আগামীকাল, মঙ্গলবার মহরম উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে। তাই কাল অন্যন্য কাজের দিনের তুলনায় মেট্রো পরিষেবা কম থাকবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে কাল সারাদিনে ২৩৪টি মেট্রো চলবে। যেখানে কাজের দিনগুলিতে নর্থ সাউথ করিডরে ২৮৮টি মেট্রোর পরিষেবা পান যাত্রীরা। মহরমের ছুটির কারণে কাল ৫৪টি মেট্রো কম চলবে। তবে মেট্রোর সময় সূচি অপরিবর্তিত থাকবে।
2022-08-08 14:53:12হিমাচল প্রদেশের চাম্বা জেলার সালোনি গ্রামে মেঘ ফেটে আচমকা বন্যায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও বনার কবলে পড়ে জখম হয়েছেন আরও ২ জন। জলের তোড়ে বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে। ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। জল ও কাদা জমে জেলার একাধিক রাস্তা বন্ধ। যার জেরে আটকে পড়েছেন অনেকেই।
2022-08-08 14:21:11গরুপাচার কাণ্ডে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের নাম রয়েছে। এছাড়াও চার্জশিটে নাম রয়েছে বিকাশ মিশ্র ও আবদুল লতিফের।
2022-08-08 12:59:41আগামীকাল, মঙ্গলবার মহরম উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে। তাই কাল অন্যন্য কাজের দিনের তুলনায় মেট্রো পরিষেবা কম থাকবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে কাল সারাদিনে ২৩৪টি মেট্রো চলবে। যেখানে কাজের দিনগুলিতে নর্থ সাউথ করিডরে ২৮৮টি মেট্রোর পরিষেবা পান যাত্রীরা। মহরমের ছুটির কারণে কাল ৫৪টি মেট্রো কম চলবে। তবে মেট্রোর সময় সূচি অপরিবর্তিত থাকবে।
2022-08-08 14:53:12হিমাচল প্রদেশের চাম্বা জেলার সালোনি গ্রামে মেঘ ফেটে আচমকা বন্যায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও বনার কবলে পড়ে জখম হয়েছেন আরও ২ জন। জলের তোড়ে বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে। ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। জল ও কাদা জমে জেলার একাধিক রাস্তা বন্ধ। যার জেরে আটকে পড়েছেন অনেকেই।
2022-08-08 14:21:11গরুপাচার কাণ্ডে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। চার্জশিটে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের নাম রয়েছে। এছাড়াও চার্জশিটে নাম রয়েছে বিকাশ মিশ্র ও আবদুল লতিফের।
2022-08-08 12:59:41তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে মৃত্যু হল এক পুণ্যার্থীর। জানা গিয়েছে, মৃতের নাম স্বপ্না গিরি (৪৬)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কাঁটাগেরিয়ায়। খড়গপুর থেকে একটি বাস ৬৫ জন যাত্রী নিয়ে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে আসে। ১২ বছরের ছেলেকে নিয়ে স্বপ্না দেবী তারকেশ্বর মন্দিরে পুজোতে এসেছিলেন। স্টেশনে স্নান করার পরেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন স্বপ্না দেবী। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
2022-08-08 12:20:00কাঁকসা থানার রাজবাঁধ এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে । ঘটনায় প্রায় ১০ জন বাসযাত্রী আহত হয়েছেন বলে খবর। আহদের মধ্যে তিনজন'কে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিস এসে তাদের উদ্ধার করে। জানা গিয়েছে, ওই বাসটি আরামবাগ থেকে আসানসোলের বরাকরের দিকে যাচ্ছিল। সেই সময় রাজবাঁধ চটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় ওই বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন বলে খবর।
2022-08-08 11:49:00দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আপাতত কুড়ি হাজারের ঘরের নীচেই রয়েছে। ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬,১৬৭ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার ৫১০। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৪ কোটি ৪১ লক্ষ ৬১ হাজার ৮৯৯ জন। এপর্যন্ত মোট দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৭৩০ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ২০৬ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৫,৫৯০ জন।
নদীয়ার রানাঘাট থেকে দীঘা যাওয়ার পথে বাস উল্টে আহত হলেন ৪০ জন পর্যটক। তাদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার ভোর ৩ টে নাগাদ বাগনানের চন্দ্রপুরে ১৬ নং জাতীয় সড়কে । আহত পর্যটকদের উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার রাতে নদীয়ার রানাঘাট রঘুনাথপুর থেকে ৭০ জনের একটি দল দীঘার উদ্দেশে যাচ্ছিল। ভোর ৩ টে নাগাদ বাগনানের চন্দ্রপুরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। পরে বাগনান থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
2022-08-08 10:46:27স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী লাইব্রেরিকে বকেয়া কর জমা দেওয়ার নোটিস। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ভারতী ভবন লাইব্রেরিতে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত বহু নেতাই আসতেন। সেই লাইব্রেরিকেই ২০১৮ সাল থেকে বকেয়া সুদ সহ ২.৮৭ লক্ষ টাকার কর নোটিস পাঠিয়েছে প্রয়াগ রাজ নগর নিগম। নোটিস পেয়ে হতভম্ব লাইব্রেরি কর্তৃপক্ষ। গ্রন্থাগারিক স্বতন্ত্র পান্ডে বলেছেন, লোকনাথ এলাকায় ১৮৮৯ সালে এই লাইব্রেরির প্রতিষ্ঠা।
