আগামী ২ ডিসেম্বর ধাপা জয় হিন্দ প্রকল্প থেকে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কিছু সংস্কার এবং রুটিন মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ১০ টা পর্যন্ত মিলবে পানীয় জল পরিষেবা। তারপর থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। আবার ৩ ডিসেম্বর সকাল থেকে স্বাভাবিক নিয়মে মিলবে পানীয় জল। এর জেরে আগামী ২ ডিসেম্বর শহরের ১৮টি ওয়ার্ড পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত থাকবে। এলাকাগুলি হল- পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন তপসিয়া, চায়না টাউন, আরুপোতা, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয় নগর, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্ক এবং বরো ৭, ১০, ১১ ও ১২ - এর আংশিক অঞ্চলের জল পরিষেবা বিঘ্নিত হবে। পূর্ব এবং দক্ষিণ পূর্ব কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ২ ডিসেম্বর বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। তাই ভোগান্তির আশঙ্কা রয়েছে।
2023-11-28 13:53:00আগামী ২ ডিসেম্বর ধাপা জয় হিন্দ প্রকল্প থেকে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কিছু সংস্কার এবং রুটিন মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল ১০ টা পর্যন্ত মিলবে পানীয় জল পরিষেবা। তারপর থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কলকাতা পুরসভা। আবার ৩ ডিসেম্বর সকাল থেকে স্বাভাবিক নিয়মে মিলবে পানীয় জল। এর জেরে আগামী ২ ডিসেম্বর শহরের ১৮টি ওয়ার্ড পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত থাকবে। এলাকাগুলি হল- পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন তপসিয়া, চায়না টাউন, আরুপোতা, দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয় নগর, পঞ্চান্নগ্রাম, সার্ভে পার্ক এবং বরো ৭, ১০, ১১ ও ১২ - এর আংশিক অঞ্চলের জল পরিষেবা বিঘ্নিত হবে। পূর্ব এবং দক্ষিণ পূর্ব কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ২ ডিসেম্বর বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। তাই ভোগান্তির আশঙ্কা রয়েছে।
2023-11-28 13:53:00স্বস্তি পেলেন উত্তরকাশীর সিল্কিয়ারায় সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকরা। ইঁদুরের মতো গর্ত খুঁড়ে সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারের কাজ চলছিল। সেই মাইক্রোটানেল খননের কাজ আজ, মঙ্গলবার শেষ হয়েছে। শ্রমিকদের উদ্ধারে সুড়ঙ্গের ভিতরে পাঠানো হচ্ছে অ্যাম্বুলেন্স।
আদালতে ধাক্কা খেল ইডি। খাদান থেকে অবৈধ ভাবে বালি তোলার তদন্তে পাঁচ জেলাশাসককে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সমনে স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের জন্য সেই স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছে আদালত।
এসি মিলান : বরুসিয়া ডর্টমুন্ড (রাত ১-৩০ মিনিটে)
পিএসজি : নিউকাসল (রাত ১-৩০ মিনিটে)
বার্সেলোনা : পোর্তো (রাত ১-৩০ মিনিটে)
ম্যান সিটি : লিপজিগ (রাত ১-৩০ মিনিটে)
ফেয়েনুর্ড : আতলেতিকো মাদ্রিদ (রাত ১-৩০ মিনিটে)
* সরাসরি সোনি স্পোর্টস চ্যানেলে
ভারতের সঙ্গে পাঁচটি টি-২০ খেলছে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। এর মাঝেই বড় সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া বোর্ড। স্টিভ স্মিথ ও অ্যাডাম জাম্পাকে দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো আজ, মঙ্গলবারই দেশে ফিরে গিয়েছেন স্মিথ ও জাম্পা। তৃতীয় টি-২০ ম্যাচের পর গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, জস ইংলিশ ও শন অ্যাবটকেও দেশে ফিরতে নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। তাঁদের পরিবর্তে একাধিক খেলোয়াড়কে ভারতে পাঠানো হয়েছে।
জ্ঞানবাপী মসজিদ মামলায় বৈজ্ঞানিক সমীক্ষার রিপোর্ট জমা দিতে আরও কিছুদিন সময় চাইল এএসআই। আজ, মঙ্গলবার বারাণসীর জেলা আদালতে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার তরফে আরও তিন সপ্তাহের সময় চাওয়া হয়েছে। আদালতের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু নির্দেশ দেওয়া হয়নি। ২ নভেম্বর জ্ঞানবাপী মসজিদের সমীক্ষার সংক্রান্ত কাজ শেষ হয়েছে বলে আদালতে আগেই জানিয়েছিল এএসআই। ১৭ নভেম্বরের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার কথা থাকলেও আরও কিছুদিন সময় চেয়ে আদালতের কাছে আর্জি জানায় এএসআই। যার ভিত্তিতে বারাণসীর জেলা বিচারক ডঃ এ কে বিশ্বেশা রিপোর্ট জমা দেওয়ার জন্য এএসআইকে ২৮ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছিলেন। সেই সময়সীমা আজ, মঙ্গলবার শেষ হয়ে গিয়েছে। যদিও এখনও কয়েকটি দিন সময় লাগবে বলে ফের আদালতের কাছে আর্জি জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের শীতলপুর পঞ্চায়েতে আজ, মঙ্গলবার বোর্ড গঠন। সেই কারণে অশান্তি এড়াতে এলাকায় প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে। ওই পঞ্চায়েতে পুরনো বোর্ড ভেঙে নতুন বোর্ড গড়তে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মতো এদিন শীতলপুর পঞ্চায়েতের নতুন বোর্ড গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভারত পে’র বিরুদ্ধে বক্তব্য রেখে বিপাকে ব্যবসায়ী আশনীর গ্রুভার। দিল্লি হাইকোর্টের তরফে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।
