গতকাল রাতে ভাটপাড়ার মাদ্রাল এলাকার চণ্ডীপুরেরে একটি ক্লাব থেকে উদ্ধার হল বোমা, গুলি। ওই ক্লাব থেকে ১৩ টি বোমা, ১৭ রাউন্ড গুলি এবং বেশ কিছু বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে পুলিস। এই ঘটনার তদন্ত করছে পুলিস।
বড় অঙ্কের জরিমানার মুখে পড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। স্লো ওভার রেটের জন্য ধোনিকে বড় অঙ্কের জরিমানা করা হল। জরিমানা বাবদ তাঁকে ১২ লক্ষ টাকা দিতে হবে। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধোনির চেন্নাই সুপার কিংস ৭ উইকেটে হেরে যায়। প্রথম ম্যাচে এই হারটা নিঃসন্দেহে বড় ধাক্কা।
ট্যুইটারে নির্বাচন কমিশনকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ট্যুইটারে লেখেন, ‘নির্বাচন কমিশনের মডেল কোড অফ কনডাক্ট আসলে মোদি কোড অফ কনডাক্ট। বিজেপি আমাকে রুখতে সমস্ত শক্তি ব্যবহার করলেও আমার মানুষের পাশে থাকা ও তাদের বেদনা ভাগ করে নিতে চাওয়া থেকে
আটকাতে পারবে না। তাঁরা ৩ দিন আটকাতে পারে চতুর্থ দিন আমি যাবই।’
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯ জন। মৃত্যু হয়েছে ৮৩৯ জনের। সুস্থ হয়েছেন ৯০,৫৮৪ জন। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত ১ কোটি ৩৩ লক্ষ ৫৮ হাজার ৮০৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লক্ষ ৮২ হাজার ৪৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১১ লক্ষ ০৮ হাজার ৮৭ জন। এপর্যন্ত এই রোগে দেশে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ২৭৫ জন। গতকালের শেষ হিসেব অনুযায়ী দেশে মোট ১০ কোটি ১৫ লক্ষ ৯৫ হাজার ১৪৭ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ডাকে আজ থেকে শুরু হল টিকা উৎসব। ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। এক্ষেত্রে দুটি বিষয়ে নজর দেওয়ার কথা বলেন মোদী। এক, যারা ভ্যাকসিন নেওয়ার যোগ্য তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য এই বিশেষ ক্যাম্পেন চালানো হবে, আর ভ্যাকসিন যাতে একটা ডোজও নষ্ট না হয় সেদিকেও খেয়াল রাখা হবে।
দেশজুড়ে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। মহারাষ্ট্র,দিল্লি, পাঞ্জাব সহ বেশ কয়েকটি রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এরইমধ্যে শনিবার একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে দিল্লি সরকার। সরকারের এই নির্দেশিকায় জনসমাবেশে নিষেধাজ্ঞা জারি ছাড়াও রেস্তোরাঁ, থিয়েটার, গণ পরিবহণ ও বিয়ে, শেষকৃত্যর অনুষ্ঠানে জনসমাগমের সীমা বেঁধে দেওয়া হয়েছে। নতুন এই বিধি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এর পাশাপাশি আগেই রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফুর ঘোষণা করা হয়েছে।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০০ রানের গণ্ডি টপকে নয়া রেকর্ড করলেন বাবর আজম। এশিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে দ্রুততম ৬০০০ রান সংগ্রহের ইতিহাস গড়লেন তিনি। মাত্র ১৬৫ ম্যাচে এই রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক। এই রেকর্ড গড়ার পথে বাবর ছাড়িয়ে গেছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। টি-টোয়েন্টিতে সবচেয়ে কম ১৬২ ম্যাচে দ্রুততম ৬০০০ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। দ্বিতীয় পজিশনে আছেন বাবর।
