ইতিহাস গড়ল উগান্ডা। পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে এবার কুড়ি ওভারের বিশ্বযুদ্ধে নাম লেখাল উগান্ডা। আফ্রিকা অঞ্চলের কোয়ালিফায়ার পর্বে উগান্ডা ছয় ম্যাচের মধ্য়ে পাঁচ ম্য়াচ জিতে, শীর্ষ স্থানে শেষ করেছে। উগান্ডা বিশ্বকাপের মূলপর্বে ওঠায় শেষ হয়ে গেল জিম্বাবোয়ের বিশ্বকাপ খেলার স্বপ্ন। কুড়ি নম্বর তথা শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কাটল উগান্ডা।
2023-11-30 17:55:54ফের বিতর্কে বিজেপি। আজ ফের জাতীয় সঙ্গীত অবমাননার ঘটনা ঘটালেন বিজেপি বিধায়করা। বিধানসভায় আজ জাতীয় সঙ্গীত চলাকালীন বিজেপি থালা বাজিয়ে কর্মসূচি করে। এই ঘটনার পর বিজেপি বিধায়কদের জেলে যাওয়া উচিৎ বলে দাবি করেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
2023-11-30 17:28:43দ্বিতীয়বার বাবা-মা হলেন রাজ-শুভশ্রী। আজ বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর ইউভান এবার থেকে হল বড় দাদা। হাসপাতাল সূত্রে খবর, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। এদিন শুভশ্রীর সন্তান হওয়ার খবর টুইট করেন রাজ নিজেই। তিনি লেখেন, আমাদের বাড়িতে এক ছোট্ট ভালবাসার আগমন হয়েছে। আমরা ভীষণ খুশি। আমাদের রাজকন্যার জন্য অনেক আশীর্বাদ চাই। এরপরই শুভেচ্ছার বন্যা স্যোশাল মিডিয়ায়। নতুন অতিথির আগমনে খুশি সকলেই।
2023-11-30 17:15:58বেশ কয়েক বছর ধরে জল কষ্টে ভুগছে ময়নাগুড়ির ১৭ নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়া এলাকার বাসিন্দারা। অভিযোগ, একাধিকবার কাউন্সিলরকে জানিয়েও কোনও লাভ হয়নি। অগত্যা জলের দাবিতে আজ, বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, মল্লিকপাড়া গ্রামীণ এলাকা থেকে শহরে রূপান্তরিত হয়েছে। কিন্তু জলের যে সমস্যা ছিল তা এখনও রয়ে গিয়েছে। বর্তমানেও জাতীয় সড়ক দিয়ে সোমপাড়া এলাকায় গিয়ে জল আনতে হয়।
2023-11-30 15:03:17রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক যে ওয়ার্ডে ভর্তি রয়েছেন সেখানকার সিসিটিভি ফুটেজের লিঙ্ক চাইল ইডি। পাশাপাশি ওই ওয়ার্ডে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করতে বলেছেন তদন্তকারীরা। তাঁদের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের মতো জ্যোতিপ্রিয়বাবুও প্রভাবশালী ব্যক্তি। অন্যদিকে, পার্থবাবুর এসএসকেএম-এ ভর্তি নিয়ে এর আগে আদালত যে অর্ডার দিয়েছিল সেটিও আজ, বৃহস্পতিবার আদালতে কাছে জমা দিয়েছে ইডি। এছাড়া রেশন দুর্নীতি মামলারও এদিন শুনানি ছিল। ফলে জ্যোতিপ্রিয়বাবু ঠিক কি কারণে হাসপাতালে ভর্তি সেটাও আজ জানতে চাওয়া হয়েছে।
2023-11-30 14:00:00কড়া নিরাপত্তার মধ্যে তমলুক থানার ধলহরা-খণ্ডগ্রাম সমবায় সমিতির নির্বাচন হচ্ছে। মোট ৪৬ আসনে ভোট চলছে বলে জানা যাচ্ছে। তৃণমূল, বিজেপি ও সিপিএমের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। একাধিক আসনে তৃণমূলের দুই শিবিরের মুখোমুখী লড়াই হচ্ছে।
ভাগরথী নদীতে পড়ে তলিয়ে গেল একটি গাড়ি। নৌকায় গাড়ি তুলে পারাপার করার সময় মুর্শিদাবাদ থানার সদরঘাটে নদীতে আচমকাই পড়ে যায় একটি গাড়ি। জানা গিয়েছে, ওই গাড়িতে চালক-সহ ছয়জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করেন সদরঘাটে থাকা নৌপরিবহন কর্মীরা। অন্যদিকে, গাড়িটিতে থাকা দুই যুবক জলে তলিয়ে গিয়েছেন। তাঁদের খোঁজ চালানো হচ্ছে। উদ্ধারকাজ শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিস।
2023-11-30 11:53:00আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এদিন সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন প্রায় সারাদিনই শহর কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টি হয়নি।
