করোনার ভ্যাকসিন পেতে বিভিন্ন হাসপাতালে হত্যে দিয়ে রয়েছেন সাধারণ মানুষ। অথচ বাড়িতে বসেই কোভিড ভ্যাকসিন নিলেন বিহারের এক বিজেপি বিধায়ক। যা নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। অশোক সিং নামে ওই বিধায়কের বিরুদ্ধে করোনা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ওই বিধায়কের দাবি, ভ্যাকসিন নিতে তিনি হাসপাতালে যেতে পারবেন না বলে চিকিৎসককে ফোন করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, নিজের বাড়িতে একটি চেয়ারে বসে আছেন বিধায়ক। তাঁকে ভ্যাকসিন দিচ্ছেন এক মহিলা স্বাস্থ্যকর্মী। অথচ স্বাস্থ্যমন্ত্রকের গাইডলাইনে বলা হয়েছে, টিকাকরণ কেন্দ্রে গিয়ে করোনার ভ্যাকসিন নিতে হবে। কিন্তু ওই বিজেপি বিধায়ক বাড়িতে বসে ভ্যাকসিন নেওয়ায় গুরুতর করোনা বিধিভঙ্গ হিসেবে দেখা হচ্ছে। এর আগে কর্ণাটকের কৃষিমন্ত্রী বি সি পাতিল বাড়িতে বসে ভ্যাকসিন নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। মন্ত্রীর স্ত্রীও বাড়িতে বসে ভ্যাকসিন নিয়েছিলেন। এদিকে কোভিড বিধি ভাঙায় বিহারে বিরোধী দলগুলির তিনজন বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিস। ওই তিন বিধায়ক হলেন, আরজেডির অনিতা চৌধুরী, সিপিআই-(এমএল)-এর অরুণ সিং এবং বিজয় কুমার মণ্ডল। মাস্ক না পরে রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়া সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
2021-04-14 09:10:49আগামী ২৫ এপ্রিল বীরভূমে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখবর জানান। পাশাপশি নির্বাচন কমিশনের উপর একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, শীতলকুচি নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যা বলেছেন আমি একথা বললে নির্বাচন কমিশন ২৪ ঘণ্টার মধ্যে আমাকে নজরবন্দি করে ফেলত। এবারের ভোটে নির্বাচন কমিশন বিজেপির হয়ে একতরফা কাজ করছে। এমনই অভিযোগে সরব হলেন অনুব্রত মণ্ডল। এদিন দুপুরে বোলপুর পার্টি অফিসে দলের জেলা কমিটির বৈঠক বসেছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৫ এপ্রিল, রবিবার বীরভূমের মল্লারপুর, বোলপুর, সিউড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারসভা করবেন মুখ্যমন্ত্রী। তাই দলনেত্রী আসার আগে এদিন জেলার বিভিন্ন ব্লক ও অঞ্চল সভাপতিদের নিয়ে বৈঠকে বসে একটি রূপরেখা তৈরি করেন অনুব্রতবাবু। এজন্য জোর কদমে প্রচার শুরুর পাশাপাশি এলাকা যেন শান্তিপূর্ণ থাকে সেদিকে সবাইকে সতর্ক থাকার বার্তা দেন তিনি। এছাড়া, মল্লারপুর, বোলপুর ও সিউড়ির মুখ্যমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে।পাশাপাশি চলতি ভোটে শীতলকুচিতে চার তৃণমূল সমর্থককে যেভাবে কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছে তার প্রেক্ষিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ, রাহুল সিনহার বিবৃতি অত্যন্ত ন্যক্কারজনক দাবি করে এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অন্ধ ধৃতরাষ্ট্রের মতো নির্বাচন কমিশন কাজ করছে বলে অভিযোগ করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।
2021-04-14 09:00:00করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় এবার তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। আজ, বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই নিয়ম লাগু হবে। যদিও মন্দিরের দরজা খোলা থাকছে। ভক্তরা মন্দিরে ঢুকে পুজো দিতে পারলেও, বিগ্রহের মাথায় সরাসরি জল ঢালতে পারবেন না। দূর থেকেই পাইপলাইনের মাধ্যমে সেই কাজ করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
