প্রেমের টানে ফের সীমান্ত পার পাত্রীর। কারণ তাঁর হবু বর যে ভারতীয়। তাও আবার কলকাতার বাসিন্দা। ওয়াগা বর্ডারেই হল ‘বধূবরণ’। বছর ২১-এর পাকিস্তানি ওই তরুণীর নাম জাভরিয়া খানম। আর পাত্র কলকাতার বাসিন্দা সমীর খান। যেটুকু জানা যাচ্ছে, বছর পাঁচেক ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। এবার সিদ্ধান্ত নিয়েছেন আগামী ২০২৪-এর গোড়াতেই ‘নিকাহ’ সেরে ফেলবেন। বাগদান পর্ব আগেই হয়ে গিয়েছে। প্রথম দিকে ভিসা পেতে সমস্যা হলেও পরে ৪৫ দিনের ভিসা জোগাড় করে আজ, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পরিবারের সাথে হবু শ্বশুরবাড়ির দেশে পা রাখলেন ‘নববধূ’। এদিন পাকিস্তানের করাচি থেকে অমৃতসরের ওয়াঘা বর্ডার দিয়েই তাঁরা ভারতে প্রবেশ করেন। সেখানে উপস্থিত ছিলেন সমীর খান ও তাঁর পরিবারের সদস্যরা।
গত রবিবার চার রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার মাঝেই ইন্ডিয়া জোটের বৈঠক ডেকে বসে কংগ্রেস। আগামী কাল, বুধবার সেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সপা নেতা অখিলেশ যাদব সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা ওই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গিয়েছে। সেই কারণে পূর্ব নির্ধারিত সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। তার বদলে আগামী কাল, বুধবার ইন্ডিয়া জোটের সংসদীয় নেতৃত্বদের নিয়ে সমন্বয় বৈঠক ডাকা হয়েছে। সন্ধ্যা ৬টায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে। সূত্রের খবর, সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইন্ডিয়া জোটের নেতৃত্বদের নিয়ে বৈঠক করা যায় কি না।
2023-12-05 14:10:00ফের মেট্রোয় বিভ্রাট শহর কলকাতায়। আজ সকালে অফিস টাইমে পার্ক স্ট্রিট স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউনে দুটি করে ট্রেনের বদলে একটি করে চালানো হচ্ছে। অপরদিকে পার্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সদন পর্যন্ত টানেলেও নির্দিষ্ট সময় অন্তর একটি করে মেট্রো চলছে। অর্থাৎ আপ লাইনে মেট্রো এলে ডাউনে পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। একইভাবে ডাউন লাইনে ট্রেন এলে আপের মেট্রো বন্ধ রাখতে হচ্ছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সমস্যার সমাধানে পার্ক স্ট্রিট স্টেশনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইঞ্জিনিয়াররা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।
2023-12-05 12:12:00অপেক্ষার অবসান। মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবির ট্রেলার। যার শুরুতেই শাহরুখ ওরফে হার্ডিকে (সিনেমায় চরিত্রের নাম) দেখা যাচ্ছে ট্রেনে করে লাল্টু নামের শহরে প্রবেশ করতে। সেখান থেকেই শুরু গল্প। তারপর একে একে ডাঙ্কিতে অভিনয় করা প্রত্যেক চরিত্রের সঙ্গে আলাপ করাচ্ছেন কিং খান। সঙ্গে ছবির গল্প নিয়েও আভাস পাওয়া যাচ্ছে ট্রেলারে। ইংরেজি ভাষা না জানলেও লন্ডন যাওয়ার জেদ রয়েছে শাহরুখ ও তাঁর সঙ্গীদের, ট্রেলারে সেটা স্পষ্ট হয়েছে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিকে ঘিরে কিং খানের ফ্যানেদের মধ্যে রয়েছে বিপুল প্রত্যাশা। আগামী ২১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘ডাঙ্কি’। শাহরুখ ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিকে।
চলতি সপ্তাহে আর্থিক নীতি পর্যালোচনা করবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে তারা সুদের হার বা রেপো রেট আপাতত কমাবে না বলেই মনে করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোমবার তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তাদের ধারণা, শুধু এখনই নয়, আগামী জুন মাস পর্যন্ত রেপো রেট কমানোর পথে হাঁটবে না আরবিআই। বর্তমানে রেপো’র হার ৬.৫ শতাংশ। আগামী মার্চে খুচরো বাজারের মূল্যবৃদ্ধির হার ৫.৫ শতাংশে পৌঁছতে পারে বলে মনে করছে স্টেট ব্যাঙ্ক।
