দিতে গিয়ে তারা বিপুল ক্ষতির মুখে পড়েছে। যদিও কোনও কোনও বিমান সংস্থার আবার দাবি, সর্বোচ্চ ও সর্বনিম্ন বিমান ভাড়ার লাগাম তুলে নেওয়া হয়েছে। ফলে যাত্রী টানতে তারা ভাড়ায় ছাড় দিতেই পারে। অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া টুইটবার্তায় বলেছেন, বিমানের জ্বালানির দাম ও যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই বিমান ভাড়া নিয়ে কেন্দ্রের যে লাগাম ছিল, তা তুলে নেওয়া হচ্ছে। এতে আগামী দিনে ঘরোয়া বিমানে যাত্রী বাড়বে বলে আশা করা যায়। 

2022-08-11 08:20:08

ইতিহাসে আজকের দিনে

১৯০৮: বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ
১৯৩১: বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্ম
১৯৫৩: আমেরিকান কুস্তিগির তথা অভিনেতা হাল্ক হেগানের (টেরি জেন বোলে) জন্ম
১৯৬১: অভিনেতা সুনীল শেঠির জন্ম
১৯৭৭: অভিনেতা জহর রায়ের মৃত্যু
২০১২: ইরানে ভূমিকম্পে তিন শতাধিক মানুষের মৃত্যু, জখম ৩ হাজার

2022-08-11 08:12:07

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: কর্মে স্থানান্তর গমণ হতে পারে।
বৃষ: প্রেম প্রণয় হতে পারে।
মিথুন: অর্থাগম যোগ আছে।
কর্কট: আর্থিক উন্নতি হবে।
সিংহ: ধর্মকর্মে মন।
কন্যা: আয় ভালোই হবে।
তুলা: অর্থপ্রাপ্তি হবে।
বৃশ্চিক: ব্যবসা ও কর্মে অপেক্ষাকৃত শুভ।
ধনু: শরীরের যত্ন নিন।
মকর: গবেষক ও বিদ্যার্থীদের শুভ।
কুম্ভ: ব্যবসায় লাভ বাড়বে।
মীন: আয় বাড়বে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4

2022-08-11 08:10:20
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