দেশে জোরকদমে চলছে করোনা টিকাকরণ। বয়ঃসীমার বিচারে ধীরে ধীরে বাড়ানোও হচ্ছে টিকা গ্রাহকদের পরিধি। তবে জল্পনা শুরু হয়েছে যে, দেশে ফুরিয়ে আসছে ভ্যাকসিন। অনেকেই বলছেন যে, প্রতিবেশী দেশগুলিকে দেদার ভ্যাকসিন বিতরণ করে ‘ভালো বন্ধু’র দায়িত্ব পালন করতে গিয়েই দেশবাসীর প্রতি কার্যত বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় এইমসের প্রধান ডাঃ রণদীপ গুলেরিয়ার মন্তব্য, টিকার অভাব হওয়ারই ছিল। ছ’মাস আগে যখন ভ্যাকসিনের জন্য বহু মানুষ ট্রায়াল নিচ্ছেন, তখনই বোঝা উচিত ছিল যে, ভ্যাকসিনের চাহিদা বাড়বে। তাই এর জোগান নিয়ে আগাম প্রস্তুতি থাকা দরকার ছিল।
ভারতে কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা কয়েকদিন আগেই সাক্ষাৎকারে বলেছিলেন, চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে ভ্যাকসিন প্রস্তুতের জন্য আরও তিন হাজার কোটি টাকা এবং তিনমাস সময় লাগবে। গুলেরিয়ার মন্তব্য কার্যত পুনাওয়ালার সেই সাফাইয়েরই সমালোচনা করেছে। গুলেরিয়ার অভিমত, কয়েক মাসের মধ্যেই যে ভ্যাকসিনের চাহিদা বাড়বে, এটা বোঝার জন্য তো কোনও ‘রকেট সায়েন্সে’-এর দরকার পড়ে না। এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। ছ’মাস পর এখন সাফাই দিয়ে কী লাভ।
নিয়মিত যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে টিকাকরণে জোর না দিলে এই পরিস্থিতি আরও বিগড়বে বলে মত বিশেষজ্ঞ মহলের। গুলেরিয়া বলেন, ‘যারা ভ্যাকসিন বানাচ্ছে, তাদেরই এর সমোধানসূত্র বের করতে হবে। তাদের জানা উচিত ছিল যে, শুধু ভারতেই নয়, বিশ্বের নানা দেশে ভ্যাকসিনের চাহিদা রয়েছে। এখন তারা সাফাই দিচ্ছে।
জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস
১৮৬৯: ভারতের স্বাধীনতা সংগ্রামি তথা মহাত্মা গান্ধীর পত্নী কস্তুরবা গান্ধীর জন্ম
১৮৮৭: চিত্রশিল্পী যামিনী রায়ের জন্ম
১৯০৪: ভারতীয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা কুন্দনলাল সায়গল বা কে এল সায়গলের জন্ম
১৯০৫: আইনষ্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব (থিওরী অফ রিলেটিভিটি) প্রকাশ করেন
১৯১৯ - আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়
১৯৩১ - আজকের দিনে বাংলা চলচ্চিত্র জগতে অমর চৌধুরী পরিচালিত, মদন থিয়েটার কোম্পানির প্রযোজনায় সৃষ্ট প্রথম স্বল্পদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি পায়
১৯৩৭: টেনিস খেলোয়াড় রমানাথন কৃষ্ণাণের জন্ম
১৯৭৭: সাহিত্যিক ফণীশ্বরনাথ রেণুর মৃত্যু
মেষ: বহুজনের সঙ্গে আলাপ ও মিত্রতা হবে।
বৃষ: স্থায়ী সম্পদ লাভের যোগ।
মিথুন: বাড়তি অর্থ হাতে আসবে।
কর্কট: কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে।
সিংহ: প্রয়োজনীয় অর্থ হাতে আসবে।
কন্যা: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ।
তুলা: ব্যবসায় ভালো উপার্জন হবে।
বৃশ্চিক: উচ্চতর বিদ্যা এবং গবেষণামূলক কাজে সাফল্য।
ধনু: ব্যবসায় নতুন কোনও যোগাযোগ।
মকর: নানা উপায়ে অর্থাগমের সম্ভাবনা।
কুম্ভ: শরীর-স্বাস্থ্য ভালো থাকবে।