2023-12-05 11:33:45প্রয়াত সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। ওই ধারাবাহিকের ফ্রেডরিকসের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন দীনেশ। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন তিনি। আজ, মঙ্গলবার মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার লিভারের সমস্যা ছিল। দীনেশের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা দয়ানন্দ শেট্টি।
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাস। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। বাসে থাকা যাত্রীদের মধ্যে এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১৪ জনের। জখম ২০।
দুর্ঘটনার কবলে বিহারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী জামা খানের এসকর্ট ভ্যান। গতকাল, সোমবার রাতে রোহতাসের কাছে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রীর কনভয়ে থাকা গাড়িটি। মন্ত্রীর কোনও আঘাত না লাগলেও মৃত্যু হয়েছে ওই এসকর্ট ভ্যানের চালকের। জখম চার পুলিস কর্মী। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। খবর পেয়েই সেই বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিস। তারপরেই ঘটে বিপত্তি। পুলিস ওই বাড়িতে ঢোকার আগেই হঠাৎ করে শোনা যায় গুলির শব্দ। মুহূর্তে ওই বাড়িটিতে বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়। পুলিসের আধিকারিকরা কিছু বুঝে ওঠার আগেই আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়িটি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার ভার্জিনিয়ার আরলিংটনে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে পাশের বাড়ি গুলিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু কীভাবে ঘটল এই বিস্ফোরণ? তদন্ত শুরু করেছে পুলিস।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বঙ্গে থমকে শীত। আজ, মঙ্গলবারই অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। যার জেরে বঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ, মঙ্গলবারের আকাশ মূলত মেঘলা থাকবে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা নারায়ণ বিশ্বাস। আজ, মঙ্গলবার সকালে কলকাতার এক সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন ওই সিপিএম নেতা। বর্তমানে তিনি সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক পদে ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া জেলার কর্মী-সমর্থকদের মধ্যে।
শহরের প্রথম ব্যাটারি সোয়াপ স্টেশন চালু করল ইন্ডিয়ান অয়েল। সোমবার নিউটাউনে এর উদ্বোধন করেন সংস্থার ডিরেক্টর (বিপণন) ভি সতীশ কুমার। তিনি বলেন, আগামী দিনে তাঁরা আরও বেশি সংখ্যক ব্যাটারি সোয়াপ স্টেশন চালু করবেন। এখানে দুই ও তিন চাকার ই-গাড়ির ব্যাটারি বদল করা যাবে। চার্জবিহীন ব্যাটারির বদলে চার্জযুক্ত ব্যাটারি নিয়ে যেতে পারবেন গ্রাহক। এতে চার্জিংয়ের সময় বাঁচবে।
2023-12-05 09:38:12সরকারি নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন সরকারি অফিস, হাসপাতাল ও স্কুলের ২০০ মিটারের মধ্যে ব্যবসায়ীদের একাংশ তামাকজাত দ্রব্য বিক্রি করছে। এই ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি তাঁদের সতর্ক করার উদ্যোগ নিল বাগনান ১ নং ব্লক প্রশাসন। সোমবার প্রশাসনের উদ্যোগে বাগনান গ্রামীণ হাসপাতাল, বিডিও অফিস সহ বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনান ১ নং ব্লকের বিডিও মানস গিরি, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সমীর সামন্ত, বাগনান ১ নং ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক মহম্মদ সানাউল্লা, বাগনান থানার পুলিস আধিকারিক প্রমুখ। এদিন কয়েকটি দোকান থেকে তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।