2021-04-14 08:59:48প্রথম চার দফার ভোটের প্রচারে তাঁর দেখা পায়নি বাংলা। বালাই ছিল কেরলের ভোট। কেরলের ভোট মিটে যাওয়ায় এবার পঞ্চম দফা ভোটের আগে প্রচারে দেখা যাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। আজ, বুধবার রাহুল উত্তরবঙ্গের গোয়ালপোখর ও মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের জন্য জনসভা করবেন। তবে রাহুলের এই কর্মসূচিতে প্রদেশ কংগ্রেসের দুই শীর্ষ নেতাই মঞ্চে থাকছেন না। প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনায় তিনটি জনসভা থাকায় তিনি রাহুলের মঞ্চে থাকবেন না বলে জানা গিয়েছে। অন্যদিকে, বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নিজের ভোট হয়ে গেলেও বুধবার রমজান শুরু হওয়ার কারণে তিনি উত্তরবঙ্গ সফরে যেতে পারবেন না বলে হাইকমান্ডকে আগাম জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় প্রদেশ কংগ্রেসের তরফে বর্ষীয়ান নেতা তথা সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে তড়িঘড়ি উত্তরবঙ্গ যেতে বলা হয়েছে এআইসিসি’র তরফে। তবে কেবল প্রদেশ কংগ্রেসের দুই শীর্ষ নেতাই নন, সংযুক্ত মোর্চার প্রধান শরিক বাম তথা সিপিএমের তরফে রাহুলের মঞ্চে আলিমুদ্দিনের বড় কোনও কর্তাও হাজির থাকতে পারছেন না পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে। গোয়ালপোখরে সিপিএম উত্তর দিনাজপুর জেলার নেতা তথা প্রাক্তনমন্ত্রী আনারুল হক এবং মাটিগাড়ায় থাকবেন শিলিগুড়ির প্রার্থী তথা উত্তরবঙ্গের প্রধান নেতা অশোক ভট্টাচার্য। উল্লেখ্য, দু’টি সভার পর রাহুল এদিনই ফিরে গেলেও আরও অন্তত একবার আসবেন প্রচারে। কোভিড কোয়ারেন্টাইন পর্ব মিটে গেলে প্রিয়াঙ্কা গান্ধীও শেষ লগ্নের প্রচারে একবার আসতে পারেন বলে প্রদেশ কংগ্রেস সূত্রের খবর।
2021-04-14 08:49:08আজ, বুধবার মাথাভাঙায় আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙা শহরের মহকুমা হাসপাতাল সংলগ্ন মাঠে তিনি শীতলকুচির গুলিকাণ্ডে মৃতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন। মঙ্গলবারই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা মাথাভাঙায় চলে আসেন। তাঁরা মাঠটি পরিদর্শন করেন। নিহত চারজনের পরিবারের মোট ২০ জন সদস্যের সঙ্গে মমতা কথা বলবেন। স্থানীয় নেতারা তাঁদের নামের তালিকা এদিন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের হাতে তুলে দেন। যেখানে হেলিপ্যাড করা হয়েছে, তার পাশে একটি ছোট মঞ্চ বাঁধার কাজ রাতেই শেষ হবে। পরিবারের লোকজনের সঙ্গে সেই মঞ্চ থেকে কথা বলবেন দলনেত্রী। আজ সকাল ১০টা ২০ মিনিটে মাথাভাঙা মহকুমা হাসপাতাল সংলগ্ন মাঠে হেলিকপ্টারে মমতার নামার কথা রয়েছে। শুধু নিহতদের পরিবার নয়, গোটা আমতলি গ্রাম মমতাকে সেই দিনের ঘটনার কথা জানানোর জন্য মুখিয়ে রয়েছে। আমতলি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের মাঠেই মমতার আসার কথা ছিল। মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের মাঠে একটি স্মৃতিস্তম্ভ এ জন্য বানানো হয়েছিল। যেহেতু ওই বুথে পুনর্নির্বাচন আছে, তাই নির্বাচনী নিয়মবিধির কারণে সেখানে যেতে পারবেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
2021-04-14 08:40:04১৮৯১: দলিত আন্দোলনের পথিকৃত ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম
১৯১৯: গায়িকা সামসাদ বেগমের জন্ম
১৯২২: বিশিষ্ট সরোদ শিল্পী আলি আকবর খানের জন্ম
১৯৬৩: পণ্ডিত ও লেখক রাহুল সাংকৃত্যায়নের মৃত্যু