মীন: কর্মরতদের ক্ষেত্রে সার্বিকভাবে ভালোই বলা যায়।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন:
https://bit.ly/3jUxtuf
পঞ্চম দফার প্রচার শেষ হবে ৭২ ঘণ্টা আগে
আগামী শনিবার রাজ্যের ৪৫টি আসনে পঞ্চম দফার ভোট। সেই ভোটের প্রচার ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। ফলে আগামী বুধবার অর্থাৎ ১৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত ওই সব কেন্দ্রে প্রচার করা যাবে। আগামী শনিবার জলপাইগুড়ি, দার্জিলিং, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানের গুরুত্বপূর্ণ আসনে ভোট রয়েছে। গত লোকসভা ভোটের শেষ পর্যায়ে এসে রাজনৈতিক উত্তেজনার কারণে একদিনের জন্য ভোট প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার পঞ্চম দফায় সেই সিদ্ধান্ত নিল কমিশন। অর্থাৎ, এই ৪৫টি আসনে সব রাজনৈতিক দলের প্রার্থীকে একদিনের প্রচার থেকে বঞ্চিত হতে হবে। আগামী বৃহস্পতিবার বাংলা নববর্ষের সকালে অনেক প্রার্থীর নানা ধরনের কর্মসূচি ছিল, কমিশনের নির্দেশে সবই বাতিল করতে হবে। পাশাপাশি পঞ্চম দফার ভোটের জন্য আরও ৭১ কোম্পানি বাহিনী রাজ্যে আসছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
2021-04-11 08:00:00কোচবিহারের শীতলকুচি কাণ্ডের পরিপ্রেক্ষিতে কঠোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। জেলায় ভোট শেষ হয়ে যাওয়ার পর থেকে আগামী ৭২ ঘণ্টা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে এই জেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চম দফার নির্বাচনে নির্বাচনী প্রচার ৪৮ ঘণ্টার বদলে শেষ করতে হবে ৭২ ঘণ্টা আগে।
2021-04-10 21:21:43একটা জেলার দুটো ঘটনা ছাড়া আজকের এই চতুর্থ দফার ভোট শান্তিপূর্ণ। আজ এমনটাই জানিয়ে দিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারীক (CEO) আরিজ আফতাব। তিনি জানান, এই দফায় ৩৭৩ জন প্রার্থী ছিলেন, যার মধ্যে ৩২৩ জন পুরুষ। এদিন মোট অভিযোগ জমা পড়েছে ২,৩৭১ টি। বড় ঘটনা ঘটেছে শীতলকুচিতে। আজ সকাল ৯.৪৫ মিনিট নাগাদ একটা ঘটনা ঘটে ওখানে। আমরা ডিএম ও এসপির কাছ থেকে রিপোর্ট চেয়েছি। ওটা পেলেই আপনাদের দিয়ে দেবো। এছাড়াও শীতলকুচির পাঠানটুলিতে আরো একটি গুলি চলার ঘটনা ঘটে। একজন মারা যায়। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এছাড়া, চুঁচুড়ার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
2021-04-10 19:38:55সন্ধ্যার পরে ঝড়-বৃষ্টি ও লোডশেডিংয়ের জেরে আলিপুরদুয়ারে ব্যাহত হয় ভোট প্রক্রিয়া। ফালাকাটা, মাদারিহাট, আলিপুদুয়ার ও কালচিনি বিধানসভা কেন্দ্রে এই সমস্যা হয়। প্রশাসন অবশ্য জানিয়েছে, ভোট প্রক্রিয়া খুব বেশি সময় ধরে ব্যাহত হয়নি । কোথাও ১০ মিনিট, ১৫ মিনিট, কোথাও ২০ মিনিটের মতো ভোট প্রক্রিয়া ব্যাহত হয়।
2021-04-10 19:26:27চতুর্থ দফার ভোটগ্রহণ পর্বে আজ সাড়ে ৬ টা পর্যন্ত আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে ৭৪.২৫ শতাংশ, ফালাকাটা ৭৫.৮৮ শতাংশ, কালচিনি ৭২.৪৭ শতাংশ, কুমারগ্রামে ৭৬.১৫ শতাংশ এবং মাদারিহাটে ৬৯.৫১ শতাংশ ভোট পড়েছে।
