পুকুর পাড়ে খেলতে গিয়ে মর্মান্তিক পরিণতি। জলে ডুবে মৃত্যু হল ভাই ও বোনের। ঘটনাটি ঘটেছে, কালনার নান্দাই বাগানপাড়া এলাকায়। মৃতরা হল দেবকী টুডু(৫) ও দীপ টুডু(৩)। জানা গিয়েছে, আজ সকাল ৯টা নাগাদ, প্রতিদিনের মতোই দুই শিশুকে বাড়িতে রেখে কাজে চলে যায় তাদের মা-বাবা। ভাই বোন পুকুর পাড়ে খেলার সময় জলে পড়ে যায়। পরে প্রতিবেশীরা দু’জনের মৃতদেহ উদ্ধার করে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
2022-05-24 14:40:03মেখলিগঞ্জে ফিরলেন পরেশ অধিকারী। আজ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি হয়ে তিনি নিজের বাড়িতে পৌঁছোন। বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। অপরদিকে তার মেয়ের বেতন বন্ধের নোটিশ পাওয়ার পর, ইন্দিরা গালর্স হাই স্কুলে চলছে পরিচালন সমিতির সভা।
2022-05-24 14:35:00কাঁচরাপাড়ায় এক ব্যক্তির গলাকাটা মৃতদেহের খুনের কিনারা। সেই ঘটনার তদন্তে নেমে বীজপুর থানার পুলিস কালু বাসফোর (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে। জেরায় অভিযুক্ত যুবক স্বীকার করে যে সেই চানেশ্বর সাউকে গলার নলি কেটে খুন করে।
মাতলা রেঞ্জ থেকে উদ্ধার এক আহত কচ্ছপ। বিরল প্রজাতির এই কচ্ছপের প্যাডেলে আঘাত লাগায় নদী পাড়ে উঠে এসেছিল। তাঁকে উদ্ধার করে ঝড়খালিতে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। আপাতত ওই কচ্ছপটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্রের খবর, সামান্য আঘাত রয়েছে তাঁর প্যাডেলে। দ্রুত চিকিৎসা করে ছাড়া হবে। ওই কচ্ছপটি অলিভ রিডলে প্রজাতির।
জম্মুতে কাজ করতে গিয়ে মৃত্যু হয় ধূপগুড়ির দুই শ্রমিকের। তাঁদের মৃতদেহ আজ, মঙ্গলবার সকালে গ্রামে নিয়ে আসা হয়। তাঁদের বাড়ি ধূপগুড়ির মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত দুজন শ্রমিকের নাম যাদব রায় ও গৌতম রায়। তাঁদের মৃতদেহ গ্রামে প্রবেশ করতে বাড়ির লোকজন কান্নায় ভেঙে পড়েন। সমগ্র এলাকা শোক স্তব্ধ হয়ে রয়েছে। জানা গিয়েছে,আজ দুপুরের পর গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বাকি তিন শ্রমিকের মৃতদেহ গ্রামে আসবে।মাগুরমারি ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা রায় জানিয়েছেন, দুটি তরতাজা যুবকের প্রাণ চলে গিয়েছে। সকাল থেকেই আমরা দুই শ্রমিকের বাড়ির সামনে রয়েছি। মৃত দুই শ্রমিকের বাড়ির সামনেই শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে।
মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর আয়কর সংক্রান্ত নথি চাইল সিবিআই। ইতিমধ্যেই তাঁর নামে বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি ও নগদ গয়নার হদিস পেয়েছে সিবিআই। এগুলির উৎস যাচাই করতে রিটার্ন নথি চাওয়া হয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৭৫ জন। মৃত্যু হয়েছে ৩১ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৪১ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৬৩৫ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৪০ হাজার ০৬৮ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৪৯০ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯১ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। সিবিআইকে সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন তিনি। আজ, মঙ্গলবার সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতার।
মুর্শিদাবাদে মুণ্ডুহীন একটি দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ, মঙ্গলবার সকালে নওদা থানার ডাকাতিপোতার একটি পাট খেতের মধ্য থেকে ওই দেহটি উদ্ধার করা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
নিরাপত্তার কারণে আগামী ৩০ মে থেকে ব্যাঙ্কশাল ও নগর দায়রা আদালত চত্বরে বহিরাগতদের গাড়ি রাখা পুরোপুরি নিষিদ্ধ করা হল। এই মর্মে কলকাতা নগর দায়রা আদালত প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
2022-05-24 10:07:36ডোমজুড়ের মাকড়দহ শ্যুটআউট কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত। যদিও নাটকীয় ভাবে গ্রেপ্তার হয়েছে ওই দুষ্কৃতী। গত সোমবার, কলকাতা পুলিসের গুণ্ডাদমন শাখার কাছে গোপন সূত্রে খবর আসে বেআইনি অস্ত্র লেনদেনের। সেইমতো অভিযান চালিয়ে অস্ত্র সহ বমাল গ্রেপ্তার করা হয় প্রভাত দাস ওরফে আলুকে।
2022-05-24 10:06:00মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর আয়কর সংক্রান্ত নথি চাইল সিবিআই। ইতিমধ্যেই তাঁর নামে বেনামে বিপুল পরিমাণ সম্পত্তি ও নগদ গয়নার হদিস পেয়েছে সিবিআই। এগুলির উৎস যাচাই করতে রিটার্ন নথি চাওয়া হয়েছে।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৭৫ জন। মৃত্যু হয়েছে ৩১ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৮৪১ জন। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৬৩৫ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৪০ হাজার ০৬৮ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৪৯০ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯১ কোটির বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। সিবিআইকে সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন তিনি। আজ, মঙ্গলবার সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূল নেতার।