১৯৮৬ - বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নীতীন বসুর মৃত্যু।
মেষ: দীর্ঘদিনের কোনও মামলা মীমাংসা হতে পারে।
বৃষ: শত্রুরা ক্ষতি করতে পারবে না।
মিথুন: বহুদিনের চিন্তা দূর হবে।
কর্কট: শিল্পী ও সাহিত্যিকদের ভাগ ভালো।
সিংহ: গৃহে আত্মীয় সমাগম হতে পারে।
কন্যা: কোনও সম্পদক্রয়ের সম্ভাবনা প্রবল।
তুলা: অর্থ সমস্যা কিছুটা মিটবে।
বৃশ্চিক: চিন্তা করে বিনিয়োগ করা উচিত।
ধনু: প্রেম-প্রণয়ে সময়টা বিশেষ ভালো নয়।
মকর: নানা উপায়ে অর্থাগমের সুযোগ
কুম্ভ: নিজের প্রতিভার দ্বারা বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে পারবেন।
মীন: কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন:
https://bit.ly/3jUxtuf
১৮৯১: দলিত আন্দোলনের পথিকৃত ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম
১৯১৯: গায়িকা সামসাদ বেগমের জন্ম
১৯২২: বিশিষ্ট সরোদ শিল্পী আলি আকবর খানের জন্ম
১৯৬৩: পণ্ডিত ও লেখক রাহুল সাংকৃত্যায়নের মৃত্যু
১৯৮৬ - বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নীতীন বসুর মৃত্যু।
মেষ: দীর্ঘদিনের কোনও মামলা মীমাংসা হতে পারে।
বৃষ: শত্রুরা ক্ষতি করতে পারবে না।
মিথুন: বহুদিনের চিন্তা দূর হবে।
কর্কট: শিল্পী ও সাহিত্যিকদের ভাগ ভালো।
সিংহ: গৃহে আত্মীয় সমাগম হতে পারে।
কন্যা: কোনও সম্পদক্রয়ের সম্ভাবনা প্রবল।
তুলা: অর্থ সমস্যা কিছুটা মিটবে।
বৃশ্চিক: চিন্তা করে বিনিয়োগ করা উচিত।
ধনু: প্রেম-প্রণয়ে সময়টা বিশেষ ভালো নয়।
মকর: নানা উপায়ে অর্থাগমের সুযোগ
কুম্ভ: নিজের প্রতিভার দ্বারা বিশেষ প্রতিষ্ঠা লাভ করতে পারবেন।
মীন: কর্মক্ষেত্রে পদোন্নতির সূচনা।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন:
https://bit.ly/3jUxtuf
নিষেধাজ্ঞা ওঠার পরই শেষ মুহূর্তের প্রচারে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর শুরুতেই আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে ৷ আজ, বুধবার বারাসতের জনসভায় বললেন, বাংলাকে গুজরাত হতে দিচ্ছি না, দেব না। আমাকে আঘাত করলে, আমি প্রত্যাঘাত করি ৷ আমাকে আটকানোর চেষ্টা চলছে ৷ কোটি কোটি টাকা নিয়ে নেমেছে বিজেপি ৷ কেন তাঁকে আটকানোর চেষ্টা করা হচ্ছে সেই প্রশ্নও আজ তুললেন মমতা ৷ তিনি বললেন, যত হামলাই হোক সামলে নেব। এছাড়াও তিনি বলেন, বাংলাকে অপমানের চেষ্টা করবে দিল্লির নেতারা, এর বিচার আপনারা করবেন। বিজেপি-র উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, আপনাদের লোক-লস্কর, টাকা, এজেন্সি সব আছে, তাও আমাকে এত ভয় কেন? এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তোপ দেগে তৃণমূল নেত্রী বলেন, প্রতি ভোটের দিন বাংলায় আসবেন প্রধানমন্ত্রী, কোটি টাকা খরচ করে। হাজার লোক লস্কর নিয়ে কেন নির্বাচনের দিন প্রধানমন্ত্রী আসবেন? উনি মানুষের সঙ্গে প্রতারনা করছেন, উনি সুপার ভগবান। ওনাকে দেখে ভাবছেন সবাই ভোট দিয়ে দেবেন। সাহস আছে না দেখে বাংলা বলার? তারপর বলবে সুনার বাংলা গড়বে। এরপর চ্যালেঞ্জ জানিয়ে মমতা বলেন, আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাব। তোমরা আমাকে হারাতে পারবে না বিজেপি।
2021-04-13 20:58:00দিল্লিতে ভয়াবহ আকার নিচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিল করার জন্য।
দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে বালির লালবাড়ি এলাকায় একটি চলন্ত সরকারি বাসের কাঁচে এসে গুলি বা ওই জাতীয় কিছু লাগে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁদের দাবি, চলন্ত বাস লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। পুলিস খবর পেয়ে বাস থেকে সব যাত্রীদের উদ্ধার করে। বাসটিকে থানায় নিয়ে আসে। গুলি এসে লেগেছিল, নাকি অন্যকিছু-তা তদন্ত করে দেখছে পুলিস।
