প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল প্রায় ছয় বছর আগে। এরপর কেটে গেছে অনেকগুলো দিন। আজ তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর ফের বিয়ে করতে চলেছেন ভগবন্ত মান। আগামীকাল চণ্ডিগড়ে নিজের বাসভবনে সম্পূর্ণ পারিবারিক একটি অনুষ্ঠানে ডাঃ গুরমিত কউরের সঙ্গে চার হাত এক হতে চলেছে তাঁর।
2022-07-06 14:45:52গতকাল ঋষি সুনক ও সাজিদ জাভেদের পদত্যাগের পর ফের একবার বড় ধাক্কা খেল ব্রিটেনের বরিস জনসন সরকার। আজ, বুধবার ফের দুই মন্ত্রী বরিসের মন্ত্রীসভা ছাড়লেন। শিশু ও পরিবার কল্যাণ মন্ত্রী উইল কুইন্স ও জুনিয়র পরিবহন মন্ত্রী লরা ট্রট আজ পদত্যাগ করেন।
2022-07-06 14:15:21রায়গঞ্জে দলীয় কর্মসূচিতে যোগদিতে যাচ্ছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে রায়গঞ্জে যাওয়ার পথে ইসলামপুরের বাস টার্মিনাস এলাকায় কিছু সময়ের জন্য দাঁড়ান তিনি। তাঁকে শুভচ্ছা জানান তৃণমূলের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
2022-07-06 14:04:23বারুইপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হল ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক। বৈঠকে উপস্থিত আছেন দক্ষিণ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা বারুইপুর পুলিস জেলার পুলিস সুপার পুস্পা,দক্ষিণ ২৪ পরগনা জেলা স্বাস্থ্য অধিকর্তা মুক্তি সাধন মাইতি ও বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। জমি কমিটির তরফ থেকে এই মিটিংয়ে উপস্থিত আছেন অলীক চক্রবর্তী ও মির্জা হাসান সহ মোট ছয়জন।
2022-07-06 12:45:00উদয়পুরে নাপিত কানহাইয়া লালের খুনে অভিযুক্ত পঞ্চম দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ মহসিন। গতকাল, মঙ্গলবার ধৃতকে গ্রেপ্তার করা হয়। আজ, বুধবার তাকে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা মহসিনের নাম উল্লেখ করে বলে পুলিস সূত্রে খবর।
2022-07-06 12:19:39হিমাচল প্রদেশে বর্ষা ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। ব্যাপক বর্ষণের ফলে সঙ্কটে বিস্তীর্ণ এলাকা। কুলু জেলা মালানা ও মণিকরণ গ্রাম সহ একাধিক জায়গায় মেঘ ভেঙে ব্যাপক বৃষ্টি হয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন। রাজ্যের একাধিক এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি ও ধস দেখা দিয়েছে। মানালিতে ধসের জেরে মৃত্যু হয়েছে ১ ব্যক্তির। খারাপ আবহাওয়ার জেরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করার কাজ চালানো হচ্ছে।
2022-07-06 11:18:00আফগানিস্তান থেকে আসা এক মুসলিম ধর্মগুরুকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের নাসিক জেলার ইয়োলা শহরে। জানা গিয়েছে, চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ৩৫ বছর বয়সী ওই ধর্মগুরুকে গুলি করে খুন করে। মৃতের নাম, খাজা সৈয়দ চিস্তি ওরফে সুফি বাবা। কারা কী কারণে তাঁকে খুন করল খতিয়ে দেখছে পুলিস।
2022-07-06 11:07:31কানপুরে বাজার বন্ধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের মূলচক্রীকে গ্রেপ্তার করা হল। জানা গিয়েছে, ধৃতের নাম হাজি ওয়াসি। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিপূর্বে সে পলাতক থাকাকালীন তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।
2022-07-06 10:54:00বিলাসবহুল বাসে করে অবৈধ কাঠ পাচার করতে গিয়ে পুলিসের জালে ৪ পাচারকারী। গতকাল, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। আলিপুরদুয়ারের দমনপুরে জাতীয় সড়কের ওপর সন্দেহভাজন ওই বাসটিকে আটক করা হয়। বাসটি থেকে ৪৪টি সেগুন ও ৫০টি শিরিশ কাঠের গুঁড়ি উদ্ধার করা হয়। পুলিস সূত্রে খবর, বাসটি উত্তরপূর্ব ভারত থেকে কাঠগুলি নিয়ে আসছিল। জানা গিয়েছে, ধৃত ৪ পাচারকারীর নাম, রত্নেশ কুমার রাই, গুরমিত সিং, রাহুল কুমার মহারাজ ও শঙ্কর রায়। আজ ধৃতদের আদালতে তোলা হবে।
2022-07-06 10:40:00উদয়পুরে নাপিত কানহাইয়া লালের খুনে অভিযুক্ত পঞ্চম দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ মহসিন। গতকাল, মঙ্গলবার ধৃতকে গ্রেপ্তার করা হয়। আজ, বুধবার তাকে এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা মহসিনের নাম উল্লেখ করে বলে পুলিস সূত্রে খবর।
