ভুল চিকিৎসার জেরে রোগী মৃত্যু। উত্তেজনা হুগলির গুড়াপের এক বেসরকারি নার্সিং হোমে। জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে স্থানীয় এলাকার এক প্রসূতী ভর্তি হন। রাতেই সন্তান প্রসব করেন। নার্সিং হোমের তরফে জানানো হয়, মা ও বাচ্চা সুস্থ রয়েছে। কিন্তু আজ, বৃহস্পতিবার সকালে পরিবারের লোক দেখা করতে গেলে জানানো হয় বাচ্চার মা মারা গিয়েছেন। এর ফলে উত্তপ্ত হয় এলাকা। নার্সিং হোমে ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে যায় হুগলি গ্রামীণ জেলা পুলিসের আধিকারিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে, ৪ জনকে আটক করা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের নামে নালিশ জানাতে রাজভবনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। আট সদস্যের একটি প্রতিনিধি দল আজ, বৃহস্পতিবার দুপুরে রাজ্যপাল জগদীপ ধানকড়ের সঙ্গে দেখা করবে বলে জানা গিয়েছে। সেই দলের নেতৃত্বে রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও থাকবেন তাপস রায়, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সাংসদ মালা রায়, কাকলি ঘোষ দোস্তিদার সহ আরও অনেকে। তৃণমূলের অভিযোগ, দিলীপ ঘোষ বারবার যেভাবে রাজ্যের মহিলা ও বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করছে। লাগাতার কুরুচিকর মন্তব্য করেই চলেছেন মহিলা মুখ্যমন্ত্রীকে। এর লাগাম টানার দরকার। গতকাল, বুধবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে দিলীপ ঘোষের মুখে লাগাম টানার জন্য সরাসরি প্রধানমন্ত্রীকে আর্জি জানান।
দীর্ঘ কয়েক মাস ধরে লো ভোল্টেজের জন্য গরমে নাজেহাল ময়নাগুড়ির সাপটিবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। দ্রুত সমস্যার সমাধানের দাবিতে আজ, বৃহস্পতিবার রানিরহাট মোড় থেকে নতুন বন্দর যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল এলাকার বাসিন্দারা। দু'ঘণ্টা ধরে বিক্ষোভ চলছে ওই এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে ময়নাগুড়ি থানার পুলিস।
কাটোয়ায় স্বনির্ভর গোষ্ঠীর ভুয়ো ঋণ কাণ্ডে গ্রেপ্তার। কাটোয়া ১ নং ব্লকের এক কর্মী তথা এসএইচজি গ্রুপের সুপারভাইজারকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম আজিবুল শেখ।
নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান অনুষ্ঠানে আজ, বৃহস্পতিবার যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে প্রায় আট হাজার ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবেন। এখানে কিছু জনের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জেলায় জেলায় ২৬টি সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণের জন্য সরকারি স্টাডি সেন্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সল্টলেকের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের আদলে এই কেন্দ্রগুলি গড়ে তোলা হয়েছে। উদ্বোধন হবে 'প্রত্যয়' হোমেরও। উপস্থিত আছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা, যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম ও সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের চেয়ারম্যান সুরজিৎ কর পুরকায়স্থ।
অফিস টাইমে বিপত্তি। বগির কাপলিং খুলে যাওয়ায় আতঙ্ক আবাদা স্টেশনে। হাওড়ার আবাদা স্টেশনে ঢোকার পড়েই লোকাল ট্রেনে ঘটে এই ঘটনা। আতঙ্কে যাত্রীরা চেঁচামেচি শুরু করে। রেলের বক্তব্য, স্টেশনে ঢোকার পর রেকটির ইউনিট ফেল করে। দাঁড়িয়ে যায় ট্রেনটি। তাই রেলের তরফেই কাপলিং খুলে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। যাতে সার্ভিস স্বাভাবিক করা যায়। প্যাসেঞ্জারদের জন্য অন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
প্রাথমিক টেট মামলায় শহরে সিবিআইয়ের ম্যারাথন তল্লাসি। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের দুটি বাড়ি সচিব রত্না চক্রবর্তীর বাড়িতে তল্লাসি চালাচ্ছে সিবিআই। এরই সঙ্গে পর্ষদের অফিসেও তল্লাসি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, মোট আটটি দল তল্লাসি অভিযান চালাচ্ছে।
পঞ্চায়েত ভোটে রক্তের বদলে রক্ত ঝরবে। গাইঘাটার চাঁদপাড়ায় রক্তদান শিবির থেকে এই ভাষায় তৃণমূলকে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পঞ্চায়েত ভোটে যদি একটা বিজেপি কর্মীর গা থেকে এক ফোঁটা রক্ত ঝরে তাহলে তৃণমূলেরও ঝরবে। আগাম রক্ত সঞ্চয় করে রাখছি। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ২০১৮-এর পঞ্চায়েত নির্বাচনে বহু বিজেপি কর্মীর রক্ত ঝরেছে, এবার ২০২৩ পঞ্চায়েত নির্বাচন হবে আলাদা। আমাদের কর্মীর মাথা ফাটলে আমরা কি দাঁড়িয়ে দেখবো?