2022-08-08 10:20:44হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে একগুচ্ছ নতুন ফিচার। ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগের পরিসর বাড়াতে নতুন আপডেট আনছে মেসেজিং অ্যাপ সংস্থা। সেই সঙ্গে গ্রুপে সদস্যদের সংখ্যা বাড়িয়ে ৫১২ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে এমনটাই জানা গিয়েছে। ব্যবহারকারীর সংখ্যা বাড়ায় অ্যাডমিনের হাতে গ্রুপ নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত কিছু ক্ষমতা দিচ্ছে হোয়াটসঅ্যাপ। সেই সঙ্গে আলাদা একটি সার্চ বক্সও জুড়ে দেওয়া হচ্ছে। তাতে নিষিদ্ধ ইউজারদের তালিকা থাকবে। এতে ছোট ব্যবসায়ী সহ বহু মানুষের কাজ করতে অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
2022-08-08 10:10:58প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩ পূণ্যার্থীর। এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। রাজন্থানের জনপ্রিয় খাটু শ্যাম মন্দিরে আজ ভোর ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। পুলিস সূত্রে জানা গিয়েছে, আজ এক পূণ্য তিথিতে ভগবান খাটু শ্যাম জি-র দর্শনের জন্য বিপুল সংখ্যক পূণ্যার্থী জড় হয়েছিলেন। তাঁরা সকলেই মন্দিরের প্রধান ফটকের বাইরে মন্দির খোলার অপেক্ষায় ছিলেন। মন্দিরের গেট খুলতেই হুড়মুড়িয়ে সবাই ভিতরে ঢুকতে শুরু করেন। সেই সময়ই প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ওই তিনজন মারা যান।
2022-08-08 10:05:24মণিপুর (হিল এরিয়া) অটোনোমাস কাউন্সিল বিল-২০২১ বলবৎ করার দাবিতে আন্দোলন ক্রমশ হিংসাত্মক হয়ে উঠছে। গোষ্ঠী সংঘর্ষ লাগানোর চেষ্টা চলছে বলেও আশঙ্কা প্রশাসনের। শনিবার বিষ্ণুপুর জেলায় একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী পাঁচদিন রাজ্যে বন্ধ থাকছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। এক নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়েছে, কিছু সমাজবিরোধী সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের মাধ্যমে জনগণকে উত্তেজিত করতে চাইছে। উল্লেখ্য, শনিবার ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ইম্ফল।
2022-08-08 09:59:36প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাখি পাঠালেন পাকিস্তানি বংশোদ্ভূত বোন কামার মহসিন শেখ। সুস্বাস্থ্য ও আগামী লোকসভা নির্বাচনে তাঁর জয়ের কামনা করে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি। কামারের আশা, এবার রাখির সময় তিনি দিল্লি আসতে পারবেন। এবিষয়ে তাঁর বক্তব্য, ‘আমি আশাবাদী, তিনি এবার আমাকে দিল্লিতে ডাকবেন। আমার যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। রেশমি রিবন ও এমব্রয়ডারির একটি রাখি তৈরি করেছি। কোনও সন্দেহ নেই, তিনি আবার প্রধানমন্ত্রী হবেন। তাঁর সেই যোগ্যতা রয়েছে বলেই তিনি প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার। আমি সবসময় তাঁকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শুভকামনা জানাই।’
2022-08-08 09:53:10১১ আগস্ট রাখিপূর্ণিমা। ওইদিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। সেদিন ইংরেজি এবং সমাজবিজ্ঞান বিষয়ের ভর্তির প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। নতুন সূচি অনুযায়ী, এই দু’টি বিষয়ের পরীক্ষা হবে ১৬ আগস্ট। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ইংরেজি এবং বেলা আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হবে সমাজবিজ্ঞানের পরীক্ষা।
এদিকে, এবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ে আবেদনের হার খানিকটা কমেছে। অন্যান্যবার পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে গড়ে তিন হাজারের মতো আবেদনপত্র জমা পড়ে। এবার সংখ্যাটি ২১০০ থেকে ২৬০০-র মধ্যে। কেন এই পরিস্থিতি? শিক্ষকদের দাবি, এবার প্রবেশিকা পরীক্ষার জন্য ফি নেওয়া হচ্ছে। হয়তো সেটাই কারণ। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাংশের মতে, আবেদন কম হলেও ক্ষতি নেই। প্রতিবার নিম্ন মেধার অনেক পড়ুয়া আবেদন করেন। এবার সেটা অন্তত হবে না।
অবশেষে ডানা মেলল আকাশ এয়ার। রবিবার মুম্বই থেকে আমেদাবাদ উড়ে পথচলা শুরু করল রাকেশ ঝুনঝুনওয়ালার বিমান সংস্থা। উদ্বোধন করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপস্থিত ছিলেন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিজয়কুমার সিং। গত ২২ জুলাই টিকিট বুকিংয়ের জন্য উইন্ডো খুলে দিয়েছিল আকাশ। আপাতত তারা আমেদাবাদ, বেঙ্গালুরু, মুম্বই ও কোচিতে পরিষেবা দেবে। রবিবার থেকে আগামী সাতদিন মুম্বই-আমেদাবাদ রুটে ২৮টি উড়ান চলবে। এরপর ১৩ আগস্ট থেকে বেঙ্গালুরু ও কোচির মধ্যে আরও ২৮টি বিমান চালু হবে। খুব শীঘ্রই তার টিকিট বুকিং শুরু হবে। www.akasaair.com এবং সংস্থার মোবাইল অ্যাপ থেকেও বুকিং করা যাবে। প্রসঙ্গত, গত জুলাই মাসে অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের (ডিজিসিএ) থেকে বিমান পরিষেবার (এওসি) ছাড়পত্র পায় আকাশ।