2023-12-05 09:20:00চন্দ্রাভিযানের নতুন সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের কক্ষপথে পাঠানো চন্দ্রযান-৩-এর প্রোপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল, সোমবার ইসরোর তরফে এমনটাই জানানো হয়েছে। এই প্রোপালশন মডিউলে ভর করেই চাঁদে পৌঁছেছিল বিক্রম ল্যান্ডার। বিক্রমের অবতরণের পর, এতদিন চাঁদের কক্ষপথেই ঘুরছিল ওই প্রোপালশন মডিউলটি। লক্ষ্যে সফল হওয়ার পর, এবার চন্দ্রযান-৩-এর এই অংশটিকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনলেন ইসরোর বিজ্ঞানীরা।
2023-12-05 09:18:01ফের বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদ। এবার ঘটনাস্থল ধুলিয়ান পুরসভা। গতকাল, সোমবার গভীর রাতে ওই পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পারভেজ আলমের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সঙ্গে চালায় গুলিও। সেই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরভোটে ওই কাউন্সিলার কংগ্রেসের টিকিটে জয়ী হন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে জানা গিয়েছে।
ভারতে এলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টার এক উচ্চপদস্থ আধিকারিক। দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্যই তাঁর ভারত সফর। সূত্রের খবর, ওই আধিকারিক ভারতের সঙ্গে মূলত খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনের বিষয়ে আলোচনা করতে চান। কিছুদিন আগেই জানা যায় আমেরিকার মাটিতে পান্নুনকে খুনের ছক কষা হয়েছিল। কিন্তু বাইডেন প্রশাসনের তৎপরতায় তা ভেস্তে যায়। সেই বিষয়ে তদন্ত চলছে। যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন বাইডেনের প্রশাসনের ওই উচ্চপদস্থ আধিকারিক।
2023-12-05 09:01:00শুধু ক্ষুদ্র শিল্পের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য শপিং মল তৈরি করার উদ্যোগ নেবে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। তিনি বলেন, বড়লোকদের জন্য শপিং মল অনেক আছে। গরিব মানুষের জন্য শপিং মল, বিগ বাজার ইত্যাদি করা হবে। প্রতি জেলায় রপ্তানি ও বিশেষ রপ্তানি কেন্দ্র গড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভা অধিবেশনের দুই অর্ধে মেলা আয়োজনের বিশেষ উপকারিতার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়ছে। মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্যও তৈরি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী। তাদের তৈরি সামগ্রী বিক্রির একটা বড় জায়গা হল মেলা। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য বিপণনের উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার। মেলার আয়োজনে টাকা খরচ নিয়ে বিরোধীরা প্রায়ই রাজ্য সরকারের সমালোচনা করে। মেলার পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রী তারই জবাব দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
2023-12-05 08:50:00হৃদরোগে আক্রাম্ত হয়ে প্রয়াত খালিস্তানি জঙ্গি লখবীর সিং রোডে। পাকিস্তানে বসবাস করছিলেন তিনি। সূত্রে খবর, গত ২ ডিসেম্বর মৃত্যু হয়েছে তাঁর। খালিস্তানি জঙ্গি জারনাইল সিং ভিনড্রানওয়ালের ভাগ্নে ছিলেন তিনি।