মুর্শিদাবাদে মুণ্ডুহীন একটি দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। আজ, মঙ্গলবার সকালে নওদা থানার ডাকাতিপোতার একটি পাট খেতের মধ্য থেকে ওই দেহটি উদ্ধার করা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
নিরাপত্তার কারণে আগামী ৩০ মে থেকে ব্যাঙ্কশাল ও নগর দায়রা আদালত চত্বরে বহিরাগতদের গাড়ি রাখা পুরোপুরি নিষিদ্ধ করা হল। এই মর্মে কলকাতা নগর দায়রা আদালত প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
2022-05-24 10:07:36ডোমজুড়ের মাকড়দহ শ্যুটআউট কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত। যদিও নাটকীয় ভাবে গ্রেপ্তার হয়েছে ওই দুষ্কৃতী। গত সোমবার, কলকাতা পুলিসের গুণ্ডাদমন শাখার কাছে গোপন সূত্রে খবর আসে বেআইনি অস্ত্র লেনদেনের। সেইমতো অভিযান চালিয়ে অস্ত্র সহ বমাল গ্রেপ্তার করা হয় প্রভাত দাস ওরফে আলুকে।
2022-05-24 10:06:00গোকুলাম: বসুন্ধরা (বিকেল ৪-৩০) মাজিয়া: মোহন বাগান (রাত ৮-৩০)
সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে
আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দুবরাজপুরে। ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের ৬ নম্বর ওয়ার্ডের কুলুপাড়াতে। ওই এলাকার এক বাড়ির দোতলায় একটি ঘর আগুন লাগে। ওই এলাকার মানুষ ঘরের জানলা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন। দুবরাজপুর থানার পুলিস ও সিউড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে বাড়ির বেশি কিছু দামী সামগ্রী পুড়ে গিয়েছে, বলে জানা যাচ্ছে। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
দিল্লির নতুন লেফটেন্যান্ট গভর্নর হলেন বিনয়কুমার সাক্সেনা। গত বুধবার অনিল বাইজল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদে ইস্তফা দেন। এর কয়েকদিনের মধ্যেই বিনয়কুমার সাক্সেনাকে এই পদে নিয়োগ করা হল। সোমবার রাষ্ট্রপতি ভবন সূত্রে তাঁর নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
2022-05-24 09:36:49দুয়ারে সরকার সহ বিভিন্ন প্রকল্পের কাজকর্ম কেমন চলছে, খতিয়ে দেখতে সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন রাষ্ট্রায়ত্ত সংস্থা ও শিল্প পুনর্গঠন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব হৃদেশ মোহন। তিনি সরকার নিযুক্ত এই জেলার বিশেষ সমন্বয়কারী অফিসার। এদিন তিন ঘণ্টার বেশি সময় ধরে চলে বৈঠক। ১০০ দিনের কাজ, লক্ষ্মীর ভাণ্ডার, বিএসকে নিয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। কোথায় কোথায় এখনও উন্নতি প্রয়োজন, তারও পরামর্শ দিয়েছেন ওই কর্তা। এদিনের বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্পে জেলা কোথায় দাঁড়িয়ে, তা তুলে ধরা হয়েছে। দুয়ারে সরকার ক্যাম্পে কেমন ভিড় হচ্ছে বা পাড়ায় সমাধান নিয়ে কতটা কাজ এগিয়েছে সেসব বিষয় আলোচিত হয়। বৈঠকে জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক ছাড়াও বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
2022-05-24 09:35:03দ্রুত প্রকাশিত হতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত আইসিডিএস সুপারভাইজার নিয়োগের লিখিত পরক্ষার ফল। কেবল মহিলাদের জন্য হওয়া এই পরীক্ষাটিতে সফলভাবে উত্তীর্ণদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে ১ জুলাই থেকে। আর ইন্টারভিউ শুরু হতে চলেছে ২৫ জুলাই থেকে।
2022-05-24 09:18:20অষ্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্বে ড্যানিয়েল ভেট্টোরি। আজ, মঙ্গলবার পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলের তরফে ঘোষণা করা হয়েছে। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে কাজ করতে দেখা যাবে তাঁকে।
পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৭ জনের। গুরুতর আহত ২৬ জন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের জুবিলিতে। লরির সঙ্গে একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটেছে এই ঘটনা। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফের জেলা সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত জঙ্গলমহলের পুরুলিয়া ও বাঁকুড়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ৩০ তারিখ পুরুলিয়া থেকে সফর শুরু। এই পর্বে দুই জেলাতেই প্রশাসনিক সমীক্ষা বৈঠক এবং দলীয় কর্মিসভায় অংশ নেবেন তিনি।
এসএসসি দুর্নীতি মামলায় টানা তিনদিন সিবিআই জিজ্ঞাসাবাদের পর কলকাতা ছাড়লেন পরেশ অধিকারী। আজ, মঙ্গলবার ৭.৩০টার বিমানে বাগডোগরা গিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী। যদিও সিবিআইয়ের তরফে তাঁকে কলকাতা ছাড়তে বারণ করা হয়েছিল। তা অমান্য করেই কীভাবে শহর ছাড়লেন তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।