আজ, মঙ্গলবার ব্যস্ত দিনে সকাল থেকে শহরের কোনও রাস্তাতে যানজটের খবর নেই। এদিন শহরে আর আর অ্যাভেনিউতে একটি সভা রয়েছে। যাতে ৩০০০ লোকের জমায়েত হওয়ার কথা। দুপুর ১২ টা ৩০ মিনিটে শুরু হবে সভাটি। যাকে কেন্দ্র করে হাওড়া ও শিয়ালদহ স্টেশনের দিক থেকে একাধিক মিছিল আসবে। যার ফলে উত্তর ও মধ্য কলকাতায় তীব্র যানজটের সম্ভাবনা রয়েছে। তবে সবক্ষেত্রেই শহরে যান পরিষেবা স্বাভাবিক রাখতে তৎপর ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক সংক্রান্ত যে কোনও খবরাখবরের জন্য কলকাতা পুলিসের টোল ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করুন।
মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট স্থাপন করে আমেরিকার সঙ্গে সংঘাতে উত্তর কোরিয়া। মহাকাশে গত সপ্তাহে এই স্যাটেলাইট পাঠানো হয়েছে বলে উত্তর কোরিয়ার তরফে স্বীকার করা হয়েছে। সেই স্যাটেলাইটটি হোয়াইট হাউস, পেন্টাগন ও আমেরিকার নৌসেনা ঘাঁটির ছবি তুলেছে বলে জানা গিয়েছে।
টলিউডে এখন বিয়ের মরশুম। গতকাল, সোমবারই চার হাত এক হয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। এবার আরও এক জুটি সাত পাকে বাঁধা পড়তে চলেছে বলে খবর। ‘মন্টু পাইলট’ সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিকের বিয়ের খবরে খুশির হাওয়া টলিউডে। বেশ কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল চুটিয়ে প্রেম করছেন দর্শনা ও সৌরভ। এর মাঝেই তাঁদের বিয়ের খবর সামনে আসতেই চমকে গিয়েছেন অনেকে। আগামী ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাঁরা। শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেই বিয়ের শপিং সেরে ফেলেছেন দুই তারকা। শুরু হয়ে গিয়েছে নিমন্ত্রণ। সূত্রের খবর, জাঁকিয়েই বিয়ে করতে চলেছেন দুই তারকা।
বঙ্গোপসাগরে ঘনিভূত হচ্ছে নিম্নচাপ। সেই কারণে রাজ্যে ধাক্কা খাবে শীত। আপাতত তাপমাত্রা কমবে না। আজ, মঙ্গলবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল, সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ, মঙ্গলবার আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরের কোথাওয় বৃষ্টি হয়নি।
সুযোগ ছিল জয়ের হ্যাটট্রিক করার। কিন্তু সেই মঞ্চে মুখ থুবড়ে পড়ল বাংলা। বিজয় হাজারে ট্রফিতে ৫ উইকেটে হারল তামিলনাড়ুর কাছে। ব্যাটিং ব্যর্থতার জন্যই লক্ষ্মীরতন শুক্লার দলের এই ভরাডুবি।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলার ব্যাটিং লাইন-আপ। সর্বাধিক রান শাহবাজ আহমেদের (২০)। ২৩.৪ ওভারে ৮৪ রানেই গুটিয়ে যায় বাংলার ইনিংস। জবাবে ১৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয় তামিলনাড়ু। নক-আউটে ওঠার লড়াইয়ে বড় ধাক্কা খেলেন সুদীপরা।
আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের হাতে কাপ দেখার আশায় রয়েছেন রবি শাস্ত্রী। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দু’টি টি-২০ ম্যাচে সূর্যকুমার যাদবদের দাপুটে পারফরম্যান্স আশাবাদী করে তুলেছে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচকে। তবে তার আগে নক-আউট পর্বে ম্যাচ জেতার মতো দৃঢ় মনোবল তৈরি করতে হবে বলেও জানিয়েছেন তিনি। শাস্ত্রীর দাবি, ওয়ান ডে বিশ্বকাপের হার থেকে শিক্ষা নিয়েই ভারত ঘুরে দাঁড়াবে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে টিম ইন্ডিয়া বেশ শক্তিশালী বলেই মনে করছেন তিনি। তাঁর কথায়, ‘যে দলে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরাহ ও রিঙ্কু সিংয়ের মতো ম্যাচ উইনার রয়েছে, সেই দল কাপ জয়ের দাবিদার।’
2023-11-28 09:50:32পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিশ্বভারতীর এক ছাত্রের। মৃত ছাত্রের নাম মৃদুল রায়। তাঁর বাড়ি কালিম্পংয়ে। তিনি বিশ্বভারতীর ফিজিক্যাল এডুকেশন বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে আজ, মঙ্গলবার ভোরে শান্তিনিকেতনের লালবাঁধ সংলগ্ন রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মৃদুল। সঙ্গে ছিল এক বন্ধু। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা মারেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মৃদুলের। গুরুতর জখম হয়েছেন তাঁর বন্ধু। পুলিস সূত্রে এও জানা গিয়েছে, দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।