ক্যানিংয়ে তৃণমূল নেতা সহ তিনজনকে গুলি করে কুপিয়ে খুন। প্রকাশ্যে দিবালোকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং এলাকায়। স্থানীয় গোপালপুর পঞ্চায়েতের সদস্য স্বপন মাঝি বাইকে করে কর্মীসভায় যোগ দিতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন। তখনই চলন্ত বাইক থামিয়ে প্রথমে গুলি চালানো হয় স্বপন মাঝিকে লক্ষ্য করে। পরে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, তাঁর সঙ্গে থাকা দুই তৃণমূল কর্মীকেও গুলি করে খুন করা হয়েছে। তিনজনকেই হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। মৃত অপর দুই তৃণমূল কর্মীর নাম ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদার। এলাকা থেকে উদ্ধার হয়েছে গুলির খোল ও বোমা। ক্যানিং থানার নারায়ণ তলা এলাকার ঘটনা। ঘটনাস্থলে পুলিস। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক।
কর্ণাটকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সবাইকে বাড়িতে থাকতে নির্দেশ প্রশাসনের। উপকূল এলাকায় জারি হয়েছে সতর্কতা। বন্ধ স্কুল-কলেজ। ভূমিধসে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একজনের।
গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল নরেন্দ্রপুর থানা এলাকার জগদীশপুরে। মৃতার স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের গাছের সঙ্গে বেঁধে ব্যাপক মারধর চালাল স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিস। মৃতার নাম পূজা শর্মা। তাঁর বাপের বাড়ি শিলিগুড়ি বলে জানা গিয়েছে। পেশায় গাড়িচালক সুনীল শর্মার সঙ্গে বছর দশেক আগে বিয়ে হয় মৃতা পূজার। গতকাল, বুধবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিস।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৯৩০ জন। দীর্ঘ কিছুমাস পর ফের বেড়েছে করোনার সংক্রমণের গ্রাফ। ১৭ শতাংশ সংক্রমণ বেড়েছে গোটা দেশে। সংক্রমণ ১৫,০০০-এর গণ্ডির বাইরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৫ লক্ষ ৬৬ হাজার ৭৩৯ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯৭ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৪,৬৫০ জন।
মুম্বইতে এক শপিং মলে আগুন। আজ, বৃহস্পতিবার সকালে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের ১২ টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই।
টাকা ধার নিয়ে শোধ না করায় চরম শাস্তি। বাড়ি থেকে তুলে নিয়ে গেয়ে বেধড়ক মারধর করা হল এক ট্রাক চালককে। মারের চোটে মৃত্যু হয়েছে সেই ট্রাক চালকের। ঘটনাটি ঘটেছে বনগাঁতে। শিমুলতলার বাসিন্দা পেশায় ট্রাক চালক গৌর দত্তকে গতকাল, বুধবার রাতে তুলে নিয়ে যায় তিন ব্যক্তি। গোপাল নগর বাজারে নিয়ে গিয়ে মারধর করে। রড দিয়ে মারে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ওই ট্রাক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ট্রাক চালকের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তিন ব্যক্তিকে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ট্রাক চালক টাকা ধার নিলেও শোধ না করায় খুন করেছে ধৃতরা। ঘটনায় মূল অভিযুক্ত রশিদ মন্ডলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
মাদক সহ গ্রেপ্তার দুই ব্যক্তি। নিউটাউনে রাজ্য পুলিসের এসটিএফের হাতে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের নাম রিহাব মোল্লা ও মহম্মদ আলম। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭৮০ গ্রাম মাদক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আন্তর্জাতিক বাজারে দর নিম্নমুখী। তাই দেশেও ভোজ্য তেলের দাম কমাতে উৎপাদকদের নির্দেশ দিল কেন্দ্র। কোম্পানিগুলিকে এক সপ্তাহের মধ্যে লিটার প্রতি ১০ টাকা পর্যন্ত দাম কমাতে বলা হয়েছে। সেইসঙ্গে সারা দেশেই একই ব্র্যান্ডের তেলের দরে সমান এমআরপি রাখতে হবে বলেও জানিয়েছে সরকার। গতমাসেই এক দফা দাম কমিয়েছিল উৎপাদনকারী কোম্পানিগুলি। আন্তর্জাতিক বাজারে দর আরও পড়ায় খাদ্যসচিব সুধাংশু পাণ্ডে সমস্ত ভোজ্য তেল অ্যাসোসিয়েশন ও বৃহৎ উৎপাদনকারীদের বুধবার বৈঠকে ডেকেছিলেন। বৈঠকের পর তিনি বলেন, বিশ্ব বাজারে গত এক সপ্তাহে দাম ১০ শতাংশ পড়েছে। এর সুবিধা ক্রেতাদের দিতে হবে। কোম্পানিগুলিকে এমআরপি কমাতে বলা হয়েছে।