সোমবার থেকে আগামী ২৯ মে পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা আদালতে শুরু হল গ্রীষ্মকালীন ছুটি। আদালত সূত্রে জানা গিয়েছে, এই দিনগুলিতে শুধু মহকুমা কোর্টে বিভিন্ন মামলায় ধৃতদের তোলা হবে। কিন্তু কোন ট্রায়াল কোর্টেই কোন মামলার শুনানি হবে না। আর বিভিন্ন জেলা আদালতে এই ছুটির মরশুমে একদিন কিংবা দু’দিন বসবে বিশেষ আদালত। সেখানে শুধু আগাম জামিন ও জামিন সংক্রান্ত নানা বিষয়ে আবেদনের শুনানি চলবে।
2022-05-24 08:42:27প্রবল বৃষ্টির কারণে কেদারনাথ যাত্রা স্থগিত রাখল উত্তরাখণ্ড সরকার। সোমবার রাজ্যের বিভিন্ন অংশে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়ার অবনতি হওয়ায় পুণ্যার্থীদের হোটেলে ফিরে যেতে বলা হয়েছে। বন্ধ রাখা হয়েছে হেলিকপ্টার পরিষেবা। পাঁচ হাজার পুণ্যার্থীকে হোটেলে ফিরে যেতে বলা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
2022-05-24 08:33:25একাদশ শ্রেণির প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করে ফেলতে হবে ৩০ জুনের মধ্যে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৭ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে ফলাফল। আর ১৫ জুলাইয়ের মধ্যে নম্বর সংবলিত মার্কস ফয়েল সংসদে পৌঁছে দিতে বলা হয়েছে। এগুলির সফট কপি গ্রাহ্য হবে না বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, ১৫ জুন পর্যন্ত স্কুলে গরমের ছুটি চলবে। তার পরে, ১৫ দিনের মধ্যে সেরে ফেলতে হবে পরীক্ষা।
2022-05-24 08:14:09১৫৪৩- বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাসের মৃত্যু
১৬৮৬- পারদ থার্মোমিটারের উদ্ভাবক পদার্থবিজ্ঞানী ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইটের জন্ম
১৮১৯- যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রাণী ভিক্টোরিয়ার জন্ম
১৮৭৫- স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন। এটিই পরে (১৯২০) আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়
১৮৯৯- কবি কাজি নজরুল ইসলামের জন্ম
১৯৪১- বিশ্ববিখ্যাত গায়ক বব ডিলানের জন্ম
১৯৫৫- সুরকার ও সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের জন্ম
১৯৬৪- রিও ডি জেনিরোর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গায় ৩২৮ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।
১৯৭২- বাংলাদেশের জাতীয় কবির সম্মান কাজী নজরুল ইসলামকে
১৯৭৭ - ভারতীয় সংগীত পরিচালক এবং গায়ক জিৎ গাঙ্গুলীর জন্ম
১৯৮৯- অভিনেত্রী তৃপ্তি মিত্রর মৃত্যু
১৯৯২- সঙ্গীতজ্ঞ ও রবীন্দ্র সংগীতপ্রশিক্ষক শৈলজারঞ্জন মজুমদারের মৃত্যু
২০১০- ‘গুপী’র অভিনেতা তপেন চট্টোপাধ্যায়ের মৃত্যু
মেষ: অর্থ প্রাপ্তি হবে।
বৃষ: হাঁটাচলায় সাবধান হোন।
মিথুন: আর্থিক বল বাড়বে।
কর্কট: ভ্রমণে হয়রানির যোগ।
সিংহ: পারিপার্শ্বিক কারণে মানসিক চাপা উত্তেজনা থাকবে।
কন্যা: কর্মস্থলে সুনাম ও উপার্জন বৃদ্ধি।
তুলা: সদসঙ্গ ও মানসিক শান্তি প্রাপ্তি।
বৃশ্চিক: দীর্ঘ প্রতিক্ষার পর কর্মে কাঙ্খিত সাফল্য।
ধনু: স্বাস্থ্য সতর্কতা দরকার।
মকর: অর্থাগম হবে।
কুম্ভ: সৃষ্টিশীল কর্মে ব্যুৎপত্তি ও উপার্জন বৃদ্ধি।
মীন: সম্পত্তি বৃদ্ধির যোগ প্রবল।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
আগামীকাল অর্থাৎ মঙ্গল এবং বুধবার ইডেনে আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে ক্রিকেটপ্রেমীদের বাড়ি ফেরার জন্য বিশেষ মেট্রো চলবে। এই দু'দিন এসপ্ল্যানেড থেকে বিশেষ মেট্রো পরিষেবা মিলবে। এসপ্ল্যানেড স্টেশন থেকে রাত ১২টায় দক্ষিণেশ্বর ও কবি সুভাষ অভিমুখে দুটি মেট্রো চলবে। সেগুলি রাত ১২টা ৩৩ মিনিটে প্রান্তিক স্টেশনে পৌঁছবে।
2022-05-23 19:18:00উত্তরপাড়ার ২১ নম্বর ওয়ার্ডে পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল তিনজন শিশুর। পুলিস সূত্রে খবর মৃতেরা হল অঙ্কিত কুমার (১৩), আদিত্য সাউ (১১) এবং আশিস সাউ (১২)। জানা গিয়েছে আজ, সোমবার তারা এলাকার একটি পুকুরে স্নান করে গিয়েছিল। সেখানেই জলে ডুবে ওই তিন শিশু মারা যায়।
আসানসোল মেয়রের জরিমানা চেয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে। পাঁচ লক্ষ টাকা জরিমানা চেয়ে মামলা দায়ের করেছেন পুরসভার বিরোধী নেত্রী চৈতালি তিওয়ারি। মামলাটি দায়ের হয়েছে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। অভিযোগ, মেয়র শপথের ২ মাস পার। অথচ গঠিত হয়নি মেয়র পারিষদবর্গ। ব্যাহত হচ্ছে নাগরিক পরিষেবাও। বিরোধী নেত্রীর দাবি, আইন ভেঙেছেন মেয়র। ফলে হাইকোর্টের হস্তক্ষেপ ও জরিমানা ধার্যের আবেদন জানিয়ে আজ এই মামলা দায়ের করা হয়েছে। আগামী ৯ জুন মামলার শুনানির সম্ভাবনা।
2022-05-23 16:40:00কেওয়াইসি ফর্ম ফিল আপের নামে অনলাইন ব্যাঙ্ক প্রতারণা। প্রতারণার শিকার হলেন খোদ এক সরকারি আধিকারিক। অভিযোগ ভুয়ো লিঙ্ক পাঠিয়ে তাঁৗ অ্যাকাউন্ট থেকে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। ইতিমধ্যেই পুলিস, প্রতারণায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম, মেহতাব আলম বলে পুলিস সূত্রে খবর।