লা লিগায় জয়ের ধারা অব্যাহত রিয়াল মাদ্রিদের। রবিবার অ্যাওয়ে ম্যাচে কাডিজকে ৩-০ গোলে হারাল কার্লো আনসেলোত্তির দল। জোড়া গোলে ম্যাচের নায়ক রডরিগো। এছাড়া স্কোরশিটে নাম তোলেন জুডে বেলিংহ্যাম। এই জয়ের সুবাদে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে এল রিয়াল। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা।
2023-11-28 09:15:00জিনাক সিনারের দাপটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৪৭ বছর পর ডেভিস কাপ জিতল ইতালি। এদিন সিঙ্গলসের ম্যাচে অ্যালেক্স ডি মেনরকে ২-০ ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন ২২ বছরের ইতালিয়ান যুবক। পরিসংখ্যান বলছে, ১৯৭৬ সালের পর ফের ডেভিস কাপের শিরোপা ঘরে নিয়ে গেল ইতালি। উল্লেখ্য, সেমি-ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়েছিলেন সিনার।
2023-11-28 09:15:00খাস কলকাতার রাস্তায় রক্তাক্ত দেহ উদ্ধার। আর সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আজ, মঙ্গলবার সকালে শ্যামবাজারে রাস্তা থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। ওই মৃতদেহের পাশে মিলেছে একটি ব্যাগ। যাতে ছিল মদের বোতল ও ক্যাটারিং কোম্পানির কার্ড। পুলিসের অনুমান, মদের নেশায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে ওই ব্যক্তির। সেই কারণেই মৃত্যু হয়েছে।
ফের রাজস্থানের কোটায় নিট পরীক্ষার্থীর আত্মহত্যা। গতকাল, সোমবার ঝুলন্ত অবস্থায় ঘর থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম ফৈয়রীদ হুসেন। এই নিয়ে চলতি বছরে রাজস্থানে এখনও পর্যন্ত ২৮ জন পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটল। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি পশ্চিমবঙ্গে।
বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম বদল করা হবে। শহরের নতুন নাম হবে ‘ভাগ্যনগর’। এই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা তেলেঙ্গানা বিজেপির রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডি । তাঁর প্রশ্ন, ‘হায়দার কে? হায়দার নামের প্রয়োজন কোথায়? হায়দার এল কোথা থেকে?’ মাদ্রাজ, বম্বে, কলকাতার নামেরও তো বদল হয়েছে। তাহলে, হায়দরাবাদের নাম বদলে আপত্তি কোথায়? এর আগে তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর রাখা হবে।
2023-11-28 08:54:10আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১৫তম হুগলি-চুঁচুড়া বইমেলা। চুঁচুড়া ময়দানে মেলা চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। মেলা কমিটির উদ্যোগে আগামী রবিবার পিপুলপাতি থেকে চুঁচুড়া ময়দান পর্যন্ত বইয়ের জন্য মিছিলের ডাক দেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণে পরিবেশ বাঁচানো নিয়েও নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কমিটির যুগ্ম সম্পাদক গোপাল চাকি।
2023-11-28 08:40:00২৬ নভেম্বর ছিল সংবিধান দিবস। ছত্তিশগড় জুডিশিয়াল অ্যাকাডেমিতে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বিলাসপুর হাইকোর্টের প্রধান বিচারপতি রমেশ সিনহার উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগ দিতে তিনি অবশ্য দিল্লিতে ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি নরেন্দ্রকুমার ব্যাস। অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি বিচারপতি রাকেশকুমার পান্ডে সহ সব জেলা জজ, বিলাসপুরে নিযুক্ত বিচারপতিরাও।
2023-11-28 08:30:00১৬৭৬ - ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তৎকালীন পন্ডিচেরি বন্দর ফরাশিরা দখল করে।
১৮১৪: প্রথম স্বয়ংক্রিয় পদ্ধতিতে (বাষ্পচালিত মেশিনে) ‘দি টাইমস’ পত্রিকা ছাপানো হয়
১৯৬২: গায়ক-অভিনেতা কৃষ্ণচন্দ্র দে’র মৃত্যু
১৯৮০ - কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকারের মৃত্যু
১৯৯০: ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মার্গারেট থ্যাচার
২০০৮: ২৬/১১’র মুম্বই হামলায় জখম দুই জওয়ান মেজর সন্দীপ উন্নিকৃষ্ণণ এবং এন এস জি কম্যান্ডা হাবিলদার গজেন্দ্র সিংয়ের মৃত্যু
মেষ: ধনভাগ্য শুভ।
বৃষ: কর্মে দিনটি অনুকূল।
মিথুন: প্রেম-প্রণয় যোগ আছে।
কর্কট: সুখ বাড়বে ও শান্তি বজায় থাকবে।
সিংহ: কর্মপরিবেশে জটিলতার অবসান।
কন্যা: বিজ্ঞান চর্চায় অগ্রগতি।
তুলা: সাহিত্যচর্চায় মন যাবে।
বৃশ্চিক: রক্তচাপ বৃদ্ধিতে বিব্রত বোধ।
ধনু: উচ্চমহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি।
মকর: আয়ভাগ্য শুভ।
কুম্ভ: কর্মোন্নতি ও কর্মের প্রসার।
মীন: আয় বৃদ্ধির প্রবল যোগ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25