অনিবার্য কারণ দেখিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট-এর দিন পরিবর্তন করা হল। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, পরীক্ষা নেওয়া হবে ২৪ ডিসেম্বর। দিন পরিবর্তন হলেও সময় একই থাকছে। দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রায় তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী টেট দিতে চলেছেন। এই পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। তবে, পরীক্ষার নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু কাজ বাকি থাকায় তা পিছনো হচ্ছে বলে পর্ষদ সূত্রে খবর। এক সপ্তাহ পরীক্ষা পিছলেই তা যথেষ্ট ছিল। কিন্তু ১৭ ডিসেম্বর রয়েছে কলেজ শিক্ষক নিয়োগের স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)। তাই তার পরের রবিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর টেট ফেলা হচ্ছে।
2023-12-05 08:41:20২০৩০ সালের মধ্যে দেশীয় কর্পোরেট বন্ডের বাজার দ্বিগুণেরও বেশি বাড়বে। এমনটাই আশা প্রকাশ করেছে দেশের একটি নামজাদা ক্রেডিট রেটিং সংস্থা। বর্তমানে দেশের কর্পোরেট বন্ডের বাজার ৪৩ লক্ষ কোটি টাকার। সেটা গত পাঁচবছরে বেড়েছে প্রায় ৯ শতাংশ হারে। সংস্থাটির ধারণা, আগামী ছ’বছরে কর্পোরেট বন্ড বাজার ১০০ লক্ষ কোটি টাকা ছাড়াবে। এর অন্যতম কারণ পরিকাঠামো শিল্প যেমন অনেকটা বাড়বে, তেমনই কর্পোরেট সংস্থাগুলিও তাদের মূলধনী খাতে ব্যয় বাড়াবে। অর্থাৎ তারা ব্যবসার সম্প্রসারণ করবে বা নতুন ব্যবসায় টাকা ঢালবে। পাশাপাশি বন্ডের বাজার বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক ও বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি যে পদক্ষেপগুলি করেছে, তাও কাজে আসবে বলে মনে করছে ওই সংস্থা।
2023-12-05 08:30:00বিশ্ব মাটি দিবস
১৩৬০: ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়
১৮৫৪: রিভলবিং থিয়েটার চেয়ারের পেটেন্ট করেন অ্যারোন অ্যালেন
১৮৭৯: স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্রথম পেটেন্ট হয়
১৯০১: মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক ও কাহিনীকার ওয়াল্ট ডিজনির জন্ম
১৯১১: প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায়ের জন্ম
১৯১৩: বাঙালি চিত্রশিল্পী গোপাল ঘোষের জন্ম
১৯২৪: গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম
১৯৩২: অভিনেত্রী নাদিরার জন্ম
১৯৩৫: কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়
১৯৩৯: অভিনেত্রী বাসবী নন্দীর জন্ম
১৯৪০: সঙ্গীত শিল্পী গুলাম আলির জন্ম
১৯৪৩: জাপানী বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে
১৯৫০: বিপ্লবী, দার্শনিক ও আধ্যাত্মসাধক ঋষি অরবিন্দের প্রয়াণ
১৯৫১: শিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘বাংলাদেশ ”
১৯৮৫: ক্রিকেটার শিখর ধাওয়ানের জন্ম
১৯৯৯: যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু
১৯৯৯: মিস ওয়ার্ল্ড হলেন যুক্তামুখী
২০১৩: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু
শিল্প স্থাপনের জন্য জমির স্থায়ী মালিকানা (ফ্রি হোল্ড) দেওয়ার প্রস্তাব, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। কয়েক মাস আগে শিল্প, আবাসন প্রভৃতির প্রকল্পের জন্য লিজ মালিকানায় থাকা জমির স্থায়ী ফ্রি হোল্ড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবার তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হল। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় শিল্প স্থাপনের জন্য রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে ৩০০ একর জমি দেওয়ার প্রস্তাবও পাশ হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভা ও শিল্প সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর বৈঠক হয়। হাওড়ার উলুবেড়িয়া থানার রাউতা ও মালঞ্চবেড়িয়া মৌজায় মোট ৩০.