2022-07-07 09:25:02রাজ্যসভায় মনোনীত হলেন কিংবদন্তী অ্যাথলিট পি টি ঊষা ও সঙ্গীত শিল্পী ইলাইয়ারাজা। দক্ষিণ ভারতের সমাজসেবী ও ধর্মস্থল মন্দিরের প্রশাসক বীরেন্দ্র হেগড়ে ও ‘বাহুবলী’ সহ একাধিক জনপ্রিয় সিনেমার চিত্রনাট্যকার ভি বিজয়েন্দ্র প্রসাদকেও সংসদের উচ্চকক্ষে মনোনীত করা হয়েছে। প্রসঙ্গত, বিজয়েন্দ্র প্রসাদ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এস এস রাজামৌলির বাবা। তাঁদের চারজনকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি পি টি ঊষা ও ইলাইয়ারাজার সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি।
2022-07-07 09:12:37মালয়েশিয়া মাস্টার্সে জয় দিয়ে শুরু করলেন পিভি সিন্ধু। প্রথম রাউন্ডে চীনের হি বিং জিয়াওকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। সেই সঙ্গে জিয়াওয়ের কাছে ইন্দোনেশিয়া ওপেনে হারের বদলা নিলেন সিন্ধু। বুধবার তিনি জেতেন ২১-১৩, ১৭-২১, ২১-১৫ গেমে। মুখোমুখি সাক্ষাতে ১০ বার জিতেছেন জিয়াও। ন’বার সিন্ধু। একই দিনে প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল।
2022-07-07 09:08:53রাজ্য সরকারের বিভিন্ন আঞ্চলিক অফিসে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ) পদের জন্য প্রায় ৩,৮০০ জন সফল প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বুধবার এই তালিকা প্রকাশ করা হয়। ২০১৯ সালে এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হয়েছিল। তারপর লিখিত এবং কম্পিউটার টাইপিং পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ হচ্ছে। কিছুদিন আগে রাজ্য সরকারের সচিবালয়, ডিরেক্টরেট সহ আরও কিছু অফিসে নিয়োগের জন্য প্রায় ২,৪০০ জন সফল প্রার্থীর তালিকা প্রকাশিত হয়। ফলে সব মিলিয়ে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের অফিসে ছ’হাজারের বেশি স্থায়ী পদে নতুন করণিক চাকরি পেতে চলেছেন। আঞ্চলিক পর্যায়ের সরকারি অফিসগুলি মূলত জেলায় অবস্থিত। সচিবালয় ও ডিরেক্টরেট অফিসগুলি কলকাতায়। আঞ্চলিক অফিসগুলিতে চাকরিপ্রাপকদের নামের তালিকা কিছুদিন পরেই প্রকাশ করা হবে বলে আগে জানিয়েছিল পিএসসি। তা সত্ত্বেও এদিন দুপুরে কয়েকজন চাকরিপ্রার্থী দ্রুত নিয়োগের দাবিতে টালিগঞ্জে সংশ্লিষ্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান। কিছুক্ষণের মধ্যেই পিএসসি তালিকা প্রকাশ করে দেয়।
2022-07-07 08:55:17মুম্বইয়ে প্রবল বৃষ্টির মধ্যে ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি করতে দেখা গিয়েছিল অনলাইন ফুড অ্যাপের এক কর্মীকে। ব্যাপক ভাইরাল হয়েছিল সেই ভিডিও। কিন্তু, ভিডিওটি পিছন দিক থেকে তোলায় ‘কর্তব্যপরায়ণ’ ওই কর্মীর পরিচয় জানতে পারেননি সংস্থার আধিকারিকরা। তাই একপ্রকার বাধ্য হয়েই টুইটারে নেটিজেনদের দ্বারস্থ হয়েছেন তাঁরা। ওই অ্যাপ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, যিনি ওই ব্যক্তির পরিচয় দিতে পারবেন, তাঁকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। লেখা হয়েছে, ‘এগিয়ে আসুন। গোটা দেশের মতো আমরাও ওই ব্যক্তির পরিচয় জানতে অপেক্ষা করছি।’
2022-07-07 08:44:56মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথমবার থানেতে নিজের বাংলোয় ফিরলেন একনাথ সিন্ধে। স্বামীর এই সাফল্যে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না স্ত্রী লতা সিন্ধে। তাই স্বামীকে স্বাগত জানাতে আয়োজন করেন মহাসমারোহের। আনা হয় ব্যান্ড পার্টিও। স্বামীর সাফল্যে খুশি একনাথ-পত্নী নিজেই বাজালেন ড্রাম। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ থানের আনন্দনগরে পৌঁছন সিন্ধে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে নতুন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রচুর মানুষ।