বাবা-মার সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল ১৭ বছর বয়সী এক কিশোরের। মৃতের নাম অভিজিৎ বোস। ঘটনাটি ঘটেছে, উত্তরবন্দর থানা এলাকার ছোটেলাল ঘাটে। স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
2023-11-27 16:57:55আগামী ১ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় ভিসা ছাড়াই প্রবেশাধীকার পাবেন ভারতীয় ও চীনা নাগরিকরা। আজ সেদেশের বিদেশমন্ত্রক এই ঘোষণা করেছে। সর্বোচ্চ ৩০ দিনের ভ্রমণে ভিসা ছাড়াই মালয়েশিয়ায় যেতে পারবেন দুই দেশের নাগরিকরা।
2023-11-27 15:53:34জগদ্ধাত্রী পুজোর ভাসানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে, বসিরহাটের মেচকোকা এলাকায়। গতকাল জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের সময় আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে কোনও কারণে মারপিট শুরু হয়ে যায়। তাদের মধ্যে অধিকাংশই নেশাগ্রস্ত অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। প্রবল সংঘর্ষে জখম হন দুই পক্ষেরই অনেকে। পুলিস তৎক্ষনাৎ হস্তক্ষেপ করে ও সকলেই সেখান থেকে পালায়। কিন্তু ৫জনের জখম গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয়। গতকাল রাত ১টা নাগাদ তাদের মধ্যেই একজনের মৃত্যু হয়। মৃতের নাম, অনুপ ডাকুয়া (৪৫)। পুলিস ৭জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
আজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করতে ইজরায়েলে পৌঁছেছেন স্টারলিঙ্কের কর্ণধার এলন মাস্ক। তার আগেই স্টারলিঙ্কের সঙ্গে গাজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করল ইজরায়েল। ইজরায়েলের সম্প্রচার মন্ত্রী সোলমো কারহি জানিয়েছে, ‘স্টারলিঙ্ক কেবলমাত্র ইজরায়েলের অনুমতিতেই গাজা স্ট্রিপে পরিষেবা সরবরাহ করবে’।
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যা পরবর্তীতে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আজ এমনটাই জানালো ভারতের আবহাওয়া দপ্তর। আজ ওই নিম্নচাপটি তৈরি হয়েছে। যা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। এটি যখন দক্ষিণ বঙ্গোপসাগরে পৌঁছবে তখন তা একটি জোরালো ঘূর্ণাবর্তের রূপ নেবে। একই অভিমূখে অগ্রসর হওয়াকালীন ধীরে ধীরে এটি আরও শক্তি সঞ্চয় করবে বলে মনে করছেন আবহবিদরা। তার ৪৮ ঘণ্টা পর এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এটি দক্ষিণবঙ্গে শীতকে আরও কিছুদিন ঠেকিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।
2023-11-27 14:18:16প্রথম সিনেমা দিয়েই দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছিল কন্নড় সিনেমা কান্তারা। ছবিটির আকাশছোঁয়া সাফল্যের পরই শীঘ্রই দ্বিতীয় ভাগ আসছে বলে ঘোষণা করেছিলেন মুখ্য অভিনেতা ও পরিচালক ঋষভ শেট্টি। আর তাতে যে বেশি দেরি নেই, তা জেনে গেলেন সিনেপ্রেমীরাও। মুক্তি পেল ‘কান্তারা: চ্যাপ্টার-১’-এর প্রথম লুক টিজার। মাত্র কয়েক সেকেন্ডের ঝলকই দর্শকদের মনে শিহরণ জাগানোর জন্য যথেষ্ট। সংক্ষিপ্ত টিজারটির প্রতিটি ফ্রেমে ধরা দিয়েছে নিখুঁত শিল্প, অভিনয় ও চিত্রগ্রহণের কাজ। স্বভাবতই কান্তারার পরবর্তী পর্ব নিয়ে দর্শকদের উৎসাহ এখন তুঙ্গে। সূত্রের খবর, এটি একটি প্রিক্যুয়েল হতে চলেছে। ছবিটি বাংলা ভাষাতেও মুক্তি পাবে বলে মনে করা হচ্ছে।
2023-11-27 13:56:57দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে ফেরা নিশ্চিত। কিন্তু হার্দিকের পর গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দেবেন কে! প্রত্যাশ্যা মতোই এই দায়িত্ব পাচ্ছেন ভারতীয় ব্যাটার শুভমান গিল। দলের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়েই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শুভমান। ব্যাটার হিসেবে আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট, সবক্ষেত্রেই কামাল দেখিয়েছেন গিল। এবার অধিনায়ক হিসেবে তিনি কতটা সফল হন, তা দেখতেই মুখিয়ে রয়েছে ক্রীড়ামহল।
2023-11-27 13:40:24আটতলায় থাকতেন মহিলা। কোনও কারণে সাততলার কার্নিশে পৌঁছে যায় তাঁর সাধের বিড়ালছানাটি। ব্যালকনি থেকে ঝুঁকে সেই বিড়ালছানাকে বাঁচাতে গিয়ে পা পিছলে আটতলা থেকে পড়ে মৃত্যু হল মহিলার। ঘটনাটি ঘটেছে, কলকাতার লেক অ্যাভিনিউ এলাকায়। মৃতার নাম, সঞ্জনা দাস। মায়ের সঙ্গে ওই বহুতলের আটতলায় থাকতেন মহিলা।
২০২৪-এর মার্চেই, অর্থাৎ লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইনের চুড়ান্ত খসড়া তৈরি হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র। গতকাল, উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরের একটি জনসভা থেকে তিনি এই মন্তব্য করেন।