2023-11-30 10:26:48এবার উত্তরবঙ্গে বসতে চলেছে বাণিজ্য সম্মেলনের আসর। উত্তরবঙ্গের আট জেলার ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সকাল ১১টা থেকে হবে এই বৈঠক। শিলিগুড়ির কাওয়াখালি বিশ্ব বাংলা শিল্পী হাটে হবে এই সম্মেলন। যার নাম দেওয়া হয়েছে এমএসএমই-বিজনেস মিট। উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী এবং ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে।
2023-11-30 10:15:38মুর্শিদাবাদের ডোমকল ও বড়ঞাঁয় হানা দিল সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে ঢুকল সিবিআই প্রতিনিধি দল। অপরদিকে বড়ঞাঁর কুলিতে 'আল হিলাল' মিশনের কর্ণধার ঝন্টু শেখের বাড়িতেও গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধি দল।
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। ঠিক তার পরেই শ্রীলঙ্কা সফরে যাবে টিম ইন্ডিয়া। ঠিক হয়েছে দ্বীপরাষ্ট্রে মোট ছয়টি ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু’। যার মধ্যে আছে তিনটি ওডিআই ও তিনটি টি-২০ ম্যাচ। এদিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে খবরটি ঘোষণা করা হয়। সম্প্রতি নানা বিতর্কে জেরবার শ্রীলঙ্কা বোর্ড। কঠিন সময়ে ভারতের এই সফর নিঃসন্দেহে তাদের অক্সিজেন জোগাবে। উল্লেখ্য, ২০২৪ সালে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ভারতের। মোট ৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বিরাটরা।
2023-11-30 10:01:59ভারতীয় ফুটবলের নতুন হাব এখন ওড়িশা। প্রত্যাশামতোই মহানদীর পারে সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত নিল ফেডারেশন। আগামী ৯ জানুয়ারি শুরু হবে টুর্নামেন্ট। ফাইনাল ২৮ জানুয়ারি। আইএসএল ও আই লিগ মিলিয়ে মোট ১৬টি দল সুপার কাপে অংশ নেবে। চারটি গ্রুপের শীর্ষে থাকা দল পৌঁছবে সেমি-ফাইনালে। সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছেন, ‘কলিঙ্গ সুপার কাপ নামেই আয়োজিত হবে টুর্নামেন্ট। সাফল্য নিয়ে আমরা প্রবল আশাবাদী।’ উল্লেখ্য, ভারতীয় দলের ক্রোট কোচ ইগর স্টিমাচের খুবই পছন্দের ভেন্যু ওড়িশা। ইন্টারকন্টিনেন্টাল কাপ ছাড়াও বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচও হয়েছে কলিঙ্গ স্টেডিয়ামে। আগামী জানুরারিতে এএফসি এশিয়ান কাপে অংশ নেবে ভারত। জাতীয় দলের একগুচ্ছ ফুটবলার রয়েছে মোহন বাগানে। ফলে বেকায়দায় ফেরান্দো ব্রিগেড।
2023-11-30 09:29:23কৃষিজমির উর্বরতা রক্ষা ও ভালো উত্পাদনের লক্ষ্যে কালিয়াগঞ্জ ব্লক কৃষি দফতরের উদ্যোগে ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর গ্রামে প্রশিক্ষণ শিবির হল। জৈব সার দিয়ে চাষ করলে কী উপকারিতা মেলে সেবিষয়ে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা কৃষি দফতরের যুগ্ম নির্দেশক সঞ্জীব কুমার সরকার, কালিয়াগঞ্জ ব্লক কৃষি আধিকারিক মৌমিতা ঘোষ সহ এলাকার ৪০ জন কৃষক। সঞ্জীবকুমার সরকার বলেন, জৈব গ্রাম প্রকল্পের অন্তর্গত মনোহরপুরে জৈব পদ্ধতিতে বিভিন্ন ফসল চাষ করা হবে। এই পদ্ধতিতে ফসল চাষ হলে মাটি ও ফসল দুই ভালো থাকবে।
2023-11-30 09:21:14চার দিনের উত্তরবঙ্গ সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি উত্তরবঙ্গে আসবেন বলে প্রশাসন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে যেতে পারেন। মুখ্যমন্ত্রী ধূপগুড়িতে আসবেন বলেও জানা গিয়েছে। বুধবার ধূপগুড়ির বিভিন্ন জায়গার মাঠ পরিদর্শন করেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভীন, পুলিস সুপার খাণ্ডবহালে উমেশ গণপত, অতিরিক্ত জেলাশাসক তেজস্বী রানা, ডিএসপি (ক্রাইম) বিক্রমজিৎ লামা।