করোনা রুখতে বিদেশি ভ্যাকসিন নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে করোনা রুখতেই এই পদক্ষেপ। দেশের মধ্যে প্রথম করোনা টিকার অনুমোদন পেয়েছিল কোভিশিল্ড ও কোভ্যাক্সিন।মঙ্গলবারই দেশে ডিসিজিআই ছাড়পত্র পেয়েছে রাশিয়ার প্রতিষেধক স্পুটনিক ভি। এ বার অন্য দেশের তৈরি করোনা প্রতিষেধককেও দ্রুত অনুমোদন দেবে কেন্দ্র। এমনই জানা গিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত।চলতি বছরেই দেশে অনুমোদন পেতে পারে জনসন অ্যান্ড জনসন, জাইডাস ক্যাডিলা, সেরামের নভোভ্যাক্স ও ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন।
ভোটের মুখে মালদহের আলাল জোড়া গাছিতে চারটি তাজা বোমা উদ্ধার। একটি গাড়ির নিচে বোমাগুলি ছিল। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ এবং বম্ব ডিসপোজাল টিম বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ চালাচ্ছে।
মুখ্যমন্ত্রীর কাছে বিজেপি নেতাদের গ্রেপ্তারের দাবি জানালেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। আজ, মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে সংযুক্ত মোর্চার কংগ্রেসের প্রার্থী হয়ে প্রচারে এসে এমনটাই বললেন তিনি। আরও বলেন, যারা বলছে গুলি বুকে মারতে পায়ে নয়। যারা প্রত্যেকদিন ধমকাচ্ছে । আপনি বাংলার মানুষকে ভালোবাসলে তাদের গ্রেপ্তার করুন। আমরা আপনার সাথে আছি।
শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে দিলীপ ঘোষকে নোটিস দিল নির্বাচন কমিশন। আগামীকাল সকাল ১০ টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ধর্নায় এখনও অনুমতি দেয়নি সেনাবাহিনী। এদিন সকাল ৯ টা ৪০ নাগাদ তৃণমূলের পক্ষ থেকে ই-মেল মারফত অনুমতি চাওয়া হয়। এত কম সময়ের মধ্যে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে সেনার ইস্টার্ন কম্যান্ডের পক্ষ থেকে জানানো হয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে ধর্না কর্মসূচী শুরু করে দিয়েছেন।
শীলতকুচির ঘটনায় মন্তব্যের প্রেক্ষিতে রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আগামী ৪৮ ঘন্টার জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয় কমিশনের তরফে।
2021-04-13 12:11:43করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গঙ্গায় পূণ্যস্নান সারলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী । বহু ভক্তের মুখে ছিল না মাস্ক, মানা হয়নি কোনও সামাজিক দূরত্ব বিধি। দেশজুড়ে যে ভাবে কোভিডের সংক্রমণ দিনদিন বাড়ছে। তাতে কুম্ভমেলার এই জনসমাবেশ সুপার স্প্রেডার হয়ে দাঁড়াবে না তা বলাই বাহুল্য। এদিকে ইতিমধ্যেই কুম্ভ মেলায় অংশ নেওয়া ১০২ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। যার ফলে স্থানীয় প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ।
দুর্গাপুর আমরাই গ্রামের কাণ্ডেশ্বর এলাকায় তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি পুকুর পাড়ে একটি টিনের ড্রামে প্রায় দশটি মত সুতলি বোমা রয়েছে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। নির্বাচনের সামনে কে বা কারা বোমা রেখেছে তা নিয়ে তদন্ত করছে পুলিস।
করোনা মহামারীর জেরে অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে গোটা বিশ্বে। তবে মহামারীর কারণে নানা অর্থনৈতিক সমস্যার মধ্যেও ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।৪ হাজার ৭৬০ মিলিয়ন ডলার নিয়ে ফোবর্সের তালিকায় শীর্ষে অবস্থান করছে স্প্যানিশ ক্লাবটি। ৪ হাজার ৭৫০ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