৭৯ একর জমি একটি নামী বেসরকারি সংস্থাকে লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড করার অনুমোদন দিয়েছে সরকার। হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের লস্করপুর মৌজায় ২৮.২৭ একর সরকারি খাস জমি দীর্ঘকালীন মেয়াদে ফাউন্ড্রি পার্ক গড়ার জন্য দেওয়া হবে। ফাউন্ড্রি ক্লাস্টার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন প্রকল্পটি করবে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তালকুয়াতে ০.৫৫ একর সরকারি খাস জমি দীর্ঘমেয়াদে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানিকে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
2023-12-05 08:20:00মেষ: অর্থপ্রাপ্তি হবে।
বৃষ: আর্থিক শক্তি বৃদ্ধি পাবে।
মিথুন: কর্মে বাধার যোগ।
কর্কট: ব্যধিতে আক্রান্তের সম্ভাবনা।
সিংহ: ধনলাভের যোগ বেশি।
কন্যা: আর্থিক দিক শুভ।
তুলা: নিকট ভ্রমণের যোগ আছে।
বৃশ্চিক: কর্ম প্রাপ্তির সংবাদ পেতে পারেন।
ধনু: ধর্মকর্মে মানসিক প্রফুল্লতা।
মকর: অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।
কুম্ভ: কর্মপ্রাপ্তির যোগ আছে।
মীন: উপার্জন ভাগ্য শুভ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
আজ, সোমবার রাত ১২টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুর হাওড়াগামী ফ্ল্যাঙ্ক বন্ধ রেখে চলবে ট্রায়াল রান। এই সময় পণ্যবাহী গাড়ি স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে। ট্রায়াল রানের ফলাফল অনুযায়ী কবে থেকে বিদ্যাসাগর সেতু বন্ধ হবে তার সিদ্ধান্ত নেবে লালবাজার।
মহিলা কনস্টেবল নির্বাচনের পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার রুবি কুমারী ও পুনম কুমারী নামের দুই ভুয়ো পরীক্ষার্থী। তাদের গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা।
২৫টা তো দুরের কথা, ৫ টা পেয়ে দেখাক! লোকসভা ভোট প্রসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এই জয় মানুষের পরাজয় নয়। একের বিরুদ্ধে এক হয়ে লড়া হয়নি বলেই বিজেপি জিতেছে।’ আগামী দিনে এই ফর্মুলা কাজে লাগিয়ে বিজেপিকে হারানো সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি।
2023-12-04 15:29:00এখনও বঙ্গোপসাগরের উপরই পাক খাচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। ইতিমধ্যেই তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আগামীকাল বিকেলের দিকে সেটি অন্ধ্র ও উত্তর তামিলনাড়ু উপকূলের মাঝামাঝি কোথাও আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে তখন তার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমির মধ্যে। কিন্তু তার আগেই মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত চেন্নাই। আজ সকাল থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। সমুদ্রের ধারে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিমানবন্দরের রানওয়েতে জল ঢুকে বন্ধ হয়েছে উড়ান। আজ রাত ১১টা অবধি উড়ান পরিষেবা বন্ধ থাকবে বলে খবর। প্রবল বৃষ্টিতে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে ২ জনের। হাঁটুজল ঢুকে গিয়েছে অনেক বাড়ির ভিতরে। রাস্তাতেও যানবাহন চলাচল কঠিন হয়ে উঠেছে।
2023-12-04 15:12:52রাজ্যসভা থেকে আপ সাংসদ রাঘব চাড্ডার সাসপেনশন প্রত্যাহার করা হল। ১১৫ দিন আগে তাঁকে স্বাধিকার ভঙ্গের অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। শীতকালীন অধিবেশন শুরুর আগে সেই নির্দেশ প্রত্যাহার করা হল।