2021-04-10 19:06:00বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল একটি কয়লা বোঝাই ডাম্পার। শনিবার এই ঘটনাটি ঘটেছে রঘুনাথপুরের বুন্দলা সেতুর মুখে। নিচে পড়ে যাওয়ার সময় সেতুতে আটকে যায় ডাম্পারটি। ফলে এই ঘটনায় প্রাণহানি ও বড় ক্ষয়ক্ষতির হাত থেকে সেটি রক্ষা পায়।
2021-04-10 18:34:00দীঘায় সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন উত্তর ২৪ পরগণার এক যুবক। মৃতের নাম শৌভনিক দাশগুপ্ত(৩৯)। তাঁর বাড়ি সোদপুরের ঘোলা এলাকায়। জানা গিয়েছে, পাঁচ বন্ধুর সঙ্গে দীঘায় বেড়াতে আসেন তিনি।
2021-04-10 18:17:01চতুর্থ দফার ভোটগ্রহণ পর্বে আজ বিকাল ৩ টা পর্যন্ত আলিপুরদুয়ার কেন্দ্রে ৬৯.১৫ শতাংশ, ফালাকাটা ৭০.৩৪ শতাংশ, কালচিনি ৬৭.৫৮ শতাংশ, কুমারগ্রামে ৬৯.৮৯ শতাংশ এবং মাদারিহাটে ৬৪.৮৭ শতাংশ ভোট পড়েছে।
2021-04-10 16:35:51আজ দক্ষিণ ২৪ পরগণা জেলার ১১টি বিধানসভায় ভোটগ্রহণ চলছে। বিকেল ৩ টে পর্যন্ত এই জেলায় কোথায় কত ভোট পড়েছে, তা জানাল নির্বাচন কমিশন। এই সময়সীমার মধ্যে কসবা বিধানসভায় ভোট পড়েছে ৬২.৮০ শতাংশ। মহেশতলায় ৬৬.১৫ শতাংশ। মেটিয়াবুরুজ বিধানসভায় ভোট পড়েছে ৬৪.২০ শতাংশ। সোনারপুর দক্ষিণে ভোট পড়েছে ৬৪.৬৬ শতাংশ। সোনারপুর উত্তরে ৬৫.৮৮ শতাংশ। এই সময়ে টালিগঞ্জ বিধানসভায় ভোট পড়েছে ৬৩.২৯ শতাংশ। বেহালা পশ্চিম বিধানসভায় ৫৯ শতাংশ। বেহালা পূর্বে ভোট পড়েছে ৫৭.৯৩ শতাংশ। ভাঙড়ে ৬৬.১৫ শতাংশ। বজবজে ৭২.৬৯ শতাংশ। আর যাদবপুর বিধানসভায় ভোট পড়েছে ৬৪.১০ শতাংশ।
2021-04-10 16:10:35আজ, চতুর্থ দফার ভোটগ্রহণ পর্বে রাজ্যের ৪৪ টি কেন্দ্রে বিকাল ৩টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬৬.৭৬ শতাংশ। এর মধ্যে কোচবিহারে ৭০.৩৯ শতাংশ, আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৬৮.৩৭ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ৬৪.২৬ শতাংশ, হাওড়ায় ৬৪.৮৮ শতাংশ এবং হুগলিতে ৬৭.৪৫ শতাংশ ভোট পড়েছে।
2021-04-10 16:05:56আজ হুগলি জেলার ১০টি বিধানসভায় ভোটগ্রহণ চলছে। দুপুর ১ টা পর্যন্ত এই জেলায় কোথায় কত ভোট পড়েছে, তা জানাল নির্বাচন কমিশন। এই সময় পর্যন্ত বলাগড় বিধানসভায় ভোট পড়েছে ৫৭.১০ শতাংশ। চাঁপদানিতে ভোট পড়েছে ৫০.৪০ শতাংশ। চন্দননগরে ভোট পড়েছে ৫০.১৮ শতাংশ। চন্ডীতলায় ৫৪ শতাংশ। চুঁচুড়ায় ৫৩.২৭ শতাংশ। পাণ্ডুয়ায় ৫৯.০১ শতাংশ। সপ্তগ্রাম বিধানসভায় ৫৮.৭৮ শতাংশ। সিঙ্গুরে ৫৮.২১ শতাংশ। শ্রীরামপুর বিধানসভায় ৫০.৮৪ শতাংশ ও ৫০.২৩ শতাংশ।
2021-04-10 15:51:51আজ দুপুর ১টা পর্যন্ত রাজ্যে গড় ভোট পড়েছে ৫২.৮৯ শতাংশ। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী এই সময়ে আলিপুরদুয়ার জেলায় ভোট পড়েছে ৫৬.৯৩ শতাংশ। হাওড়া জেলায় ভোট পড়েছে ৫১.২৩ শতাংশ। হুগলিতে ৫৪.২০ শতাংশ। দক্ষিণ ২৪ পরগণায় ৪৮.৩৯ ও কোচবিহার জেলায় ভোট পড়েছে ৫৬.৮৭ শতাংশ।
2021-04-10 15:39:12ভোটের দিন শুনশান ফালাকাটার সমগ্র এলাকা। দুপুর ১টা পর্যন্ত ফালাকাটা বিধানসভায় ভোট পড়েছে ৫৮.৪৭ শতাংশ। সকাল থেকে শহরে দেখা যায়নি কোনো বেসরকারি বাস। খুব কম সংখ্যায় চলছে সরকারি বাস। বন্ধ অধিকাংশ দোকানপাট । রাস্তায় উল্লেখযোগ্যভাবে দেখা যায়নি টোটো। এখানকার পানের দোকানের ব্যবসায়ী হরেকৃষ্ণ শীল। ফালাকাটা বাজারের মিষ্টি ব্যবসায়ী নিতাই দত্ত। তাঁরা বলেন, এবারের ভোটের হাওয়া অন্যরকম। মানুষ দোকানপাট বন্ধ রেখে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাচ্ছেন। চারিদিক থেকে ভোটের অশান্তির খবর আসছে। সাধারণ মানুষ সেই খবর শুনে অনেকটাই ভীত সন্ত্রস্ত।