2023-11-30 09:03:53আজ, বৃহস্পতিবার নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস উৎসবের কার্নিভাল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা শোভাযাত্রায় অংশ নেবেন। মুম্বই, উত্তরপ্রদেশ থেকেও নাচের দল আসছে। থাকছে হরিদ্বারের গঙ্গা আরতি। কার্নিভালে হরিনাম সংকীর্তনের তালে পা মেলাবেন আমেরিকা, রাশিয়া সহ নানা দেশের ৬০জন বিদেশি নৃত্যশিল্পী। থাকছেন শতাধিক খোলবাদকও। আলোকসজ্জায় থাকছে অভিনবত্বের ছোঁয়া। এছাড়াও রাজ্য সরকারের বিশ্ববাংলা লোগো থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ট্যাবলো পথে নামবে। বুধবার সকাল থেকেই নবদ্বীপের রাসের প্রতিমা বিসর্জন পর্ব শুরু হয়েছে। এবার কার্নিভালে ১৬টি ক্লাব ও বারোয়ারি অংশ নেবে। কার্নিভালে নাম সংকীর্তন, ছৌ নাচ, আদিবাসী নৃত্য, ডান্ডিয়া থেকে নানা লোকসংস্কৃতি তুলে ধরা হবে। শোভাযাত্রায় সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ট্যাবলো থাকবে। এছাড়া ইংলিশ ব্যান্ড, ক্লাব ব্যান্ড সহ বিভিন্ন বাদ্যযন্ত্র থাকছে। বিভিন্ন পুজো কমিটির মহিলারা একই রঙের পোশাক পরে কার্নিভালে পা মেলাবেন। প্রতিটি বারোয়ারি ও ক্লাব শোভাযাত্রায় নাম সংকীর্তন ও শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতিকৃতি নিয়ে বের হবে। শহরের রাধাবাজার, দণ্ডপাণিতলা, মঙ্গলচণ্ডীতলা, সরকারপাড়ার রোড, অফিসঘাট রোড, বুড়োশিবতলা, এই ছ’টি জায়গায় বিচারকরা থাকবেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে প্রথম স্থান পাওয়া বারোয়ারিকে দেড় লক্ষ, দ্বিতীয় ও তৃতীয়কে যথাক্রমে এক লক্ষ ও পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য, ২০১৭সালে ১৮টি বারোয়ারিকে নিয়ে রাস উৎসবের কার্নিভাল শুরু হয়েছিল। ২০২০ ও ২০২১সালে পরপর দু’বছর করোনা পরিস্থিতির কারণে কার্নিভাল বন্ধ রাখা হয়। এবার কার্নিভাল নিয়ে উন্মাদনা রয়েছে। কোলেরডাঙা ঘোষপাড়া গঙ্গামাতা পুজো কমিটির সম্পাদক লালু ঘোষ বলেন, স্থানীয় বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানের চেষ্টায় এই কার্নিভাল চালু হয়েছিল। গতবছর আমরা কার্নিভালে অংশ নিয়ে দ্বিতীয় হয়েছিলাম। সরকারপাড়া নিশান ক্লাব নটরাজ পুজো কমিটির কর্মকর্তা কীর্তনীয়া সুরণজিৎ ভট্টাচার্য বলেন, প্রতিটি পুজো কমিটির শোভাযাত্রায় মহাপ্রভু এবং কীর্তনের দল থাকে। যা বৈষ্ণবতীর্থ নবদ্বীপকে অন্য মাত্রা এনে দেয়। পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, এই কার্নিভাল আমাদের গর্ব।
2023-11-30 08:43:26১৭৫৯: নিজের মন্ত্রীর হাতেই খুন হন মোগল সম্রাট দ্বিতীয় আলমগীর
১৮৫৮: বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর জন্ম
১৮৬৬: জলের নিচে শিকাগোতে প্রথম হাইওয়ে টানেল তৈরির কাজ শুরু হয়
১৮৭৪ - ইংরেজ রাজনীতিবিদ ও লেখক উইন্স্টন চার্চিলের জন্ম
১৯০৩ - কবি রাধারানী দেবীর জন্ম
১৯০৮: কবি বুদ্ধদেব বসুর জন্ম
১৯০৯: ঐতিহাসিক রমেশচন্দ্র দত্তের মৃত্যু
১৯১৭: জগদীশচন্দ্র বসুর ৬০তম জন্মদিবসে কলকাতায় বসু বিজ্ঞান মন্দিরের দ্বারোদ্ঘাটন
১৯২৮: বাংলা নাট্যমঞ্চের বিখ্যাত অভিনেতা অমর গঙ্গোপাধ্যায়ের জন্ম
১৯৩৩: নারীশিক্ষার পথপ্রদর্শক শিক্ষাবিদ মুরলীধর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৪৫: সঙ্গীতশিল্পী বানীজয়রামের জন্ম
১৯৬৬: অভিনেত্রী তথা প্রযোজক দীপা শাহির জন্ম
১৯৭৮: টলিউডের বিশিষ্ট অভিনেতা জিৎ-এর জন্ম
১৯৮৪: অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী ইন্দুবালা দেবীর মৃত্যু
১৯৮৪: বিশিষ্ট তবলা শিল্পী রাধাকান্ত নন্দীর মৃত্যু
২০১২ - প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রকুমার গুজরালের মৃত্যু
মেষ: কর্মোন্নতির বিশেষ কোনও সুযোগ আসতে পারে।
বৃষ: উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় অগ্রগতি।