2022-08-08 09:30:44সিঙ্গুর থেকে নালিকুল স্টেশন পর্যন্ত রেলের বিশেষ কাজের জন্য বিদ্যুৎ সংযোগ মাঝেমধ্যেই বিচ্ছিন্ন করা হবে। সেই সূত্রে গত ৫ আগস্ট পর্যন্ত ওই লাইনে একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করেছিল পূর্ব রেল। কিন্তু সেই কাজ শেষ না হওয়ায় ট্রেন বাতিলের সময়সীমা আরও দু’মাস বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। অর্থাৎ আগামী ৫ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট লোকাল ট্রেন বাতিল থাকবে। আগামী দু’মাসের জন্য যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলির নম্বর হল— হাওড়া থেকে ৩৭৩০৭, ৩৭৩১৯, ৩৭৩০৫, ৩৭৩২৭, ৩৭৩৪৩। হরিপাল থেকে ৩৭৩০৮। তারকেশ্বর থেকে ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২, ৩৭৪১৬। শেওড়াফুলি থেকে ৩৭৪১১, ৩৭৪১৫। সিঙ্গুর থেকে ৩৭৩০৬। অন্যদিকে, পালসিট ও শক্তিগড়ের মাঝে থার্ড লাইন তৈরির কাজ চলছে। সেই সূত্রে মঙ্গলবার পর্যন্ত সংশ্লিষ্ট শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত হাওড়া ও বর্ধমান থেকে বাতিল করা হয়েছে দু’টি ট্রেন। সেগুলি হল ৩৭৮২৩ এবং ৩৭৮৩৪। এছাড়াও একাধিক ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। জানা গিয়েছে, এই কাজের জন্য ১০ থেকে ১২ আগস্ট ফের একাধিক ট্রেন বাতিল করা হবে। সেই ট্রেনগুলি হল ৩৭৮২৭, ৩৭৮৩৪, ৩৭৮৩৬। ওই তিনদিন আরও কয়েকটি ট্রেনের যাত্রাপথ হেরফের করা হবে।
2022-08-08 08:56:39১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়
১৯১৫- লেখক ভীষ্ম সাহানির জন্ম
১৯২৮ - বিশিষ্ট সেতার বাদক উস্তাদ বিলায়েত খাঁ-র জন্ম
১৯৩০ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেসার জন্ম
১৯৪০- ক্রিকেটার দিলীপ সারদেশাইয়ের জন্ম
১৯৪৮- আইনজীবী ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বলের জন্ম
১৯৬১- অভিনেত্রী দেবশ্রী রায়ের জন্ম
১৯৭৫: গীতিকার ও কবি প্রণব রায়ের মৃত্যু
১৯৭৭: বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীতপরিচালক আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের মৃত্যু
১৯৮১- সুইস টেনিস খেলোয়ান রজার ফেডরারের জন্ম
১৯৮৪-বলিউড অভিনেত্রী সুরভিন চাওলার জন্ম
১৯৯০ - নিউজিল্যাণ্ড ক্রিকেটার ও বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্ম
২০০৯ - বিশিষ্ট বাঙালি গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
মেষ: সন্তানের কর্মলাভের সুখবর পেতে পারেন।
বৃষ: বিদ্যায় উল্লেখযোগ্য সাফল্য ও সুনাম।
মিথুন: সমাজকল্যাণমূলক কাজে যশবৃদ্ধি।
কর্কট: বিমাসূত্রে বিত্তাগম যোগ আছে।
সিংহ: সন্তানের বিদ্যাচর্চায় অগ্রগতি ও সাফল্য।
কন্যা: দাম্পত্য একপ্রকার শুভ।
তুলা: বিদ্যাচর্চায় অগ্রগতি।
বৃশ্চিক: আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে।
ধনু: চিকিৎসাক্ষেত্রে বিশেষ সাফল্য।
মকর: পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনে সাফল্য, সুনাম ও প্রভাব বৃদ্ধি।
কুম্ভ: কর্মস্থলে সাফল্য, কর্মসুখ লাভ।
মীন: গবেষণা ও উচ্চশিক্ষায় উল্লেখযোগ্য সাফল্য।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4
অবশেষে খুলতে চলেছে টালা ব্রিজ। ২৪ সেপ্টেম্বর সম্ভবত উদ্বোধন হবে উত্তর কলকাতার অন্যতম লাইফ লাইনের। স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক চললে ওইদিন নবনির্মিত টালা সেতুর উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রথমেই বাস, লরির মতো ভারী যান চলাচলে ছাড়পত্র নাও দেওয়া হতে পারে। গাড়ি, বাইকের মতো হাল্কা যানবাহনকে অনুমতি দেওয়া হবে প্রথম পর্যায়ে।
2022-08-08 08:10:00বালিগঞ্জে দ্রুতগতির বলি। আজ, রবিবার ভরদুপুরে বালিগঞ্জ সার্কুরাল রোডে এক বিলাসবহুল গাড়ি ধাক্কায় মৃত এক পথচারী। প্রত্যক্ষদর্শীদের দাবি বেপরোয়া গতির বলি হয়েছেন এক মহিলা পথচারী। এই দুর্ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত ব্যক্তির নাম সুয়েশ (১৯) । ঘটনার তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিস।
পদকের ছড়াছড়ি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। ট্রিপল জাম্পে এল্ডহোস পলের তরফে সোনা এসেছে ভারতের ঝুলিতে। তিনি ১৭.০৩ মিটার জাম্প করেছেন। অপরদিকে ভারতের আবদুল্লা আবুবাকার ১৭.০২ মিটার জাম্পে রেকর্ড করে রূপো জিতেছেন তিনি।
কমনওয়েলথ গেমসে ফের সোনা ভারতের ঝুলিতে। এবার বক্সিংয়ে সোনা জিতল ভারত। আজ, রবিবার দুপুরেই জোড়া সোনা এসেছে বক্সিংয়ের হাত ধরে। মহিলাদের বক্সিংয়ে নীতু গ্যাংঘাস ও পুরুষদের বক্সিংয়ে অমিত ফাংগাল সোনা জিতেছেন।
ফের দীঘার সমুদ্রে তলিয়ে মারা গেলেন কলকাতার বাসিন্দা পর্যটক। মৃতের নাম কল্যাণ দাস (৪৮)। বাড়ি কলকাতার টালিগঞ্জে। মৃত ব্যক্তি পেশায় ব্যবসায়ী বলে জানা গিয়েছে। আজ, রবিবার দুপুর নাগাদ ওল্ড দীঘার সি হক ঘোলা ঘাটে একাই স্নান করতে নামেন কল্যাণ। নিম্নচাপের জন্য পর্যটকদের সতর্ক করার প্রয়াস চলছে। তার মধ্যেই স্নান করতে নামেন ওই ব্যক্তি। উত্তাল ঢেউয়ের তোড়ে তলিয়ে যান। নুলিয়ারা তাঁকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল, শনিবার পাঁচজন মিলে দীঘায় বেড়াতে এসেছিলেন।
পূর্বস্থলীর চুপিতে নিখোঁজ থাকা এক পর্যটকের দেহ মিলল ছাড়িগঙ্গায়। মৃতের নাম সৈকত চট্টোপাধ্যায়। তিনি বিদ্যুৎ দপ্তরের কালনা ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।