মিজোরাম বিধানসভা নির্বাচনে মোট ৪০টি আসনের মধ্যে ২১টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেল জোরাম পিপলস মুভমেন্ট(জেডপিএম)। লালডুহোমার পার্টি আরও ৬টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ তাদের সরকারে আসা প্রায় নিশ্চিত। অন্যদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার এমএনএফ এগিয়ে রয়েছে মাত্র ১০টি আসনে। জোরামথাঙ্গা নিজে আইজল পূর্ব কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। বিজেপি ২টি ও কংগ্রেস ১টিতে এগিয়ে রয়েছে।
2023-12-04 14:00:29তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বিজেপি। জনমত সমীক্ষার ফলে আশা জাগলেও বাস্তবে গোবলয়ের তিন রাজ্যে পরাজয়ের মুখ দেখতে হয়েছে কংগ্রেসকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরের বাইরে আজ তিনি বলেন, ‘যারা জয়ী হয়েছেন তাঁদের শুভেচ্ছা। পরাজিতদের বলব ভুল শুধরে নিয়ে আরও শক্তিশালী হয়ে লড়াইয়ে নামতে।’ কংগ্রেস নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগছে বলেও সমালোচনা করেন অভিষেক। যোগ্যদের সুযোগ দিয়ে সঠিক সময়ে সামনে না আনার ফল ভুগতে হয়েছে বলে মত তাঁর। পাশাপাশি এই জয়ের কারণে বিজেপির বেশি উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণে নেই বলেই জানিয়েছেন অভিষেক। ২০১৮ সালে এই তিন রাজ্যে জয়ের পরও তার প্রভাব ১৯-এর লোকসভা ভোটে পড়েনি। সেই প্রসঙ্গও আজ মনে করিয়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ।
2023-12-04 13:26:28ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। আগামীকালই অন্ধ্র ও তামিলনাড়ুর মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। চেন্নাইয়ে আজ সকাল থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। এদিকে মিগজাউমের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদিও খুব বেশি দুর্যোগের আশঙ্কা নেই। আজ, সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
প্রশীক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। ঘটনাটি ঘটেছে আজ, তেলেঙ্গানার মেদাক জেলার তুপরানে। দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা দুজনেরই মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে একজন বায়ুসেনার পাইলট ও অপরজন ক্যাডেট বলে জানা গিয়েছে।
সিংঘম এগেইন সিনেমার শ্যুটিং চলাকালীন চোট পেলেন অভিনেতা অজয় দেবগন। মুম্বইয়ের ভিলে পারলে এলাকায় একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় তিনি চোখে চোট পান। যদিও আঘাত বেশি গুরুতর নয় বলেই খবর।
2023-12-04 11:31:49সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে আজ। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের কটাক্ষের সুরে একাধিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বিরোধীরা পরাজয়ের নৈরাশ্য সংসদে প্রকাশ করতে আসবেন না। বিরোধীদের এই হার থেকে অনেক কিছু শেখার রয়েছে। এবার অন্তত নেতিবাচক রাজনীতি থেকে সরে আসুন। তবে আপনাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও পাল্টাবে। তিনি আরও বলেন, উন্নয়ন ঠিকভাবে হলে প্রতিষ্ঠানবিরোধীতা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। ভারত এখন শুধু সামনে এগিয়ে যেতে চায়।’
শহরে ফের সিবিআই হানা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রতারণা মামলার তদন্তে আজ কলকাতার নিউটাউনের একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, প্রতারণার অঙ্ক প্রায় ৮০০ কোটির কাছাকাছি।