মিথুন: স্ত্রীর সূত্রে বিশেষ কিছু লাভ হতে পারে।
কর্কট: কাজকর্মে দূর গমনে সাফল্য।
সিংহ: অর্থকড়ি আয় যোগ অনুকূল।
কন্যা: মেয়াদি সঞ্চয় সূত্রে ধনাগম।
তুলা: কাজকর্মে বাধার মধ্যে অগ্রগতি।
বৃশ্চিক: বিদ্যাচর্চায় অমনোযোগ ও বাধার সম্ভাবনা।
ধনু: অর্থকড়ি উপার্জন কিঞ্চৎ কম হতে পারে।
মকর: নিজ দক্ষতা ও বুদ্ধিবলে অর্থকড়ি উপার্জন বৃদ্ধি।
কুম্ভ: শিল্পকর্মে সাফল্য ও অর্থকড়ি আয় বৃদ্ধি।
মীন: অর্থ ও কর্মে শুভ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের মোবাইল জমা রাখাই দস্তুর। আর সেই নিয়ম মেনেই পড়ুয়াদের মোবাইল আটকে রাখার ‘অপরাধে’ চরম পরিণতি হল বিদ্যালয়ের এক কর্মীর। ওই ঘটনার জেরে বিদ্যালয়ের ওই অস্থায়ী কর্মীকে বেধরক মারধর করার অভিযোগ উঠল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বিদ্যালয়ের ওই কর্মীর নাম শিবু সি (৬৫)। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বারাসতের ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া হাইস্কুলের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
2023-11-29 19:06:31রেলের খাবারেই বিষক্রিয়া! এর আগে অবশ্য রেলের খাবারের মান নিয়ে বহুবার অভিযোগ উঠেছে। এবার একেবারে বিষক্রিয়ার অভিযোগ। তাও আবার একজন বা দু’জন নন, অসুস্থ হয়েছেন ৯০ জন যাত্রী। এবার এমনটাই ঘটেছে চেন্নাই থেকে পুণেগামী ভারত গৌরব এক্সপ্রেসে। ঘটনার তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন রেলকর্তারা। কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে মন্ত্রকও। রেল সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবার, চেন্নাই-পালিটানাগামী ‘ভারত গৌরব’ বিশেষ ট্রেনটি বুক করেছিলেন এক ধর্মীয় গোষ্ঠী। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার উদ্দেশ্যে ওই ট্রেনটি বুক করেন তাঁরা। আইআরসিটিসি অনুমোদিত একটি বেসরকারি কোম্পানির রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন সেই যাত্রীদেরই ৯০ জন যাত্রী। সোলাপুর এবং পুনের মধ্যে তাঁদের বমি বমি ভাব এবং মাথাব্যথা শুরু হয়। এরপরই পুনে রেলওয়ে স্টেশনে অসুস্থ যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করেন রেল কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু কীভাবে খাবারে বিষক্রিয়া হল তা এখনও স্পষ্ট হয়নি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল। ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলছেন রেল কর্মীরা। যে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা, তদন্তের জন্য তার নমুনাও সংগ্রহ করা হয়েছে।
2023-11-29 18:53:37দাম্পত্য কলহের জেরে কত কী না হয়! কিন্তু তাই বলে বিমান বিভ্রাট! শুনতে অবাক লাগলেও এমনই অত্যাশ্চর্য ঘটনা ঘটল লুফথানসার একটি বিমানে। ঘর-বাড়ি-পাড়া-দেশ সব ছাড়িয়ে কয়েক হাজার ফুট উচ্চতায় উঠেও বিমানের মধ্যেই শুরু হয়ে যায় স্বামী-স্ত্রীর ঝগড়া। যার জেরে বিমানের গতিপথ ব্যাঙ্কক থেকে ঘুরিয়ে নয়াদিল্লি বিমানবন্দরের দিকে করতে বাধ্য হন পাইলট। এমনকী সেখানে অবতরণও করতে হয়। জানা গিয়েছে, ওই বিমানের দুই যাত্রীকে নিয়েই সমস্যা। জার্মান স্বামী তাঁর থাই স্ত্রীর সঙ্গে ক্রমাগত ঝগড়া করেই চলছিলেন। সমস্যার সূত্রপাত হয় স্ত্রীর অভিযোগ দিয়েই। ওই মহিলা সোজা পাইলটের কাছে গিয়ে জানান, তাঁর স্বামী তাঁকে হুমকি দিচ্ছেন এবং তিনি চান পাইলট যাতে এ বিষয়ে হস্তক্ষেপ করেন। এরপরই ঝগড়ার মাত্রা ক্রমাগত বাড়তে থাকে। কোনওভাবেই যখন এই দাম্পত্য কলহ থামানো যায়নি, অতঃপর পাইলট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন। এবং সেখানে বিমানটিকে নামানো হয়। বিমান গন্তব্যে পৌঁছতে না-পারার নানা কারণ থাকে। তবে দম্পতির ঝগড়ার জন্য বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়ার ঘটনা সত্যিই সেই তালিকায় অভিনব সংযোজন।