2022-07-06 12:19:39হিমাচল প্রদেশে বর্ষা ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। ব্যাপক বর্ষণের ফলে সঙ্কটে বিস্তীর্ণ এলাকা। কুলু জেলা মালানা ও মণিকরণ গ্রাম সহ একাধিক জায়গায় মেঘ ভেঙে ব্যাপক বৃষ্টি হয়েছে। জেলার বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন। রাজ্যের একাধিক এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি ও ধস দেখা দিয়েছে। মানালিতে ধসের জেরে মৃত্যু হয়েছে ১ ব্যক্তির। খারাপ আবহাওয়ার জেরে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করার কাজ চালানো হচ্ছে।
2022-07-06 11:18:00আফগানিস্তান থেকে আসা এক মুসলিম ধর্মগুরুকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের নাসিক জেলার ইয়োলা শহরে। জানা গিয়েছে, চার অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ৩৫ বছর বয়সী ওই ধর্মগুরুকে গুলি করে খুন করে। মৃতের নাম, খাজা সৈয়দ চিস্তি ওরফে সুফি বাবা। কারা কী কারণে তাঁকে খুন করল খতিয়ে দেখছে পুলিস।
2022-07-06 11:07:31কানপুরে বাজার বন্ধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের মূলচক্রীকে গ্রেপ্তার করা হল। জানা গিয়েছে, ধৃতের নাম হাজি ওয়াসি। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। ধৃতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। ইতিপূর্বে সে পলাতক থাকাকালীন তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।
2022-07-06 10:54:00বিলাসবহুল বাসে করে অবৈধ কাঠ পাচার করতে গিয়ে পুলিসের জালে ৪ পাচারকারী। গতকাল, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। আলিপুরদুয়ারের দমনপুরে জাতীয় সড়কের ওপর সন্দেহভাজন ওই বাসটিকে আটক করা হয়। বাসটি থেকে ৪৪টি সেগুন ও ৫০টি শিরিশ কাঠের গুঁড়ি উদ্ধার করা হয়। পুলিস সূত্রে খবর, বাসটি উত্তরপূর্ব ভারত থেকে কাঠগুলি নিয়ে আসছিল। জানা গিয়েছে, ধৃত ৪ পাচারকারীর নাম, রত্নেশ কুমার রাই, গুরমিত সিং, রাহুল কুমার মহারাজ ও শঙ্কর রায়। আজ ধৃতদের আদালতে তোলা হবে।
2022-07-06 10:40:00প্রয়াত হলেন কেরালার জনপ্রিয় গান্ধীবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী পি গোপিনাথন নায়ার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। গতকাল, মঙ্গলবার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার দ্বারা পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
2022-07-06 10:03:00মজা করে বোমাতঙ্ক ছড়িয়ে মুম্বইয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার ওই দুই ব্যক্তি ফোন করে জানায় যে তাদের কাছে খবর আছে অম্বরনাথ স্টেশনে একজন বোম নিয়ে যাচ্ছে। পুরোটাই নিছক মজা করে করা হয়েছে বলে জানিয়েছে পুলিস। অভিযুক্ত দু’জনকেই গ্রেপ্তার করেছে কল্যাণ জিআরপি।
2022-07-06 09:43:11তীব্র বৃষ্টিপাতের জেরে মহারাষ্ট্রে সঙ্কট। বন্যাপ্রবণ এলাকাগুলি থেকে সুরক্ষিত জায়গায় ইতিমধ্যেই ৩ হাজার ৫০০জনকে স্থানান্তরিত করা হয়েছে। আগামী কয়েকদিন মুম্বইয়ে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে যে কোনওরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে।
2022-07-06 09:38:20সিবিএসই ফলপ্রকাশের জন্য কি বিঘ্ন ঘটতে পারে রাজ্যের স্নাতকস্তরের ভর্তি প্রক্রিয়া? যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অসমে বন্যা পরিস্থিতির জন্য ফলপ্রকাশ পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ১৩ জুলাই দশমের এবং ১৫ জুলাই দ্বাদশের ফলপ্রকাশ হওয়ার কথা রয়েছে। তা পিছিয়ে জুলাইয়ের শেষ সপ্তাহ হতে পারে বলে গুঞ্জন। সেক্ষেত্রে রাজ্যের কলেজে আবেদনের জন্য হাতে পাঁচ-ছ’দিন সময় সময় পাবেন সিবিএসই পরীক্ষার্থীরা। কারণ, শিক্ষাদপ্তর ১৮ জুলাই থেকে কলেজগুলির ভর্তি পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে। সেই আবেদন গ্রহণ করা হবে ৫ আগস্ট পর্যন্ত। সময়মতো ফলপ্রকাশ হলে অবশ্য কোনও সমস্যা নেই। মঙ্গলবারই সিবিএসই-এর এক শীর্ষ আধিকারিক দাবি করেছেন, ফলপ্রকাশ সময় মতোই হবে। রাজ্যের শিক্ষামহলের বক্তব্য, যদি সত্যিই সিবিএসই দেরিতে ফল প্রকাশ করে, তাহলে সেই বোর্ডের পড়ুয়াদের সুবিধার জন্য আবেদনের সময়সীমা বাড়াতে হতে পারে শিক্ষাদপ্তরকে। সেক্ষেত্রে গোটা ভর্তি প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা থেকে যাবে।
