বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
এই মুহূর্তে
 

বাবা অসুস্থ, দঃ আফ্রিকার বিরুদ্ধে অনিশ্চিত এই ভারতীয় ক্রিকেটার

বাবা গুরুতর অসুস্থ। দঃ আফ্রিকার বিরুদ্ধে তাই আসন্ন সীমিত ওভারের সিরিজে অনিশ্চিত হয়ে পড়লেন ভারতীয় ক্রিকেটার দীপক চাহার। মস্তিষ্কে রক্তক্ষরণের সমস্যায় তাঁর বাবা হাসপাতালে ভর্তি। তাঁর শারীরিক অবস্থার উন্নতির কথা শোনা গেলেও সুস্থ না হওয়া অবধি বাবার পাশেই থাকতে চান দীপক। সেই কারণেই সিরিজে ভারতীয় দলে সুযোগ পেলেও তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
 

2023-12-06 12:44:22

চা বাগান ইস্যুত উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপি বিধায়কদের

বন্ধ চা বাগান ইস্যুতে আজ সরগরম হল রাজ্য বিধানসভা। প্রথমে এই ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনা হয় বিরোধী দল বিজেপির পক্ষ থেকে। এরপর দফায় দফায় শুরু হয় স্লোগান ও বিক্ষোভ। তারপর ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এমনকী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নিষেধ উপেক্ষা করে বিধানসভার সিঁড়িতে বসে কিছুক্ষণ বিক্ষোভও দেখানো হয়।

2023-12-06 12:41:34

৩২১ পয়েন্ট উঠল সেনসেক্স

2023-12-06 12:18:50

করনি সেনা প্রধানের মৃত্যুর প্রতিবাদে রাজস্থানে বন্ধ

রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার প্রধান সুখদেব সিং গোগাদেমিকে তাঁরই বাড়িকে গুলি করে খুনের ঘটনায় গতকাল থেকেই উত্তপ্ত রাজস্থান। এবার এই খুনের প্রতিবাদে ১২ ঘণ্টা রাজস্থান বন্ধ ঘোষণা করা হল করনি সেনার পক্ষ থেকে। ইতিমধ্যেই এই খুনের দায় স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ঘনিষ্ঠ রোহিত গোদারার দল।  
 

2023-12-06 11:56:15

পাকিস্তানে আরও এক লস্কর জঙ্গির হত্যা

পাকিস্তানে ফের লস্কর-ই-তোইবা জঙ্গিকে গুলি করে হত্যা। এবার অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলির শিকার হল করাচির হাঁজলা আদনান। ২০১৫ সালে জম্মু ও কাশ্মীরের উধমপুরে বিএসএফের কনভয়ে জঙ্গি হামলার মূলচক্রী মনে করা হত এই আদনানকে। ২ ডিসেম্বর রাতে তারই বাড়ির বাইরে একে খুন করা হয়। মৃত ব্যক্তি ২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।
 

2023-12-06 11:36:28

গভীর নিম্নচাপে পরিণত হল মিগজাউম

অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে গতকাল তাণ্ডব চালানোর পর গভীর নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় মিগজাউম। গতকাল বিকেলের দিকে অন্ধ্রের মছলিপট্টনমে আছড়ে পড়ে মিগজাউম। বর্তমানে সেটি শক্তি হারালেও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। গভীর নিম্নচাপের রূপে সেটি ওড়িশায় ব্যাপক বষ্টিপাত করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চেন্নাইয়ে মিগজাউমের জেরে অতিবৃষ্টির কারণে প্লাবন দেখে সতর্কতা অবলম্বন করছে ওড়িশাও।
 

2023-12-06 11:11:49

হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন

SafeValue must use [property]=binding: হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন (see http://g.co/ng/security#xss)

হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত বাগনান-হাওড়া লোকাল। আজ, সকাল ৮টা ৫৫ নাগাদ হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় বেলাইন হয় ট্রেনটির ৫টি কামরা। গতি কম থাকায় কোনও যাত্রী জখম হননি। কিন্তু ওই লাইনে ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এখন ট্র্যাক সারানোর কাজ চলছে। এই মুহূর্তে ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। রেল কর্তৃপক্ষ দ্রুত ট্রেনটিকে ট্র্যাকে ফিরিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে।

2023-12-06 10:47:21

পান্নুনকে মারার ষড়যন্ত্র নিয়ে ভারতের তদন্তের অপেক্ষা করবে আমেরিকা

খলিস্তানপন্থী গুরুপাতওয়ান্ত সিং পান্নুনকে মার্কিন ভূখণ্ডে হত্যা করার ষড়যন্ত্রে ভারতীয় আধিকারিকের জড়িত থাকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে আমেরিকা। পাশাপাশি বিষয়টি নিয়ে ভারতের নিজস্ব তদন্তের ফলাফলের অপেক্ষাও করছে বাইডেন প্রশাসন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন, আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘বিষয়টি নিয়ে ভারত তদন্ত করছে। আমরা সেই তদন্ত রিপোর্টের অপেক্ষা করছি।‘

2023-12-06 10:32:00

মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতি মামলায় মূল অভিযুক্তের বাবার অস্বাভাবিক মৃত্যু

চার রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে দেশজুড়ে তোলপাড় তুলেছিল মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতি মামলা। সেই মামলার অন্যতম মূল অভিযুক্ত অসীম দাসের বাবার মৃতদেহ উদ্ধার হল একটি পরিত্যক্ত কুঁয়ো থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ের দূর্গ জেলায়। মৃত সুশীল দাস(৬২) গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন। পুলিস প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে।
 

2023-12-06 10:25:54

ভারতের সংসদে হামলার হুমকি পান্নুনের

SafeValue must use [property]=binding: ভারতের সংসদে হামলার হুমকি পান্নুনের (see http://g.co/ng/security#xss)

এবার ভারতের সংসদে হামলার হুমকি দিলেন খলিস্তানি জঙ্গি গুরুপতওয়ান্ত সিং পান্নুন। সম্প্রতি একটি ভিডিওতে তিনি ১৩ ডিসেম্বরের আগেই ভারতের সংসদে হামলা চালানোর কথা বলেছেন। প্রসঙ্গত, এবছরের ১৩ ডিসেম্বর আফজল গুরু কর্তৃক সংসদে হামলার ২২ বছর পূর্ণ হতে চলেছে। আর ওই একই দিনের মধ্যে সংসদে হামলার হুমকি দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, দিল্লি হবে খলিস্তান। পান্নুর বক্তব্য ছিল, ‘আমাকে মারার পরিকল্পনা ভেস্তে গিয়েছে। ১৩ ডিসেম্বরের মধ্যেই এর যোগ্য জবাব দেওয়া হবে।‘
 

2023-12-06 10:13:40

আলু ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

আলু ব্যবসায়ীদের সংগঠন আজ বুধবার থেকে তিনদিনের যে ধর্মঘট ডেকেছিল, তা স্থগিত রাখা হল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখোপাধ্যায় জানান, তাঁদের দাবিগুলি নিয়ে কৃষিবিপণন মন্ত্রী বেচারাম মান্না আগামী শুক্রবার আলোচনায় বসবেন। ধর্মঘট এজন্যই স্থগিত করা হল। হিমঘরে আলু রাখার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত একমাসের জন্য  বাড়ালেও কুইন্টল প্রতি ১৮ টাকা হারে অতিরিক্ত ভাড়া ধার্য করেছে রাজ্য। এই অতিরিক্ত ভাড়ার বিরোধিতাতেই ধর্মঘট ডাকা হয়। ধর্মঘট হলে বাজারে আলুর জোগান কমতে পারে। হিমঘরে এখনও ৯ লক্ষ টনের বেশি আলু মজুত আছে। অন্যদিকে, পাঞ্জাব-উত্তরপ্রদেশের নতুন আলুও বাজারে চলে এসেছে। এখন হিমঘরের আলু বেচলে লোকসান আরও বাড়বে। আশঙ্কা ব্যবসায়ীদের। ভাড়া বাড়লে আর্থিক ক্ষতির বহর আরও বৃদ্ধি পাবে। তাই গতবারের মতো ১৫ ডিসেম্বরের পর অতিরিক্ত ভাড়া নেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন। 