দাম্পত্য কলহে রক্তারক্তি। ঝামেলা চলাকালীন রাগে স্বামীর কান কামড়ে ছিঁড়ে নিল স্ত্রী। ঘটনাটি ঘটেছে, দিল্লির সুলতানপুরি এলাকায়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রীর কামড়ে জখম ব্যক্তি। ৪৫ বছর বয়সী ওই যুবককে কানে অস্ত্রোপচারও করাতে হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিস।
একই পরিবারের ৫ সদস্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কর্ণাচকের তুমাকুরুর সদাশিবনগর এলাকায়। গরীব সাব নামের ওই ব্যক্তির স্ত্রী ও তিন সন্তানের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। যেখানে লেখা রয়েছে, আমাদের মৃত্যুর জন্য প্রতিবেশীরা দায়ী। মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাজারে ধার ছিল মৃতের। এই কারণে প্রতিবেশীরা নিত্যদিন তাঁদের হয়রান করে বলে নিকটাত্মীয়দের জানিয়েছিল গরীব। উদ্ধার হওয়া সুইসাইড নোটে তাঁদের যেন ময়নাতদন্ত না হয় সেই উল্লেখ করা আছে। যা নিয়ে রহস্য দানা বেঁধেছে।
উত্তরকাশীর সিল্কিয়ারার সুড়ঙ্গে ধসের পর কেটে গিয়েছে ১৫ দিন। এখনও মুক্তির স্বাদ পেলেন না আটকে পড়া ৪১জন শ্রমিক। উদ্ধারের কাছাকাছি পৌঁছেও যন্ত্র বিকল হয়ে অকস্মাৎ থমকে গিয়েছে সব। শাবল-গাঁইতি ও ড্রিল মেশিনের সাহায্যে হাতেই সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছে সেনা। কিন্তু এবার শুধু একটি মাত্র বিকল্পে ভরসা করছেন না উদ্ধারকারীরা। মূল সুড়ঙ্গের পাশাপাশি উলম্বভাবে উপর দিয়ে খোদাই করা হচ্ছে বিকল্প পথ। এই পথ তৈরি করতে নতুন করে ৩০ মিটার খোদাই করতে হবে। এছাড়াও আরও বিকল্প ৫টি পথ ভাবা হচ্ছে।
2023-11-27 11:10:08এক লক্ষ টাকার জালনোটসহ গ্রেপ্তার মালদহের যুবক। রবিবার রাতে সামশেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা ফেরিঘাট থেকে ৯৮,৫০০ টাকার ভারতীয় জালনোটসহ ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম, বাবর শেখ। তার বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায়। ধৃতকে সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে আজ তোলা হবে।
2023-11-27 11:01:00উত্তর-পূর্ব সীমান্ত রেলের ডুয়ার্স রুটে ট্রেনের ধাক্কায় ফের হাতির মৃত্যু। এবার একসঙ্গে ৩টি হাতি ঢলে পড়ল মৃত্যুর কোলে। ঘটনাটি ঘটেছে, আজ, সোমবার সকাল ৭টা নাগাদ রাজাভাতখাওয়ার ডিমা সেতুর কাছে। এলাকাটি বন্য হাতিদের যাতায়াতের পরিচিত করিডোর হিসেবে চিহ্নিত। আজ সকালে আলিপুরদুয়ার জংশন থেকে শিলিগুড়িগামী একটি মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ৩টি হাতি। তৎক্ষনাৎ মৃত্যু হয় প্রাণীগুলির।
রাজ্যে এবার আরও এক নতুন মেডিক্যাল কলেজ গড়ে উঠতে চলেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ শুরু করার অনুমতি দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত মেডিক্যাল কলেজটি হবে ১৫০ আসন বিশিষ্ট। এই কলেজের হাত ধরে রাজ্যে মেডিক্যাল পড়ার আসনের সংখ্যা ৫ হাজার পার করে গেল। মুর্শিদাবাদ জেলায় এই নিয়ে দ্বিতীয় মেডিক্যাল কলেজের যাত্রা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পরে প্রয়োজন হয় ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি) বা মেডিক্যাল পঠনপাঠনের সর্বোচ্চ নিয়ামক সংস্থার অনুমতি। বর্তমানে সারা দেশে মেডিক্যাল কলেজ ও এমবিবিএস আসন সংখ্যার দিক থেকে প্রথম সারিতে চলে এসেছে বাংলা।
2023-11-27 10:20:00এবার ডিপফেক প্রযুক্তির শিকার হলেন অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অন্য মহিলার ভিডিওয় তাঁর মুখ বসিয়ে ভাইরাল করা হয়েছে। ভিডিওতে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে ওই মহিলাকে। এর আগে ক্যাটরিনা কাইফ, সারা তেন্ডুলকার ও কাজলের মতো হেভিওয়েট সেলিব্রিটির ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। সম্প্রতি অভিনেত্রী রাশ্মীকা মান্দানার এমনই ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ায় সরব হয়েছিলেন অমিতাভ বচ্চন। এবার সেই প্রযুক্তির অপব্যবহারকারীদের নিশানায় ছোটপর্দার গাঙ্গুবাঈ।
2023-11-27 10:16:13মালয়েশিয়ায় যেতে আর ভিসা লাগবে না ভারতীয় নাগরিকদের। আগামী ১ ডিসেম্বর থেকেই এই নিয়ম চালু হচ্ছে। ভারত ছাড়াও চীনের নাগরিকরাও ভিসা ছাড়াই ৩০ দিন সেদেশে থাকতে পারবেন। রবিবার পিপলস জাস্টিস পার্টির বার্ষিক কংগ্রেসে ভাষণে দ্বীপরাষ্ট্রের প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম একথা জানান। পর্যটকদের অতীত অপরাধ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার পরই ছাড়পত্র দেওয়া হবে। দেশের অর্থনীতির পালে হাওয়া টানতে আরও বেশি বিদেশি পর্যটক চাইছে মালয়েশিয়া। ভিসা সংক্রান্ত সুবিধা প্রদানের বিষয়ে গত মাসেই ঘোষণা করেন ইব্রাহিম। তাঁর লক্ষ্য ভারত ও চীন। গত শুক্রবারই চীন এক বছরের জন্য মালয়েশিয়া সহ ৬ দেশের নাগরিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকারের কথা জানিয়েছে।