মিজোরামের ভোটগণনায় পালাবদলের ইঙ্গিত। এগিয়ে থাকা আসনের ভিত্তিতে শাসকদল এমএনএফকে পিছনে ফেলে ম্যাজিক ফিগার পার করল জেডপিএম। এই মুহূর্তে লালডুহোমার জেডপিএম এগিয়ে ২৬টি আসনে। জোরামথাঙ্গা এগিয়ে ৯টি আসনে। কংগ্রেস ২টি ও বিজেপি ৩টি আসনে এগিয়ে। বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা আইজল পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন বলে খবর।
আজ বেলা ১১টায় রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই বিধানসভায় এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2023-12-04 10:30:00রেললাইনে উঠে আসা বালি বোঝাই লরির সঙ্গে সংঘর্ষ আপ রাধিকাপুর এক্সপ্রেসের। ঘটনাটি ঘটেছে, গতকাল রাত দেড়টা নাগাদ, মুর্শিদাবাদ জেলার ফরাক্কার বল্লালপুর সেতুর নীচে। আচমকাই রেললাইনে উঠে আসে ওই বালি বোঝাই লরিটি। তখনই চলে আসে দুরপাল্লার ট্রেনটি। মধ্যরাতে যাত্রীরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখনই লরিটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয় ট্রেনটির। সংঘর্ষের জেরে আগুন লেগে যায় ট্রেনটির ইঞ্জিনে। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। এই দুর্ঘটনার জেরে ওই লাইনে বেশকিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয়।
আধার, প্যান বা ভোটার কার্ড আছে, থাক। এবার দেশের সমস্ত নাগরিকের জন্য একটি নিজস্ব ইউনিক নম্বর চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। নম্বরটি নাম হল ইউনিক ডকুমেন্ট আইডেনটিফিকেশন নম্বর (ইউএনআইডি)। অনুমান করা হচ্ছে, নাগরিকের যাবতীয় তথ্য সংরক্ষণে কিছু দেশের মতো ভারতেও অদূর ভবিষ্যতে এই নম্বরের ব্যবহার শুরু হবে। মায়ের আঙুলের ছাপ, চোখের মণির ছবি ও মোবাইল নম্বর নিয়ে সদ্যোজাত শিশুর বার্থ সার্টিফিকেট ইস্যুর সময়ই এই নম্বর প্রদানের কাজ শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কাজ এবার শুরু হল বাংলাতেও। রাজ্যে শুরু হয়েছে সল্টলেকের বিধাননগর মহকুমা হাসপাতাল এবং টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতালে।
2023-12-04 08:56:07মেষ: অফিসকর্মীদের কর্মে আকস্মিক বিঘ্নের সৃষ্টি হতে পারে।
বৃষ: কাজকারবার থেকে উত্তম অর্থলাভ যোগ।
মিথুন: শ্বশুর বাড়ির সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে।
কর্কট: ছোট ব্যবসায় কেনাবেচা ও আয় বাড়বে।
সিংহ: পরীক্ষায় অনুকূল ফল প্রাপ্তির সম্ভাবনা।
কন্যা: প্রবাসীর ঘরে ফেরায় মানসিক আনন্দ।
তুলা: পাওনা টাকার কিছু অংশ আদায় হতে পারে।
বৃশ্চিক: কর্মস্থলে সাফল্য ও সুনাম বৃদ্ধি।
ধনু: নতুন যোগাযোগ থেকে উপকৃত হতে পারেন।
মকর: অর্থলাভের যোগটি বিশেষ অনুকূল।
কুম্ভ: ব্যবসায়িক বরাত প্রাপ্তি ও ভাগ্যোন্নতি।
মীন: একাধিক ক্ষেত্র থেকে অর্থকড়ি আয় বাড়বে।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
ভারতীয় নৌ দিবস
১১৩১: পারস্যের কবি ও দার্শনিক ওমর খৈয়ামের মৃত্যু
১৭৯৮: ইংল্যান্ডে আয়কর প্রবর্তিত হয়
১৮২৯: সতীদাহ প্রথা রদ করলেন লর্ড বেন্টিঙ্ক
১৮৮৪: ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের জন্ম
১৯৯১: সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত ঘোষিত হয়
১৮৯৩: অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম
১৮৯৯: টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্যে প্রথমবার এই জ্বরের ভ্যাকসিন মানব দেহে ব্যবহার হয়
১৯১০: ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি আর বেঙ্কটরামনের জন্ম
১৯২৪: মুম্বইয়ে গেটওয়ে অব ইন্ডিয়ার উদ্বোধন হল
১৯৭৭: ক্রিকেটার অজিত আগরকরের জন্ম
২০১৭:বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়ের মৃত্যু
২০১৭: বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুরের মৃত্যু
২০১৯: কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার বব উইলিসের মৃত্যু