2023-12-06 09:50:00

ফৌজদারি  আইন সংস্কারের  বিরোধিতায় প্রস্তাব রাজ্যের

ফৌজদারি আইনের তিনটি মূল বিধি নতুন মোড়কে তৈরির যে উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে, তার বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব এনেছে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল। মঙ্গলবার এই প্রস্তাবের উপর আলোচনার প্রথম দিনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘দেশে পুলিসতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এটা করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইডি-সিবিআই-কে দিয়ে এটাই করাচ্ছে কেন্দ্র। ওরা আমার বাড়িতে গিয়ে কিছুই পায়নি। এভাবে চাপ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে আমাকে সরানো যাবে না।’ ফিরহাদ বলেন, ‘কেউ বিজেপির বিরোধিতা করলেই তাঁকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলা হচ্ছে!’ নতুন বিধিতে যেভাবে রাষ্ট্রদ্রোহের মোকাবিলা করার কথা বলা হয়েছে তার বিরোধিতা করেন তিনি। নতুন ফৌজদারি বিধির তীব্র বিরোধিতা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির বিশ্বনাথ কারক ও অরূপ দাস অবশ্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগটিকে সমর্থন করে বলেন, ‘এটা সময়োচিত পদক্ষেপ।’ 

2023-12-06 09:47:14

হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন

SafeValue must use [property]=binding: হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন (see http://g.co/ng/security#xss)

হাওড়ায় ঢোকার মুখে লাইনচ্যুত বাগনান-হাওড়া লোকাল। আজ, সকাল ৮টা ৫৫ নাগাদ হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় বেলাইন হয় ট্রেনটির ৫টি কামরা। গতি কম থাকায় কোনও যাত্রী জখম হননি। কিন্তু ওই লাইনে ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। এখন ট্র্যাক সারানোর কাজ চলছে। এই মুহূর্তে ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। রেল কর্তৃপক্ষ দ্রুত ট্রেনটিকে ট্র্যাকে ফিরিয়ে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে।

2023-12-06 10:47:21

পান্নুনকে মারার ষড়যন্ত্র নিয়ে ভারতের তদন্তের অপেক্ষা করবে আমেরিকা

খলিস্তানপন্থী গুরুপাতওয়ান্ত সিং পান্নুনকে মার্কিন ভূখণ্ডে হত্যা করার ষড়যন্ত্রে ভারতীয় আধিকারিকের জড়িত থাকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে আমেরিকা। পাশাপাশি বিষয়টি নিয়ে ভারতের নিজস্ব তদন্তের ফলাফলের অপেক্ষাও করছে বাইডেন প্রশাসন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন, আমেরিকার স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি এই প্রসঙ্গে বলেছেন, ‘বিষয়টি নিয়ে ভারত তদন্ত করছে। আমরা সেই তদন্ত রিপোর্টের অপেক্ষা করছি।‘

2023-12-06 10:32:00

মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতি মামলায় মূল অভিযুক্তের বাবার অস্বাভাবিক মৃত্যু

চার রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে দেশজুড়ে তোলপাড় তুলেছিল মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতি মামলা। সেই মামলার অন্যতম মূল অভিযুক্ত অসীম দাসের বাবার মৃতদেহ উদ্ধার হল একটি পরিত্যক্ত কুঁয়ো থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ের দূর্গ জেলায়। মৃত সুশীল দাস(৬২) গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন। পুলিস প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে।
 

2023-12-06 10:25:54

ভারতের সংসদে হামলার হুমকি পান্নুনের

SafeValue must use [property]=binding: ভারতের সংসদে হামলার হুমকি পান্নুনের (see http://g.co/ng/security#xss)

এবার ভারতের সংসদে হামলার হুমকি দিলেন খলিস্তানি জঙ্গি গুরুপতওয়ান্ত সিং পান্নুন। সম্প্রতি একটি ভিডিওতে তিনি ১৩ ডিসেম্বরের আগেই ভারতের সংসদে হামলা চালানোর কথা বলেছেন। প্রসঙ্গত, এবছরের ১৩ ডিসেম্বর আফজল গুরু কর্তৃক সংসদে হামলার ২২ বছর পূর্ণ হতে চলেছে। আর ওই একই দিনের মধ্যে সংসদে হামলার হুমকি দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, দিল্লি হবে খলিস্তান। পান্নুর বক্তব্য ছিল, ‘আমাকে মারার পরিকল্পনা ভেস্তে গিয়েছে। ১৩ ডিসেম্বরের মধ্যেই এর যোগ্য জবাব দেওয়া হবে।‘
 

2023-12-06 10:13:40

আলু ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

আলু ব্যবসায়ীদের সংগঠন আজ বুধবার থেকে তিনদিনের যে ধর্মঘট ডেকেছিল, তা স্থগিত রাখা হল। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চেয়ারম্যান লালু মুখোপাধ্যায় জানান, তাঁদের দাবিগুলি নিয়ে কৃষিবিপণন মন্ত্রী বেচারাম মান্না আগামী শুক্রবার আলোচনায় বসবেন। ধর্মঘট এজন্যই স্থগিত করা হল। হিমঘরে আলু রাখার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত একমাসের জন্য  বাড়ালেও কুইন্টল প্রতি ১৮ টাকা হারে অতিরিক্ত ভাড়া ধার্য করেছে রাজ্য। এই অতিরিক্ত ভাড়ার বিরোধিতাতেই ধর্মঘট ডাকা হয়। ধর্মঘট হলে বাজারে আলুর জোগান কমতে পারে। হিমঘরে এখনও ৯ লক্ষ টনের বেশি আলু মজুত আছে। অন্যদিকে, পাঞ্জাব-উত্তরপ্রদেশের নতুন আলুও বাজারে চলে এসেছে। এখন হিমঘরের আলু বেচলে লোকসান আরও বাড়বে। আশঙ্কা ব্যবসায়ীদের। ভাড়া বাড়লে আর্থিক ক্ষতির বহর আরও বৃদ্ধি পাবে। তাই গতবারের মতো ১৫ ডিসেম্বরের পর অতিরিক্ত ভাড়া নেওয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন। 

2023-12-06 09:50:00

ফৌজদারি  আইন সংস্কারের  বিরোধিতায় প্রস্তাব রাজ্যের

ফৌজদারি আইনের তিনটি মূল বিধি নতুন মোড়কে তৈরির যে উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে, তার বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব এনেছে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল। মঙ্গলবার এই প্রস্তাবের উপর আলোচনার প্রথম দিনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘দেশে পুলিসতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এটা করা হয়েছে। পশ্চিমবঙ্গে ইডি-সিবিআই-কে দিয়ে এটাই করাচ্ছে কেন্দ্র। ওরা আমার বাড়িতে গিয়ে কিছুই পায়নি। এভাবে চাপ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে আমাকে সরানো যাবে না।’ ফিরহাদ বলেন, ‘কেউ বিজেপির বিরোধিতা করলেই তাঁকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলা হচ্ছে!’ নতুন বিধিতে যেভাবে রাষ্ট্রদ্রোহের মোকাবিলা করার কথা বলা হয়েছে তার বিরোধিতা করেন তিনি। নতুন ফৌজদারি বিধির তীব্র বিরোধিতা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপির বিশ্বনাথ কারক ও অরূপ দাস অবশ্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগটিকে সমর্থন করে বলেন, ‘এটা সময়োচিত পদক্ষেপ।’ 

2023-12-06 09:47:14

প্রতি রাজ্যেই মহিলা পুলিসের সংখ্যা কম: রিপোর্ট

দেশজুড়ে উদ্বেগজনকভাবে বেড়েছে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা। ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সদ্য প্রকাশিত রিপোর্টে এই তথ্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে উঠে এসেছে আরও এক উদ্বেগজনক চিত্র। কমে গিয়েছে মহিলা পুলিসের সংখ্যাও। পরিসংখ্যান অনুযায়ী, দেশে মাত্র ১১.৭৫ শতাংশ মহিলা পুলিস রয়েছেন। অর্থাৎ প্রতি ১০ জন পুলিসের মধ্যে ১ জন নারী।

2023-12-06 09:40:00

অক্টোবরে দেশে ২৫.৬ লক্ষ কোটি টাকার গৃহঋণ

গত অক্টোবরে দেশে গৃহঋণ দেওয়া হয়েছে প্রায় ২৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকার। ২০২২ সালের অক্টোবরের তুলনায় ঋণের হার বৃদ্ধি পেয়েছে ১৪.৫ শতাংশ। যদিও এই বৃদ্ধিতে আশার আলো দেখছে না ক্রেডিট রেটিং সংস্থা কেয়ারএজ। তাদের বক্তব্য, ২০২১ সালের তুলনায় গত বছর অক্টোবরে ঋণ বৃদ্ধি পেয়েছিল ১৬.৭ শতাংশ। অর্থাৎ বৃদ্ধির নিরিখে এবার পিছিয়ে গিয়েছে গৃহঋণ। এর অন্যতম কারণ সুদের হার বৃদ্ধি, বলছে ওই ক্রেডিট রেটিং সংস্থা। সাম্প্রতিককালে ধাপে ধাপে ২.৫ শতাংশ রেপো রেট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তার জন্য ব্যাঙ্কগুলিও গৃহঋণে সুদের হার বাড়িয়েছে। তারই প্রভাব পড়েছে বাজারে। সংস্থাটি বলছে, যেটুকু ঋণ বৃদ্ধি হয়েছে, তার অন্যতম অংশীদার দামি ফ্ল্যাটের জন্য নেওয়া ঋণ। প্রসঙ্গত, সারা দেশে গাড়ি, বাড়ি-সহ সবরকমের ব্যক্তিগত ঋণ দেওয়া হয়েছে ৫০ লক্ষ কোটি টাকার। তার অর্ধেকের বেশি দখলে রেখেছে গৃহঋণ।  