2022-07-07 08:38:47আগস্ট থেকে আধার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ট্রেনিংয়ের যাবতীয় কাজ শেষ করতে হবে এমাসের মধ্যেই। ভোটার কার্ডের সঙ্গে আধার সংযোগের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে বলা হয়েছে, তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা অনলাইন অথবা অফলাইনে ৬বি ফর্ম পূরণ করে আধার নম্বর জমা দেবেন। তবে কেউ তা দিতে না-পারলে, বিকল্প নথি দেওয়ার কথা বলা হয়েছে। যাঁরা অফলাইনে আধার নম্বর জমা দেবেন, সেটা সুরক্ষিত রাখার দায়িত্ব সংশ্লিষ্ট ইআরও-র। ভোটারের আধার নম্বর কোনওভাবে ফাঁস হয়ে গেলে কমিশন সংশ্লিষ্ট ইআরও-র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। পূরণ করা ফর্ম জমা পড়া থেকে সাতদিনের মধ্যেই অফলাইন ফর্মগুলি ডিজিটাইজ করার কাজ শেষ করতে হবে বুথ লেভেল অফিসারদের। তাঁদের প্রতি কমিশনের নির্দেশ, আধার নম্বরের জন্য ১০০ শতাংশ ভোটারের কাছে পৌঁছতে হবে। তবে এজন্য কাউকেই বাধ্য করা যাবে না, বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক। রাজ্য নির্বাচন কমিশনকে প্রতিমাসের রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের কাছে দিতে হবে।
2022-07-07 08:29:07বিশ্ব চকলেট দিবস
১৪৫৬: মৃত্যুর ২৫ বছর বাদে জোয়ান অব আর্ককে ধর্মনিন্দার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হল
১৬০৭: প্রথমবার গাওয়া হল ‘গড সেভ দ্য কিং’
১৬৬৮: কেমব্রিজের ট্রিনটি কলেজ থেকে মাস্টার ডিগ্রি লাভ করলেন আইজ্যক নিউটন
১৮০২: প্রথম কমিক বই ‘দ্য ওয়াস্প’ প্রকাশিত হয়
১৯১৪: বিশিষ্ট সুরকার ও সঙ্গীত পরিচালক অনিল বিশ্বাসের জন্ম
১৯৩০: শালর্ক হোমস চরিত্রের স্রস্টা স্কটিশ সাহিত্যিক আর্থার কোনান ডয়েলের মৃত্যু
১৯৩১: স্বাধীনতা সংগ্রামী দীনেশ গুপ্তর মৃত্যু
১৯৪৮: স্থাপিত হল দামোদর ভ্যালি কর্পোরেশন
১৯৭৩: গায়ক কৈলাস খেরের জন্ম
১৯৮১: ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির জন্ম
১৯৯০: সার্নের গবেষক টিম বার্নাস লি ডেভেলপ করলেন ওয়েব দুনিয়ার যুগান্তকারী আবিষ্কার এইচ টি এম এল
২০০৫: লন্ডনে চারটি আত্মঘাতী বিস্ফোরণে মারা যান ৫৬ জন। আহতের সংখ্যা অন্তত ৭০০
মেষ: ধর্মকর্মে মন যাবে।
বৃষ: পেশাদারদের আজ শুভদিন।
মিথুন: প্রেম-প্রণয়ে মনোমালিন্য হতে পারে।
কর্কট: ব্যবসায় বাধার মধ্যে অগ্রগতি।
সিংহ: আর্থিক উন্নতি হবে।
কন্যা: কর্মে উন্নতি।
তুলা: তীর্থভ্রমণ ও দেবদর্শনের যোগ।
বৃশ্চিক: যে কোনও বাকবিতণ্ডা এড়িয়ে চলুন।
ধনু: কর্মে ও বিদ্যায় অগ্রগতি।
মকর: বিদ্যায় শুভ।
কুম্ভ: যানবাহন চালনায় বিশেষ সতর্কতা দরকার।
মীন: পরিচিত শত্রুভাবাপন্নদের বুদ্ধি করে এড়িয়ে চলুন।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল প্রায় ছয় বছর আগে। এরপর কেটে গেছে অনেকগুলো দিন। আজ তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর ফের বিয়ে করতে চলেছেন ভগবন্ত মান। আগামীকাল চণ্ডিগড়ে নিজের বাসভবনে সম্পূর্ণ পারিবারিক একটি অনুষ্ঠানে ডাঃ গুরমিত কউরের সঙ্গে চার হাত এক হতে চলেছে তাঁর।
2022-07-06 14:45:52গতকাল ঋষি সুনক ও সাজিদ জাভেদের পদত্যাগের পর ফের একবার বড় ধাক্কা খেল ব্রিটেনের বরিস জনসন সরকার। আজ, বুধবার ফের দুই মন্ত্রী বরিসের মন্ত্রীসভা ছাড়লেন। শিশু ও পরিবার কল্যাণ মন্ত্রী উইল কুইন্স ও জুনিয়র পরিবহন মন্ত্রী লরা ট্রট আজ পদত্যাগ করেন।
2022-07-06 14:15:21রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে যোগদিতে যাচ্ছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে রায়গঞ্জে যাওয়ার পথে ইসলামপুরের বাস টার্মিনাস এলাকায় কিছু সময়ের জন্য দাঁড়ান তিনি। তাঁকে শুভচ্ছা জানান তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