2021-04-10 14:54:45আলিপুরদুয়ার জেলার ৫ বিধানসভায় ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত এই জেলায় সর্বাধিক ভোট পড়েছে ফালাকাটা বিধানসভায়। এখানে এই সময় পর্যন্ত ভোটদানের হার ছিল ৫৮.৪৭ শতাংশ। এরপর কুমারগ্রামে ভোট পড়েছে ৫৭.৮৮ শতাংশ। কালচিনিতে ভোট পড়েছে ৫৬.৭১ শতাংশ। জেলাসদর আলিপুরদুয়ার বিধানসভায় ভোট পড়েছে ৫৫.৪৩ শতাংশ। তবে এই সময়সীমার মধ্যে জেলায় সবচেয়ে কম ভোট পড়েছে মাদারিহাট বিধানসভায়। এখানে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৩৭.৯৮ শতাংশ।
2021-04-10 14:38:00১৪২ এ, ১৪৩, ১৪৪, ১৫৯এ, ১৩১-১৩৩, ১৩৩এ, ১৪২ বুথে গোলমাল। সুভাষগ্রাম নব তারা হাইস্কুলের ওই বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এই চাঞ্চল্যকর দাবি করেছেন, তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এক সাংবাদিককেও মারধর করেছে। পাশাপাশি বুথের ভিতরে ঢুকে পদ্ম চিহ্নে ছাপ মারতে বলছে বলেও তাঁর অভিযোগ। জানা গিয়েছে, এদিন তৃণমূল প্রার্থী বুথের কাছেই একটি জায়গায় টিফিন করছিলেন। সেই সময় কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে চলে যেতে বলে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্ক বাধে প্রার্থীর।
2021-04-10 14:30:10ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের আউশগ্রাম। গতকাল তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। আউশগ্রাম ১ ব্লকের বেরেন্ডা গ্রাম পঞ্চায়েতের কুড়ুম্বা গ্রামের এই সংঘর্ষে বেশ কিছু বাড়ি ও বাইক ভাঙচুর করা হয়েছে। ডিসপিডিটি অভিজিৎ পাল চৌধুরী জানিয়েছেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জখমদের মধ্যে রয়েছেন বুথ সভাপতি রেনু মেটে ও সিদ্ধার্থ ঘোষ। ঘটনাচক্রে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধার্থ বাবুর মেয়ে অন্তরা ঘোষ। তাঁর অভিযোগ, আজ এলাকায় অসিত মালের জনসভা রয়েছে। সেজন্য এলাকায় পোস্টারিং করছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা । বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সে সময় তৃণমূলের কর্মীদের উপর আক্রমণ চালায়। পরিকল্পনা করেই এই আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন গ্রামের তৃণমূল নেতা হাকিম শেখ। ভাঙচুর করা হয়েছে ১০ টি বাড়ি ও ২ টি বাইক। ওই আক্রমণের ফলে চারজন আহত হয়েছেন। গ্রামের মহিলাদেরও মারা হয়ছে। জখমদের তিনজন হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের দাবি, এই গ্রাম যথেষ্ট শান্তিপূর্ণ। গত ১০ বছরে এখানে কোনও ঝামেলা হয়নি। বিজেপি ইচ্ছা করেই শান্ত গ্রামকে অশান্ত করে তুলছে। অন্যদিকে বিজেপি নেতা শ্যামল রায়কে ফোন করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই এলাকায় বিজেপির সেই শক্তি নেই যে মারধর করবে। শাসকদলের গোষ্ঠী কোন্দল আর বিধায়কের প্রতি ক্ষোভ থেকেই এলাকায় এই ঘটনা ঘটেছে। উল্লেখ্য, গ্রামে পুলিস মোতায়েন রয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে আজ সকালে গ্রামের পরিস্থিতি ছিল থমথমে।