2023-12-06 09:39:05

রেপো অপরিবর্তিত রাখতে পারে রিজার্ভ ব্যাঙ্ক, মত এসবিআইয়ের

আজ, বুধবার থেকে বসতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (আরবিআই) ঋণ নীতি নির্ধারক কমিটির বৈঠক । বৈঠক চলবে শুক্রবার পর্যন্ত। এবার কি রেপো রেটে কোনও পরিবর্তন হবে? স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) পর্যালোচনামূলক রিপোর্টে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট পরিবর্তন না করে ৬.৫ শতাংশেই রেখে দিতে পারে। এর আগে আরবিআই রেপো রেট বাড়িয়ে দেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। এখন মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে।  তাই সাম্প্রতিককালে সুদের হার আর বাড়ায়নি কেন্দ্রীয় ব্যাঙ্ক। এবারও পরিস্থিতি একইরকম। তাছাড়া দেশের জিডিপিও বৃদ্ধির হারও বেশ সন্তোষজনক। তাই এবারের বৈঠকেও রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে অভিমত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রিপোর্টে। শেষ চারটি বৈঠকেও রেপো রেট অপরিবর্তিত রেখেছে আরবিআই। গত জুন মাসে শেষবার রেপো রেট বাড়িয়ে ৬.৫ শতাংশ করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।

2023-12-06 09:30:00

ডিম উৎপাদনে শীঘ্রই স্বনির্ভর হবে পশ্চিমবঙ্গ

ডিম উৎপাদনে স্বাবলম্বী হতে চলেছে বাংলা। আগামী বছর থেকে কমবে ভিন রাজ্যের ডিমের উপর নির্ভরতা। মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী স্বপন দেবনাথ। প্রশ্নোত্তর পর্বে বিজেপির অশোক লাহিড়ি রাজ্যে ডিমের ঘাটতির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, এখানে রোজ ২ কোটি ডিমের প্রয়োজন। তার মধ্যে ১ কোটি আনতে হয় অন্য রাজ্য থেকে। দুধ, মাংস এমনকী কিছু সব্জির জন্যও ভিন রাজ্যের উপর নির্ভরশীল পশ্চিমবঙ্গ। জবাবে মন্ত্রী জানান, কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ডিমের উৎপাদন ২০ শতাংশ বেড়েছে। বৃদ্ধির হারের নিরিখে বাংলাই দেশের মধ্যে সেরা। মোট ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান দেশের মধ্যে চতুর্থ। তবে আগামী বছর থেকে ডিমের কোনও ঘাটতি থাকবে না। রাজ্যে দুধ ও মাংসের উৎপাদন বেড়েছে যথাক্রমে ৯ ও ১১ শতাংশ। বৃদ্ধির নিরিখে দু’টি ক্ষেত্রে‌ই প্রথম দিকে আছে রাজ্য। প্রাণিসম্পদ মন্ত্রী জানান, গত অর্থবর্ষে রাজ্যে ১৪৪০ কোটি ডিমের প্রয়োজন হয়। ভিন রাজ্য থেকে আমদানি করা হয় তার মধ্যে মাত্র সাড়ে ৬৪ কোটি। এবছর রাজ্যে ডিম উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৫৮১ কোটি। এই লক্ষ্য পূরণ হলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ ডিম রপ্তানিও করতে পারবে। মন্ত্রী আরও জানান, গত বছর পোলট্রি ও পশুখামারের মাধ্যমে রাজ্যে ১১ লক্ষ ৯০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে, এমএসএমই শিল্পের উন্নয়নে রাজ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানান বিভাগীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি জানান, ভবিষ্যনিধি ক্রেডিট কার্ডের মাধ্যমে ছোট ও মাঝারি শিল্পে ঋণ প্রদানের প্রকল্প চালু রয়েছে এখানে।

2023-12-06 09:24:49

বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধান সংস্থায় মঙ্গলবার পালিত হল বিশ্ব মৃত্তিকা দিবস। এদিন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গয়েশপুর খামারেও এই বিশেষ দিনটি পালিত হয়।  কেন্দ্রীয় পাট ও সহযোগী তন্তু অনুসন্ধানের বারাকপুর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞানী বিজন মজুমদার, কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার ধ্রুবজ্যোতি দে ও ওই সংস্থার অধিকর্তা গৌরাঙ্গ কর প্রমুখ। এদিন ৩০ জন চাষিকে মাটি পরীক্ষার শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের পরে গৌরাঙ্গ কর বলেন, মাটির উর্বরতা অনেক কমে গিয়েছে। দায়ী আমরাই। প্লাস্টিক-সহ বিভিন্ন আবর্জনা ফেলে দেওয়া হচ্ছে, আর সেসব মিশছে মাটিতে। তাই প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ হওয়া জরুরি। দরকার প্রাকৃতিক তন্তুর ব্যবহার বৃদ্ধি। জল ও মাটিকে রক্ষার জন্যই এটা প্রয়োজন। অন্যদিকে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য গৌতম সাহা। কৃষি রসায়ন ও মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক কল্লোল ভট্টাচার্য বলেন, ২০১৭ সালে রাষ্ট্রসঙ্ঘ ৫ ডিসেম্বরকে আন্তর্জাতিক মৃত্তিকা দিবসের স্বীকৃতি দিয়েছে। 

2023-12-06 09:20:00

গাড়ির দাম বাড়াতে চলেছে মারুতি

আগামী মাসের শুরু থেকে গাড়ির দাম বাড়াতে চলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া। সংস্থা জানিয়েছে, গাড়ির মডেলের উপর নির্ভর করবে দাম। সামগ্রিক মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মারুতি। তাদের দাবি, উৎপাদন খরচ যতটা সম্ভব সংস্থা বহন করছে। এরপর সামান্য অংশ জানুয়ারি থেকে গাড়ির দামের সঙ্গে যুক্ত করা ছাড়া আর উপায় নেই।

2023-12-06 09:11:31

সইফের বাংলোতে অ্যানিমাল

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিমাল’ ছবিতে রণবীর কাপুরের বিরাট বাড়ি চর্চায় রয়েছে। এই বাড়িটি কিন্তু কোনও তৈরি করা সেট বা ভাড়া নেওয়া বাড়ি নয়। বলিউডের নবাব সইফ আলি খানের বিরাট বাংলোতেই হয়েছে ‘অ্যানিমাল’-এর শ্যুটিং। ‘তাণ্ডব’, ‘ইট প্রে লাভ’, ‘রং দে বাসন্তী’ ছবির মতোই ‘অ্যানিমাল’-এও ধরা পড়েছে ঐতিহ্যবাহী পতৌদি প্যালেস। ছবিতে পতৌদি প্যালেসের দেখা মেলায়, তা আলাদা আগ্রহ তৈরি করেছে অনুরাগীদের মধ্যে। উল্লেখ্য, বক্স অফিসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমাল’-এর সাফল্য অব্যাহত। মাত্র পাঁচ দিনের মধ্যেই প্রায় ৪৫০ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। 

2023-12-06 09:10:52

ক্যাপ্টেন গীতিকার নজির

নজির গড়লেন ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন গীতিকা কউল। প্রথম মহিলা মেডিক্যাল অফিসার হিসেবে তিনি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করেছেন। স্নো লেপার্ড ব্রিগেডের ক্যাপ্টেন গীতিকা প্রখ্যাত সিয়াচেন ব্যাটল স্কুলে  ‘ইনডাকশন ট্রেনিং’-এ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। অত্যধিক উচ্চতায় বিশেষ শারীরিক ও মানসিক সক্ষমতার প্রয়োজন হয়। প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতিপর্বে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরীক্ষার হার্ডল পেরতে হয়। ভারতীয় সেনাবাহিনীর ফায়ার অ্যান্ড ফিউরি করপস সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেন গীতিকার এই সাফল্যের কথা জানিয়েছে ।

2023-12-06 09:10:00

ভারত বিল পে-তে এসবিআই কার্ড

ভারত বিল পে পরিষেবার আওতায় বিভিন্ন সংস্থার ক্রেডিট কার্ডকে আনতে শুরু করেছিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া। এবার এসবিআই কার্ডকেও সেই পরিষেবার অন্তর্ভুক্ত করল তারা। এর ফলে এসবিআই কার্ডের প্রায় ১ কোটি ৬৮ লক্ষ গ্রাহক অ্যাপ নির্ভর পেমেন্ট করতে পারবেন। এর আগে ছ’টি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ভারত বিল পে’র আওতায় এসেছে।