2022-07-06 14:04:23বারুইপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হল ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক। বৈঠকে উপস্থিত আছেন দক্ষিণ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার পুস্পা,দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য অধিকর্তা মুক্তি সাধন মাইতি ও বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। জমি কমিটির তরফ থেকে এই মিটিংয়ে উপস্থিত আছেন অলীক চক্রবর্তী ও মির্জা হাসান সহ মোট ছয়জন।
2022-07-06 12:45:00উদয়পুরে নাপিত কানহাইয়া লালের খুনে অভিযুক্ত পঞ্চম দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ মহসিন। গতকাল, মঙ্গলবার ধৃতকে গ্রেপ্তার করা হয়। আজ, বুধবার তাকে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা মহসিনের নাম উল্লেখ করে বলে পুলিস সূত্রে খবর।
2022-07-06 12:19:39হিমাচল প্রদেশে বর্ষা ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। ব্যাপক বর্ষণের ফলে সঙ্কটে বিস্তীর্ণ এলাকা। কুলু জেলা মালানা ও মণিকরণ গ্রাম সহ একাধিক জায়গায় মেঘ ভেঙে ব্যাপক বৃষ্টি হয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন। রাজ্যের একাধিক এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি ও ধস দেখা দিয়েছে। মানালিতে ধসের জেরে মৃত্যু হয়েছে ১ ব্যক্তির। খারাপ আবহাওয়ার জেরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করার কাজ চালানো হচ্ছে।
2022-07-06 11:18:00আফগানিস্তান থেকে আসা এক মুসলিম ধর্মগুরুকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের নাসিক জেলার ইয়োলা শহরে। জানা গিয়েছে, চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ৩৫ বছর বয়সী ওই ধর্মগুরুকে গুলি করে খুন করে। মৃতের নাম, খাজা সৈয়দ চিস্তি ওরফে সুফি বাবা। কারা কী কারণে তাঁকে খুন করল খতিয়ে দেখছে পুলিস।
2022-07-06 11:07:31কানপুরে বাজার বন্ধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের মূলচক্রীকে গ্রেপ্তার করা হল। জানা গিয়েছে, ধৃতের নাম হাজি ওয়াসি। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিপূর্বে সে পলাতক থাকাকালীন তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।
2022-07-06 10:54:00বিলাসবহুল বাসে করে অবৈধ কাঠ পাচার করতে গিয়ে পুলিসের জালে ৪ পাচারকারী। গতকাল, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। আলিপুরদুয়ারের দমনপুরে জাতীয় সড়কের ওপর সন্দেহভাজন ওই বাসটিকে আটক করা হয়। বাসটি থেকে ৪৪টি সেগুন ও ৫০টি শিরিশ কাঠের গুঁড়ি উদ্ধার করা হয়। পুলিস সূত্রে খবর, বাসটি উত্তরপূর্ব ভারত থেকে কাঠগুলি নিয়ে আসছিল। জানা গিয়েছে, ধৃত ৪ পাচারকারীর নাম, রত্নেশ কুমার রাই, গুরমিত সিং, রাহুল কুমার মহারাজ ও শঙ্কর রায়। আজ ধৃতদের আদালতে তোলা হবে।
2022-07-06 10:40:00প্রয়াত হলেন কেরালার জনপ্রিয় গান্ধীবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী পি গোপিনাথন নায়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। গতকাল, মঙ্গলবার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
2022-07-06 10:03:00মজা করে বোমাতঙ্ক ছড়িয়ে মুম্বইয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার ওই দুই ব্যক্তি ফোন করে জানায় যে তাদের কাছে খবর আছে অম্বরনাথ স্টেশনে একজন বোম নিয়ে যাচ্ছে। পুরোটাই নিছক মজা করে করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। অভিযুক্ত দু’জনকেই গ্রেপ্তার করেছে কল্যাণ জিআরপি।
2022-07-06 09:43:11তীব্র বৃষ্টিপাতের জেরে মহারাষ্ট্রে সঙ্কট। বন্যাপ্রবণ এলাকাগুলি থেকে সুরক্ষিত জায়গায় ইতিমধ্যেই ৩ হাজার ৫০০জনকে স্থানান্তরিত করা হয়েছে। আগামী কয়েকদিন মুম্বইয়ে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে যে কোনওরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে।