2022-07-06 09:30:06বিতর্কিত ঘোষণা করে গ্রেপ্তার হলেন রাজস্থানের আজমের দর্গার এক ধর্মগুরু। তার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। সেখানে তিনি নূপুর শর্মাকে হত্যা করলে হত্যাকারীকে নিজের বাড়ি উপহার দেওয়ার ঘোষণা করেন। জানা গিয়েছে, ধৃতের নাম সালমান চিস্তি। রাজস্থান পুলিস সোমবার তার বিরুদ্ধে করা এক এফআইআরের ভিত্তিতে ওই ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে বলে খবর।
2022-07-06 09:14:31জম্মু ও কাশ্মীরে বিরল ঘটনা ঘটল মঙ্গলবার। কুলগাঁও জেলায় এক এনকাউন্টার চলাকালীন অভিনব পন্থায় দুই জঙ্গিকে আত্মসমর্পণে অণুরপ্রাণিত করল সেনা। হল্দিগাঁও গ্রামে দুই জঙ্গিকে ঘিরে ফেলেছিল ভারতীয় সেনার জওয়ানরা। এরপর তাদের মা-বাবাকে নিয়ে আসা হয়। তাঁদের অনুরোধে অবশেষে দুর্বল হয় দুই জঙ্গির মন। সেনার কাছে আত্মসমর্পণ করে তারা।
2022-07-06 09:01:52হিন্দুদের অপমান করলে গুলিকে করে বা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলা উচিত। এমনই নিদান দিয়ে বিতর্কে জড়ালেন কর্ণাটকের বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পা। সম্প্রতি ‘কালী’ তথ্যচিত্রের পোস্টার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। হিন্দুদের ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে নির্মাতাদের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। পাশাপাশি, মা কালীকে অপমান করার জন্য নির্মাতা লীনা মণিমেকালেইয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ঈশ্বরাপ্পা। তিনি বলেন, ‘মা কালী আমাদের অন্তরের অন্তঃস্থলে রয়েছেন। তিনিই শক্তি। মা কালী ভারতীয় সংস্কৃতির ধারক। তথ্যচিত্র তৈরি করতে গিয়ে একজন একটি পোস্টার বানিয়েছেন। তাতে দেবীকে সিগারেট খেতে দেখা গিয়েছে। এটা দেখার পর ভারতীয়রা অত্যন্ত ক্ষুব্ধ।’ ঘটনা প্রসঙ্গে নূপুর শর্মা ইস্যুও উল্লেখ করেছেন ঈশ্বরাপ্পা। তাঁর বক্তব্য, ‘নূপুর শর্মা পয়গম্বরকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা তা নিয়ে প্রতিবাদ জানিয়েছে। একইভাবে দেব-দেবীকে অসম্মান করার হিন্দুদেরও সরব হওয়া দরকার। ’
2022-07-06 08:51:21সার্ভিস চার্জে নিষেধাজ্ঞা জারি হলেও মানবে না রেল। মন্ত্রকের ‘অজুহাত’- ট্রেন কোনও হোটেল কিংবা রেস্তরাঁ নয়। তাই সিসিপিএ সার্ভিস চার্জ বন্ধের নিদান দিলেও এই নিয়ম কার্যকর করবে না রেল বোর্ড। বরং ২০১৮ সালের নিয়ম অনুসারে রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে অন-বোর্ড খাবার কিনলে যাত্রীদের অতিরিক্ত ৫০ টাকা দিতেই হবে। এমনই খবর রেল সূত্রের। নামপ্রকাশে অনিচ্ছুক আইআরসিটিসির এক শীর্ষ আধিকারিক বলেন, ‘রেল বোর্ড এখনও পর্যন্ত সার্ভিস চার্জ সংক্রান্ত কোনও সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেনি। তাছাড়া চলন্ত ট্রেন এবং হোটেল, রেস্তরাঁ এক জিনিস নয়। হোটেল কিংবা রেস্তরাঁয় যে নিয়ম কার্যকর করা যায়, তা ট্রেনের ক্ষেত্রে খাটে না।’ রেল বোর্ডের আধিকারিকরা এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।
2022-07-06 08:39:30ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে বৃদ্ধি পেল রান্নার গ্যাস। কলকাতায় আজ থেকে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ১ হাজার ৭৯ টাকা।
2022-07-06 08:32:02১৮৮৫- জোসেফ মেইস্টারের উপর জলাতঙ্ক রোগের টিকা সফলভাবে পরীক্ষা করলেন লুই পাস্তুর
১৮৯২- ব্রিটেন পার্লামেন্টে প্রথম ভারতীয় হিসাবে নির্বাচিত হলেন দাদাভাই নওরোজি
১৯০১- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম
১৯৩০ - কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণের জন্ম
১৯৪৪ - সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে জাতির জনক অভিধা প্রদান করেন
১৯৪৬- আমেরিকার ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশের জন্ম
১৯৪৬- মার্কিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের জন্ম
১৯৫২ - লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল
১৯৮৫- অভিনেতা রণবীর সিংয়ের জন্ম
১৯৮৬- রাজনীতিবিদ জগজীবন রামের মৃত্যু
২০০২- রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির মৃত্যু
মেষ: সামাজিক কর্মে সক্রীয় অংশগ্রহণ।
বৃষ: গৃহক্ষেত্রে পারস্পরিক সম্পর্কে জটিলতা বৃদ্ধি ও মানসিক উত্তেজনা বৃদ্ধি।
মিথুন: কর্মে উন্নতি ও উপার্জন বৃদ্ধি হলেও মনে অস্থিরতা থাকবে।
কর্কট: পারিপার্শ্বিক কারণে চিত্ত চাঞ্চল্য বাড়বে।
সিংহ: সম্পত্তি কেনাবেচায় প্রচুর লাভ ও আর্থিক উন্নতি।
কন্যা: মনে অস্থিরতা থাকলেও কর্মে সাফল্য আসবে।
তুলা: নিজ উগ্রতাপূর্ণ ব্যবহার বন্ধ করুন, গৃহে শান্তি ফিরবে।
বৃশ্চিক: দেবকর্মে অর্থ ব্যয় ও উৎসব পালন।
ধনু: উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ সাফল্য ও সম্মান।
মকর: প্রণয়যোগ আছে।
কুম্ভ: কর্মোন্নতি ও কর্মস্থলে সুনাম বৃদ্ধি।
মীন: সব কর্মেই কম বেশি সাফল্য।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
আজ সকালে নৈহাটি পৌরসভার গোয়ালাফটকে যোগেন্দ্রর রাজভর (৪২) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পেয়ে অকুস্থলে আসে নৈহাটি থানার পুলিস। এলাকাবাসীদের অভিযোগ, সম্পত্তির ভাগ-বাটোয়ারা সংক্রান্ত বিষয়ের জেরেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে যোগেন্দ্রের মেজভাই মহেন্দ্র রাজভর এবং ভাইপোকে আটক করেছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল হ্যাক করে জালিয়াতির অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিনজন অভিযুক্তকে। অভিযোগ, একাধিক উপভোক্তার টাকা তারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে গিয়েছে। ইতিমধ্যেই গঙ্গারামপুর থানার পুলিস ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৩,০৮৬ জন। দীর্ঘ কিছুমাস পর ফের বেড়েছে করোনার সংক্রমণের গ্রাফ। মৃত্যু হয়েছে ১৯ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৪৭৫। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ২৪২ জন রোগীর। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১২,৪৫৬ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯৮.০৯ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
মুর্শিদাবাদের ডোমকলে বোমা বিস্ফোরণ। মৃত্যু হল একজনের। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ডোমকলের বঘারপুরের রমনা এলাকায়। এই ঘটনায় কয়েকজন জখম হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় একজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উইম্বলডনে রাফায়েল নাদালের দৌড় অব্যাহত। সোমবার তিনি সহজে হারালেন বটিক ফন দি জ্যানস্কালপকে। ম্যাচের ফল ৬-৪, ৬-২, ৭-৬। পৌঁছে গেলেন কোয়ার্টার-ফাইনালে। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন স্প্যানিশ তারকাটি। তৃতীয় সেটে বটিক দারুণ লড়াই করেন। টাইব্রেকারে গড়ায় সেট। তবে শেষ হাসি হাসেন নাদালই।
2022-07-05 08:59:05আসন্ন মরশুমে দলবদল করতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকার সিদ্ধান্ত ইতিমধ্যে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কর্তাদের জানিয়ে দিয়েছেন এজেন্ট জর্জ মেন্ডিস। এবার প্রি-সিজনে ম্যান ইউয়ের প্রথম প্র্যাকটিস সেশনেও গরহাজির থাকলেন রোনাল্ডো। ফুটবল মহলের ধারণা, দল ছাড়বেন বলেই অনুশীলনে ডুব দিয়েছেন সিআরসেভেন। উল্লেখ্য, নতুন কোচ এরিক টেন হ্যাগের তত্ত্বাবধানে এদিনই প্রথম অনুশীলনে নেমেছিলেন ব্রুনোরা। মিডিয়ার দাবি, রোনাল্ডো আগেই ট্রেনিংয়ে না থাকার কথা জানিয়ে দিয়েছিলেন।
2022-07-05 08:48:59কাজাখস্তানে অনুষ্ঠিত এলোরডা বক্সিং কাপে সোনা জিতলেন আলফিয়া পাঠান ও গীতিকা। এর আগে যুব বিশ্বকাপে সেরার শিরোপা পেয়েছেন আলফিয়া। এলোরডা কাপে ভারতের বাকি দুই মহিলা বক্সার কালাইভানি ও যমুনা বোরো রুপো জিতেছেন। ভারতের সংগ্রহে মোট দু’টি সোনা, দু’টি রুপো ও দশটি ব্রোঞ্জ।