2023-12-06 09:00:00

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: অর্থলাভ যোগ।
বৃষ: শেয়ারে অর্থকড়ি বিনিয়োগ।
মিথুন: মনে অস্থিরতা।
কর্কট: ধর্মাচরণে আনন্দ।
সিংহ: দেহে আঘাত যোগ আছে।
কন্যা: কর্মোন্নতিতে শুভফল প্রাপ্তি।
তুলা: অর্থ ও কর্মে উন্নতি।
বৃশ্চিক: স্বাস্থ্য এক প্রকার।
ধনু: মনে অস্থিরতা।
মকর: আর্থিক অগ্রগতি।
কুম্ভ: কর্মে সাফল্য ও সুনাম।
মীন: পারিবারিক ক্ষেত্রে কিছুটা চাপ বাড়বে।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2023-12-06 08:03:37

ইতিহাসে আজকের দিনে

শৌর্য দিবস 
১৭৬৮: বিশ্বকোষ এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা প্রথম প্রকাশিত হয়
১৮২৩: জার্মান দার্শনিক ম্যাক্সমুলারের জন্ম
১৮৫৩: ঐতিহাসিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম
১৮৭৭: পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয়
১৮৭৭: বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ফনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রের্কড করতে সক্ষম হন
১৮৯৭: লন্ডন বিশ্বের প্রথম শহর হিসাবে ট্যাক্সিক্যাবের অনুমোদন দেয়
১৯৪৫:  চলচ্চিত্র পরিচালক শেখর কাপুরের জন্ম
১৯৪৭: ভারতীয় ডিসকাস থ্রোয়ার, হ্যামার থ্রোয়ার তথা অভিনেতা প্রবীন কুমারের জন্ম, তিনি বি আর চোপড়ার মহাভারত টেলি সিরিয়ালে ভীমের চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেছিলেন
১৯৫৬: দলিত আন্দোলনের নেতা ভীমরাওজি রামাজি আম্বেদকরের মৃত্যু
১৯৮৫: ক্রিকেটার আর পি সিংয়ের জন্ম
১৯৮৮: ক্রিকেটার রবীন্দ্র জাদেজার জন্ম
১৯৯২: অযোধ্যার বিতর্কিত সৌধ ধ্বংস
১৯৯৩: ক্রিকেটার জসপ্রীত বুমরাহর জন্ম
১৯৯৪: ক্রিকেটার শ্রেয়স আইয়ারের জন্ম
২০১৬: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু
২০২০:  বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায়ের মৃত্যু

2023-12-06 07:55:00

বচসার জেরে গুলি চালানোর অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেপ্তার অভিনেতা ভূপিন্দর সিং, মৃত ১, জখম ৩

SafeValue must use [property]=binding: বচসার জেরে গুলি চালানোর অভিযোগে উত্তরপ্রদেশে গ্রেপ্তার অভিনেতা ভূপিন্দর সিং, মৃত ১, জখম ৩ (see http://g.co/ng/security#xss)

2023-12-05 20:26:58

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হচ্ছেন রেবন্ত রেড্ডিই, জানাল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

2023-12-05 19:00:00

ভাইফোঁটায় সলমন খানকে আমন্ত্রণ মমতার

2023-12-05 18:56:35

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে জুন মালিয়া, চূর্ণী গঙ্গোপাধ্যায়

2023-12-05 18:45:00

কেউ আমাদের ভাগ করতে পারবে না: মমতা

2023-12-05 18:44:48

বাংলা এখন ফিল্ম ডেস্টিনেশন হতে পারে: মমতা

2023-12-05 18:43:53

বাংলা সিনেমার কদর করতে জানে: মমতা

2023-12-05 18:39:52

বাংলার মানুষ সিনেমাকে ভালবাসে: মমতা

2023-12-05 18:29:54

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

2023-12-05 18:28:17

শ্যুটিংয়ের জন্য বেশি করে বাংলায় আসুন: মমতা

2023-12-05 18:28:00

বাংলা দেশের কালচারাল ক্যাপিটাল: মমতা

2023-12-05 18:20:00

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বক্তব্য রাখছেন সলমন খান

2023-12-05 18:15:47

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখছেন অনিল কাপুর

2023-12-05 18:06:24

প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অনিল কাপুর, রয়েছেন সলমান খান এবং সৌরভ গঙ্গোপাধ্যায়

2023-12-05 17:56:59

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখছেন শত্রুঘ্ন সিনহা, সঙ্গে রয়েছেন মেয়ে সোনাক্ষী

2023-12-05 17:51:08

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখছেন মহেশ ভাট

2023-12-05 17:48:13

শুরু হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

2023-12-05 17:44:13

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্থ রেড্ডি, বৃহস্পতিবার শপথ গ্রহণ

2023-12-05 17:04:58

কলকাতার যুবককে বিয়ে করতে পাকিস্তান থেকে ভারতে এলেন যুবতী

SafeValue must use [property]=binding: কলকাতার যুবককে বিয়ে করতে পাকিস্তান থেকে ভারতে এলেন যুবতী (see http://g.co/ng/security#xss)

 
প্রেমের টানে ফের সীমান্ত পার পাত্রীর। কারণ তাঁর হবু বর যে ভারতীয়। তাও আবার কলকাতার বাসিন্দা। ওয়াগা বর্ডারেই হল ‘বধূবরণ’। বছর ২১-এর পাকিস্তানি ওই তরুণীর নাম  জাভরিয়া খানম। আর পাত্র কলকাতার বাসিন্দা সমীর খান। যেটুকু জানা যাচ্ছে, বছর পাঁচেক ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। এবার সিদ্ধান্ত নিয়েছেন আগামী ২০২৪-এর গোড়াতেই ‘নিকাহ’ সেরে ফেলবেন। বাগদান পর্ব আগেই হয়ে গিয়েছে। প্রথম দিকে ভিসা পেতে সমস্যা হলেও পরে ৪৫ দিনের ভিসা জোগাড় করে আজ, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ পরিবারের সাথে হবু শ্বশুরবাড়ির দেশে পা রাখলেন ‘নববধূ’।  এদিন পাকিস্তানের করাচি থেকে অমৃতসরের ওয়াঘা বর্ডার দিয়েই তাঁরা ভারতে প্রবেশ করেন। সেখানে উপস্থিত ছিলেন সমীর খান ও তাঁর পরিবারের সদস্যরা।  
 

2023-12-05 17:01:41

রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার প্রধান সুখদেব সিং গোগামেডির খুনের দায় নিল লরেষ্ণ বিষ্ণোই গোষ্ঠীর এক সদস্য

2023-12-05 16:33:02

পৈতে, আংটি, মাদুলি ইডির কাছে জমা রয়েছে, ফেরত চেয়ে আদালতে আর্জি মানিক ভট্টাচার্যের

2023-12-05 15:47:00

দুষ্কৃতীদের গুলিতে খুন রাষ্ট্রীয় রাজপুত করণি সেনার প্রধান সুখদেব সিং গোগামেডি

2023-12-05 15:41:49

জাতিবিদ্বেষ মামলায় স্বশরীরে হাজিরা না দেওয়ায় বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ভর্ৎসনা আদালতের

2023-12-05 14:17:00

ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে নতুন সিদ্ধান্ত

গত রবিবার চার রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার মাঝেই ইন্ডিয়া জোটের বৈঠক ডেকে বসে কংগ্রেস। আগামী কাল, বুধবার সেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, সপা নেতা অখিলেশ যাদব সহ একাধিক শীর্ষস্থানীয় নেতা ওই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গিয়েছে। সেই কারণে পূর্ব নির্ধারিত সেই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। তার বদলে আগামী কাল, বুধবার ইন্ডিয়া জোটের সংসদীয় নেতৃত্বদের নিয়ে সমন্বয় বৈঠক ডাকা হয়েছে। সন্ধ্যা ৬টায় সেই বৈঠক অনুষ্ঠিত হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে। সূত্রের খবর, সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইন্ডিয়া জোটের নেতৃত্বদের নিয়ে বৈঠক করা যায় কি না।

2023-12-05 14:10:00

আগামী তিন ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে ঘূর্ণিঝড় মিগজাউমের

2023-12-05 13:59:54

২ কেজি মরফিন বাজেয়াপ্ত করল কাস্টমস, গ্রেপ্তার তিন

2023-12-05 13:54:00

অন্ধ্রপ্রদেশের বাপাটলার কাছে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু ঘূর্ণিঝড় মিগজাউমের, জারি সতর্কতা