করোনা রোগীদের উপর রেমডেসিভিরের কার্যকারিতার প্রমাণ নেই এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা । WHO-এর প্রধান বিজ্ঞানী ড. সৌম্যা স্বামীনাথন ও কোভিডের টেকনিক্যাল টিমের লিডার ড. মারিয়া ভ্যান কেরখোবে সোমবার বলেছেন, আগে ৫টি ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণিত হয়েছে রেমডেসিভির কখনও হাসপাতালের করোনা রোগীর মৃত্যুহার কমাতে পারে না। এটি মেকানিক্যাল ভেন্টিলেশনের ক্ষেত্রেও সাহায্য করে না।
আইপিএলে নয়া রেকর্ড গড়লেন ক্রিস গেইল। আইপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ ছক্কা হাঁকানোর ইতিহাস লিখলেন এই তারকা। সোমবার ওয়াংখেড়েতে আইপিএল অভিযান শুরু করে রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংস। এদিন প্রথমে ব্যাট করে পাঞ্জাব তোলে ২২১ রান। ২৮ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন গেইল। এদিন ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। যার সৌজন্যে গেইল ছয় মারার নতুন মাইলস্টোন করেন।
গত ২৪ ঘন্টায় রাজ্যে সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেল করোনা সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে সোমবার জারি করা বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১১ জন। এই সময় ব্যবধানের মধ্যে রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন।
আজ, মঙ্গলবার ময়নাগুড়ি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ রায়ের সমর্থনে রোড শো করবেন অভিনেত্রী এমপি মিমি চক্রবর্তী। সকালে ময়নাগুড়ির ইন্দিরা মোড় থেকে ভোটপট্টি পর্যন্ত তাঁর রোড শো রয়েছে। দুপুরে জলপাইগুড়ি শহরের পুলিস লাইন থেকে তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে মিমির রোড শো আছে। অপরদিকে, মঙ্গলবারই বিকেলে মনোজবাবুর হয়ে হুসুলুরডাঙায় মিছিল, পথসভা করবেন অরূপ বিশ্বাস। ময়নাগুড়ির দু’টি রাজনৈতিক কর্মসূচি ঘিরে তৃণমূল শিবিরে সোমবার জোর তৎপরতা দেখা যায়।
ময়নাগুড়ির প্রার্থী মনোজ রায় বলেন, সোমবার ইন্দিরা মোড় সংলগ্ন টাউন ক্লাবের মাঠে দলের সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা হয়। সেখানে যে হেলিপ্যাডটি করা আছে তাতেই মিমি হেলিকপ্টারে নামবেন। এরপর তিনি রোড শো করবেন। হুসুলুরডাঙায় অরূপ বিশ্বাসের উপস্থিতিতে বিরাট মিছিল হবে। আমরা সবধরনের প্রস্তুতি সেরে নিয়েছি।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন। এই রোগে মৃত্যু হয়েছে ৮৭৯ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ১৬৮ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত ১ কোটি ৩৬ লক্ষ ৮৯ হাজার ৪৫৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার ৬৯৭ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১২ লক্ষ ৬৪ হাজার ৬৯৮ জন করোনা রোগী। এপর্যন্ত মোট মৃত ১ লক্ষ ৭১ হাজার ৫৮ জন। দেশে মোট ১০ কোটি ৮৫ লক্ষ ৩৩ হাজার ৮৫ জনকে এই রোগের টিকাকরণ করা হয়েছে।