2022-07-06 09:38:20সিবিএসই ফলপ্রকাশের জন্য কি বিঘ্ন ঘটতে পারে রাজ্যের স্নাতকস্তরের ভর্তি প্রক্রিয়া? যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অসমে বন্যা পরিস্থিতির জন্য ফলপ্রকাশ পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ১৩ জুলাই দশমের এবং ১৫ জুলাই দ্বাদশের ফলপ্রকাশ হওয়ার কথা রয়েছে। তা পিছিয়ে জুলাইয়ের শেষ সপ্তাহ হতে পারে বলে গুঞ্জন। সেক্ষেত্রে রাজ্যের কলেজে আবেদনের জন্য হাতে পাঁচ-ছ’দিন সময় সময় পাবেন সিবিএসই পরীক্ষার্থীরা। কারণ, শিক্ষাদপ্তর ১৮ জুলাই থেকে কলেজগুলির ভর্তি পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে। সেই আবেদন গ্রহণ করা হবে ৫ আগস্ট পর্যন্ত। সময়মতো ফলপ্রকাশ হলে অবশ্য কোনও সমস্যা নেই। মঙ্গলবারই সিবিএসই-এর এক শীর্ষ আধিকারিক দাবি করেছেন, ফলপ্রকাশ সময় মতোই হবে। রাজ্যের শিক্ষামহলের বক্তব্য, যদি সত্যিই সিবিএসই দেরিতে ফল প্রকাশ করে, তাহলে সেই বোর্ডের পড়ুয়াদের সুবিধার জন্য আবেদনের সময়সীমা বাড়াতে হতে পারে শিক্ষাদপ্তরকে। সেক্ষেত্রে গোটা ভর্তি প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা থেকে যাবে।
2022-07-06 09:30:06বিতর্কিত ঘোষণা করে গ্রেপ্তার হলেন রাজস্থানের আজমের দর্গার এক ধর্মগুরু। তার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। সেখানে তিনি নূপুর শর্মাকে হত্যা করলে হত্যাকারীকে নিজের বাড়ি উপহার দেওয়ার ঘোষণা করেন। জানা গিয়েছে, ধৃতের নাম সালমান চিস্তি। রাজস্থান পুলিস সোমবার তার বিরুদ্ধে করা এক এফআইআরের ভিত্তিতে ওই ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে বলে খবর।
2022-07-06 09:14:31জম্মু ও কাশ্মীরে বিরল ঘটনা ঘটল মঙ্গলবার। কুলগাঁও জেলায় এক এনকাউন্টার চলাকালীন অভিনব পন্থায় দুই জঙ্গিকে আত্মসমর্পণে অণুরপ্রাণিত করল সেনা। হল্দিগাঁও গ্রামে দুই জঙ্গিকে ঘিরে ফেলেছিল ভারতীয় সেনার জওয়ানরা। এরপর তাদের মা-বাবাকে নিয়ে আসা হয়। তাঁদের অনুরোধে অবশেষে দুর্বল হয় দুই জঙ্গির মন। সেনার কাছে আত্মসমর্পণ করে তারা।
2022-07-06 09:01:52হিন্দুদের অপমান করলে গুলিকে করে বা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলা উচিত। এমনই নিদান দিয়ে বিতর্কে জড়ালেন কর্ণাটকের বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা। সম্প্রতি ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে নির্মাতাদের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। পাশাপাশি, মা কালীকে অপমান করার জন্য নির্মাতা লীনা মণিমেকালেইয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঈশ্বরাপ্পা। তিনি বলেন, ‘মা কালী আমাদের অন্তরের অন্তঃস্থলে রয়েছেন। তিনিই শক্তি। মা কালী ভারতীয় সংস্কৃতির ধারক। তথ্যচিত্র তৈরি করতে গিয়ে একজন একটি পোস্টার বানিয়েছেন। তাতে দেবীকে সিগারেট খেতে দেখা গিয়েছে। এটা দেখার পর ভারতীয়রা অত্যন্ত ক্ষুব্ধ।’ ঘটনা প্রসঙ্গে নূপুর শর্মা ইস্যুও উল্লেখ করেছেন ঈশ্বরাপ্পা। তাঁর বক্তব্য, ‘নূপুর শর্মা পয়গম্বরকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা তা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। একইভাবে দেব-দেবীকে অসম্মান করার হিন্দুদেরও সরব হওয়া দরকার। ’
2022-07-06 08:51:21সার্ভিস চার্জে নিষেধাজ্ঞা জারি হলেও মানবে না রেল। মন্ত্রকের ‘অজুহাত’- ট্রেন কোনও হোটেল কিংবা রেস্তরাঁ নয়। তাই সিসিপিএ সার্ভিস চার্জ বন্ধের নিদান দিলেও এই নিয়ম কার্যকর করবে না রেল বোর্ড। বরং ২০১৮ সালের নিয়ম অনুসারে রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে অন-বোর্ড খাবার কিনলে যাত্রীদের অতিরিক্ত ৫০ টাকা দিতেই হবে। এমনই খবর রেল সূত্রের। নামপ্রকাশে অনিচ্ছুক আইআরসিটিসির এক শীর্ষ আধিকারিক বলেন, ‘রেল বোর্ড এখনও পর্যন্ত সার্ভিস চার্জ সংক্রান্ত কোনও সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেনি। তাছাড়া চলন্ত ট্রেন এবং হোটেল, রেস্তরাঁ এক জিনিস নয়। হোটেল কিংবা রেস্তরাঁয় যে নিয়ম কার্যকর করা যায়, তা ট্রেনের ক্ষেত্রে খাটে না।’ রেল বোর্ডের আধিকারিকরা এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।