2023-12-05 13:08:07

আগামী ৮ ডিসেম্বর, শুক্রবার মিজোরামের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন জেডপিএম নেতা লালডুহোমা

2023-12-05 13:04:04

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে গেলেন সাংসদ রাহুল গান্ধী ও কে সি বেণুগোপাল

2023-12-05 12:47:00

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা স্বাভাবিক

2023-12-05 12:45:00

ঘূর্ণিঝড় মিগজাউম: বৃষ্টির জেরে চেন্নাই বিমানবন্দর বন্ধ থাকায় ৫৫০ টি উড়ান বাতিল হয়েছে, জানাল ইন্ডিগো

2023-12-05 12:23:01

আগামী কাল, বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে নাও যোগ দিতে পারেন অখিলেশ যাদব, নীতীশ কুমার

2023-12-05 12:17:07

চোর স্লোগান লেখা টি-শার্ট পরা মামলায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করল কলকাতা পুলিস

2023-12-05 12:16:00

শহরে ফের মেট্রোয় বিভ্রাট

ফের মেট্রোয় বিভ্রাট শহর কলকাতায়। আজ সকালে অফিস টাইমে পার্ক স্ট্রিট স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। পার্ক স্ট্রিট থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউনে দুটি করে ট্রেনের বদলে একটি করে চালানো হচ্ছে। অপরদিকে পার্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সদন পর্যন্ত টানেলেও নির্দিষ্ট সময় অন্তর একটি করে মেট্রো চলছে। অর্থাৎ আপ লাইনে মেট্রো এলে ডাউনে পরিষেবা বন্ধ রাখতে হচ্ছে। একইভাবে ডাউন লাইনে ট্রেন এলে আপের মেট্রো বন্ধ রাখতে হচ্ছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সমস্যার সমাধানে পার্ক স্ট্রিট স্টেশনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইঞ্জিনিয়াররা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে।

2023-12-05 12:12:00

নদীয়ার ভবানীপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৩

SafeValue must use [property]=binding: নদীয়ার ভবানীপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার ৩ (see http://g.co/ng/security#xss)

2023-12-05 12:06:00

মুক্তি পেল ডাঙ্কির ট্রেলার

SafeValue must use [property]=binding: মুক্তি পেল ডাঙ্কির ট্রেলার (see http://g.co/ng/security#xss)

অপেক্ষার অবসান। মুক্তি পেল শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবির ট্রেলার। যার শুরুতেই শাহরুখ ওরফে হার্ডিকে (সিনেমায় চরিত্রের নাম) দেখা যাচ্ছে ট্রেনে করে লাল্টু নামের শহরে প্রবেশ করতে। সেখান থেকেই শুরু গল্প। তারপর একে একে ডাঙ্কিতে অভিনয় করা প্রত্যেক চরিত্রের সঙ্গে আলাপ করাচ্ছেন কিং খান। সঙ্গে ছবির গল্প নিয়েও আভাস পাওয়া যাচ্ছে ট্রেলারে। ইংরেজি ভাষা না জানলেও লন্ডন যাওয়ার জেদ রয়েছে শাহরুখ ও তাঁর সঙ্গীদের, ট্রেলারে সেটা স্পষ্ট হয়েছে। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিকে ঘিরে কিং খানের ফ্যানেদের মধ্যে রয়েছে বিপুল প্রত্যাশা। আগামী ২১ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘ডাঙ্কি’। শাহরুখ ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিকে।

 

2023-12-05 12:00:16

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বদলির প্রতিবাদে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ

2023-12-05 11:57:00

সুদের হার কমবে না, অনুমান স্টেট ব্যাঙ্কের

চলতি সপ্তাহে আর্থিক নীতি পর্যালোচনা করবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে তারা সুদের হার বা রেপো রেট আপাতত কমাবে না বলেই মনে করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সোমবার তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তাদের ধারণা, শুধু এখনই নয়, আগামী জুন মাস পর্যন্ত রেপো রেট কমানোর পথে হাঁটবে না আরবিআই। বর্তমানে রেপো’র হার ৬.৫ শতাংশ। আগামী মার্চে খুচরো বাজারের মূল্যবৃদ্ধির হার ৫.৫ শতাংশে পৌঁছতে পারে বলে মনে করছে স্টেট ব্যাঙ্ক।   

2023-12-05 11:33:45

প্রয়াত সিআইডির ফ্রেডরিকস

SafeValue must use [property]=binding: প্রয়াত সিআইডির ফ্রেডরিকস (see http://g.co/ng/security#xss)

প্রয়াত সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। ওই ধারাবাহিকের ফ্রেডরিকসের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন দীনেশ। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন তিনি। আজ, মঙ্গলবার মৃত্যু হয়েছে তাঁর। অভিনেতার লিভারের সমস্যা ছিল। দীনেশের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা দয়ানন্দ শেট্টি।
 

2023-12-05 11:27:16

রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের কার্যালয়ে ইন্ডিয়া জোটের সাংসদদের বৈঠক

SafeValue must use [property]=binding: রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের কার্যালয়ে ইন্ডিয়া জোটের সাংসদদের বৈঠক (see http://g.co/ng/security#xss)

2023-12-05 11:18:00

থাইল্যান্ডে পথ দুর্ঘটনায় হত ১৪

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাস। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। বাসে থাকা যাত্রীদের মধ্যে এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ১৪ জনের। জখম ২০।
 

2023-12-05 11:03:00

শহরে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

2023-12-05 10:59:00

৪১৪ পয়েন্ট উঠল সেনসেক্স

2023-12-05 10:39:43

পথ দুর্ঘটনায় মৃত মন্ত্রীর এসকর্ট ভ্যানের চালক

দুর্ঘটনার কবলে বিহারের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী জামা খানের এসকর্ট ভ্যান। গতকাল, সোমবার রাতে রোহতাসের কাছে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রীর কনভয়ে থাকা গাড়িটি। মন্ত্রীর কোনও আঘাত না লাগলেও মৃত্যু হয়েছে ওই এসকর্ট ভ্যানের চালকের। জখম চার পুলিস কর্মী। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
 

2023-12-05 10:33:39

ঘূর্ণিঝড় মিগজাউম: ত্রাণ শিবিরে গেলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন

SafeValue must use [property]=binding: ঘূর্ণিঝড় মিগজাউম: ত্রাণ শিবিরে গেলেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (see http://g.co/ng/security#xss)

2023-12-05 10:23:00

ঘূর্ণিঝড় মিগজাউম: চেন্নাই বিমানবন্দরে শুরু উড়ান পরিষেবা

2023-12-05 10:06:01

গুলি চলার পর বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি

বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। খবর পেয়েই সেই বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিস। তারপরেই ঘটে বিপত্তি। পুলিস ওই বাড়িতে ঢোকার আগেই হঠাৎ করে শোনা যায় গুলির শব্দ। মুহূর্তে ওই বাড়িটিতে বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়। পুলিসের আধিকারিকরা কিছু বুঝে ওঠার আগেই আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়িটি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার ভার্জিনিয়ার আরলিংটনে। আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে পাশের বাড়ি গুলিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলে খবর দেওয়া হয়। কিন্তু কীভাবে ঘটল এই বিস্ফোরণ? তদন্ত শুরু করেছে পুলিস।
 

2023-12-05 10:01:01

শহরের আবহাওয়ার হাল-চাল

SafeValue must use [property]=binding: শহরের আবহাওয়ার হাল-চাল (see http://g.co/ng/security#xss)

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বঙ্গে থমকে শীত। আজ, মঙ্গলবারই অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি। যার জেরে বঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ, মঙ্গলবারের আকাশ মূলত মেঘলা থাকবে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।

 

2023-12-05 09:45:54

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা নারায়ণ বিশ্বাস। আজ, মঙ্গলবার সকালে কলকাতার এক সরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন ধরেই লিভারের অসুখে ভুগছিলেন ওই সিপিএম নেতা। বর্তমানে তিনি সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলার সম্পাদক পদে ছিলেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া জেলার কর্মী-সমর্থকদের মধ্যে।
 

2023-12-05 09:40:08

ব্যাটারি সোয়াপ স্টেশন চালু শহরে

শহরের প্রথম ব্যাটারি সোয়াপ স্টেশন চালু করল ইন্ডিয়ান অয়েল। সোমবার নিউটাউনে এর উদ্বোধন করেন সংস্থার ডিরেক্টর (বিপণন) ভি সতীশ কুমার। তিনি বলেন, আগামী দিনে তাঁরা আরও বেশি সংখ্যক ব্যাটারি সোয়াপ স্টেশন চালু করবেন। এখানে দুই ও তিন চাকার ই-গাড়ির ব্যাটারি বদল করা যাবে। চার্জবিহীন ব্যাটারির বদলে চার্জযুক্ত ব্যাটারি নিয়ে যেতে পারবেন গ্রাহক। এতে চার্জিংয়ের সময় বাঁচবে।