আজ, মঙ্গলবার পূর্ব বর্ধমানে তিনটি জনসভা করবেন তৃণমূল সাংসদ তথা যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। খণ্ডঘোষ, রায়না ও কালনা বিধানসভায় তিনটি জনসভা করবেন তিনি। পূর্ব বর্ধমানে ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমোর জনসভা ও রোড শো করে গিয়েছেন। তারপর নরেন্দ্র মোদি সোমবার বর্ধমান উত্তর বিধানসভায় জনসভা করেন। ফের তৃণমূল প্রচারে ঝাঁঝ বাড়াতে চলেছে। জনসভা থেকে তৃণমূল যুবনেতা কী বার্তা দেন, জেলার তিনটি বিধানসভার কর্মীরা সেদিকে তাকিয়ে আছেন। মঙ্গলবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার করে প্রথমে আসবেন খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রে। সেখানে সালোন ফুটবল মাঠে তৃণমূল প্রার্থী নবীনচন্দ্র বাগের সমর্থনে একটি জনসভা করবেন। সালোন ফুটবল ময়দান থেকে তিনি চলে যাবেন রায়নায়। সেখানে শ্যামসুন্দর ফুটবল ময়দানে দলীয় প্রার্থী শম্পা ধাড়ার সমর্থনে একটি জনসভা করবেন। তারপর তিনি চলে যাবেন কালনায়। কালনার বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের মাঠে তৃণমূল প্রার্থী দেবপ্রসাদ বাগের হয়ে জনসভা করে তিনি ফিরবেন কলকাতায়। জেলায় ইতিমধ্যে একদিন প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন প্রার্থীরা। ১৪ এপ্রিল পর্যন্ত সভা করতে পারবেন পঞ্চম দফার ভোটে অংশ নেওয়া প্রার্থীরা। জেলায় আট আসনে ভোট আগামী ১৭ এপ্রিল। তারই মাঝে তৃণমূলের হেভিওয়েট সভা মূলত অভিষেকের প্রচার দিয়েই শেষ হবে বলে দলীয় সূত্রে খবর। এদিনের সভা থেকে বাড়তি অক্সিজেন পেতে বহু কর্মী সমর্থক হাজির হবেন বলে তৃণমূল নেতৃত্বের দাবি।
দলমত নির্বিশেষে যেকোনও মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক। শীতলকুচির এই মর্মান্তিক ঘটনা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিস্থিতির উপর এক হিংস্র আঘাত। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ ভোটারের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবি করলেন বাংলার বিদ্বজ্জনেরা। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় ৫০ জনেরও বেশি বিদ্বজ্জনের তরফে শীতলকুচির ঘটনার পরিপ্রেক্ষিতে এই বার্তা দেওয়া হয়। এই দাবি জানিয়েছেন, কবীর সুমন, হরনাথ চক্রবর্তী, জয় গোস্বামী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী সহ অন্যান্যরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আত্মরক্ষার স্বার্থে এই গুলি চালিয়ে থাকেন, সেক্ষেত্রে তার সাক্ষ্য প্রমাণ হাজির করতে হয়। তবে নির্বাচন কমিশনের কাছে কোনও নথি জমা করতে পারেননি জওয়ানরা। তাঁদের মতে, নিশ্চিতভাবে বলা যায় শান্তিপূর্ণ ভোটারদের গুলি করে হত্যা করা হয়েছে। কাঁদানে গ্যাস কিংবা পায়ে গুলি না করে কেন ভোটারদের বুক লক্ষ্য করে গুলি চালানো হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলার বিদ্বজ্জনেরা।
2021-04-13 09:07:04জীবিত করোনা রোগীকে মৃত বলে ঘোষণা করল বিহারের একটি সরকারি হাসপাতাল। শুধু তাই নয়, তাঁর পরিবারকেও দেওয়া হল দেহ, তবে অন্য এক মৃত কোভিড রোগীর। পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে। হাসপাতাল কর্মীদের গাফিলতি নিয়ে সরব হয়েছেন রোগীর আত্মীয়রাও। চাপে পড়ে হাসপাতালের পক্ষ থেকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যবস্থা নেন জেলাশাসক চন্দ্রশেখর সিং। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে বলেন।
2021-04-13 08:44:35মেষ: নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠবে।
বৃষ: গৃহ পরিবেশ অনুকূল থাকবে।
মিথুন: শেয়ার বা ফাটকায় কমবেশি সাফল্য হবে।
কর্কট: কর্মে উপার্জনের সঙ্গে সাফল্যও আসবে।
সিংহ: কোনও শুভকাজে অর্থব্যয়।
কন্যা: আত্মীয়স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
তুলা: কর্মরতদের উপার্জন বৃদ্ধি পাবে।
বৃশ্চিক: শরীর-স্বাস্থ্যের দিকে নজর দেবেন।
ধনু: হজমের সমস্যা হতে পারে।