কমনওয়েলথে গেমসে ব্রোঞ্জ জিতল ভারতের মহিলা হকি দল। অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে পদক জয়ের আসা জিইয়ে ছিল আজ, রবিবারের ম্যাচের জন্য। প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে হারাতে পারলেই তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক পাওয়ার কথা ছিল ভারতীয় মহিলা হকি দলের। আর সেই লক্ষ্যে নেমেই পদক নিশ্চিত করলেন সাবিতা পুনিয়ারা।
কিড স্ট্রিট সংলগ্ন জাদুঘর চত্বরের গুলি কাণ্ডে ধৃতের পুলিসি হেফাজত। ধৃত সিআইএসএফের হেড কনস্টেবল এ কে ওরফে অক্ষয় কুমার মিশ্রের ১৪ দিনের পুলিসি হেফাজত। ব্যাঙ্কশাল আদালতের তরফে আজ, রবিবার এই নির্দেশ দেওয়া হয়েছে।
জাদুঘরে গুলি কাণ্ডে সিআইএসএফের থেকে রিপোর্ট দাবি। ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষ সেই রিপোর্ট চেয়েছে বলে জানা গিয়েছে।
বড়সড় সাফল্য পেল অসম পুলিস। ৯২ কেজি গাঁজা সমেত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। আজ, রবিবার ঘটনাটি ঘটেছে অসমের বাজালিতে।
গুজরাতে ক্ষমতায় এলেই বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। নির্বাচানের আগেই গুজরাতে প্রচারে গিয়ে এমনই আমজনতাকে আশ্বাস দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
গোরু পাচার মামলায় হাজিরা দিচ্ছেন না অনুব্রত মণ্ডল। আগামিকাল সোমবার সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতার। কিন্তু আজ, রবিবার তিনি জানিয়ে দিয়েছেন অসুস্থ থাকার জন্য আসতে পারবেন না।
ঝাড়খন্ডের কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধার ঘটনার তদন্তে ফের বাধা। অসমে ফের বাধার মুখে সিআইডি। ওই মামলার তদন্তে অসমের ব্যবসায়ী অশোক কুমার ধানুকাকে নোটিশ দিতে যায় সিআইডি। অভিযোগ, তখনই অসমের লোকাল থানা সিআইডের আধিকারিকদের নোটিশ সার্ভ করতে দেয়নি। যার প্রেক্ষিতে থানায় গিয়েছে সিআইডির আধিকারিকেরা।
ভুয়ো সিআইডি আধিকারিক পরিচয়ে গ্রেপ্তার। গতকাল, শনিবার রাতে দুর্গাপুরের কাঁকসার এল অ্যান্ড টি মোড়ের কাছ থেকে গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা একটি গাড়ি আটক করে কাঁকসা থানার পুলিস। সূত্র মারফত জানা গিয়েছে, আটক হওয়া ওই গাড়িটিতে রানীগঞ্জের বাসিন্দা চালক সাবুলাল বাউরি ও পুরুলিয়ার বাসিন্দা উৎপল চ্যাটার্জি নামের ব্যক্তি ছিলেন। গতকাল রাতে এল অ্যান্ড টি মোড়ের কাছে একটি হোটেলে খাওয়া-দাওয়া করেন। তারপর সেই হোটেলের কর্মীদের সিআইডি আধিকারিক পরিচয় দিয়ে টাকা চান অভিযুক্তরা। হোটেল কর্মীদের সন্দেহ হলে তারা কাঁকসা থানার পুলিসকে খবর দেয়। কাঁকসা থানার পুলিস ওই দুই জনকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে। আটক করা হয় ওই গাড়িটিকে। আজ, রবিবার ধৃত দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
কিড স্ট্রিট সংলগ্ন জাদুঘর চত্বরের গতকাল শনিবারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। একে ৪৭ থেকে নিজের সহকর্মীদের গুলি করেন সিআইএসএফের হেড কনস্টেবল এ কে মিশ্র। গতকালই কলকাতা পুলিসের তৎপরতায় গ্রেপ্তার হন ওই হেড কনস্টেবল এ কে ওরফে অক্ষয় কুমার মিশ্র। আজ, রবিবার তাঁকে নিউ মার্কেট থানার তরফে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিন দুপুরে অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। তখনই পুলিসি হেফাজতের জন্য আবেদন জানাবে কলকাতা পুলিস। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটালেন সিআইএসএফের ওই হেড কনস্টেবল? তা জানতে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিস। তবে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, কোনও সিনিয়র অফিসার বা সহকর্মী ওই অভিযুক্তকে মানসিক হেনস্থা করত। তাঁকে নিয়ে ঠাট্টা তামাসাও করত। সেই জায়গা থেকে মানসিক রাগের বশত এই কাজ করে থাকতে পারেন অক্ষয় কুমার মিশ্র।
বজ্রাঘাতে মৃত্যু হল পাঁচজনের। ছত্তিশগড়ের জঞ্জগীর-চম্পা এলাকার ঘটনা। গতকাল, শনিবার বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে পাঁচজনের। আহত হয়েছেন চারজন। বাজ পড়ে মারা গিয়েছে ২৩ টি ভেড়া।
রাজা কাটরাতে গোপন সূত্রে খবর পেয়ে বড় সাফল্য কাস্টমসের। সোনার বার সমেত আটক করা হয়েছে এক বাইক আরোহীকে। ওই বাইক আরোহীর কাছে পাওয়া সোনার বারের মূল্য ৪৪.৫ লক্ষ টাকা।
পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে ছাড়িগঙ্গায় নৌকাডুবি। গতকাল, শনিবার সন্ধ্যায় নৌকা ডুবে যায়। চারজন পর্যটক ডুবে যান। ঘটনার খবর পেয়ে, অকুস্থলে যায় পুলিস, স্থানীয় পঞ্চায়েত, বিধায়ক। গতকালই, নৌকার মাঝি সহ তিনজনকে উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় চার পর্যটককে নিয়ে নৌকা বিহার করতে বেরিয়েছিলেন মাঝি মদন হালদার। প্রত্যেকেই নদীয়া জেলার বাসিন্দা। আচমকাই জলে নৌকা ডুবে যায়। বর্ধমানের পূর্বস্থলীর চুপির পাখিরালয়ে নৌকাডুবির ঘটনায় আজও খোঁজ চালাচ্ছে। নিখোঁজ দুই পর্যটকের মধ্যে সৌরভ ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়। কিন্তু অপর পর্যটক সৈকত চট্টোপাধ্যায়ের দেহ এখনও খুঁজে পাওয়া যায়নি। আজ, রবিবার সকাল থেকেই চুপিতে তল্লাশি চালানো হচ্ছে। সৈকত চট্টোপাধ্যায় বিদ্যুৎ দপ্তরের কালনা ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন। পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে ছাড়িগঙ্গায় তল্লাশি চালানো হচ্ছে।
দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সপ্তম নীতি আয়োগের বৈঠক শুরু হয়েছে। ইতিমধ্যেই বৈঠকে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, রবিবারের এই বৈঠকের মূল বিষয় জাতীয় শিক্ষানীতির আমূল সংস্কার। কৃষিক্ষেত্রে উন্নতি নিয়েও আলোচনা হবে। এদিন, বিকেল ৪ টে পর্যন্ত চলবে বৈঠক। যদিও এই বৈঠকে গরহাজির রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী তথা বিজেপির জোট সঙ্গী নীতিশ কুমার ও তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী চন্দ্রশেকর রাও।
দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আপাতত কুড়ি হাজারের ঘরের নীচেই রয়েছে। ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৭৩৮ জন। অন্যদিকে গত ২৪ ঘন্টায় একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৯৩৩। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৪ কোটি ৪১ লক্ষ ৪৫ হাজার ৭৩২ জন। এপর্যন্ত মোট দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৬৮৯ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ২০৬ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৮,৫৫৮ জন।
শনিবার সকালে দেশে ফিরলেন কমনওয়েলথ গেমসে সোনা জয়ী মীরাবাঈ চানু। অমৃতসর বিমানবন্দরে চানু সহ ভারতের পুরো ভারোত্তোলক দলকে অভ্যর্থনা জানানো হয়। চানুর এক ভিডিও পোস্ট করেছে সাই। ক্যাপশন দেওয়া হয়েছে ‘মশালা ধোসার সঙ্গে কড়া চা।’ দুটোই চানুর প্রিয় খাবার। এবার বার্মিংহাম গেমসে ভারতকে প্রথম সোনাটি এনে দিয়েছিলেন মীরাবাঈ। দেশে ফেরার পর তিনি বলেন, ‘গেমসের সাফল্য আমার প্রেরণা হিসেবেই কাজ করবে।’
2022-08-07 09:33:59মার্কিন যুক্তরাষ্ট্রের কোর্ট অব আপিলসে প্রথম দক্ষিণ এশীয় হিসেবে বিচারক পদে আসছেন ভারতীয় বংশোদ্ভূত রূপালি এইচ দেশাই। মার্কিন সেনেটের তরফে একথা জানানো হয়েছে। জানা গিয়েছে, কোর্ট অব আপিলস ফর দ্য নাইনথ সার্কিটে বিচারকের নাম বাছাইয়ে ৬৭-২৯ ভোটে জয়ী হন রূপালি। সেনেট মেজরিটি হুইপ ডিক ডারবিন বলেন, ‘নাম প্রস্তাবের পরেই বিচারকদের পাশাপাশি রাজনৈতিক জগৎ ও আইন বিভাগের সদস্যরাও রূপালি দেশাইয়ের প্রশংসা করেন।’ আইনজীবী হিসেবে ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন রূপালির নিয়োগকে স্বাগত জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ন’টি প্রদেশ ও দু’টি এলাকার দায়িত্বপ্রাপ্ত এই নাইনথ সার্কিটে বর্তমানে ২৯ জন বিচারক রয়েছেন।
2022-08-07 09:09:43সিএসআইআরের ডিরেক্টর জেনারেলের পদে প্রথম কোনও মহিলা। বিজ্ঞানী নালাথাম্বি কলাইসেলভিকে সিএসআইআরের ডিরেক্টর জেনারেলের পদে নিয়োগ করা হয়েছে।
ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা। গত শুক্রবার আমেরিকার ওহাওতে একাধিক জায়গায় গুলি চালায় ওই বন্দুকবাজ। যার ফলে মৃত্যু হয়েছে ৪ জনের। যদিও আততায়ীকে ধরতে পারেনি পুলিস। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিস।
কিউবায় তেল ভান্ডারে বজ্রাঘাতে বড় বিপদ। বজ্রাঘাতে ওই তেল ভান্ডারে আগুন লেগে যায়। যার ফলে ৮০ জন আহত হয়েছেন। ১৭ জন দমকলের আধিকারিক নিখোঁজ বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। দাউ দাউ করে জ্বলছে আগুন। উদ্ধারকাজের জন্য সাহায্য পাঠাচ্ছে মেক্সিকো ও ভেনেজুয়েলা।
ব্যস্ত বাজারে বোমা বিস্ফোরণে আটজন ব্যক্তির প্রাণ খোয়া গেল। ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পশ্চিমি প্রদেশের এক ব্যস্ত রাস্তায়। গতকাল, শনিবার ঘটেছে ঘটনাটি। জানা গিয়েছে, ওই এলাকায় এক ব্যস্ততম বাজারে বোমা ফাটিয়েছেন ইসলামিক স্টেটের সুন্নি মিলিট্যান্ট জঙ্গিদের গ্রুপ। ঘটনার দায় স্বীকার করেছে ওই সংগঠন। ওই বাজারে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন বলে জানা গিয়েছে। বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে আটজনের। গুরুতর আহত ২২, প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
রাজ্যের সমস্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির পাশে কিয়স্ক বসাবে রাজ্য। পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে স্যুভেনির পাওয়া যাবে সেই কিয়স্কগুলি থেকে। এক আধিকারিক বলেন, যদি জলপাইগুড়িতে কোনও একটি জাতীয় উদ্যানের সামনে একটি কিয়স্ক তৈরি হয়, তাহলে সেখানে গন্ডার, হাতি, গাছপালার ছবি আঁকা কফি মগ, টি শার্ট, ব্যাগ ইত্যাদি স্যুভেনির হিসেবে পাওয়া যাবে। একইভাবে দক্ষিণেশ্বর, ঝাড়গ্রাম রাজবাড়ি, ডুয়ার্স সহ সারা রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের সামনে এমন কিয়স্ক গড়ে উঠবে। শুক্রবার সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এই বিষয়ের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও দেখানো হয়।