2023-12-05 09:38:12

ঘূর্ণিঝড় মিগজাউম: প্রবল বৃষ্টির জেরে চেন্নাইতে মৃত ৮

2023-12-05 09:23:24

 তামাক বিক্রি রুখতে নয়া উদ্যোগ
 

সরকারি নির্দেশ উপেক্ষা করে বিভিন্ন সরকারি অফিস, হাসপাতাল ও স্কুলের ২০০ মিটারের মধ্যে ব্যবসায়ীদের একাংশ তামাকজাত দ্রব্য বিক্রি করছে। এই ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি তাঁদের সতর্ক করার উদ্যোগ নিল বাগনান ১ নং ব্লক প্রশাসন। সোমবার প্রশাসনের উদ্যোগে বাগনান গ্রামীণ হাসপাতাল, বিডিও অফিস সহ বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনান ১ নং ব্লকের বিডিও মানস গিরি, বাগনান ১ নং পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সমীর সামন্ত, বাগনান ১ নং ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক মহম্মদ সানাউল্লা, বাগনান থানার পুলিস আধিকারিক প্রমুখ। এদিন কয়েকটি দোকান থেকে তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।

2023-12-05 09:20:00

চন্দ্রযানের একটি অংশ ফেরাল ইসরো

চন্দ্রাভিযানের নতুন সাফল্য পেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। চাঁদের কক্ষপথে পাঠানো চন্দ্রযান-৩-এর প্রোপালশন মডিউলকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল, সোমবার ইসরোর তরফে এমনটাই জানানো হয়েছে। এই প্রোপালশন মডিউলে ভর করেই চাঁদে পৌঁছেছিল বিক্রম ল্যান্ডার। বিক্রমের অবতরণের পর, এতদিন চাঁদের কক্ষপথেই ঘুরছিল ওই প্রোপালশন মডিউলটি। লক্ষ্যে সফল হওয়ার পর, এবার চন্দ্রযান-৩-এর এই অংশটিকে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনলেন ইসরোর বিজ্ঞানীরা।

2023-12-05 09:18:01

ঘূর্ণিঝড় মিগজাউম: অন্ধ্রপ্রদেশের বাপাটলায় বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া

SafeValue must use [property]=binding: ঘূর্ণিঝড় মিগজাউম: অন্ধ্রপ্রদেশের বাপাটলায় বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া (see http://g.co/ng/security#xss)

2023-12-05 09:16:00

কাউন্সিলারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

ফের বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদ। এবার ঘটনাস্থল ধুলিয়ান পুরসভা। গতকাল, সোমবার গভীর রাতে ওই পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পারভেজ আলমের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে দুষ্কৃতীরা। সঙ্গে চালায় গুলিও। সেই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরভোটে ওই কাউন্সিলার কংগ্রেসের টিকিটে জয়ী হন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে জানা গিয়েছে।
 

2023-12-05 09:14:23

ভারতে এলেন মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক

ভারতে এলেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের নিরাপত্তা উপদেষ্টার এক উচ্চপদস্থ আধিকারিক। দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনার জন্যই তাঁর ভারত সফর। সূত্রের খবর, ওই আধিকারিক ভারতের সঙ্গে মূলত খালিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনের বিষয়ে আলোচনা করতে চান। কিছুদিন আগেই জানা যায় আমেরিকার মাটিতে পান্নুনকে খুনের ছক কষা হয়েছিল। কিন্তু বাইডেন প্রশাসনের তৎপরতায় তা ভেস্তে যায়। সেই বিষয়ে তদন্ত চলছে। যা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন বাইডেনের প্রশাসনের ওই উচ্চপদস্থ আধিকারিক।

2023-12-05 09:01:00

শুধু ক্ষুদ্রশিল্প পণ্যের শপিং মল গড়বে রাজ্য: মুখ্যমন্ত্রী

শুধু ক্ষুদ্র শিল্পের উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য শপিং মল তৈরি করার উদ্যোগ নেবে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। তিনি বলেন, বড়লোকদের জন্য শপিং মল অনেক আছে। গরিব মানুষের জন্য শপিং মল, বিগ বাজার ইত্যাদি করা  হবে। প্রতি জেলায় রপ্তানি ও বিশেষ রপ্তানি কেন্দ্র গড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভা অধিবেশনের দুই অর্ধে মেলা আয়োজনের বিশেষ উপকারিতার কথা উল্লেখ করেন মুখ‌্যমন্ত্রী। স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়ছে। মহিলাদের পাশাপাশি পুরুষদের জন্যও তৈরি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী। তাদের তৈরি সামগ্রী বিক্রির একটা বড় জায়গা হল মেলা। স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্য বিপণনের উপর বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার। মেলার আয়োজনে টাকা খরচ নিয়ে বিরোধীরা প্রায়ই রাজ্য সরকারের সমালোচনা করে। মেলার পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রী তারই জবাব দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

2023-12-05 08:50:00

প্রয়াত খালিস্তানি জঙ্গি লখবীর সিং

হৃদরোগে আক্রাম্ত হয়ে প্রয়াত খালিস্তানি জঙ্গি লখবীর সিং রোডে। পাকিস্তানে বসবাস করছিলেন তিনি। সূত্রে খবর, গত ২ ডিসেম্বর মৃত্যু হয়েছে তাঁর। খালিস্তানি জঙ্গি জারনাইল সিং ভিনড্রানওয়ালের ভাগ্নে ছিলেন তিনি।
 

2023-12-05 08:47:43

সূচি পরিবর্তন, প্রাথমিকের টেট ২৪ ডিসেম্বর

অনিবার্য কারণ দেখিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট-এর দিন পরিবর্তন করা হল। সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, পরীক্ষা নেওয়া হবে ২৪ ডিসেম্বর। দিন পরিবর্তন হলেও সময় একই থাকছে। দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত চলবে পরীক্ষা। প্রায় তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী টেট দিতে চলেছেন। এই পরীক্ষা হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। তবে, পরীক্ষার নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু কাজ বাকি থাকায় তা পিছনো হচ্ছে বলে পর্ষদ সূত্রে খবর। এক সপ্তাহ পরীক্ষা পিছলেই তা যথেষ্ট ছিল। কিন্তু ১৭ ডিসেম্বর রয়েছে কলেজ শিক্ষক নিয়োগের স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)। তাই তার পরের রবিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর টেট ফেলা হচ্ছে।

2023-12-05 08:41:20

কর্পোরেট বন্ডের বাজার বৃদ্ধির আশা

২০৩০ সালের মধ্যে দেশীয় কর্পোরেট বন্ডের বাজার দ্বিগুণেরও বেশি বাড়বে। এমনটাই আশা প্রকাশ করেছে দেশের একটি নামজাদা ক্রেডিট রেটিং সংস্থা। বর্তমানে দেশের কর্পোরেট বন্ডের বাজার ৪৩ লক্ষ কোটি টাকার। সেটা গত পাঁচবছরে বেড়েছে প্রায় ৯ শতাংশ হারে। সংস্থাটির ধারণা, আগামী ছ’বছরে কর্পোরেট বন্ড বাজার ১০০ লক্ষ কোটি টাকা ছাড়াবে। এর অন্যতম কারণ পরিকাঠামো শিল্প যেমন অনেকটা বাড়বে, তেমনই কর্পোরেট সংস্থাগুলিও তাদের মূলধনী খাতে ব্যয় বাড়াবে। অর্থাৎ তারা ব্যবসার সম্প্রসারণ করবে বা নতুন ব্যবসায় টাকা ঢালবে। পাশাপাশি বন্ডের বাজার বাড়াতে রিজার্ভ ব্যাঙ্ক ও বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি যে পদক্ষেপগুলি করেছে, তাও কাজে আসবে বলে মনে করছে ওই সংস্থা।