2022-07-06 08:39:30ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বৃদ্ধি পেল রান্নার গ্যাস। কলকাতায় আজ থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ১ হাজার ৭৯ টাকা।
2022-07-06 08:32:02১৮৮৫- জোসেফ মেইস্টারের উপর জলাতঙ্ক রোগের টিকা সফলভাবে পরীক্ষা করলেন লুই পাস্তুর
১৮৯২- ব্রিটেন পার্লামেন্টে প্রথম ভারতীয় হিসাবে নির্বাচিত হলেন দাদাভাই নওরোজি
১৯০১- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম
১৯৩০ - কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণের জন্ম
১৯৪৪ - সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে জাতির জনক অভিধা প্রদান করেন
১৯৪৬- আমেরিকার ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশের জন্ম
১৯৪৬- মার্কিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের জন্ম
১৯৫২ - লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল
১৯৮৫- অভিনেতা রণবীর সিংয়ের জন্ম
১৯৮৬- রাজনীতিবিদ জগজীবন রামের মৃত্যু
২০০২- রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির মৃত্যু
মেষ: সামাজিক কর্মে সক্রীয় অংশগ্রহণ।
বৃষ: গৃহক্ষেত্রে পারস্পরিক সম্পর্কে জটিলতা বৃদ্ধি ও মানসিক উত্তেজনা বৃদ্ধি।
মিথুন: কর্মে উন্নতি ও উপার্জন বৃদ্ধি হলেও মনে অস্থিরতা থাকবে।
কর্কট: পারিপার্শ্বিক কারণে চিত্ত চাঞ্চল্য বাড়বে।
সিংহ: সম্পত্তি কেনাবেচায় প্রচুর লাভ ও আর্থিক উন্নতি।
কন্যা: মনে অস্থিরতা থাকলেও কর্মে সাফল্য আসবে।
তুলা: নিজ উগ্রতাপূর্ণ ব্যবহার বন্ধ করুন, গৃহে শান্তি ফিরবে।
বৃশ্চিক: দেবকর্মে অর্থ ব্যয় ও উৎসব পালন।
ধনু: উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ সাফল্য ও সম্মান।
মকর: প্রণয়যোগ আছে।
কুম্ভ: কর্মোন্নতি ও কর্মস্থলে সুনাম বৃদ্ধি।
মীন: সব কর্মেই কম বেশি সাফল্য।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
আজ সকালে নৈহাটি পৌরসভার গোয়ালাফটকে যোগেন্দ্রর রাজভর (৪২) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে অকুস্থলে আসে নৈহাটি থানার পুলিস। এলাকাবাসীদের অভিযোগ, সম্পত্তির ভাগ-বাটোয়ারা সংক্রান্ত বিষয়ের জেরেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে যোগেন্দ্রের মেজভাই মহেন্দ্র রাজভর এবং ভাইপোকে আটক করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল হ্যাক করে জালিয়াতির অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজন অভিযুক্তকে। অভিযোগ, একাধিক উপভোক্তার টাকা তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে গিয়েছে। ইতিমধ্যেই গঙ্গারামপুর থানার পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩,০৮৬ জন। দীর্ঘ কিছুমাস পর ফের বেড়েছে করোনার সংক্রমণের গ্রাফ। মৃত্যু হয়েছে ১৯ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৪৭৫। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ২৪২ জন রোগীর। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২,৪৫৬ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯৮.০৯ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদের ডোমকলে বোমা বিস্ফোরণ। মৃত্যু হল একজনের। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডোমকলের বঘারপুরের রমনা এলাকায়। এই ঘটনায় কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় একজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উইম্বলডনে রাফায়েল নাদালের দৌড় অব্যাহত। সোমবার তিনি সহজে হারালেন বটিক ফন দি জ্যানস্কালপকে। ম্যাচের ফল ৬-৪, ৬-২, ৭-৬। পৌঁছে গেলেন কোয়ার্টার-ফাইনালে। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্প্যানিশ তারকাটি। তৃতীয় সেটে বটিক দারুণ লড়াই করেন। টাইব্রেকারে গড়ায় সেট। তবে শেষ হাসি হাসেন নাদালই।