2023-11-29 18:09:56ধর্মতলার সভামঞ্চ থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় একের পর এক আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসেছেন তৃণমূল বিধায়করা। এরই মধ্যে অমিত শাহকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনে যাতে সংশোধিত অপরাধ আইন পাশে তাড়াহুড়ো না করা হয়, সেই আর্জি জানিয়েছেন তিনি। সংসদীয় কমিটির সদস্য হিসেবে সংশোধিত আইনের প্রস্তাবিত খসড়ার বিরুদ্ধে কংগ্রেস, ডিএমকে ও ইন্ডিয়া জোটের অন্যান্য দলের সঙ্গে প্রথম থেকেই সোচ্চার তৃণমূল কংগ্রেস। তাই মুখ্যমন্ত্রীর এই চিঠিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
2023-11-29 16:26:54১২ নভেম্বর থেকে উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন কবে অন্ধকূপ থেকে মুক্তি পাবে তাঁর ছেলে। ৭০ বছরের বাসেত মুর্মুর সেই অপেক্ষা আর শেষ হল না। তাঁর ছেলে মুক্তি পেল বটে, কিন্তু তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। আর ২৯ বছর বয়সী ভাকতু মুর্মু ১৬ দিন বাদে সিল্কয়ারার সুড়ঙ্গের ধ্বংসস্তুপ থেকে বেরিয়েই পেলেন বাবার মৃত্যু সংবাদ। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের বাহদা গ্রামের বাসিন্দা বাসেত মুর্মু মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর ছেলেও উত্তরকাশীর সিল্কয়ারা সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জন শ্রমিকদের মধ্যে একজন ছিলেন। পরিজনরা জানিয়েছেন, ছেলের সুড়ঙ্গে আটকে পড়ার খবর পাওয়ার পর থেকেই প্রবল উদ্বেগে দিন কাটছিল তাঁর।
2023-11-29 15:43:24বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধায়কদের ধর্নামঞ্চে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের দলীয় সভায় বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিমো। সেই নির্দেশমতোই আজ তৃণমূলের সকল বিধায়করা কালো পোশাক পরে বিধানসভা প্রাঙ্গনে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় বসেছেন। মুখ্যমন্ত্রী নিজেও আজ কালো পাড়ের শাড়ি পড়ে বিধানসভায় এসেছেন।
2023-11-29 15:19:10ধর্মতলায় বিজেপির প্রতিবাদ সভার মঞ্চ থেকে রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে বিপুল আসনে জেতানোর আহ্বান জানান। পাশাপাশি ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে বলেও দাবি করেন তিনি। কয়লা থেকে শুরু করে শিক্ষায় নিয়োগ, সকল প্রকার দুর্নীতি নিয়েই রাজ্য সরকারের সমালোচনা করেন শাহ। তিনি বলেন, কেন্দ্র বাংলার মানুষদের জন্য টাকা পাঠালেও তৃণমূলের সিন্ডিকেটের নেতারা তা আত্মসাৎ করে নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি বাংলায় সবথেকে বেশি অনুপ্রবেশ হয় বলে অভিযোগ তাঁর। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে অনুপ্রবেশ নিয়ে সরব হলেও এখন সেই বিষয়ে চুপ থাকেন বলে কটাক্ষ করেছেন তিনি। সিএএ আইন কার্যকর হবে বলেও আশ্বাস দেন তিনি। ২০২৬ সালে তৃণমূলকে সরাতে হলে তার ভিত ২০২৪-এর লোকসভা নির্বাচনেই রাখতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা থেকে বিপুল ভোটে নরেন্দ্র মোদির ফের একবার প্রধানমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
2023-11-29 14:55:14৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড় মিগজাউমে। ১ ডিসেম্বর থেকে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করল আবহাওয়া দপ্তর। আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ধীরে ধীরে আরও ঘনীভূত হচ্ছে। মিধিলির ভূভাগে আছড়ে পড়ার কিছুদিন বাদেই তাই বঙ্গোপসাগরের উপকূলগুলিতে আবরও ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি।