2022-07-05 08:38:53ভারত প্রথম ইনিংস ৪১৬। ইংল্যান্ড প্রথম ইনিংস ২৮৪। ভারত দ্বিতীয় ইনিংস (১২৫-৩ থেকে): পূজারা ক লিস ব ব্রড ৬৬, পন্থ ক রুট ব স্টোকস ৫৭, শ্রেয়স ক অ্যান্ডারসন ব পটস ১৯, জাদেজা বো স্টোকস ২৩, শার্দূল ক ক্রলি ব পটস ৪, সামি ক লিস ব স্টোকস ১৩, বুমরাহ ক ক্রলি ব স্টোকস ৭, সিরাজ অপরাজিত ২, অতিরিক্ত ১৯, মোট (৮১.৫ ওভারে) ২৪৫। বোলিং: অ্যান্ডারসন ১৯-৫-৪৬-১, ব্রড ১৬-১-৫৮-২, পটস ১৭-৩-৫০-২, লিচ ১২-১-২৮-১, স্টোকস ১১.৫-০-৩৩-৪, রুট ৬-১-১৭-০।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস (টার্গেট ৩৭৮ রান): লিস রান আউট ৫৬, ক্রলি বো বুমরাহ ৪৬, পোপ ক পন্থ ব বুমরাহ ০, জো রুট ব্যাটিং ৭৬, জনি বেয়ারস্টো ব্যাটিং ৭২, অতিরিক্ত ৭, মোট (৫৭ ওভারে, ৩ উইকেটে)২৫৯। বোলিং: বুমরাহ ১৩-০-৫৩-২, সামি ১২-২-৪৯-০, জাদেজা ১৫-২-৫৩-০, সিরাজ ১০-০-৬৪-০, শার্দূল ৭-০-৩৩-০।
আগামী ১০ জুলাই, রবিবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবার্ষিকী পালন করা হবে। এই অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি ভাষায় দু’টি পৃথক স্মারকগ্রস্থ প্রকাশ করা হবে। একটি খণ্ডে থাকবে আত্মস্থানন্দ মহারাজের রচনা, বক্তৃতা, সাক্ষাৎকার ও পত্রাবলী। অন্যটিতে তাঁর স্মৃতিচারণা করেছেন বহু সন্ন্যাসী-সন্ন্যাসিনী ও দেশ-বিদেশের বিশিষ্ট মানুষজন।
2022-07-05 08:16:14১৬৮৭: ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয়
১৮৪১: টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন
১৯০১:বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকারের জন্ম
১৯৪৪: অভিনেতা দীপঙ্কর দের জন্ম
১৯৪৬: রাজনীতিক রামবিলাস পাসোয়ানের জন্ম
১৯৭৩: নৃত্যশিল্পী তথা বিশিষ্ট কোরিওগ্রাফার গীতা কাপুরের জন্ম
১৯৮২: সঙ্গীত শিল্পী জাভেদ আলির জন্ম
১৯৯৩: অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৯৫: বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় পি ভি সিন্ধুর জন্ম
২০০৫: ক্রিকেটার বালু গুপ্তের মূত্যু
২০০৭: অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের মৃত্যু
মেষ: আইনজীবীদের কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধি।
বৃষ: ব্যবসায় অর্থলগ্নির আগে বিশেষ চিন্তাভাবনা প্রয়োজন।
মিথুন: বিদ্যার্থীদের পরীক্ষায় সাফল্য।
কর্কট: মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।
সিংহ: গবেষণায় বিশেষ সাফল্য ও প্রশংসা লাভ।
কন্যা: কর্মক্ষেত্রে কোনও সুসংবাদ পেতে পারেন।
তুলা: বিদ্যার্থীদের পরীক্ষার ফল ভালো হবে।
বৃশ্চিক: পড়ুয়াদের শুভদিন।
ধনু: কর্মে সাফল্য ও দায়িত্ব বৃদ্ধি।
মকর: নতুন কাজের বরাত আসতে পারে।
কুম্ভ: দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে প্রভূত অর্থ প্রাপ্তি।
মীন: একাধিক সূত্রে প্রচুর ধনলাভ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
আবার ছবি হবে। ৯২ বছরের অশক্ত শরীরেও চিকিৎসকদের জানিয়েছিলেন পরিচালক তরুণ মজুমদার। আজ বর্ষীয়াণ পরিচালকের প্রয়াণের পর একথা জানিয়েছেন, পিজি হাসপাতালের ইএনটি প্রফেসর ডাঃ সুদীপ কুমার দাস।
রবিবার রাতে ডাকাতির ছক বানচাল করে দিল ময়নাগুড়ি থানার ভিলেজ পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিস। গ্রেপ্তার করা হয় দু'জন দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে ভোজালি, লোহার রড উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ময়নাগুড়ি থানার ভিলেজ পুলিস রামমোহন রায়-সহ দু'জন আধিকারিক বিবেক সুববা ও নির্মল চন্দ্র রায় এই অভিযান চালান। জলপাইগুড়ি দিনবাজারের বাসিন্দা জিতেন ডোম ও বীরপাড়ার বাসিন্দা রাজু ওরাঁওকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয়েছে একটি অ্যাম্বুলেন্সও। পুলিস সূত্রে খবর, ধৃতেরা জাতীয় সড়কে বিভিন্ন গাড়ি থেকে জিনিসপত্র ছিনতাই করত। এই ঘটনায় আরও অনেকে জড়িত রয়েছেন বলে পুলিসের অনুমান। ময়নাগুড়ি থানার পুলিস জানিয়েছে, ধৃতেরা স্বীকার করেছে যে ডাকাতির উদ্দেশ্যেই তারা ময়নাগুড়িতে এসেছিল।
2022-07-04 13:03:39পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শেরপুর জিবন্তি রাজ্য সড়কের মহলন্দী গ্রামের কাছে। এদিন কান্দি থানার খোসবাজপুর থেকে একটি বাইকে চড়ে তিনজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে বালি বোঝাই ডাম্পারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। মৃতেরা হলেন, রাকিমা বিবি ও নাজরিন সুলতানা। সম্পর্কে তাঁরা পিসি ও ভাইঝি। ঘটনাস্থলে পৌঁছেছে কান্দি থানার পুলিস। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
