মধ্যপ্রদেশে গড় রক্ষা। বাড়তি কংগ্রেসের হাত থেকে দুটি রাজ্য রাজস্থান ও ছত্তিশগড় ছিনিয়ে নেওয়ার পথে বিজেপি। তেলেঙ্গানা বাদে তিন রাজ্যেই ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির। সেই ফলাফল অনেকটা স্পষ্ট হতেই এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখলেন, ‘জনতা জনার্দনের সামনে আমরা মাথা নত করছি। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ফলাফল এই ইঙ্গিতই দিচ্ছে যে, ভারতের মানুষ সুশাসন এবং উন্নয়নের রাজনীতির সঙ্গেই রয়েছে, যার জন্য বিজেপি দাঁড়িয়ে রয়েছে। এই দ্বিধাহীন সমর্থনের জন্য এই তিন রাজ্যের মানুষকে ধন্যবাদ দিতে চাই। আশ্বাস দিচ্ছি যে, তাঁদের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করব।’
ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বাংলায় বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। যার মধ্যে আগামী ৫ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ৬ ও ৭ তারিখ সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বেড়ে হাল্কা থেকে মাঝারি আকারে হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে। ওই দু’দিন হাওড়া, হুগলি, কলকাতা, বাঁকুড়া, নদীয়া ও পূর্ব বর্ধমানে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
2023-12-03 14:56:09
শহরে ফের আত্মহত্যার ঘটনা। পূর্ব যাদবপুরের একটি বহুতলের ১৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন রঞ্জিত বোস (৬৭) নামের এক বৃদ্ধ। মানসিক অবসাদ থেকেই এই আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের।
2023-12-03 11:36:31চার রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যে তিনটিতে ব্যাকফুটে কংগ্রেস। শুধুমাত্র তেলেঙ্গানায় জয়ের পথে হাত শিবির। এর মাঝেই আগামী ৬ ডিসেম্বর বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকল কংগ্রেস। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের প্রত্যেক শরিকের সঙ্গে এই বৈঠকের বিষয়ে কথা বলেছেন বলে জানা গিয়েছে।
2023-12-03 10:45:00