2022-05-23 14:23:55স্থানীয়দের সন্দেহ ছিল, পুকুরের নীচে অস্ত্র লুকিয়ে রাখা আছে। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি করতে গিয়ে আস্ত অস্ত্র কারখানারই হদিশ পেল পুলিস। ঘটনাটি কালিয়াচকের। সেখানে বেআইনি অস্ত্র কারখানার খবর আগেই প্রকাশিত হয়েছিল বর্তমান পত্রিকায়। এরপরই তৎপর হয় স্থানীয় পুলিস প্রশাসন। তারপর পুকুরের তলা থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিস।
2022-05-23 14:08:00নিজের শ্বশুরবাড়িতে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে, মানিকতলা থানার বাগমারি রোডের ক্ষদিরাম পল্লী এলাকায়। জানা গিয়েছে, মৃতার নাম বিপাশা হালদার (২৪)। তাঁকে শ্বশুরবাড়ির লোক অত্যাচার করতো বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার পর থেকেই পলাতক মৃতার স্বামী ও শ্বশুরবাড়ির অন্যান্যরা। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস।
2022-05-23 12:57:50শীঘ্রই উড়ান শুরু করতে চলেছে ভারতের নবীনতম বিমান সংস্থা আকাশা এয়ার। দেশের নামী বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার মালিকানাধীন আকাশা এয়ার ইতিমধ্যেই উড়ান মন্ত্রকের কাছ থেকে এনওসি শংসাপত্র হাসিল করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছরের অগস্ট মাস থেকেই উড়ান শুরু করে দেবে। সোমবার, সংস্থার টুইটার হ্যান্ডেল থেকে সংস্থার একটি বিমানের ছবি ছাড়া হয়।
2022-05-23 12:28:00এবার কি আইনি বিপাকে পড়তে চলেছেন করণ জোহর! সম্প্রতি এক পাকিস্তানি সঙ্গিত পরিচালকের মন্তব্যে এমনটাই ইঙ্গিত মিলেছে। আসলে কুছ কুছ হোতা হ্যা-এর পরিচালকের প্রযোজনায় আগামী ছবি জুগ জুগ জিও মুক্তি পেতে চলেছে শীঘ্রই। গতকাল, তারই ট্রেইলার লঞ্চ অনুষ্ঠান ছিল। কিন্তু ট্রেইলারে পাকিস্তানি সঙ্গিত পরিচালক আবরার আল হকের একটি গান ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। আর তাই করণের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওই সঙ্গিত পরিচালক। তাঁর কাছ থেকে অনুমতি ছাড়াই গানটি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তাঁর।
2022-05-23 12:08:54অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি মোটরবাইকে চেপে হত্যা করল ইরানে অন্যতম গুরুত্বপূর্ণ সেনা আধিরারিককে। মৃত আধিরারিক ইরানের বিখ্যাত রেভলিউশনারি গার্ডের কর্নেল ছিলেন। দু’জন আততায়ী মোটরবাইকে চেপে এসে কর্নেল আল সৈয়দ খোদায়ারিকে গুলি করে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে ইরানের রাজধানী তেহরানে, তাও ইরানের সংসদ চত্ত্বরে। সেই সময় মৃত আধিকারিক তাঁর গাড়িতে ছিলেন। ঘটনার জেরে স্বভাবতই আন্তর্জাতিক চাপানোতর বৃদ্ধি পেয়েছে। এর আগেও এই কায়দায় ইরানের পরমানু বিজ্ঞানীদের হত্যা করা হয়। তখন ইজরায়েলের দিকে আঙুল তুলেছিল ইরান। এবারও পরোক্ষভাবে বিদেশী শক্তির বিরুদ্ধেই অভিযোগ করছে ইরান।
2022-05-23 11:49:59সাতসকালে ভয়াবহ আগুন লাগল মহারাষ্ট্রের বল্লারপুরে। গতকাল কালামনার কাছে একটি কাগজ কারখানায় আচমকাই আগুন লাগে। কারখানার যেই অংশে আগুন লাগে সেখানে বিপুল পরিমাণে নীলগিরি কাঠ মজুত করে রাখা ছিল। অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৩০ হাজার টন নীলগিরি কাঠ, দুটি বাঁশ গুদাম, একটি পেট্রল পাম্প ও একটি নির্মাণ কোম্পানির অফিস ভস্মীভূত হয়েছে। গতকাল বিকেল তিনটে নাগাদ সেখানে আগুন লাগে ও প্রায় ২০ একড় এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন ক্রমাগত আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
2022-05-23 11:27:00শপথ নিলেন অস্ট্রেলিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনী অ্যালবানিস। শনিবারই সে দেশের রক্ষনশীল দলের প্রার্থী স্কট মরিসনকে হারিয়ে নির্বাচনে হারিয়ে জয়ী হন শ্রমিক দলের আ্যন্থনী। এদিকে শপথ নিয়েই কোয়াড মিটিংয়ে যোগ দেওয়ার লক্ষ্যে জাপানের উদ্দেশে যাত্রা করেছেন তিনি। কোয়াড জোটকে তাই অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীও যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, তেমনটাই মনে করা হচ্ছে। উল্লেখ্য, কোয়াড মিটিংয়ে যোগ দেওয়ার জন্য আজ সকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও টোকিওতে গিয়ে পৌঁছন।
2022-05-23 11:10:43উল্টোডাঙায় অটো চলাচল কার্যত বন্ধের মুখে। অটো না চালানোর এই সিদ্ধান্ত নিয়েছেন অটো চালকেরাই। পুলিসের বেশ কিছু সিদ্ধান্তের জেরেই অটো চালকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। শোভাবাজার লঞ্চঘাট ও আহিরীটোলা থেকে উল্টোডাঙাগামী অটো পাওয়াই যাচ্ছে না। একইভাবে অমিল উল্টোডাঙা-সল্টলেক রুটের অটোও। একইরকম অবস্থা জোড়াবাগান, বিকেপাল রুটেরও। যার জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। কিছু অটো চললেও বাড়তি ভাড়া চাইছেন চালকেরা। সমস্যার দ্রুত সমাধান হোক, চাইছেন সাধারণ মানুষ।