2023-11-27 10:10:00চিৎপুর ও চিংড়িঘাটার পর কলকাতায় ফের কুপিয়ে খুন। এবার ঘটনাস্থল লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদাহ বাজার এলাকায়। মৃতের নাম, ভোলা শেখ (৭৭)। আজ ভোরে রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পারিবারিক বিবাদের কারণে এই খুন হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিস। অভিযুক্ত এখনও অধরা।
2023-11-27 10:08:40তেলেঙ্গানায় সরকারি কৃষকভাতা প্রকল্প বন্ধ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আজ তেলেঙ্গানার কেসিআর সরকারকে কৃষকদের আর্থিক সহায়তা দানকারী প্রকল্প রায়থু বন্ধু বন্ধ করার নোটিস দেওয়া হয়েছে বলে খবর। ৩০ নভেম্বর সে রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে আদর্শ আচরণবিধি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
2023-11-27 10:03:03সোমবার ২৪ ঘণ্টার বাস ধর্মঘটের ডাক দিল মুর্শিদাবাদ বাস ওনার কাউন্সিল। রবিবার বৈঠক করে জেলা প্রশাসনকে এই বাস ধর্মঘটের কথা জানিয়ে দিয়েছে তারা। যার ফলে সপ্তাহের প্রথম দিন ব্যাপক সমস্যায় পড়তে চলেছেন বাসযাত্রীরা। তাঁদের দাবি, রাস্তায় অতিরিক্ত টোটোর ফলে সমস্যা বাড়ছে। টোটো নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি বাস ভাড়াও বাড়াতে হবে। যদিও প্রশাসনের এক আধিকারিক বলেন, ওদের দাবি মানা হচ্ছে। তারপরেও ধর্মঘট থেকে সরে আসেননি তারা। মুর্শিদাবাদ বাস ওনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক তপন অধিকারী বলেন, বিভিন্ন দাবি নিয়ে আমরা ২৪ ঘণ্টার বাস ধর্মঘটের ডাক দিয়েছি। প্রশাসনকে জানানো হয়েছে।
2023-11-27 10:00:00রেলপুলিসের আধিকারিক পরিচয় দিয়ে স্বামীকে বন্ধক বানিয়ে মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। ঘটনাটি ঘটেছে, রাজ্যের অশোকনগর স্টেশনে। জানা গিয়েছে, জয়পুর যাওয়ার জন্য ওই দম্পতি রাতে ট্রেনের অপেক্ষা করছিলেন। হঠাৎ সাধারণ পোশাকে দুই ব্যক্তি এসে নিজেদের রেল পুলিস পরিচয় দিয়ে তাঁদেরকে নানা কথা জিজ্ঞাসা করতে শুরু করেন। ওই মহিলা যখন প্রতিবাদ করে উল্টে ওই ২ ব্যক্তির পরিচয়পত্র দাবি করেন, তখনই তারা দম্পতির উপর হামলা করে। স্বামীকে মারধর করে বন্ধক বানিয়ে তাঁর উপস্থিতিতেই ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। দুই আক্রান্তকেই আহত অবস্থায় ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা। মহিলা ফোন করে পুলিসকে খবর দিলে পুলিস এসে তাঁদের উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
2023-11-27 09:54:30রবিবার আরামবাগের ডোঙ্গল এলাকায় ধুমধাম করে রাস উৎসবের সূচনা হল। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ন’দিনের রাস উৎসবের উদ্বোধন করেন। এদিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরা সহ এলাকার বিশিষ্ট মানুষজন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাস উৎসব ঘিরে এলাকায় মেলা বসেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ন’দিনের এই উৎসবে আনন্দে মাতবেন এলাকার বাসিন্দারা। রাস উৎসব কমিটির সম্পাদক উত্তম বেরা বলেন, প্রতিবারের মতো এবারও ধুমধাম করে রাস উৎসব পালন করা হচ্ছে। এই উৎসবে বহু লোক সমাগম হবে। স্বেচ্ছাসেবকরা ভিড় সামলানোর দায়িত্বে থাকবেন। আরামবাগের এসডিপিও অভিষেক মণ্ডল বলেন, ডোঙ্গল এলাকায় উৎসবের দিনগুলিতে বাড়তি পুলিস মোতায়েন রাখার ব্যবস্থা করা হয়েছে।
2023-11-27 09:50:00অকালবৃষ্টির বজ্রপাতে একই দিনে গোটা গুজরাত জুড়ে মৃত্যু হল ২০ জনের। গতকাল থেকেই নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছে গুজরাতে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর। স্থানীয় প্রশাসন মানুষকে সহায়তা পৌঁছানোর কাজ করছে। ২০ জনের মৃত্যুতে এক্স হ্যান্ডলে শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাসমেলাকে কেন্দ্র করে অতিরিক্ত বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্টীয় পরিবহণ নিগম। এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, রাসমেলা জমে উঠতেই জেলার দিনহাটা, তুফানগঞ্জ, মাথভাঙা সহ একাধিক রুটে রাত ১১টা পর্যন্ত বাস চালানো হবে। এনবিএসটিসি’র স্ট্যান্ডে বাস থাকবে। প্রয়োজন অনুসারে রুটে বাস চালানো হবে। আজ, ২৭ নভেম্বর থেকে কোচবিহার রাসমেলা শুরু হচ্ছে। তারপর মেলা জমে উঠতেই এই ব্যবস্থা নেওয়া হবে। নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, রাসমেলা উপলক্ষ্যে রাত পর্যন্ত বাস চালানো হবে। জেলার বিভিন্ন রুটে এই বাসগুলি চলবে। তার প্রস্তুতি নিয়ে রাখছি।