2021-04-10 14:15:27দুপুর ১টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৫২.৮৯ শতাংশ। কোচবিহারে ভোট পড়েছে ৫৬.৮৭ শতাংশ। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৫৬.৯৩ শতাংশ। হাওড়ায় ভোট পড়েছে ৫১.২৩ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোটদানের হার ৪৮.৩৯ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৫৪.২০ শতাংশ।
2021-04-10 14:01:33দুপুর ১টা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার বেহালা পশ্চিমে ভোট পড়ল ৩০.৫৫ শতাংশ, বেহালা পূর্বে ৪৫.৪৭ শতাংশ, ভাঙড়ে ৫০.১১ শতাংশ, বজবজে ৩৯.৪৯ শতাংশ, যাদবপুরে ৪৮.৬০ শতাংশ, কসবায় ৪৯.৩২ শতাংশ, মহেশতলায় ২৫.০০ শতাংশ, মেটিয়াব্রুজে ৩১.৪০ শতাংশ, সোনারপুর দক্ষিণে ৪৪.৬৭ শতাংশ, সোনারপুর উত্তরে ৩৩.৮৩ শতাংশ এবং টালিগঞ্জে ৪৪.১৬ শতাংশ।
2021-04-10 13:39:38ফালাকাটা ব্লকের ১৩/২৩৯ বুথকে মডেল হিসেবে ঘোষণা করা হয়েছে। বিয়েবাড়ির প্যান্ডেলের আদলে তৈরি করা হয়েছে এই বুথ। রয়েছে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারও। ভোটদাতাদের জন্য ভোটগ্রহণ কেন্দ্র থেকে বিলি করা হচ্ছে হ্যান্ড গ্লাভস এবং মাস্ক। ভোটগ্রহণ কেন্দ্রের পাশে তৈরি করা হয়েছে পুরুষ ও মহিলাদের জন্য শৌচালয়। রাজ্য পুলিসের পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। ভোটগ্রহণ কেন্দ্রে ঢোকার মুখে রয়েছে, আমার ভোট আমার অধিকার লেখা ফেস্টুন।
2021-04-10 12:37:56চুঁচুড়ার ঈশ্ববাহা এলাকায় তাঁর গাড়ির উপর হামলার অভিযোগ তুললেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির ভিতরে বসেই কাঁচ ভাঙা হয়েছে। পাশাপাশি তৃণমূল প্রার্থীর দাবি, এলাকায় বাইক বাহিনীর দাপট রয়েছে গেরুয়া শিবিরের। অভিযোগ, সব দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী।
2021-04-10 12:28:00সোনারপুর উত্তর বিধানসভা এলাকায় গোলমাল। এলাকার খেয়াদহ ২ একলার কাঠিপোতা স্কুলের ২৫, ২৬ নম্বর বুথের সামনে উত্তেজনা। তৃণমূল পার্থীর সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকরা।
2021-04-10 12:25:22সকাল ১১টা পর্যন্ত রাজ্যে মোট ভোট পড়েছে ৩৩.৯৮ শতাংশ। কোচবিহারে ভোট পড়েছে ৩৪.১১ শতাংশ। আলিপুরদুয়ারে ভোট পড়েছে ৩৮.৬৯ শতাংশ। হাওড়ায় ভোট পড়েছে ৩৩.৭২ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোটদানের হার ৩০.১৭ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৩৬.৬৩ শতাংশ।
2021-04-10 12:18:29উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের একাধিক জায়গায় মহিলা ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে।
2021-04-10 12:14:53শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনী আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে। প্রাথমিক রিপোর্টে এমনটাই জানালেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। জানিয়েছেন, প্রায় ৩০০-৪০০ লোক বাহিনীকে ঘিরে ধরে। দু’পক্ষের লড়াই শুরু হয়। সেটি থামাতে বাহিনী ওপেন ফায়ার করে। তাতেই মৃত্যু হয় চারজনের। প্রসঙ্গত, রাজ্য নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল।
2021-04-10 11:49:31