2022-05-23 11:00:00সম্প্রতি ঝাড়খন্ডের একটি ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য ছাড়িয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক আদিবাসী স্কুল পড়ুয়াকে পরপর লাথি মারছে একটি ছেলে। ভিডিওটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। জানা গিয়েছে, ভিডিওটি পাকুড় জেলার। ঘটনাটি সামাজিক মাধ্যমের মারফৎ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নজরে আসতে তিনি দ্রুত প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। তদন্তে নেমে পুলিস জানতে পারে ঘটনাটি ১৫ দিন পুরোনো। ঘটনায় অভিযুক্ত এক নাবালককে আটক করা হয়েছে।
2022-05-23 10:48:39সম্পত্তি বিবাদের মর্মান্তিক পরিণতি। দাদার হাতে কুপিয়ে খুন হতে হল দাদাকে। ঘটনাটি ঘটেছে, খেজুরি থানার কালন্দা গ্রামে। জানা গিয়েছে, মৃতের নাম বিকাশ মণ্ডল(৪২)। অভিযুক্ত দাদা মুক্তি মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিস। এদিকে বিকাশ বাবুকে বাঁচাতে গিয়ে তাঁর দাদার কোপে গুরুতর জখম হন, তাঁর স্ত্রী ও দুই মেয়ে। তাঁরা বর্তমানে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
2022-05-23 10:29:44লোহালক্কড় বোঝাই ট্রাক উল্টে বিহারে মৃত্যু হল ৭ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে, পূর্ণিয়া জেলার জালালগড় থানার কাছে। স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার সকালে লোহালক্কড় বোঝাই একটি ট্রাক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটি ত্রিপুরার দিকে যাচ্ছিল বলে খবর। সেই সময় ওই ট্রাকটিতে ১৬ জন শ্রমিক সওয়ার ছিলেন। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মারা যান ৮ জন শ্রমিক। মৃতদের প্রত্যেকেই রাজস্থানের বাসিন্দা।
2022-05-23 10:21:08দুই জঙ্গিকে গ্রেপ্তার করল শ্রীনগর পুলিস। উপত্যকায় জঙ্গি বিরোধী অভিযানে এটিকে একটি বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। পুলিস সূত্রে খবর, ধৃত দুই জঙ্গি লস্কর-এ-তৈবার পাশাপাশি দি রেসিস্টেন্স ফ্রন্ট নামক জঙ্গি সংগঠনের সঙ্গেও যুক্ত। ধৃতদের কাছ থেকে ১৫টি পিস্তল সহ ৩০টি ম্যগাজিন, ৩০০ রাউন্ড গোলাগুলি এবং একটি সাইলেন্সার উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে।
2022-05-23 10:06:11কিশোর ভারতী স্টেডিয়ামে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস।
2022-05-23 09:56:14স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হতে হল এক যুবককে। গতকাল, রবিবার ঘটনাটি ঘটেছে শহরের বাইগানবাড়ি এলাকায়। পুলিসের তদন্তে নেমে অনুমান বিবাহ বহিভূর্ত সম্পর্কের জেরে টানাপোড়েনই এই খুনের পেছনে মূল কারণ। ৩৪ বছর বয়সী স্বামীকে খুনের অভিযোগে ইতিমধ্যেই তাঁর ৩২ বছর বয়সী স্ত্রী ও প্রেমিককে গ্রেপ্তার করেছে শিবাজী নগর থানার পুলিস। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
2022-05-23 09:46:28ভাঙা গোয়ালঘরের ইঁট নেওয়াকে কেন্দ্র করে বিবাদ। আর সেই বিবাদের জেরে পিটিয়ে খুন করা হল এক প্রৌঢ়কে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বুদবুদ থানার মসজিদতলা এলাকার। মৃতের নাম শেখ আসগর(৫৫)। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই একটি ভাঙা গোয়ালঘর নিয়ে তাঁর দাদার সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল। মৃতের দোকানের সামনে বৃষ্টির জেরে গতকাল জল জমে যাওয়ায় সে সেই ভাঙা গোয়ালঘরের দুটি ইঁট নিয়ে আসে। আর সেই থেকেই নতুন করে বিবাদের সূত্রপাত হয়। আসগরকে এলোপাথাড়ি মারতে শুরু করে দাদা সৈকত আলি ও তাঁর পরিবারের লোকজন। প্রহারের জেরে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই এক মহিলা সহ ৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস।
2022-05-23 09:35:19দিল্লির এক রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের জেরে ফের আতঙ্ক ছড়াল এদিন। সূত্রের খবর, রাজধানীর পঞ্চশীল বিহার এলাকায় গতকাল সন্ধ্যে ৭টা নাগাদ আগুন লাগে। রেস্তোরাঁর রান্নাঘর থেকেই আগুন ছড়ায় বলে খবর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
2022-05-23 09:22:10মুম্বইয়ে অন্ধদের একটি স্কুলে এদিন আচমকাই আগুন লাগে। গতকাল, রবিবার রাতে ওরলি এলাকার ওই অন্ধদের স্কুলে আগুন লাগে। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনও খবর নেই।
2022-05-23 09:15:08কোভিড সংক্রমণে ফের বৃদ্ধির জেরে বড় পদক্ষেপ নিল সৌদি আরব। ভারত সহ আরও ১৬টি দেশে সফর নিষিদ্ধ করল সৌদি প্রশাসন। ভারত ছাড়াও দেশগুলির মধ্যে ইয়েমেন, তুর্কি, নেবানন, ইরান, আফগানিস্থান, সিরিয়া, সোমালিয়া ইত্যাদি দেশও রয়েছে। করোনায় রাশ টানতে পারলেই দ্রুত ফের এই দেশগুলিতে সৌদি থেকে সফর করা যাবে বলে জানিয়েছে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক।