2023-11-27 09:40:00টলিউডে ফের বাজতে চলেছে সানাই। সূত্রের খবর, আজই বিয়ে করতে চলেছেন চলতি সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। অভিনেতার গাঁটছড়া বাঁধার আয়োজন প্রায় সারা। সবকিছু ঠিকঠাক থাকলে আজকেই ঘনিষ্ঠদের উপস্থিতিতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ পিয়া চক্রবর্তীর সঙ্গে চার হাত এক হতে পারে পরমব্রতর। বেশ কিছুদিন ধরেই সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীর সঙ্গে অভিনেতার প্রেমের গুঞ্জন ছিল টলিউডের অন্দরে। আজই কি সেই গুঞ্জনে সিলমোহর পড়বে? টলিপাড়ার ভিতরের খবর অন্তত তেমনই।
2023-11-27 09:36:31ইসলামপুরে অনুষ্ঠিত হল ত্রয়োদশ উত্তরবঙ্গ সাহিত্য উৎসব। রোববারের সাহিত্য আড্ডা নামের একটি সংগঠনের উদ্যোগে রবিবার ইসলামপুর টাউন লাইব্রেরিতে অনুষ্ঠানটি হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, বিশিষ্ঠ কবি নিশিকান্ত সিনহা প্রমুখ। রোববারের সাহিত্য আড্ডার সভাপতি সুদীপ্ত ভৌমিক বলেন, অনুষ্ঠানের মাধ্যমে একাধিক কবি সাহিত্যিক ও গুণীজনদের সম্মান জানন হয়েছে। উপস্থিত ছিলেন প্রতিবেশী দেশ নেপালের বিশিষ্ট কবি মায়া মিতু। গুণীজন সংবর্ধনা ও সাহিত্য সংস্কৃতির আসরে সজ্জিত এই উৎসবে প্রকাশিত হয় উৎসবের স্মরণিকা ও শহরের বিশিষ্ট চিকিৎসক বিনয় ভূষণ বেরার কাব্যগ্রন্থ।
2023-11-27 09:30:00গাড়ি ও বাইক নিয়ে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে বিগত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৫১ হাজার টাকা জরিমানা করল কোতোয়ালি ট্রাফিক গার্ড। এই সময়সীমার মধ্যে ২৩১ জন চালকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় পুলিস। কোতোয়ালি ট্রাফিক গার্ডের আইসি সৈকত ভদ্র বলেন, গাড়ি বা বাইক চালানোর সময় ট্রাফিক আইন যাঁরা মানছেন না, তাঁদের বিরুদ্ধে মূলত এই ব্যবস্থাপনা। পুলিস আইনভঙ্গকারী বাইকের ছবি তুলে অনলাইনে কেস করছে। জরিমানা করছে।
2023-11-27 09:23:51মালদহের গাজোলের রাস উৎসবের উদ্বোধন হল রবিবার। লোকসংস্কৃতি অনুষ্ঠানটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিঙ্ঘানীয়া, পুলিস সুপার প্রদীপ কুমার যাদবসহ ইসকনের বিদেশি ভক্তরা। গাজোল সর্বজনীন রাস উৎসব কমিটির সম্পাদক বিধান চন্দ্র রায় বলেন, জেলা প্রশাসনের কর্তারা এসে উৎসবের আনন্দ উপভোগ করেছেন। রাস উৎসবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
2023-11-27 09:20:00আগামী ১ ডিসেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হতে পারে উত্তর সিকিমের লাচুং। ৪ অক্টোবর লেক বিপর্যয়ের পর থেকেই উত্তর সিকিমের লাচেন, লাচুং সহ বিস্তীর্ণ এলাকা বন্ধ রয়েছে। স্থানীয় বাসিন্দা ছাড়া ওই এলাকায় কেউ যাচ্ছেন না। আপাতত উত্তর সিকিমের লাচুংয়ে প্রবেশের রাস্তা মেরামত করা হয়েছে। উত্তর সিকিমে শুক্রবার পর্যন্ত হাল্কা তুষারপাত হলেও পর্যটকরা সেই তুষারপাতের আনন্দ উপভোগ থেকে বঞ্চিত ছিলেন। রাস্তা ঠিক হওয়ার পরই সিকিম সরকার সিদ্ধান্ত নিয়েছে ১ ডিসেম্বর থক লাচুং পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে।
2023-11-27 09:12:44শেষ পর্যন্ত আলিপুরদুয়ার দুর্গাবাড়ি কমিটি ও আলিপুরদুয়ার পুরসভার যৌথ উদ্যোগে রাসমেলা হচ্ছে। কতিপয় দুষ্কৃতীর হুমকির জেরে মাঝে রাসমেলার উদ্যোগ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। শেষপর্যন্ত রবিবার জেলা প্রশাসনের অনুরোধে আলিপুরদুয়ার দুর্গাবাড়িতে মিটিং করে রাসমেলার সিদ্ধান্ত হয়। মিটিংয়ে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, বিধায়ক সুমন কাঞ্জিলাল ও দুর্গাবাড়ি কমিটির কর্তারা। দুর্গাবাড়ি সংলগ্ন আলিপুরদুয়ার হাটখোলা মাঠে ৭৭ তম এই রাসমেলা শুরু হবে ৩০ নভেম্বর। মেলা চলবে দু’সপ্তাহ ধরে। রবিবার অবশ্য যথারীতি রাসপুজো হয়েছে। এসজেডিএ চেয়ারম্যান ও পুরসভার চেয়ারম্যান বলেন, আলিপুরদুয়ার হাটখোলার ঐতিহ্যবাহী এই রাসমেলা শহরের মানুষের কাছে আবেগ। তাছাড়া শহরের ক্ষুদ্র ব্যববসায়ীদের ব্যবসার কথাও মাথায় রাখতে হয়। তাই রাসমেলা নিয়ে তৈরি হওয়া জটিলতা মিটিয়ে ফেলা হয়েছে। ৩০ তারিখ থেকে হাটখোলার মাঠে মেলা শুরু হচ্ছে।
2023-11-27 09:04:59দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে অপহরণ ও মারধর করল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, তার মুখে প্রস্রাবও করে অভিযুক্তরা। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাটে। পুলিস এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ওই পড়ুয়া দীপাবলি উপলক্ষ্যে মাসির বাড়িতে মিষ্টি দিতে গিয়েছিল। সেখানে ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। তারপর তার মুখে প্রস্রাবও করে দুষ্কৃতীরা। এই ঘটনায় পুলিসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রের বাবা। পুলিস অপহরণের অভিযোগ নেয়নি বলে তাঁর অভিযোগ।