2022-07-04 12:52:03মেখলিগঞ্জের ইন্দিরা গালর্স হাইস্কুলে জয়েন করলেন ববিতা সরকার। এদিন প্রধান শিক্ষিকা এবং পরিচালন সমিতির সভাপতির উপস্থিতিতে তিনি শিক্ষিকা হিসেবে স্কুলে যোগদান করেন। ববিতা সরকার যোগদান করার পরই তাঁকে সংবর্ধনা দেয় বাম ও বিজেপির ছাত্র সংগঠন।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬,১৩৫ জন। দীর্ঘ কিছুমাস পর ফের বেড়েছে করোনার সংক্রমণের গ্রাফ। মৃত্যু হয়েছে ২৪ জন রোগীর। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১৩ হাজার ৮৬৪। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ২২৩ জন রোগীর। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৩,৯৫৮ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯৭.৯৮ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
নবদ্বীপধামে বাবার অস্থি বিসর্জন দিতে এসে আত্মঘাতী হলেন যুবক। আজ, সোমবার সকলে মন্দিরের শৌচাগারে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম নিশিকান্ত সিংহ (৬৪)। বাড়ি ত্রিপুরার কৈলাস শহরে। পুলিস জানিয়েছে, এদিন সকালে নবদ্বীপের শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউ মন্দিরের (গোবিন্দবাড়ি) শৌচাগারের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান আত্মঘাতী হয়েছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।
2022-07-04 10:11:08বসিরহাট শহরকে পরিষ্কার রাখতে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজ আগেই শুরু করেছিল পুরসভা। সংগ্রহ করা সেই বর্জ্য থেকে তৈরি করা হয়েছে জৈবসার। ‘ইছামতী জৈবসার’ ব্র্যান্ড নামে এবার তা বাজারে বিক্রির পরিকল্পনা করেছে পুরসভা। শনিবার বসিরহাট রবীন্দ্রভবন মঞ্চ থেকে স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি-র অফিসারদের উপস্থিতিতে বসিরহাট পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র ও বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হল সেই ইছামতী জৈবসার বিক্রির। প্রাথমিক পর্যায়ে ৫ এবং ১০ কেজির প্যাকেটে এই সার বিক্রি করা হচ্ছে। ১০ টাকা কেজি হিসেবে দাম রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের সহযোগিতায়, কৃষি দপ্তরের মাধ্যমে বসিরহাট পুর কর্তৃপক্ষ এই জৈবসার বাজারে ছাড়ছে। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, এভাবে বর্জ্য থেকে জৈব সার প্রক্রিয়াকরণ শুরু হওয়ার পর শহরে আবর্জনা জমার প্রবণতাও অনেকটা কমেছে। প্রত্যেক ওয়ার্ডে বাসিন্দারা নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলছেন।
2022-07-04 10:07:28প্রায় চারদিন ধরে নিখোঁজ থাকার পর ১১ বছরের এক শিশুর দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার মহম্মদপুর গ্রামে। পুলিস সূত্রে খবর, মৃতের নাম জয় দাস। আজ, সোমবার সকালে ওই গ্রামের একটি জলাশয়ে তার দেহ ভাসতে দেখেন বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পরে পুলিস কর্মীরা এসে দেহ উদ্ধার করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
2022-07-04 10:04:54রতনবাবুর ঘাট সংলগ্ন গঙ্গাপাড়ের বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই সেখানকার ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারকে নতুন বাড়ি বানিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন পরিবহণ মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। ওই বাড়িগুলি ভাঙনের মুখে দাঁড়িয়ে। সূত্রের খবর, এই কাজের জন্য ওই পাড়াতেই গঙ্গার ঘাট থেকে কিছুটা দূরে একটি কলোনি জমিকে বেছে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে ১২ থেকে ১৪টি পরিবারের বাস। এই জমিতেই তিন বা চারতলা আবাসন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই জমিতে বর্তমানে যাঁরা বাস করেন, তাঁদেরও ফ্ল্যাট দেওয়া হবে। পাশাপাশি, গঙ্গাপাড়ের ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারও সেখানে নতুন ঘর পাবে। স্থানীয় বিধায়ক তথা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনি কলকাতায় ফেরার পর ওই এলাকা পরিদর্শন করা হবে। এই প্রসঙ্গে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কার্তিক মান্না বলেন, ওই পাড়ায় একটি জমি পাওয়া গিয়েছে।