2023-11-29 14:11:00রাহুল দ্রাবিড় সহ টিম ইন্ডিয়ার গোটা সাপোর্ট স্টাফের চুক্তির মেয়াদ বাড়ল ২ বছর। সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২ বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ থাকছেন দ্রাবিড়ই। আজ এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই কথা জানিয়েছে বিসিসিআই।
2023-11-29 14:06:00জাপানের ইয়াকুসিমা দ্বীপের উপকূলে আছড়ে পড়ল মার্কিন সেনার বিশেষ অসপ্রে টিল্টরোটার আকাশযান। দুর্ঘটনার সময় রোটারটিতে ৮ জন সওয়ার ছিলেন বলে খবর। তাঁদের অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যানটি আকাশে থাকাকালীন তার একটি প্রপেলারে আগুন লেগে যায়। সেই অবস্থাতেই সেটি মাটিতে আছড়ে পড়ে। আজ স্থানীয় সময় দুপুর ২টো ৪৫ নাগাদ ঘটনাটি ঘটে।
2023-11-29 13:13:38মঞ্চে শাহ আর বিধানসভায় মমতা। ধর্মতলায় যেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির প্রতিবাদ সভায় যোগ দিতে আসছেন ঘটনাচক্রে সেদিনই বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি বিধানসভা ভবনে এসে পৌঁছেছেন। আজ অধিবেশন কক্ষ থেকেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সুর চড়াতে পারেন বলে মনে করা হচ্ছে।
রাজ্যকে বঞ্চনা কেন করা হচ্ছে? জবাব চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫১ হাজার চিঠি পাঠানোর ব্যবস্থা করছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ কলকাতার ধর্মতলায় বিজেপির রাজনৈতিক সভায় যোগ দিতে আসছেন শাহ। আজকের দিনেই এই পাল্টা কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
2023-11-29 12:33:15আজ অমিত শাহের সভাকে কেন্দ্র করে শহরের যান চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। যদিও প্রথম থেকেই তার জন্য প্রস্তুত কলকাতা ট্রাফিক কন্ট্রোলও। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভামঞ্চ বাঁধা হয়েছে। সকাল থেকেই বিজেপির কর্মী-সমর্থকরা মিছিল করে সেদিকে আসছেন। যেই কারণে যানজট তৈরি হচ্ছে। অন্যান্য দিনের তুলনায় ৩০ মিনিট দেরিতে হচ্ছে ট্রাফিক মুভমেন্ট। আলিপুর রোড, ভিক্টোরিয়া, চিড়িয়াখানা ও এক্সাইড চত্বরে যানজট রয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিসেরও তৎপুরতা তুঙ্গে। উত্তর কলকাতা থেকে ধর্মতলামুখী গাড়িগুলিকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ-বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে দক্ষিণের দিকে পাঠানো হচ্ছে। অন্যদিকে দক্ষিণ থেকে আসা গাড়িগুলিকে জওহরলাল নেহেরু রোড ও ডোরিনা ক্রসিং হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এজেসি বোস রোড, বিবি গাঙ্গুলি স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ ও রেড রোডে যান চলাচল সচল রয়েছে।
বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড় ভারতের কোচের দায়িত্ব ছাড়ছেন বলে শোনা গিয়েছিল। তাঁর জায়গায় ভিভিএস লক্ষ্মণ ভারতের দায়িত্ব পাচ্ছেন এমন গুঞ্জনও ছিল। কিন্তু দ্রাবিড়কে এখনই ছাড়তে চাইছে না বিসিসিআই। সূত্রের খবর, তার চুক্তির মেয়াদ আরও ২ বছর বাড়ানোর ব্যাপারে কথাবার্তা চলছে। দঃআফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁকেই রোহিতদের দায়িত্ব দিয়ে পাঠাতে চাইছে বিসিসিআই। যদিও চুক্তি ছাড়াই তিনি দঃ আফ্রিকা যেতে রাজি হবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। সেক্ষেত্রে সিরিজটির প্রথম দিকে লক্ষ্মণই কোচের ভূমিকায় থাকবেন।