2023-11-27 08:51:46আজ, সোমবার, ২৭ নভেম্বর। রবি-পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এবছর সেই জন্মোৎসব ১৩৭ বছরে পা দিল। সেই জন্মোৎসব উপলক্ষ্যে প্রতিবছরের মত এবারও রথীন্দ্র মেলার আয়োজন করলো শ্রীনিকেতনের ঐতিহ্যবাহী শিল্প সদন। এদিন দুপুরে যার উদ্বোধন। মেলা উপলক্ষ্যে শিল্প সদনে সাজো সাজো রব। ভবন প্রাঙ্গণকে বিভিন্ন শিল্পকর্মে সাজিয়ে তুলেছেন পড়ুয়ারা। শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য সৃষ্টি সুখের উল্লাসে মেতেছেন তাঁরা। সারা বছর পড়ুয়ারা বিভিন্ন শিল্পকর্মে মগ্ন থাকেন। মূলত সেগুলিকেই মেলায় বিকিকিনির জন্য প্রদর্শনী করা হয়। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতার টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ডঃ মৃত্যুঞ্জয় মোদক ও বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক। এমনটাই জানিয়েছেন শিল্প সদনের অধ্যাপক তথা পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল। শুধু শিক্ষার বিস্তার নয়, কৃষি, শিল্প, সংস্কৃতি ও খেলাধুলোকেও সমান গুরুত্ব দিয়েছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। তাই এখনও বিশ্বভারতীতে এই বিষয়গুলিতে সফলভাবে পঠন-পাঠন হয়ে আসছে। যে ক’টি ভবন নিজের নাম ও গরিমার কারণে উল্লেখযোগ্য জায়গা করেছে, শিল্প-সদন তার অন্যতম। বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের ভাবনাকে সফলভাবে রূপায়ণ করেছিলেন তাঁর সুযোগ্য পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। মূলত তাঁর আমলেই কৃষি ও শিল্প বিকাশে প্রভূত উন্নতি করে বিশ্বভারতী। রথী ঠাকুরের শিল্প ভাবনাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তার সহধর্মিণী প্রতিমা দেবী। মূলত তাঁর উদ্যোগে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হওয়ার এক বছর পরে ১৯২২ সালে শান্তিনিকেতনে বিচিত্রা নামের স্টুডিও স্থাপন করা হয়। সেখানে লাক্ষা ও বাটিকের কাজ, বই বাঁধাই, ক্যালিকো প্রিন্টিং একে একে চালু হয়। তবে চলার পথ অত মসৃণ ছিল না। কয়েক বছর ধরে সংগ্রাম করার পর, ১৯২৮ সালে কর্মশালাটি শ্রীনিকেতনে স্থানান্তরিত হয়। সেখানে প্রথমে শিল্প বিভাগ ও পরবর্তীতে শিল্প সদন নামে পরিচিত হয়। বর্তমানে টেক্সটাইল, গ্লাস অ্যান্ড সিরামিক, ফার্নিচার ও কাঠের কাজ, হান্ডমেড পেপার মেকিং, লেদার এবং বাটিক প্রভৃতি শেখানো হয়।
2023-11-27 08:40:42দেড় বছরের শিশুকন্যাকে কামড়ে ক্ষতবিক্ষত করল দু’টি পোষ্য কুকুর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি। বুধবার হরিয়ানার ফতেবাদের এই ঘটনায় পোষ্যের মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিস। পুলিস জানিয়েছে, প্রতিবেশী এক ব্যক্তির দু’টি পোষ্য শিশুটিকে বাগে পেয়ে আক্রমণ করে। শিশুটি তখন তার দাদার সঙ্গে খেলছিল। তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসে। শিশুকন্যাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে আটটি জায়গায় দাঁত বসিয়েছে সারমেয় দু’টি।
2023-11-27 08:40:00১৫৮২ - উইলিয়াম শেক্সপিয়রের বিবাহ
১৭৯৫- গেরাসিম লেবেদেফের উদ্যোগে কলকাতার মঞ্চে প্রথম অভিনীত হল নাটক
১৮৫২ - কম্পিউটার প্রোগ্রামিং ধারণার একজন প্রবর্তক অগাস্টা অ্যাডার মৃত্যু
১৮৭৮- কবি যতীন্দ্রমোহন বাগচির জন্ম
১৮৮৮ - কবিপুত্র তথা বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক রথীন্দ্রনাথ ঠাকুরের জন্ম
১৮৯৫ - বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল তাঁর সমস্ত সম্পত্তি উইল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন।
১৯০৭ - বিশিষ্ট ভারতীয় হিন্দি ভাষার কবি ও লেখক হরিবংশ রাই বচ্চনের জন্ম
১৯১৩- চিত্রশিল্পী চিত্রানিভা চৌধুরির জন্ম
১৯১৪ - ব্রিটেনে প্রথম মহিলা পুলিস নিয়োগ হয়।
১৯৪০- অভিনেতা ও মার্শাল আর্ট শিল্পী ব্রুস লি’র জন্ম
১৯৫২- সুরকার বাপ্পি লাহিড়ির জন্ম
১৯৮৪- অভিনেতা ও গায়ক অসিতবরণের মৃত্যু
১৯৮৬- ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার জন্ম
১৯৯২ - এই দিন থেকে ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন।
২০০৮- ভারতের সপ্তম প্রধানমন্ত্রী ভি পি সিংয়ের মৃত্যু
মেষ: শল্য চিকিৎসকদের কর্মসাফল্য ও সুনাম।
বৃষ: সব কর্মে বাধার মধ্যে অগ্রগতি ও অর্থলাভ।
মিথুন: অনুকূল আয় যোগ।
কর্কট: পড়ে গিয়ে দেহে আঘাত লাগতে পারে।
সিংহ: কর্মের স্বাভাবিক গতি বজায় থাকবে।
কন্যা: সৃজনশীল কর্মে সম্মান প্রাপ্তির যোগ।
তুলা: বিদ্যাচর্চায় সন্তানের মনোযোগের অভাব।
বৃশ্চিক: কর্মোন্নতিতে বিলম্ব।
ধনু: আর্থিক উন্নতি হবে।
মকর: পারিবারিক ক্ষেত্রে বিশেষ কোনও শুভ সংবাদে মানসিক তৃপ্তি।
কুম্ভ: পেশাদারি কর্মের উন্নতি ও অর্থকড়ি উপার্জন বৃদ্ধি।
মীন: একাধিক ক্ষেত্র থেকে ধনাগম যোগ।
বিস্তারিত রাশিফল ও প্রতিকার সম্বন্ধে জানতে এই লিঙ্কে ক্লিক করুন: https://bartamanpatrika.com/horoscope?cid=25