2022-08-07 08:27:19সিঙ্গুর থেকে নালিকুল স্টেশন পর্যন্ত রেলের বিশেষ কাজের জন্য বিদ্যুৎ সংযোগ মাঝেমধ্যেই বিচ্ছিন্ন করা হবে। সেকারণে আগামী ৫ অক্টোবর পর্যন্ত পূর্ব রেল কর্তৃপক্ষ একাধিক লোকাল ট্রেন বাতিল করেছে। আগামী দু’মাসের জন্য যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলির নম্বর হল— হাওড়া থেকে ৩৭৩০৭, ৩৭৩১৯, ৩৭৩০৫, ৩৭৩২৭, ৩৭৩৪৩। হরিপাল থেকে ৩৭৩০৮। তারকেশ্বর থেকে ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২, ৩৭৪১৬। শেওড়াফুলি থেকে ৩৭৪১১, ৩৭৪১৫। সিঙ্গুর থেকে ৩৭৩০৬। অন্যদিকে, পালসিট ও শক্তিগড়ের মাঝে থার্ড লাইন তৈরির কাজ চলছে। সেই সূত্রে আজ, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সংশ্লিষ্ট শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ওই চারদিন হাওড়া ও বর্ধমান থেকে বাতিল করা হয়েছে দু’টি ট্রেন। সেগুলি হল ৩৭৮২৩ এবং ৩৭৮৩৪। এছাড়াও একাধিক ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। জানা গিয়েছে, এই কাজের জন্য ১০ থেকে ১২ আগস্ট ফের একাধিক ট্রেন বাতিল করা হবে। সেই ট্রেনগুলি হল ৩৭৮২৭, ৩৭৮৩৪, ৩৭৮৩৬। ওই তিনদিন আরও কয়েকটি ট্রেনের যাত্রাপথ হেরফের করা হবে।
2022-08-07 08:25:46আন্তর্জাতিক বায়োডিজেল দিবস
১৮৬৮- সাহিত্যিক প্রমথ চৌধুরির জন্ম
১৮৭১- শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৯০৫- ব্রিটিশদের দ্রব্য বয়কট করার সিদ্ধান্ত জাতীয় কংগ্রেসের
১৯০৫- অভিনেতা কেষ্ট মুখোপাধ্যায়ের জন্ম
১৯০৬- স্বাধীনতা আন্দোলনে কলকাতার পার্সি বাগানে প্রথম উড়ল ভারতের জাতীয় পতাকা
১৯৪১- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ
১৯৪৮ - অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্রেগ চ্যাপেলের জন্ম
১৯৫৪- সঙ্গীত শিল্পী সুরেশ ওয়াদেকর
১৯৫৬ - বিশিষ্ট শিক্ষাবিদ তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল হরেন্দ্র কুমার মুখার্জির মৃত্যু
১৯৬৩ - ‘দস্যু রানী’ ফুলন দেবীর জন্ম
১৯৮৬ – সঙ্গীত শিল্পী আকৃতি কক্করের জন্ম
মেষ: মাতুলের সম্পত্তি প্রাপ্তির যোগ।
বৃষ: বিদ্যাচর্চায় পড়ুয়াদের বিশেষ শুভ দিন।
মিথুন: একাধিক সূত্রে অর্থকড়ি উপার্জন বাড়বে।
কর্কট: বহু ব্যয়ে সঞ্চয়ে হ্রাস।
সিংহ: কর্মে ও পেশায় অগ্রগতি ও উপার্জন বৃদ্ধি।
কন্যা: খেলাধুলোয় দক্ষতা প্রদর্শন ও কর্মলাভের যোগ।
তুলা: ধনপ্রাপ্তির যোগ অনুকূল।
বৃশ্চিক: লাগামছাড়া চিন্তায় মানসিক উত্তেজনা বাড়বে।
ধনু: অর্থলাভ যোগ আছে।
মকর: অপরাধ বিজ্ঞানের গবেষক ও বিদ্যার্থীদের শুভ।
কুম্ভ: ভ্রমণ পরিকল্পনা।
মীন: বিমাসূত্রে অর্থপ্রাপ্তির যোগ আছে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4
বিজয় কুমার দাহিয়ার পরেই ফের কুস্তিতে সোনা ভারতের। মহিলাদের ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন ভিনেশ ফোগাট। এই নিয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে পাঁচটি সোনা এল কুস্তিতে।
কমনওয়েলথ গেমসে ফের সোনা ভারতের। কুস্তিতে সোনা জিতলেন বিজয় কুমার দাহিয়া। ৫৭ কেজির পুরুষ বিভাগের ফাইনালে নাইজেরিয়ান প্রতিপক্ষকে হারিয়ে সোনা জিতেছেন বিজয় কুমার দাহিয়া। এই নিয়ে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে চারটি সোনা এল কুস্তিতে।
উপরাষ্ট্রপতি নির্বাচনে জয় এনডিএ প্রার্থীর। বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে জয়ী হলেন এনডিএ প্রার্থী জগদীপ ধনকার। দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।
ভরসন্ধ্যায় গুলি চলল ভারতীয় জাদুঘরের কাছে। সি আই এসএফ এর এক জওয়ান নিজেই নিজেকে গুলি চালিয়েছে বলেই খবর।
2022-08-06 19:19:00কালনা পুরসভার চাকরি দুর্নীতির অভিযোগ তুলে অস্থায়ী কর্মীরা চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখালেন। উল্লেখ্য, গতকাল পুরসভায় কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কয়েকজনকে নিয়োগ পত্র দিয়ে জয়েন করানো হয়। এই নিয়োগে দুর্নীতির অভিযোগ করেছেন অস্থায়ী কর্মীরা।
2022-08-06 15:58:31শ্রাবণী মেলা উপলক্ষে জল্পেশে শিবের মাথায় জল ঢালতে কৃত্রিম চ্যানেল তৈরির কাজ শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশ আসার পর শুক্রবার রাত থেকে এই কাজ শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, শনিবার বিকেলের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে। বিকেলে বড় স্ক্রিন লাগানো হবে।
2022-08-06 15:12:00বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে, আজ, শনিবার বুদবুদ থানা এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের ওপর। জানা গিয়েছে, মৃতদের নাম শেখ আনারুল (৩০) ইন্দ্রজিৎ মিশ্রা (২০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার এর বাসিন্দা ৬ জন যুবক তিনটি বাইকে করে অযোধ্যা পাহাড় এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বুদবুদ এলাকায় আজ সকালে ২ জন যুবক দুর্ঘটনার কবলে পড়েন। তারা গুরুতর জখম হন। ওই দুই যুবককে তড়িঘড়ি উদ্ধার করে মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
2022-08-06 14:25:44চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল ময়নাগুড়িতে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার শেফালী বিশ্বাস ময়নাগুড়ির পানবাড়ি এলাকার শেফালী সরকারের কাছ থেকে তার মেয়ে পূরবী সরকারকে দু বছর আগে রেলে চাকরি দেওয়ার নাম করে নগদ ৫ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছিলেন। অভিযোগ এরপরই অভিযুক্ত ময়নাগুড়ি থেকে পালিয়ে যান। শুক্রবার, তাকে ময়নাগুড়িতে দেখার পর শেফালী সরকারের পরিবারের লোকজন ময়নাগুড়ি থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করে। রাতে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর শনিবার সকালে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে।