2022-07-05 08:59:05আসন্ন মরশুমে দলবদল করতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকার সিদ্ধান্ত ইতিমধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তাদের জানিয়ে দিয়েছেন এজেন্ট জর্জ মেন্ডিস। এবার প্রি-সিজনে ম্যান ইউয়ের প্রথম প্র্যাকটিস সেশনেও গরহাজির থাকলেন রোনাল্ডো। ফুটবল মহলের ধারণা, দল ছাড়বেন বলেই অনুশীলনে ডুব দিয়েছেন সিআরসেভেন। উল্লেখ্য, নতুন কোচ এরিক টেন হ্যাগের তত্ত্বাবধানে এদিনই প্রথম অনুশীলনে নেমেছিলেন ব্রুনোরা। মিডিয়ার দাবি, রোনাল্ডো আগেই ট্রেনিংয়ে না থাকার কথা জানিয়ে দিয়েছিলেন।
2022-07-05 08:48:59কাজাখস্তানে অনুষ্ঠিত এলোরডা বক্সিং কাপে সোনা জিতলেন আলফিয়া পাঠান ও গীতিকা। এর আগে যুব বিশ্বকাপে সেরার শিরোপা পেয়েছেন আলফিয়া। এলোরডা কাপে ভারতের বাকি দুই মহিলা বক্সার কালাইভানি ও যমুনা বোরো রুপো জিতেছেন। ভারতের সংগ্রহে মোট দু’টি সোনা, দু’টি রুপো ও দশটি ব্রোঞ্জ।
2022-07-05 08:38:53ভারত প্রথম ইনিংস ৪১৬। ইংল্যান্ড প্রথম ইনিংস ২৮৪। ভারত দ্বিতীয় ইনিংস (১২৫-৩ থেকে): পূজারা ক লিস ব ব্রড ৬৬, পন্থ ক রুট ব স্টোকস ৫৭, শ্রেয়স ক অ্যান্ডারসন ব পটস ১৯, জাদেজা বো স্টোকস ২৩, শার্দূল ক ক্রলি ব পটস ৪, সামি ক লিস ব স্টোকস ১৩, বুমরাহ ক ক্রলি ব স্টোকস ৭, সিরাজ অপরাজিত ২, অতিরিক্ত ১৯, মোট (৮১.৫ ওভারে) ২৪৫। বোলিং: অ্যান্ডারসন ১৯-৫-৪৬-১, ব্রড ১৬-১-৫৮-২, পটস ১৭-৩-৫০-২, লিচ ১২-১-২৮-১, স্টোকস ১১.৫-০-৩৩-৪, রুট ৬-১-১৭-০।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস (টার্গেট ৩৭৮ রান): লিস রান আউট ৫৬, ক্রলি বো বুমরাহ ৪৬, পোপ ক পন্থ ব বুমরাহ ০, জো রুট ব্যাটিং ৭৬, জনি বেয়ারস্টো ব্যাটিং ৭২, অতিরিক্ত ৭, মোট (৫৭ ওভারে, ৩ উইকেটে)২৫৯। বোলিং: বুমরাহ ১৩-০-৫৩-২, সামি ১২-২-৪৯-০, জাদেজা ১৫-২-৫৩-০, সিরাজ ১০-০-৬৪-০, শার্দূল ৭-০-৩৩-০।
আগামী ১০ জুলাই, রবিবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবার্ষিকী পালন করা হবে। এই অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি ভাষায় দু’টি পৃথক স্মারকগ্রস্থ প্রকাশ করা হবে। একটি খণ্ডে থাকবে আত্মস্থানন্দ মহারাজের রচনা, বক্তৃতা, সাক্ষাৎকার ও পত্রাবলী। অন্যটিতে তাঁর স্মৃতিচারণা করেছেন বহু সন্ন্যাসী-সন্ন্যাসিনী ও দেশ-বিদেশের বিশিষ্ট মানুষজন।
2022-07-05 08:16:14১৬৮৭: ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয়
১৮৪১: টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন
১৯০১:বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকারের জন্ম
১৯৪৪: অভিনেতা দীপঙ্কর দের জন্ম
১৯৪৬: রাজনীতিক রামবিলাস পাসোয়ানের জন্ম
১৯৭৩: নৃত্যশিল্পী তথা বিশিষ্ট কোরিওগ্রাফার গীতা কাপুরের জন্ম
১৯৮২: সঙ্গীত শিল্পী জাভেদ আলির জন্ম
১৯৯৩: অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৫: বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুর জন্ম
২০০৫: ক্রিকেটার বালু গুপ্তের মূত্যু
২০০৭: অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের মৃত্যু
মেষ: আইনজীবীদের কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি।
বৃষ: ব্যবসায় অর্থলগ্নির আগে বিশেষ চিন্তাভাবনা প্রয়োজন।
মিথুন: বিদ্যার্থীদের পরীক্ষায় সাফল্য।
কর্কট: মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।
সিংহ: গবেষণায় বিশেষ সাফল্য ও প্রশংসা লাভ।
কন্যা: কর্মক্ষেত্রে কোনও সুসংবাদ পেতে পারেন।
তুলা: বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো হবে।
বৃশ্চিক: পড়ুয়াদের শুভদিন।
ধনু: কর্মে সাফল্য ও দায়িত্ব বৃদ্ধি।
মকর: নতুন কাজের বরাত আসতে পারে।
কুম্ভ: দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে প্রভূত অর্থ প্রাপ্তি।
মীন: একাধিক সূত্রে প্রচুর ধনলাভ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25