2023-12-05 08:30:00

ইতিহাসে আজকের দিনে

বিশ্ব মাটি দিবস
১৩৬০: ফ্রান্সের মুদ্রা ফ্রাঁ চালু হয়
১৮৫৪: রিভলবিং থিয়েটার চেয়ারের পেটেন্ট করেন অ্যারোন অ্যালেন
১৮৭৯: স্বয়ংক্রিয় টেলিফোন সুইচিং সিস্টেম প্রথম পেটেন্ট হয়
১৯০১: মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক ও কাহিনীকার ওয়াল্ট ডিজনির জন্ম
১৯১১: প্রবাদপ্রতিম গীতিকার ও কবি প্রণব রায়ের জন্ম
১৯১৩: বাঙালি চিত্রশিল্পী গোপাল ঘোষের জন্ম
১৯২৪: গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জন্ম
১৯৩২: অভিনেত্রী নাদিরার জন্ম
১৯৩৫: কলকাতায় মেট্রো সিনেমা হল প্রতিষ্ঠা হয়
১৯৩৯: অভিনেত্রী বাসবী নন্দীর জন্ম
১৯৪০: সঙ্গীত শিল্পী গুলাম আলির জন্ম
১৯৪৩: জাপানী বোমারু বিমান কলকাতায় বোমা বর্ষণ করে
১৯৫০: বিপ্লবী, দার্শনিক ও আধ্যাত্মসাধক ঋষি অরবিন্দের প্রয়াণ
১৯৫১: শিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু
১৯৬৯: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব-পাকিস্তানের নামকরণ করেন ‘‘বাংলাদেশ ”
১৯৮৫: ক্রিকেটার শিখর ধাওয়ানের জন্ম
১৯৯৯: যানজট এড়াতে ব্যাংককে আকাশ ট্রেন সার্ভিস চালু
১৯৯৯: মিস ওয়ার্ল্ড হলেন যুক্তামুখী
২০১৩: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু

2023-12-05 08:29:40

অনুমোদন পেল শিল্পের জন্য জমির ফ্রি হোল্ড প্রস্তাব

শিল্প স্থাপনের জন্য জমির স্থায়ী মালিকানা (ফ্রি হোল্ড) দেওয়ার প্রস্তাব, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। কয়েক মাস আগে শিল্প, আবাসন প্রভৃতির প্রকল্পের জন্য লিজ মালিকানায় থাকা জমির স্থায়ী ফ্রি হোল্ড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এবার তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হল। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় শিল্প স্থাপনের জন্য রাজ্য শিল্পোন্নয়ন নিগমকে ৩০০ একর জমি দেওয়ার প্রস্তাবও পাশ হয়েছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর  ঘরে মন্ত্রিসভা ও শিল্প সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীর  বৈঠক হয়।   হাওড়ার উলুবেড়িয়া থানার রাউতা ও মালঞ্চবেড়িয়া মৌজায় মোট ৩০.৭৯ একর জমি একটি নামী বেসরকারি সংস্থাকে লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড করার অনুমোদন দিয়েছে সরকার। হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের লস্করপুর মৌজায় ২৮.২৭ একর সরকারি খাস জমি দীর্ঘকালীন মেয়াদে  ফাউন্ড্রি পার্ক গড়ার জন্য দেওয়া হবে। ফাউন্ড্রি ক্লাস্টার ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন প্রকল্পটি করবে। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তালকুয়াতে ০.৫৫ একর সরকারি খাস জমি দীর্ঘমেয়াদে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানিকে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

2023-12-05 08:20:00

আপনার আজকের দিনটি

SafeValue must use [property]=binding: আপনার আজকের দিনটি (see http://g.co/ng/security#xss)

মেষ: অর্থপ্রাপ্তি হবে।
বৃষ: আর্থিক শক্তি বৃদ্ধি পাবে।
মিথুন: কর্মে বাধার যোগ।
কর্কট: ব্যধিতে আক্রান্তের সম্ভাবনা।
সিংহ: ধনলাভের যোগ বেশি।
কন্যা: আর্থিক দিক শুভ।
তুলা: নিকট ভ্রমণের যোগ আছে।
বৃশ্চিক: কর্ম প্রাপ্তির সংবাদ পেতে পারেন।
ধনু: ধর্মকর্মে মানসিক প্রফুল্লতা।
মকর: অর্থপ্রাপ্তিতে বাধা থাকবে।
কুম্ভ: কর্মপ্রাপ্তির যোগ আছে।
মীন: উপার্জন ভাগ্য শুভ।

বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25

2023-12-05 08:14:33

আইএসএল: নর্থইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে হারাল ইস্ট বেঙ্গল

2023-12-04 22:17:03

আইএসএল: ইস্ট বেঙ্গল ৫ – নর্থইস্ট ইউনাইটেড ০ (৮১ মিনিট)

2023-12-04 22:04:18

আইএসএল: ইস্ট বেঙ্গল ৪ – নর্থইস্ট ইউনাইটেড ০ (৬৬ মিনিট)

2023-12-04 21:42:40

আইএসএল: ইস্ট বেঙ্গল ৩ – নর্থইস্ট ইউনাইটেড ০ (৬২ মিনিট)

2023-12-04 21:38:54

২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে শহরে অভিনেতা অনিল কাপুর

SafeValue must use [property]=binding: ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে শহরে অভিনেতা অনিল কাপুর (see http://g.co/ng/security#xss)

2023-12-04 21:22:00

আইএসএল: ইস্ট বেঙ্গল ২ – নর্থইস্ট ইউনাইটেড ০ (হাফটাইম)

2023-12-04 21:04:17

আইএসএল: ইস্ট বেঙ্গল ২ – নর্থইস্ট ইউনাইটেড ০ (২৩ মিনিট)

2023-12-04 20:38:49

আইএসএল: ইস্ট বেঙ্গল ১ – নর্থইস্ট ইউনাইটেড ০ (১৫ মিনিট)

2023-12-04 20:28:26

আইএসএল: ইস্ট বেঙ্গল ০ – নর্থইস্ট ইউনাইটেড ০ (২ মিনিট)

2023-12-04 20:15:48

মধ্যরাত থেকে যান চলাচলে নিয়ন্ত্রণ বিদ্যাসাগর সেতুতে

আজ, সোমবার রাত ১২টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুর হাওড়াগামী ফ্ল্যাঙ্ক বন্ধ রেখে চলবে ট্রায়াল রান। এই সময় পণ্যবাহী গাড়ি স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে চলাচল করবে। ট্রায়াল রানের ফলাফল অনুযায়ী কবে থেকে বিদ্যাসাগর সেতু বন্ধ হবে তার সিদ্ধান্ত নেবে লালবাজার।
 

2023-12-04 18:47:41

এক একদিন এক একটি স্কুল বা কলেজের পড়ুয়াদের বিনামূল্যে দেখানো হোক: মমতা

2023-12-04 16:41:00

এই মিউজিয়াম করতে কত খরচ হল বা কতটা জায়গার উপর হয়েছে সেটা বিষয় নয়, এটা একটা ইতিহাসকে তুলে ধরছে সেটাই আসল: মমতা

2023-12-04 16:38:00

বিধানসভার মিউজিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

2023-12-04 16:36:00

কনস্টেবলের পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার ভুয়ো পরীক্ষার্থী

মহিলা কনস্টেবল নির্বাচনের পরীক্ষা দিতে এসে গ্রেপ্তার রুবি কুমারী ও পুনম কুমারী নামের দুই ভুয়ো পরীক্ষার্থী। তাদের গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা।
 

2023-12-04 15:48:00

৫টা পেয়ে দেখাক, বিজেপিকে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

২৫টা তো দুরের কথা, ৫ টা পেয়ে দেখাক! লোকসভা ভোট প্রসঙ্গে বিধানসভায় দাঁড়িয়ে এভাবেই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ৩ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় প্রসঙ্গে তিনি বলেন, ‘এই জয় মানুষের পরাজয় নয়। একের বিরুদ্ধে এক হয়ে লড়া হয়নি বলেই বিজেপি জিতেছে।’ আগামী দিনে এই ফর্মুলা কাজে লাগিয়ে বিজেপিকে হারানো সম্ভব হবে বলেও জানিয়েছেন তিনি।

2023-12-04 15:29:00

শান্তিনিকেতনে এবার হচ্ছে না পৌষমেলা

SafeValue must use [property]=binding: শান্তিনিকেতনে এবার হচ্ছে না পৌষমেলা (see http://g.co/ng/security#xss)

সময়ের অভাবে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা করা সম্ভব নয় বলে জানিয়ে দিল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট। তাদের এই ভূমিকায় ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
 

2023-12-04 15:15:50

মিগজাউমের প্রকোপে চেন্নাই, জলমগ্ন গোটা শহর

এখনও বঙ্গোপসাগরের উপরই পাক খাচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। ইতিমধ্যেই তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। আগামীকাল বিকেলের দিকে সেটি অন্ধ্র ও উত্তর তামিলনাড়ু উপকূলের মাঝামাঝি কোথাও আছড়ে পড়বে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে তখন তার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিমির মধ্যে। কিন্তু তার আগেই মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত চেন্নাই। আজ সকাল থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। সমুদ্রের ধারে জারি করা হয়েছে ১৪৪ ধারা। বিমানবন্দরের রানওয়েতে জল ঢুকে বন্ধ হয়েছে উড়ান। আজ রাত ১১টা অবধি উড়ান পরিষেবা বন্ধ থাকবে বলে খবর। প্রবল বৃষ্টিতে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে ২ জনের। হাঁটুজল ঢুকে গিয়েছে অনেক বাড়ির ভিতরে। রাস্তাতেও যানবাহন চলাচল কঠিন হয়ে উঠেছে।