মকর: নিজেকে সংযত রেখে বুদ্ধি প্রয়োগ করুন।
কুম্ভ: শত্রুরা পরাজিত হবে।
মীন: সন্তানকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন:
https://bit.ly/3jUxtuf
করোনা সংক্রমণ রুখতে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এবার থেকে দেশীয় উড়ানে দু’ঘণ্টার সফরে কোনও খাবার দেওয়া হবে না। তবে সফরের সময় দু’ঘণ্টার বেশি হলে খাবার পরিবেশন করা হবে। কিন্তু তা আগে থেকেই প্যাকেটবন্দি করে রাখতে হবে। খাবারের সঙ্গে দিতে হবে একবার ব্যবহারযোগ্য চামচ ও প্লেট। সোমবার জারি হওয়া নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিবার খাবার পরিবেশনের সময় বিমান কর্মীদের নতুন গ্লাভস ব্যবহার করতে হবে। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সোমবার সংক্রমণের নিরিখি ব্রাজিলের থেকে এগিয়ে গিয়েছে ভারত।
2021-04-13 08:15:36১২০৪: বাইজেনটাইন সাম্রাজ্যের পতন
১৬৯৯: দশম শিখ গুরু গোবিন্দ সিং জি পাঞ্জাবের আনন্দপুর সাহিবে খালসা গঠন করেন
১৮৯০: ভারতে আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম ছবি ‘পুন্ডালিক’-এর পরিচালক রামচন্দ্র গোপাল দাদাসাহেব তোরনের জন্ম
১৯১৯: জালিওয়ানালাবাগে হত্যাকাণ্ড। জেনারেল ডায়ারের নেতৃত্বে চলল নির্বিচারে গুলি। মৃত অন্তত ৩৭৯, আহত ১২০০
১৯৬৩: রুশ দাবাড়ু গ্যারি কাসপারভের জন্ম
আগামীকাল রাত ৮.০০টার পর নিষেধাজ্ঞা উঠলেই প্রচার শুরু করে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দলীয় সূত্রে এমনটাই জানা গিয়েছে।
2021-04-12 21:50:43আগামীকাল দুপুর ১২টা থেকে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সন্ধ্যায় ট্যুইট একথা জানিয়েছেন তিনি। আগামী ২৪ ঘণ্টায় তাঁর নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্বাচন কমিশনের এই অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক সিদ্ধান্তের প্রতিবাদেই আগামীকাল ধর্নায় বসছেন তিনি।
2021-04-12 20:35:09আজ নির্বাচনে কমিশনে গেলেন ডেরেক ও’ব্রায়েন এবং সুখেন্দুশেখর রায়। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে তৃণমূল দাবি করে, শীতলকুচির প্রকৃত সত্য তুলে ধরা হোক। ৪৮ ঘণ্টার পরেও বিষয়টি নিয়ে কেন কিছুই জানানো হচ্ছে না! পাশাপাশি দিলীপ ঘোষের শীতলকুচির বক্তব্য নিয়ে ব্যবস্থা নিতে বলেছেন তাঁরা। ব্যবস্থার নেওয়া দাবি জানিয়েছেন, রাহুল সিনহার বক্তব্য নিয়েও। এছাড়া সেদিন ১২৬ নং বুথে ঠিক কী ঘটেছিল তা জানতে সিসিটিভি ক্যামেরা দেখা দরকার বলেও কমিশনে দাবি জানানো হয়েছে। বলা হয়েছে, ১২৬-এ ক্যামেরা কোথায় গেল? দাবি করা হয়েছে, শুভেন্দু ও অর্জুন দুই জওয়ানদের আহত হওয়ার ছবি দেওয়া হয়েছে। সেটা ঝাড়খন্ডের। ডেরেক, সুখেন্দুবাবুদের অভিযোগ, এটি পরিকল্পতি ঘটনা। ফুটেজ নেই কেন, কেউই তার উত্তর দিতে পারছে না। আমাদের প্রশ্ন আড়াল করে রাখা হচ্ছে। ফেক ট্যুইট করা হচ্ছে। এসবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
2021-04-12 18:37:40বাগুইআটিতে ব্রিজের কাছে আগুন। ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক অব্যবহৃত গাড়ি। আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। উপস্থিত রয়েছে দমকলের চারটি ইঞ্জিন। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই সময় গাড়িতে চেপে বাগুইআটি ব্রিজ দিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো ধোঁয়া দেখতে পেয়ে কনভয় থামাতে বলেন তিনি। নেমে আসেন গাড়ি থেকে। বর্তমানে পুরো বিষয়ে তদারকি করছেন তিনি। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে অকুস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