2022-05-23 09:05:44দু’দিনের কূটনৈতিক সফরে জাপান পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, সোমবার সকালে তিনি জাপানেরর মাটিতে পা রাখেন। সেখানে তাঁর কোয়াডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা। সেখানে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতা আরও মজবুত করার ব্যাপারে আলোচনা হতে পারে। পাশাপাশি আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর। আজ সকালে জাপানে পৌঁছানোর কথা টুইট করে জানান প্রধানমন্ত্রী।
2022-05-23 08:57:36তীব্র দাবদাহের পর খানিক স্বস্তি। সাতসকালে ব্যাপক ঝড়-বৃষ্টি দেখলেন রাজধানীর বাসিন্দারা। ভারি মাত্রায় বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি বিমান। দিল্লির বেশ কয়েকটি এলাকা বর্তমানে বিদ্যুৎুবিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝড়ের সময় বাতাসের হতিবেগ ছিল প্রায় ৬০-৭০ কিমি প্রতি ঘণ্টা। তবে ঝড়-বৃষ্টির কারণে দিল্লির তাপমাত্রা এক ধাক্কায় ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
2022-05-23 08:49:05আজ, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেখানে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, গত কয়েকদিন ধরেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল নিয়ে জোর জল্পনা চলছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই মন্ত্রিসভায় রদবদল ঘটাতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে নতুন মুখ জায়গা পেতে পারে। আবার, পুরনো বেশ কয়েকজন মন্ত্রীর দপ্তর বদল হওয়ারও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কেউ কেউ মন্ত্রিসভা থেকে বাদও পড়তে পারেন বলে দলীয় সূত্রে খবর।
2022-05-23 08:39:00১৯০৬- নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু
১৯১৮- ইংরেজ ক্রিকেটার ডেনিস কম্পটনের জন্ম
১৯১৯- জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্ম
১৯৫১- বিশিষ্ট দাবাড়ু আনাতোলি কারাপোভের জন্ম
মেষ: গৃহে শুভকর্মানুষ্ঠানে আনন্দ লাভ।
বৃষ: ভ্রমণযোগ।
মিথুন: উপার্জন বাড়বে।
কর্কট: আয়বৃদ্ধির নতুন পথ পেতে পারেন।
সিংহ: চারুকলা চর্চায় ব্যুৎপত্তি।
কন্যা: আর্থিক যোগ আছে।
তুলা: সন্তানের বিবাহ চিন্তা।
বৃশ্চিক: সমাজসেবায় অংশগ্রহণ ও প্রশংসা লাভ।
ধনু: হস্তশিল্পে দক্ষতা ও উপার্জন বৃদ্ধি।
মকর: ধর্মে মতি।
কুম্ভ: অপ্রয়োজনীয় ব্যয়-বৃদ্ধি।
মীন: আর্থিক উন্নতি হবে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
চলতি মাসের শেষ সপ্তাহে সাময়িকভাবে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল ও যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামী ২৫ থেকে ৩০ মে পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। এই বিধি নিষেধের তালিকায় রয়েছে গৌড় এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস সহ বেশ কিছু জনপ্রিয় ট্রেনও। জানা গিয়েছে, রেল লাইনে বেশ কিছু কাজের কারণে এই বিধিনিষেধ লাগু হবে। ২৫ মে থেকে কামরূপ এক্সপ্রেস বাতিলের মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হবে। এই সময়সীমার মধ্যে মোট ৪৩ টি যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল হবে। সেইসঙ্গে যাত্রাপথ পরিবর্তন করবে আরও ১৫ টি ট্রেন। এছাড়াও দুটি পার্সেল এক্সপ্রেসও এই সময় বন্ধ থাকবে। উল্লেখ্য, আগামী ২৭ থেকে ৩০ মে পর্যন্ত ইএমইউ বা লোকাল ট্রেন চলাচলের নিয়মেও সাময়িক পরিবর্তন আসতে পারে বলে সূত্রের খবর।
2022-05-22 19:12:36জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অর্জুন সিং। এর ফলে স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপি শিবিরে দেখা দিয়েছে দুশ্চিন্তা। আজ, রবিবার সন্ধ্যায় বারাকপুর সাংসদের তৃণমূলে যোগদানের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দলে তাঁকে স্বাগত জানাচ্ছি। বিভাজনকারী শক্তিকে প্রত্যাখ্যান করে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন সিং। আজ ক্যামাক স্ট্রিটে অর্জুনের যোগদানের অনুষ্ঠানে অভিষেকবাবু ছাড়াও ছিলেন রাজ চক্রবর্তী, জ্যোতিপ্রিয় মল্লিক-সহ প্রমুখরা। এরপর সাংবাদিক বৈঠক করেন অর্জুনবাবু। বলেন, যে ঘরের ছেলে ছিলাম সেখাতেই ফিরে এসেছি। মাঝে কিছু ভুল বোঝাবুঝির জন্য চলে গিয়েছিলাম। আমার এলাকা পাটশিল্পে বঞ্চিত। কেন্দ্রের কাছে দরবার করেও সুরহা মেলেনি। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছিলাম। তবে খুব একটা লাভ হয়নি। বঙ্গ বিজেপি ঠাণ্ডা ঘরে বসে থাকে। এভাবে রাজনীতি করা যায় না। বাংলায় গেরুয়া শিবিরের গ্রাফ লাগাতার পড়ে যাওয়ার এটা একটা অন্যতম কারণ।
2022-05-22 18:01:00শিলিগুড়িতে পুলিস কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় ধরা পড়ল ১১ জন ভুয়ো পরীক্ষার্থী।
পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। ঘটনাটি ঘটেছে গোয়ার মাপুসাতে। আজ, ভোরবেলা রাস্তার ধারে থাকা গাছের সঙ্গে ধাক্কা মেরে উল্টে যায়। ওই গাড়িতে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে পৌঁছলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সঙ্গে রয়েছেন পার্থ ভৌমিক, রফিকুর রহমানরা। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন তৃণমূল একটা পরিবার। যে পরিবারের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিবারে অর্জুন এলে স্বাগত। তবে বিজেপিতে উনি না গেলেই ভালো হত।