2022-07-04 10:00:34একাধিক ওষুধ নির্মাতার বিভিন্ন ওষুধ মিলিয়ে ৮১টি জরুরি ওষুধের দাম বাঁধল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের অধীন ওষুধ দপ্তর এই নির্দেশ জারি করেছে। এই তালিকায় রসুভাসটাটিন, মেটফরমিন, গ্লিমিপেরাইড, অ্যামক্সিসিলিন, অ্যামলোডিপিন, টেলমিসার্টন, অ্যাটোরভাসটাটিন প্রভৃতি বাজার চলতি দরকারি ওষুধের বহু কম্বিনেশন আছে। এছাড়া আছে বিভিন্ন কোম্পানির ট্যাজোব্যাকটম, ডাইক্লোফেনাক প্রভৃতি ওষুধের ইঞ্জেকশন। ওফ্লক্সাসিন, মেট্রোনিডাজোল, প্যরাসিটামল, আইব্রুফেন প্রভৃতির কম্বিনেশনের বহু দ্রবণ বা সাসপেনশনও আছে তালিকায়। যদিও এ-প্রসঙ্গে রবিবার দেশের ওষুধের দোকানদারদের অন্যতম সংগঠন অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়দীপ সরকার বলেন, প্রতি বছরই দু’-একবার বিভিন্ন ওষুধের কিছু প্রধান উপাদানের দাম বাঁধে কেন্দ্র। এটা সেরকমই ঘটনা। যেটা চিন্তার বিষয় হল, এতকিছুর পরও ওষুধ বাজারের মাত্র ২০ শতাংশের দাম কেন্দ্র নিয়ন্ত্রণ (কন্ট্রোলড শ্রেণি) করে। ওই ২০ শতাংশের অর্ধেকই আবার সাত-আট মাসের মধ্যে বাজার থেকে উধাও হয়ে যায়। দামের মার্জিন কমে যায় বলে নানা ছলছুতোয় ধীরে ধীরে সেগুলির উৎপাদন কমিয়ে দেওয়া হয়। ফলে, এই দাম কমানো হল লোক দেখানো।
2022-07-04 09:37:16করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন প্রায় সকলেই। কিন্তু, বিধাননগর পুরসভা এলাকায় এখনও প্রায় ৫৬ হাজার মানুষের নাকি দ্বিতীয় ডোজ বাকি! পুরসভা সূত্রে জানা গিয়েছে, কো-উইন অ্যাপের তথ্য দেখে রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে বিষয়টি পুরসভা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কারা দ্বিতীয় ডোজ নেননি, তাঁদের চিহ্নিত করে অবিলম্বে দ্বিতীয় ডোজ দিতে বলা হয়েছে। পুরসভার দাবি, যাঁরা প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁদের প্রত্যেককে মোবাইলে ফোন করে দ্বিতীয় ডোজের কথা বলা হচ্ছে। শতাধিক স্বাস্থ্যকর্মী ফোনে এই কাজ করছেন। প্রত্যেকে যাতে ভ্যাকসিন পান, তার জন্য ২ জুলাই ১২ জুলাই পর্যন্ত বিশেষ ভ্যাকসিন কর্মসূচিও নেওয়া হয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, বিধাননগর থেকে কারা কারা প্রথম ডোজ নিয়েছেন এবং কারা কারা দ্বিতীয় ডোজ নিয়েছেন, তার হিসেবে বের করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, এখনও ৫৬ হাজার মানুষের দ্বিতীয় ডোজ বাকি।
2022-07-04 09:00:00অবিলম্বে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের সব ঠিকাশ্রমিককে দেওয়া হবে পে স্লিপ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই সবপক্ষকে নিয়ে দুর্গাপুরে বৈঠকে এমনই সিদ্ধান্ত হল। ২৯ জুন দুর্গাপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে অভিযোগ আছে বেশিরভাগ ঠিকাশ্রমিক পে স্লিপ পান না। তাই তাঁদের বেতন কোথায় কত কাটা হচ্ছে, তা জানতে পারেন না। রাজ্যজুড়ে সব ঠিকা শ্রমিকদের পে স্লিপ দেওয়া নিশ্চিত করতে হবে। সেই বার্তার পরই রবিবার দুর্গাপুরে বৈঠকে বসেন পূর্তমন্ত্রী মলয় ঘটক, শ্রমদপ্তরের প্রতিনিধি ও আইএনটিটিইউসির শীর্ষ নেতৃত্ব। উপস্থিত ছিলেন শিল্পাঞ্চলের কলকারখানাগুলির মালিক পক্ষ। সেখানেই পে স্লিপের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পিএফ সহ বাকি সুযোগ সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়। এর পাশাপাশি যেভাবে পূর্ব মেদিনীপুর জেলায় জেলাশাসকের নেতৃত্বে একটি কমিটি ঠিকাশ্রমিক নিয়োগের বিষয়টি দেখছে, অদূর ভবিষ্যতে রাজ্যের অন্যতম বড় শিল্পক্ষেত্র আসানসোল-দুর্গাপুরেও তাই হতে চলেছে বলে বার্তা দিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অবিলম্বে সব ঠিকা শ্রমিককে পে স্লিপ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনতে জেলাশাসককে মাথায় রেখে কমিটি গড়ে এখানেও নিয়োগ করা নিয়ে আলোচনা চলছে।