2023-12-04 15:12:52

রাঘব চাড্ডার সাসপেনশন প্রত্যাহার

রাজ্যসভা থেকে আপ সাংসদ রাঘব চাড্ডার সাসপেনশন প্রত্যাহার করা হল। ১১৫ দিন আগে তাঁকে স্বাধিকার ভঙ্গের অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। শীতকালীন অধিবেশন শুরুর আগে সেই নির্দেশ প্রত্যাহার করা হল।
 

2023-12-04 14:48:03

উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ ধর্মতলা

2023-12-04 14:23:29

মিজোরামে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল জেডপিএম

SafeValue must use [property]=binding: মিজোরামে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল জেডপিএম (see http://g.co/ng/security#xss)

মিজোরাম বিধানসভা নির্বাচনে মোট ৪০টি আসনের মধ্যে ২১টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পেল জোরাম পিপলস মুভমেন্ট(জেডপিএম)। লালডুহোমার পার্টি আরও ৬টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ তাদের সরকারে আসা প্রায় নিশ্চিত। অন্যদিকে, বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার এমএনএফ এগিয়ে রয়েছে মাত্র ১০টি আসনে। জোরামথাঙ্গা নিজে আইজল পূর্ব কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। বিজেপি ২টি ও কংগ্রেস ১টিতে এগিয়ে রয়েছে।

2023-12-04 14:00:29

১০৪৪ পয়েন্ট উঠল সেনসেক্স

2023-12-04 13:49:01

৩ রাজ্যে বিজেপির জয়ে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের উচ্ছ্বাস

SafeValue must use [property]=binding: ৩ রাজ্যে বিজেপির জয়ে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের উচ্ছ্বাস (see http://g.co/ng/security#xss)

2023-12-04 13:39:00

কংগ্রেসকে ভুল শুধরে নেওয়ার পরামর্শ অভিষেকের

তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে বিজেপি। জনমত সমীক্ষার ফলে আশা জাগলেও বাস্তবে গোবলয়ের তিন রাজ্যে পরাজয়ের মুখ দেখতে হয়েছে কংগ্রেসকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা বিমানবন্দরের বাইরে আজ তিনি বলেন, ‘যারা জয়ী হয়েছেন তাঁদের শুভেচ্ছা। পরাজিতদের বলব ভুল শুধরে নিয়ে আরও শক্তিশালী হয়ে লড়াইয়ে নামতে।’ কংগ্রেস নেতৃত্ব আত্মতুষ্টিতে ভুগছে বলেও সমালোচনা করেন অভিষেক। যোগ্যদের সুযোগ দিয়ে সঠিক সময়ে সামনে না আনার ফল ভুগতে হয়েছে বলে মত তাঁর। পাশাপাশি এই জয়ের কারণে বিজেপির বেশি উচ্ছ্বসিত হওয়ার কোনও কারণে নেই বলেই জানিয়েছেন অভিষেক। ২০১৮ সালে এই তিন রাজ্যে জয়ের পরও তার প্রভাব ১৯-এর লোকসভা ভোটে পড়েনি। সেই প্রসঙ্গও আজ মনে করিয়ে দেন ডায়মন্ড হারবারের সাংসদ।

2023-12-04 13:26:28

মেছো বিড়াল দত্তক নিলেন কোচবিহারের পুলিস সুপার

SafeValue must use [property]=binding: মেছো বিড়াল দত্তক নিলেন কোচবিহারের পুলিস সুপার (see http://g.co/ng/security#xss)

বিশ্ব বন্যপ্রান সংরক্ষণ দিবসে রসিক বিলে থাকা রাজ্য প্রাণী ফিশিং ক্যাট বা মেছো বিড়ালকে এক বছরের জন্য স্বস্ত্রীক দত্তক নিলেন কোচবিহারের পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য।
 

2023-12-04 13:02:25

মিজোরাম বিধানসভা নির্বাচন: আইজল পূর্ব থেকে হেরে গেলেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা

2023-12-04 12:48:42

মিজোরাম বিধানসভা নির্বাচন(মোট আসন ৪০): ২৬টি আসনে এগিয়ে জেডপিএম, এমএনএফ ১০টি, বিজেপি ৩ ও কংগ্রেস ১টি আসনে এগিয়ে রয়েছে 

2023-12-04 12:34:29

মিগজাউমের প্রভাবে বাংলায় দুর্যোগের আশঙ্কা

ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। আগামীকালই অন্ধ্র ও তামিলনাড়ুর মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। চেন্নাইয়ে আজ সকাল থেকেই তুমুল বৃষ্টি  শুরু হয়েছে। এদিকে মিগজাউমের প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদিও খুব বেশি দুর্যোগের আশঙ্কা নেই। আজ, সোমবার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই মনে করা হচ্ছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।
 

2023-12-04 12:03:11

তেলেঙ্গানায় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান, নিহত ২

প্রশীক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। ঘটনাটি ঘটেছে আজ, তেলেঙ্গানার মেদাক জেলার তুপরানে। দুর্ঘটনার সময় বিমানটিতে থাকা দুজনেরই মৃত্যু হয়েছে বলে খবর। তাঁদের মধ্যে একজন বায়ুসেনার পাইলট ও অপরজন ক্যাডেট বলে জানা গিয়েছে।
 

2023-12-04 11:36:03

শ্যুটিং চলাকালীন চোট পেলেন অজয় দেবগন

সিংঘম এগেইন সিনেমার শ্যুটিং চলাকালীন চোট পেলেন অভিনেতা অজয় দেবগন। মুম্বইয়ের ভিলে পারলে এলাকায় একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ের সময় তিনি চোখে চোট পান। যদিও আঘাত বেশি গুরুতর নয় বলেই খবর। 

2023-12-04 11:31:49

মিজোরাম: সেরচিপ কেন্দ্র থেকে এগিয়ে জেডপিএমের লালডুহোমা

SafeValue must use [property]=binding: মিজোরাম: সেরচিপ কেন্দ্র থেকে এগিয়ে জেডপিএমের লালডুহোমা (see http://g.co/ng/security#xss)

2023-12-04 11:27:05

উন্নয়ন ঠিকভাবে হলে প্রতিষ্ঠানবিরোধীতা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে: মোদি

SafeValue must use [property]=binding: উন্নয়ন ঠিকভাবে হলে প্রতিষ্ঠানবিরোধীতা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে: মোদি (see http://g.co/ng/security#xss)

সংসদে শীতকালীন অধিবেশন শুরু হবে আজ। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধীদের কটাক্ষের সুরে একাধিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘বিরোধীরা পরাজয়ের নৈরাশ্য সংসদে প্রকাশ করতে আসবেন না। বিরোধীদের এই হার থেকে অনেক কিছু শেখার রয়েছে। এবার অন্তত নেতিবাচক রাজনীতি থেকে সরে আসুন। তবে আপনাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও পাল্টাবে। তিনি আরও বলেন, উন্নয়ন ঠিকভাবে হলে প্রতিষ্ঠানবিরোধীতা অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। ভারত এখন শুধু সামনে এগিয়ে যেতে চায়।’
 

2023-12-04 11:15:51

মিজোরাম বিধানসভা নির্বাচন (মোট আসন ৪০): ২৯ আসনে এগিয়ে জেডপিএম, ৭টিতে এমএনএফ, ৩টিতে বিজেপি ও ১টিতে কংগ্রেস এগিয়ে

2023-12-04 11:07:36

৮০০ কোটির প্রতারণা মামলা, নিউটাউনে হানা সিবিআইয়ের

শহরে ফের সিবিআই হানা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রতারণা মামলার তদন্তে আজ কলকাতার নিউটাউনের একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, প্রতারণার অঙ্ক প্রায় ৮০০ কোটির কাছাকাছি।
 

2023-12-04 10:47:37

মিজোরামে পালাবদলের ইঙ্গিত, ম্যাজিক ফিগার পার করল জেডপিএম

মিজোরামের ভোটগণনায় পালাবদলের ইঙ্গিত। এগিয়ে থাকা আসনের ভিত্তিতে শাসকদল এমএনএফকে পিছনে ফেলে ম্যাজিক ফিগার পার করল জেডপিএম। এই মুহূর্তে লালডুহোমার জেডপিএম এগিয়ে ২৬টি আসনে। জোরামথাঙ্গা এগিয়ে ৯টি আসনে। কংগ্রেস ২টি ও বিজেপি ৩টি আসনে এগিয়ে। বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা আইজল পূর্ব কেন্দ্র থেকে পিছিয়ে রয়েছেন বলে খবর।
 

2023-12-04 10:36:44
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