কনস্টেবল নিয়োগের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী। সেই সন্দেহে আটক ৮ জন। ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়া ব্যাঁটরা থানা এলাকার রাজলক্ষ্মী বিদ্যালয়ে। ওই চাকরিপ্রার্থীরা ভুয়ো কিনা নিশ্চিত হতে তাদের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।
ভুয়ো সন্ন্যাসীর তাণ্ডবের ঘটনায় সুতাহাটার ভূপতিনগর গ্রামজুড়ে আতঙ্কের পরিবেশ। গত শুক্রবার রাতে গ্রামের কয়েকটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ ও ন্যাপথা দিয়ে পুড়িয়ে মারা ও তরোয়াল দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। এই ঘটনায় নিরাপত্তার দাবিতে পুলিসের দ্বারস্থ গ্রামের মানুষ। কিন্তু পুলিসের ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ রয়েছে। অভিযোগ, সন্ন্যাসীর ডেরাও সিল করা হয়নি। গত শনিবার গভীর রাতে সন্ন্যাসীর ডেরাতে আলো জ্বলতে দেখে স্থানীয়দের সন্দেহ প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। আশ্রম তৈরির নাম করে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছিল বলে অভিযোগ। ধৃত সন্ন্যাসীর বাবা সুবলচন্দ্র মণ্ডল ছেলের কঠোর শাস্তির দাবি করেছেন। সন্ন্যাসীর ডেরা থেকে মারাত্মক অস্ত্রের ভাণ্ডারের সন্ধান মিলেছে। প্রচুর পরিমানে অতিদাহ্য ন্যাপথা মজুত রয়েছে সেখানে।
ডোমজুড়ের মাকড়দহতে শ্যুটআউট কাণ্ডে আরও দুজন গ্রেপ্তার। প্রীতম রুইদাস এবং সুরজিৎ রুইদাস নামে দুই ব্যক্তি গ্রেপ্তার হয়েছে।
গুজরাতের গান্ধীনগরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
তৃণমূলে ফিরছি, জানালেন অর্জুন সিং। এমপি পদ থেকে রিজাইন করবেন কিনা সেই সিদ্ধান্ত পরে জানাবেন বলে উত্তর বিজেপি সাংসদ অর্জুনের।
২২ দিন ধরে নিখোঁজ থাকা পানিহাটির বাসিন্দা শুভজিৎ বোসের মৃতদেহ উদ্ধার হল শ্রীরামপুরে। বাড়ির লোকের অভিযোগ ছিল শ্বশুরবাড়ির লোকজন তাঁকে আটকে রেখে ওপর অত্যাচার চালিয়েছে। খড়দহ থানায় অভিযোগ করা সত্ত্বেও কোনোও রকম সাহায্য পাওয়া যায়নি বলে দাবি মৃতের পরিবারের। গত শনিবার শ্রীরামপুর থানার অন্তর্গত একটি পানশালার পিছনে জলাশয় থেকে গলা কাটা অবস্থায় শুভজিৎ-এর মৃতদেহ উদ্ধার হয়। শুভজিতের পরিবারের লোকেরা স্থানীয় কাউন্সিলরকে সঙ্গে নিয়ে শ্রীরামপুর থানায় যান। মৃতদেহ শনাক্ত করেছে পরিবারের সদস্যরা। গলাকাটা মৃতদেহ পেলেও মাথা না পাওয়ায় তারা নিতে রাজি নন। শুভজিতের বাবা ধ্রুবজ্যোতি বাবুর অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন তার ছেলেকে খুন করেছে।
বিনাচিকিৎসায় রোগীকে হাসপাতালে ফেলে রাখাকে ঘিরে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের ফোকর দোকানের কাছে। অভিযোগ এক বেসরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় রোগীকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল। এই অভিযোগ তুলে পরিজনরা গত শনিবার রাতে হাসপাতাল ভাঙচুর করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমজুড় থানার পুলিস। রোগীর পরিবারের ৩ জনকে আটক করা হয়েছে।
মাঝ বয়সী এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হাওড়া থানা এলাকার বেলিলিয়াস লেনে। একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে মৃতদেহটি। মৃত ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি। বাড়ি মুর্শিদাবাদে। ঘটনাস্থলে গিয়েছে হাওড়া থানার পুলিস। মৃতদেহের মাথায় গভীর ক্ষত দেখা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। মাথায় ভারী কিছুর আঘাত করা হয়ে থাকতে পারে।
৩০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সমেত এসটিএফের হাতে ধৃত তিন। এনজেপিতে গ্রেপ্তার। শনিবার রাতে ওই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা সকলে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। মণিপুর থেকে ট্যাবলেটগুলি আনা হয়েছিল বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
চাঞ্চল্যকর ঘটনা নদীয়াতে। আজ, রবিবার সকালে নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ওই হাসপাতালে শৌচালয় থেকে উদ্ধার হয়েছে রোগীর দেহ। মৃতের ধাম ভানুমতি সরকার (৬০)। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। মহিলার বাড়ি হাঁসখালি থানার অন্তর্গত জয়পুরের হেমায়েত পুর এলাকায়। শারীরিক সমস্যা নিয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হন। কোতায়ালি থানার পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২,২২৬ জন। মৃত্যু হয়েছে ৬৫ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৯৬ জন। এই নিয়ে দেশে মোটস করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৩৬ হাজার ৩৭১ জন। এপর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৪১৩ জন রোগীর। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯১ কোটি ৯৬ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।
রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। ওই ব্যক্তির বাড়ি হরিদেবপুর থানায় ইশান ঘোষ রোডে। ভবানীপুর থানা এলাকায় রমেশ রোড ও টাউনসন রোডের মাঝে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। পুলিস সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম মিলন দাস। উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে। আজ, রবিবার সিদ্ধার্থনগরে একটি বিয়েবাড়ির গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। গুরুতর আহত হয়েছেন ৩ জন। তাঁদের প্রত্যেককে গোরক্ষপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে হাতিকে। এক-দু’বছর নয়, গত ৪০ বছর ধরে।’ আইনজীবীর এহেন সওয়াল শুনে হতবাক বিচারক। তাজ্জব আদালতে উপস্থিত বাকিরাও। ঘটনার কেন্দ্রে ৫১ বছর বয়সি হাতি ‘হ্যাপি’। তাকে অবৈধভাবে ব্রোনক্স চিড়িয়াখানায় আটক করে রাখা হয়েছে বলে আদালতের দ্বারস্থ হয়েছে ননহিউম্যান রাইটস প্রজেক্ট নামে একটি প্রাণী অধিকার বিষয়ক সংস্থা। টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ব্রোনক্স চিড়িয়াখানায় একাকী দিন কাটছে হ্যাপির। ১৬ বছর ধরে। আইনজীবীর দাবি, দ্রুত হ্যাপিকে হাতিদের অভয়ারণ্যে পাঠানো উচিত। পাশাপাশি একটি হেবিয়াস করপাস পিটিশন ফাইল করেন তিনি। সাধারণত মানুষের ক্ষেত্রে এই পিটিশন ফাইল করা হয়। এবার নিউ ইয়র্কের ওই আদালতও হ্যাপিকে মানুষের মান্যতা দেয় কি না, সে দিকেই নজর সকলের।
2022-05-22 09:13:17রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মহিষাদলের বাসুলিয়া গ্রামে। মৃতের নাম সুব্রত অধিকারী(৩২)। বাড়ি মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামে। সুব্রত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকে পোস্ট গ্র্যাজুয়েটস পাশ করেন। তারপর বিহারের একটি স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। গত রাতে রেলে কাটা পড়েন। তিন বছর আগে ওই স্কুল ছেড়ে আসার পর ভবঘুরের মতো জীবনযাপন করতেন সুব্রত। গতকাল রাতে ট্রেনে কাটা পড়ে মারা যান।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে ফের হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। শুক্রবার লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে কার্লো আনসেলোত্তির দলকে রুখে রিয়াল বেতিস। ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। গোটা ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলেছেন করিম বেনজেমা-ভিনিসিয়াস জুনিয়াররা। তবে স্বস্তি একটাই, খেতাব আগেই নিশ্চিত হয়েছে রিয়ালের। ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে লা লিগা মরশুম শেষ করল কার্লো আনসেলোত্তির দল।
2022-05-22 08:36:45ফ্লোরিডা: মাঝ আকাশেই প্রসব। তাই সদ্যোজাতের নাম রাখা হল ‘স্কাই’। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়ল এমনই খবর । জানা যাচ্ছে, ডেনভর থেকে অরলান্ডো যাওয়ার পথে প্রসববেদনা শুরু হয় ডায়না গিরাল্ডো নামে এক যাত্রীর। বিমানসেবিকারাই তাঁকে টয়লেটে নিয়ে যান। সেখানেই এক ফুটফুটে সন্তানের জন্ম দেন ডায়না। তবে এই গোটা ঘটনায় ডায়নার মনের জোরের প্রশংসা করেছেন পাইলট ক্রিস নাই। তিনি বলেন, ‘বিমানের ক্রুদের ধন্যবাদ। তাঁরা সকলেই এক মহান কাজ করলেন।’ ডায়না নিজেই তাঁর সন্তানের নামকরণ করেন ‘স্কাই’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ওই খবরে আড়াই হাজার লাইক পড়ে গিয়েছে। শেয়ার হয়েছে ৩৪৯ বার। নেটিজেনদের সকলেই বিমানের ক্রু এবং ডায়নাকে শুভেচ্ছা জানিয়েছেন।
2022-05-22 08:19:00আজকের খেলা
পাঞ্জাব বনাম হায়দরাবাদ। সন্ধ্যা ৭.৩০ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টসে।
কালকের ফল
দিল্লি ১৫৯-৭, মুম্বই ১৬০-৫ (৫ উইকেটে জয়ী মুম্বই)
বিশ্ব জীব বৈচিত্র্য দিবস
১৫৪৫: সম্রাট শেরশাহের মৃত্যু
১৭৭২: রাজা রামমোহন রায়ের জন্ম
১৮৫৯: গোয়েন্দা শার্লক হোমসের স্রস্টা স্কটিশ সাহিত্যিক আর্থার কোনান ডয়েলের জন্ম
১৮৮৫: ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর মৃত্যু
১৯৪০: ক্রিকেটার এরাপল্লি প্রসন্নর জন্ম
১৯৪৬: আইরিশ ফুটবলার জর্জ বেস্টের জন্ম
১৯৭২ – সিলোনের নাম শ্রীলঙ্কা রাখা হয়
২০০৪: ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিংয়ের শপথ গ্রহণ
মেষ: কর্মে সাফল্য।
বৃষ: ধর্মকর্ম হবে।
মিথুন: অর্থকড়ি লাভ ।
কর্কট: অর্থকড়ি উপার্জন ।
সিংহ: কর্মক্ষেত্রে উচ্চকর্তৃপক্ষের সহায়তা লাভ।
কন্যা: সৃষ্টিশীল কর্মে অপ্রত্যাশিত অগ্রগতি।
তুলা: সাফল্যে আত্মবিশ্বাস বাড়বে।
বৃশ্চিক: সামাজিক স্তরে সুনাম প্রাপ্তি ।
ধনু: উপার্জন বাড়বে।
মকর: পেশায় উন্নতি ।
কুম্ভ: অর্থলাভ হতে পারে।
মীন: অর্থকড়ি যোগ অতীব শুভ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25