2022-07-04 08:51:30রবিবার কৃষ্ণনগরে রবীন্দ্রভবনে ছিল ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা। সেই মঞ্চ থেকে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, নবীন ও প্রবীণের মিশলেই তৈরি হবে আগামীর তৃণমূল-কংগ্রেস। এইভাবে মজবুত করতে হবে দলের ভীত। পাশাপাশি দলের কর্মীদের মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান জানান তিনি। শহিদ দিবসের দিন ধর্মতলায় উৎসাহের সঙ্গে সবাইকে হাজির হতে বলেন। রবীন্দ্রভবনের সভায় উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি রিক্তা কুণ্ডু, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, সাংসদ মহুয়া মৈত্র সহ জেলা শীর্ষ নেতৃত্বরা। এছাড়াও উপস্থিত ছিলেন নদীয়া উত্তর ও দক্ষিণের তৃণমূল বিধায়ক, জেলা সভাপতি, পুরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতেই জেলা নেতৃত্ব বক্তব্য রাখে। তবে ওই সভাতেই ফের প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। যার ফলে একাধিকবার সভা বিঘ্নিত হয়। উল্লেখ্য, চাপড়ার বহিষ্কৃত তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্যের সাংগঠনিক সভায় উপস্থিতি ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যদিও দলের জেলা নেতৃত্ব এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পার্থবাবু বলেন, আজ সকলেই সভায় উপস্থিত ছিল। ২১শে জুলাইয়ের তাৎপর্য ব্যখ্যা করা হয়েছে। নবীন প্রবীণের সংমিশ্রণে দলকে আরও মজবুত করতে হবে। তার দিকনির্দেশ দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বিশ্বাস যে এবার এক ঐতিহাসিক সভা ধর্মতলায় দেখবেন বাংলার মানুষ। অন্যদিকে, সভা থেকে কেন্দ্র সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সাংসদ মহুয়া মৈত্র। সিপিএমের থেকেও হিংস্র বিজেপি সরকার, বলেন সাংসদ।
2022-07-04 08:40:00রেলের পদ বিলোপের সিদ্ধান্ত নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করল অফিসার সংগঠনও। রবিবার চিত্তরঞ্জনে সিএলডব্লু প্রমোটি অফিসার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়। তাঁদের বার্ষিক রিপোর্টেও উল্লেখ করা হয়েছে, কী পরিমাণ অফিসারদের পদের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। পদ তুলে দেওয়ার পাশাপাশি ইঞ্জিন তৈরির লক্ষ্যমাত্রা বাড়ানোর জেরে কাজের চাপও কয়েক গুণ বাড়ছে। এছাড়া সময়মতো পদোন্নতিও হচ্ছে না বলে অসন্তোষ বাড়ছে অফিসার মহলেও। সংগঠনের সাধারণ সম্পাদক একে হীরা ও সভাপতি গৌতম মণ্ডল বলেন, পদ বিলোপ হওয়ার ফলে পদোন্নতিতে সমস্যা তো হয়। এনিয়ে আমাদের সংগঠনের উচ্চ নেতৃত্ব আলোচনা করছে।
2022-07-04 08:38:28১৭৭৬: আমেরিকা স্বাধীনতা লাভ করে
১৮১৭: স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় ক্যালকাটা স্কুল-বুক সোসাইটি গঠিত হয়
১৮২৮: উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গবর্নর জেনারেল পদে নিযুক্ত হন
১৮২৯: লন্ডনে প্রথম বাস চলাচল শুরু
১৮৮১: শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়
১৮৮৬: ফ্রান্সের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়
১৯০২: স্বামী বিবেকানন্দের প্রয়াণ
১৯৩৪: নোবেলজয়ী বিজ্ঞানী মেরি কুরির মৃত্যু
১৯৪৩: সিঙ্গাপুরের ক্যাথে সিনেমা হলে সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুর কাছ থেকে ভারতীয় স্বাধীনতা লীগ ও আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন
১৯৪৪ - সুভাষচন্দ্র বসুর বর্মাতে স্মরণীয় আহ্বান তোমরা আমাকে রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেব
১৯৫৯: অভিনেত্রী নীনা গুপ্তার জন্ম
১৯৬৮: টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির জন্ম
১৯৮৭: প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন ইমরান খান
মেষ: পেশা, ব্যবসা ও বিদ্যায় দিনটি শুভ।
বৃষ: উচ্চশিক্ষা ও গবেষণায় বিশেষ অগ্রগতি।
মিথুন: কর্মস্থলে সাফল্য ও সুনাম।
কর্কট: পেশাদারি ও ব্যবসায়িক কর্মে সাফল্য ও আর্থিক উন্নতি।
সিংহ: নতুন কোনও মিত্র লাভে ভাগ্যোন্নতি।
কন্যা: কর্ম পরিবেশে শত্রুতা ও বাধায় চিত্তচাঞ্চল্য।
তুলা: হঠাৎ স্বাস্থ্যহানির যোগ আছে।
বৃশ্চিক: যে কোনও কর্মে উপার্জন বৃদ্ধি।
ধনু: পড়ুয়া ও গবেষকদের সাফল্য ও সুনাম।
মকর: নতুন কর্মলাভ হতে পারে।
কুম্ভ: উচ্চশিক্ষায় শুভ।
মীন: আর্থিক দিক শুভ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25