2021-04-12 17:11:36ফের করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায়, আজ সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু জরুরি পদক্ষেপের কথা ঘোষণা করা হল। সজাগ করা হল রাজ্যের প্রশাসন ও সাধারণ মানুষকে। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব বলেন, সবাই যাতে মাস্ক ব্যবহার করে সেদিকে নজর রাখতে হবে। একই সঙ্গে নিয়মিত হ্যান্ড স্যানিটাইজের দিকে নজর দিতে হবে। বাজার কমিটিগুলির সঙ্গে কথা বলে জানাতে হবে, যাতে সেখানে মানুষের ভিড় বেশি না হয়। এব্যাপারে মাইকে প্রচার করতে হবে। সব থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও জায়গায় অবাঞ্ছিত ভিড় না হয়। গত বছর করোনা সংক্রমণের সময় যেভাবে হাসপাতালের বেড, কোয়ারেন্টাইন সেন্টার এবং সেফ হোমের ব্যবস্থা করা হয়েছিল, এবারে তার তুলনায় আরও বেশি ব্যবস্থা করতে হবে। কোথাও যাতে অক্সিজেনের অভাব না হয় সেটা দেখতে হবে। পর্যাপ্ত এম্বুল্যান্সের ব্যবস্থা রাখতে হবে। টিকাকরণ বাড়াতে হবে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনাকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের সময় সব নির্দেশিকা মেনে চলতে হবে।
2021-04-12 15:06:38আজ, সোমবার রাজ্যে চলতি বিধানসভা ভোট নিয়ে নির্বাচন কমিশনে ডেপুটেশন দিল সংযুক্ত মোর্চা। মূল বিষয় ছিল ভোটে হিংসা, শীতলকুচি কান্ডে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও পঞ্চম দফার ভোট প্রচার পর্বের সময়সীমা কমে যাওয়া। এছাড়া রাজনৈতিক নেতাদের একের পর উস্কানিমূলক বক্তব্য। ডেপুটেশন শেষে নির্বাচন কমিশনের রাজ্য দপ্তর থেকে বেরনোর পর সেখানে কী কী অভিযোগ জানিয়েছেন, তা সংবাদমাধ্যমকে জানালেন সংযুক্ত মোর্চার নেতারা। এই ডেপুটেশনের প্রথম বিষয় ছিল চতুর্থ দফার ভোটে শীতলকুচিতে ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলি প্রসঙ্গ। মোর্চার তরফ থেকে জানতে চাওয়া হয়, এই ধরণের ঘটনা ঘটল কী করে? উল্লেখ্য এব্যাপারে নির্বাচন কমিশনের সাফাই ছিল, অস্ত্র নিয়ে আক্রমণ করার পর সরকারি সম্পত্তি ও আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়। এপ্রসঙ্গে মোর্চার প্রশ্ন, যদি সত্যিই শনিবার কেন্দ্রীয় বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়ে থাকে, তাহলে তার প্রমাণ কোথায়? কোনও ফুটেজ কেন দেখাতে পারছে না কমিশন? এজন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও সংশয় প্রকাশ করেন মোর্চার নেতারা। এব্যাপারে সর্বোচ্চ আদালতের তত্ত্বাবধানে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করা হয়েছে। সেইসঙ্গে আলোচনায় উঠে আসে দিলীপ ঘোষের উস্কানিমূলক বক্তব্যের প্রসঙ্গও। বিজেপির রাজ্য সভাপতি প্রচার সভায় বলেন, রাজ্যে আরও শীতলকুচি হবে। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এবিষয়ে তাঁরা অভিযোগ করেন, এভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে। এবিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করারও দাবি জানায় মোর্চা।
2021-04-12 13:32:55ডোমজুড়ে গতকাল রাত থেকে তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ। বাঁকড়ার রাজীব পল্লী এলাকার এই ঘটনায় দুই পক্ষের প্রায় ১৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। টহল দিচ্ছে পুলিস। তৃণমূলের অভিযোগ, বিজেপির কথা শুনে পুলিস ওই এলাকায় তাঁদের সমর্থকদের বাড়িতে ঢুকে মানুষের উপর অত্যাচার চালিয়েছে।
2021-04-12 12:03:37