2022-08-06 14:14:19প্রকাশ্য দিবালোকে চুঁচুড়া হাসপাতালের ভেতরে শ্যুটআউট। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্ত্বরে। চন্দননগর কমিশনারের বিরাট পুলিস বাহিনী ঘিরে ফেলেছে হাসপাতাল চত্বর। পুলিস সূত্রে জানা গিয়েছে এদিন মেডিকেল করাতে আনা হয়েছিল একদা কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসকে। পুলিসের গাড়িতে তার এক সঙ্গীও ছিল। সেই টোটন বিশ্বাস কে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
2022-08-06 13:22:00পারিবারিক বিবাদের কারণে চরম পদক্ষেপ নিল মা। নিজের চার শিশুকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিল এক মহিলা। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের আজমের জেলায়। ওই মহিলার এই পদক্ষেপের জেরে ৪ শিশুরই মৃত্যু হয়েছে বলে খবর। মা মাটিয়াকে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গিয়েছে, মৃত ৪ শিশু হল কোমল(৪), রিঙ্কু(৩), রাজবীর(২২ মাস) ও দেবরাজ(১ মাস)।
2022-08-06 12:55:59নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস। যার জেরে জখম হয়েছেন কমপক্ষে ১৮ জন। জানা গিয়েছে, জখমদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। দুর্ঘটনাটি ঘটেছে, জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায়। বার্মিন থেকে উধমপুর যাওয়ার পথে ঘোরদি গ্রামের কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
2022-08-06 12:37:42বর্ধমান রামপুরহাট লোকাল ট্রেন বোলপুর স্টেশনে বিকল হয়ে যাওয়ায় আটকে রয়েছে। তার ফলে রামপুরহাটগামী যাত্রীরা সমস্যায় পড়েন। সেই কারণে হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন বোলপুর থেকে রামপুরহাট অবধি প্রতিটি স্টেশনে থামবে বলে জানা গিয়েছে। এই লোকাল ট্রেনের সকল যাত্রীরা সেই এক্সপ্রেস ট্রেনে সওয়ার হয়েছেন।
2022-08-06 12:15:45রহস্যজনকভাবে মৃত্যু হল এক তরুণীর। জানা গিয়েছে, মৃতার নাম তিতাস নন্দী(২৮)। কয়েকমাস আগেই বাগুইআটির এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। মৃতা তাঁর স্বামীর সঙ্গে একটি বহুতলের ৫ তালায় থাকতেন। কাল রাতে সেই বহুতলের পাশে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। তিতাস দেবীর স্বামীই তাঁকে বহুতলের ওপর থেকে নীচে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ মৃতার পরিজনদের। নাগেরবাজার থানার পুলিস ইতিমধ্যেই তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত করছে পুলিস।
2022-08-06 12:04:00তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে স্নায়ুযুদ্ধের আবহেই এবার চাঞ্চল্যকর ঘটনা। হোটেল রুম থেকে রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার হল, তাইওয়ানের মিসাইল প্রকল্পের প্রধান ওউ ইয়াং লিসিং। তিনি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের প্রধান থাকার পাশাপাশি তাইওয়ানের মিসাইল সংক্রান্ত প্রতীরক্ষা বিষয়ক প্রকল্পগুলির নেতৃত্বে ছিলেন।
2022-08-06 11:11:54ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯,৪০৪ জন। গত ২৪ ঘন্টায় একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। অর্থাৎ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৭৯৩। এপর্যন্ত মোট দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৬৪৯ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ২০৫ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯,৯২৮ জন।
2022-08-06 10:35:15মেট্রো স্টেশনে মহিলার শ্লীলতাহানী করে পুলিসের হাতে গ্রেপ্তার এক যুবক। গতকাল, রাতে নয়াদিল্লির রাজীবচক মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে। ধৃতের নাম লাভ বাগ্গা। সে একটি কোম্পানির জেনারেল ম্যানেজারের পাশাপাশি এমবিএ নিয়ে পড়াশুনাও করছেন।
2022-08-06 10:15:55২০১৮ সালে তামিলনাড়ুর শিবগঙ্গাই জেলার কাঞ্চনাথম গ্রামে ৩ দলিত ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে। একটি মন্দিরে প্রবেশ সংক্রান্ত বিবাদে ওই এলাকারই প্রভাবশালী গোষ্ঠীর লোকেরা। এবার সেই মামলায় গ্রামের মোট ২৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল চেন্নাইয়ের বিশেষ আদালত।
2022-08-06 09:50:44মর্মান্তিক! নিজেরই ৪ বছরের শিশু কন্যাকে ৪ তলা ছাদ থেকে ফেলে হত্যা করল চিকিৎসক মা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরে। এই নৃশংস ঘটনার সিসিটিভিও ফুটেজও প্রকাশ পেয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শিশুকন্যা মূক ও বধীর হওয়ায় অবসাদে ভুগছিলেন ওই চিকিৎসক মা। সেই কারণেই এই পদক্ষেপ।