মেয়েদের দেখার অভ্যাস রয়েছে প্রেমিকের। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর চোখে ইঞ্জেকশন ফুটিয়ে দিলেন মহিলা। ঘটনাটি ঘটেছে, আমেরিকার ফ্লোরিডায়। জানা গিয়েছে, বাড়ির পোষ্য কুকুরকে টিকা দেওয়ার জন্য ইঞ্জেকশন কিনে এনেছিলেন ওই যুবক। কিন্তু সেই সময় ৪৪ বছর বয়সী বান্ধবীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় তাঁর। আচমকাই প্রবল ক্ষুব্ধ হয়ে প্রেমিকের আনা ইঞ্জেকশন তুলে সোজা তাঁরই চোখে ঢুকিয়ে দেন অভিযুক্ত মহিলা। গুরুতর জখম অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি ওই ব্যক্তি। অভিযুক্ত মহিলাকে আটক করা হয়েছে। তাঁরা দুজন ৮ বছর ধরে সম্পর্কে রয়েছেন বলে জানা গিয়েছে।
2023-11-29 11:19:02আজ রাজনৈতিক সভায় যোগ দিতে শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে নানা ইস্যুতে শাহকে ২টি খোলা চিঠি দিল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। কেন্দ্রীয় বঞ্চনা, বেকারত্ব, দেশের আর্থিক দুরাবস্থা সহ একাধিক বিষয়ের কথার উল্লেখ রয়েছে চিঠিতে।
2023-11-29 10:55:15টলিউডে ফের বিয়ের সানাই। চিকিৎসক পাত্রের সঙ্গে চার হাত এক করলেন টেলি অভিনেত্রী শ্রীপর্ণা রায়। চন্দননগরের বাসিন্দা শুভদীপ ভট্টাচার্যের সঙ্গে গতকাল ধুমধাম করে বিয়ে করলেন গাঁটছড়া সিরিয়ালের রুক্মিনী। এর আগে সিরিয়ালের সেটেই আইবুড়ো ভাত হয়েছিল তাঁর। তখনই বিয়ের দিনক্ষণ সম্পর্কে নিশ্চিত করেছিলেন অভিনেত্রী। গতকাল বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টালিগঞ্জের একঝাঁক টেলিতারকা।
2023-11-29 10:41:07মুম্বইয়ের চেম্বুর এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের পর ভেঙে পড়ল বাড়ি। ঘটনায় জখম হয়েছেন ৪ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েচে। ১১ জনকে সফলভাবে উদ্ধার করা গিয়েছে।
আজ ধর্মতলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজনৈতিক সভা। শাহকে রাজ্যে এনে লোকসভা নির্বাচনের আগে কিছুটা সুবিধা করে নিতে চায় বিজেপি। আর এবার ব্যানারকে হাতিয়ার বানিয়ে শাহের বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক আক্রমণের পন্থা অবলম্বন করল তৃণমূল। সকাল থেকেই শহরের একাধিক জায়গায় তৃণমূলের পক্ষ থেকে ব্যানার লাগানো হয়েছে। মোটা ভাই অমিত শাহ পুনরায় বাংলায় প্যাসেঞ্জারি শুরু করেছেন। কিন্তু ঠিক যে কারনে তিনি আসছেন, সেই "ভোট" যে আর তার দলের জন্য নেই! এই বার্তা দিতেই তৃণমূল কংগ্রেস সোশাল মিডিয়া ও আইটি সেলের উদ্যোগে শহর জুড়ে মোটা ভাই, ভোট নাই লেখা পোস্টার ও ব্যানার লাগানো হয়েছে।
2023-11-29 09:56:53আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
2023-11-29 09:49:51বারুইপুরের পেয়ারার জিআই ট্যাগের জন্য ইতিমধ্যে আবেদন করেছে রাজ্য। তবে এখনও তা না মেলায় মঙ্গলবার এবিষয় প্রশ্ন ওঠে বিধানসভায়। এই তকমা বা ছাপ যাতে দ্রুত পাওয়া যায়, সে বিষয় পদক্ষেপ নেওয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন স্বয়ং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন এই বিষয়ে প্রশ্ন করেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। তাঁর প্রশ্ন, বারুইপুরের পেয়ারা, লিচু, জামরুল সহ ফল ও পরিবেশবান্ধব সবুজ আতশবাজির জিআই ট্যাগ পাওয়ার বিষয়টি কত দূর এগিয়েছে? উত্তর মন্ত্রী পেয়ারার ক্ষেত্রে আবেদনের নম্বর তুলে ধরেন। তবে বাকিগুলির জন্য তাঁর দপ্তরে কোনও আবেদন জমা পড়েনি বলে জানিয়েছেন। কিন্তু বিভাস সর্দার মন্ত্রীকে অতিরিক্ত প্রশ্নের মাধ্যমে মনে করিয়ে দেন যে, তিনি নিজে আবেদন জমা করেছেন।