2022-08-06 09:44:08নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ছেঁকায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। তালিকায় রয়েছে ভোজ্য তেলের দামও। তবে, রান্নার তেলের দাম ১০-১২ টাকা কমানোর ব্যাপারে সহমত হয়েছে উৎপাদনকারী সংস্থাগুলি। বৃহস্পতিবার কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয় মন্ত্রকের সঙ্গে বৈঠকেই সংস্থাগুলি বিষয়টি নিয়ে একমত হয় বলে জানা গিয়েছে। বিশ্ব বাজারে ভোজ্য তেলের সামগ্রীর দাম কমেছে। তাই ক্রেতাদের স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, এদিনের বৈঠক নিয়ে খুশি দু’পক্ষই। বিশ্ব বাজারে দাম কমায় ভোজ্য তেলের দাম কমানোর প্রস্তাব দেওয়া হয় কেন্দ্রের তরফে। উৎপাদনকারী সংস্থাগুলিও ১০-১২ টাকা দাম কমানোর আশ্বাস দিয়েছে। কোনও কোনও সংস্থা আবার লিটার পিছু ৩০ টাকা পর্যন্ত দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি করে ভারত। এদেশে সারা বছরে ১ কোটি ৩৫ লক্ষ টন ভোজ্য তেল আমদানি করা হয়। তার মধ্যে প্রায় ৮০ লক্ষ টন পাম তেল। এই তেলের ৪৫ শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে। গত এপ্রিল মাসে পাম তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্দোনেশিয়া। ফলে পাম তেলের দাম ভারতের বাজারে হুহু করে বেড়ে যায়। যদিও সম্প্রতি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ইন্দোনেশিয়া।
সুন্দরী প্রতিযোগিতায় র্যাম্পে হাঁটার শাস্তি। পাঁচ পুলিসকর্মীকে বদলি করে দিল তামিলনাড়ু সরকার। ঘটনাটি মইলাদুথুরাই জেলার। নাগাপট্টিনমের পুলিস সুপার জি জাওয়াগর অভিযুক্ত পুলিসকর্মীদের বদলির নির্দেশিকা জারি করেছেন। গত রবিবার সেমবানারকইলি জেলায় ওই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল একটি বেসরকারি সংস্থা। অনুষ্ঠানের উদ্বোধন করেন তামিল অভিনেত্রী ইয়াসিকা আনন্দ। সেখানে নিরাপত্তার কাজে নিযুক্ত ছিলেন পাঁচ পুলিসকর্মী। অনুষ্ঠানের ফাঁকে তারাই র্যাম্পে হাঁটেন। সেই ভিডিও ভাইরাল হতে দেরি হয়নি। এরপরেই আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা পাঁচ পুলিস কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাগাপট্টিনম জেলা প্রশাসন। তাঁদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, নাগাপট্টিনম ভেঙে মইলাদুথুরাই তৈরি হওয়ায় ওই জেলা থেকেই অভিযুক্ত পুলিসকর্মীদের বদলির নির্দেশিকা জারি হয়েছে।
2022-08-06 09:22:50ভিন ধর্মে বিয়ে। সেই আক্রোশে নিজের অটো রিকশ দিয়ে অন্তঃসত্ত্বা মেয়েকে পিষে মারা চেষ্টা করল বাবা। যদিও নাগমা নামে মেয়েটি প্রাণে বেঁচে যান। ঘটনাস্থলে জনতা ভিড় করছে দেখে চম্পট দেয় অভিযুক্ত ইসলাম খান। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে রাজস্থানের ভরতপুরে। স্থানীয় হিন্দু পরিবারের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলেন নাগমা। তাঁদের সম্পর্ক মেনে নেননি ইসলাম। ছেলেটির বিরুদ্ধে মেয়েকে অপহরণের মামলা দায়ের করেন। ভয়ে মধ্যপ্রদেশে পালিয়ে যায় নবদম্পতি। সম্প্রতি তাঁরা ভরতপুরে ফিরে এসেছিলেন। তারপরই এই কাণ্ড। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়। তদন্ত শুরু করেছে পুলিস।
2022-08-06 09:10:37রাখীপূর্ণিমায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। রাখীবন্ধনের দিন এই প্রথম ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ১১ আগস্ট রাখীবন্ধন উৎসব। সেদিন বৃহস্পতিবার। পরের দিন শুক্রবার অফিস-আদালত খোলা থাকলেও শনি থেকে সোমবার ফের ছুটি। শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি। আর সোমবার ১৫ আগস্ট, স্বাধীনতা দিবস। রাখীবন্ধনের ছুটি নিয়ে শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে অর্থদপ্তর। সেই নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি অফিসের পাশাপাশি রাজ্যের অধীনে থাকা বিভিন্ন বিধিবদ্ধ সংস্থা, পর্ষদ, নিগম, পঞ্চায়েত এবং পুরসভার অফিস ছুটি থাকবে। রাজ্য সরকারের অধীনস্ত সমস্ত স্কুল, কলেজও বন্ধ থাকবে ওইদিন। তবে রেজিস্ট্রার অব অ্যাসুরেন্স এবং স্ট্যাম্প রেভিনিউ কালেক্টরের অফিস ১১ তারিখ খোলা থাকবে বলে জানানো হয়েছে। রাজ্যের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, প্রশাসনিক ক্যালেন্ডারে এই ছুটি ছিল না। নতুন করে এটি সংযোজন করল নবান্ন।
2022-08-06 08:51:38হিরোশিমা দিবস
১৮৬৫- চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী হান্নাহ চ্যাপলিনের জন্ম
১৮৮১- পেনিসিলিনের আবিষ্কারক ফ্লেমিংয়ের জন্ম
১৮৯০ - নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়
১৮৯৫ - নটসূর্য অহীন্দ্র চৌধুরীর জন্ম
১৯০৫- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রকাশ করলেন বন্দে মাতরম পত্রিকা
১৯০৬- বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়
১৯১৪- কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়
১৯২৫ - বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৪৫- হিরোশিমায় পরমাণু বোমা ফেলল আমেরিকা
১৯৮৭ – সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণের জন্ম
মেষ: কর্মনৈপুণ্যে ওপরওয়ালার প্রশংসা লাভ।
বৃষ: বকেয়া অর্থপ্রাপ্তির যোগ।
মিথুন: স্ত্রীসূত্রে ধনবৃদ্ধি হতে পারে।
কর্কট: একাধিক ক্ষেত্র থেকে আয় বাড়বে।
সিংহ: কর্মসূত্রে দূরস্থানে যেতে হবে পারে।
কন্যা: সৎ ও গুণীজন সঙ্গে সুখ বৃদ্ধি।
তুলা: পরিবারে তুচ্ছ কারণে অশান্তির যোগ।
বৃশ্চিক: আঘাত, রক্তপাত যোগ থাকায় সতর্কতা।
ধনু: সন্তানের বিবাহের শুভ কর্মের আয়োজন।
মকর: ব্যবসায় শুভ।
কুম্ভ: কর্মে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ।
মীন: বহুসূত্রে অর্থলাভ হতে পারে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bit.ly/3B2D0Y4