2023-11-29 09:34:41একজনকে গুলি করে বাইকে চেপে পালাচ্ছে চার দুষ্কৃতী। তা দেখেই বাড়ি থেকে বেরিয়ে ঝাঁটা হাতে তাড়া করলেন এক মহিলা। পিছু ধাওয়া করতে দেখে ওই মহিলাকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। হরিয়ানার ভিওয়ানি গ্রামের রবিবারের এই হাড়হিম করা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। পুলিস জানিয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তি কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হরিকৃষ্ণ। রবি বক্সার খুনে অন্যতম অভিযুক্ত হরিকৃষ্ণ সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে। পুলিস জানিয়েছে, চারটি গুলি লাগে হরিকৃষ্ণর গায়ে।
2023-11-29 09:24:46ফের স্থায়ী নিয়োগ হচ্ছে কলকাতা পুরসভায়। ২১৯ জন সাফাইকর্মী নেওয়া হবে। সম্প্রতি পুরসভার মাসিক অধিবেশনে এই সিদ্ধান্ত পাশ হয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হবে। জানা গিয়েছে, বাজার বিভাগে ১৪৪ জন ও স্বাস্থ্যবিভাগে ৭৫ জন সাফাইকর্মীকে নিয়োগ করা হতে চলেছে। পরীক্ষার ব্যাপারে খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি হবে।
2023-11-29 09:11:48আনন্দপুর থানার পুলিস মঙ্গলবার সাদ্দাম হুসেন ওরফে কুখ্যাত নেপালি সাদ্দামকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল। তল্লাশি চালিয়ে ধৃতের কোমর থেকে এক রাউন্ড কার্তুজ এবং একটি সিঙ্গল শটার আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। সূত্র মারফত পুলিসের কাছে খবর আসে আনন্দপুর থানার গুলশন কলোনিতে ঝামেলা করতে আসছে সাদ্দাম ও তার দলবল। খবর পেয়েই আনন্দপুর থানার পুলিসের একটি টিম ঘটনাস্থলে যায়। এরপর মার্টিনপাড়া থেকে সাদ্দামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
2023-11-29 09:00:00১৭৭৫: স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন
১৭৯২: মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি
১৮৯৭: ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়
১৯১০: ট্রাফিক বাতির পেটেন্ট হয়
১৯৩৬: অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের জন্ম
১৯৪৪: ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অ্যানিমেটর ও লেজারশিল্পী তথা জাদুকর পিসি সরকারের জ্যেষ্ঠ পুত্র মানিক সরকারের জন্ম
১৯৪৯: রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৫১: অভিনেতা প্রমথেশ বড়ুয়ার মৃত্যু
১৯৯৩: জে আর ডি টাটার মৃত্যু
২০০১: জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসনের মৃত্যু
২০১১: লেখিকা ইন্দিরা গোস্বামীর মৃত্যু
মেষ: বিদ্যায় শুভ।
বৃষ: আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ।
মিথুন: পারিবারিক ক্ষেত্র মোটামুটি।
কর্কট: পদোন্নতি ও বদলির সম্ভাবনা।
সিংহ: শরীর-স্বাস্থ্য কমবেশি ভালো থাকবে।
কন্যা: সম্পদ ক্রয়ের সুযোগ আসতে পারে।
তুলা: অর্থাগম ও অর্থকড়ি সঞ্চয় যোগ আছে।
বৃশ্চিক: কাজকর্মে অগ্রগতি।
ধনু: সম্পত্তি কেনার প্রবল যোগ আছে।
মকর: অর্থলাভ হবে।
কুম্ভ: গৃহের রং পরিবর্তনের তথা সংস্কার যোগ।
মীন: ভ্রমণে সতর্ক হন।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
যন্ত্র নয় মানুষের দ্বারাই শেষ পর্যন্ত ১৭ দিন পর বন্দিদশা কাটল উত্তরাখণ্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের। একে একে বের করে আনা হচ্ছে তাঁদের। ধ্বংসস্তূপ টপকে শ্রমিকদের কাছে পৌঁছতে তিন মিটার বাকি ছিল যখন, সেই সময়ই সুড়ঙ্গের মধ্যে অ্যাডভান্স লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স, স্ট্রেচার এবং অক্সিজেন সিলিন্ডার এক এক করে প্রবেশ করে। শ্রমিকদের দেখতে পৌঁছয় চিকিৎসকদের একটি দলও। আগে থেকেই গ্রিন করিডর করে রাখা হয়েছিল। শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে, সেই পথ ধরেই হাসপাতালের উদ্দেশে রওনা দেবে অ্যাম্বুল্যান্স।
2023-11-28 20:17:57